/indian-express-bangla/media/media_files/2025/10/08/actor-2025-10-08-21-41-06.jpg)
ভয়ঙ্কর কাণ্ড...
Entertainment Latest Highlights:
২০২২ সালের বলিউড ছবি ‘ঝুন্ড’-এ ‘বাবু ছেত্রী’ চরিত্রে অভিনয় করা প্রিয়াংশু ক্ষত্রিয়ের নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমেছে সিনে-মহলে। বুধবার ভোরে নাগপুরের জরিপাটকা এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে ক্ষত্রিয়ের গলা কেটে হত্যা করা হয়েছে এবং তাঁর মুখ বিকৃত করা হয়েছে।
- Oct 09, 2025 18:58 IST
Top OTT Release: অক্টোবরের নতুন বলিউড রিলিজ, বড় ধামাকা ওটিটিতে!
Top OTT Release: ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য নতুন কন্টেন্ট খুঁজছেন? ২০২৫ সালের অক্টোবরে বলিউডে আসছে বেশ কিছু রোমাঞ্চকর নতুন রিলিজ— যেগুলো এখনই দেখতে পারেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওহটস্টার, এমএক্স প্লেয়ার এবং আরও নানা প্ল্যাটফর্মে। অ্যাকশন, রোম্যান্স, ড্রামা বা মিস্ট্রি- প্রত্যেকের পছন্দমত দারুণ কিছু কনটেন্ট। তাই পপকর্ন হাতে নিন, আর শুরু করুন বিঞ্জ-উইকেন্ড! দেখে নিন এই সপ্তাহের আলোচিত কিছু রিলিজ।
- Oct 09, 2025 18:02 IST
Rajat Bedi: টাকা নিয়ে পগারপার বন্ধু, ২০০ মিলিয়নের ব্যবসা ধসে পড়ল নিমেষেই, দুর্দিন কীভাবে পার করলেন রজত?
যদিও প্রায় তিন দশক পেরিয়ে গেছে রজত বেদীর অভিনয়ে অভিষেকের পর, এবং তিনি বছরের পর বছর ধরে বহু এ-লিস্ট তারকার সঙ্গে পর্দা ভাগ করেছেন, তবুও তিনি এখনও 'সংগ্রামী অভিনেতা' তকমাটা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেননি। একসময় কাজের সুযোগ এতটাই কমে গিয়েছিল যে তিনি অভিনয় ছেড়ে কানাডায় নতুন জীবিকা খুঁজতে পাড়ি দেন। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে ফিরে আসেন এবং আরিয়ান খানের 'The Busterds of Bollywood'–এ অভিনয়ের মাধ্যমে আবার দর্শকের হৃদয় জয় করেন।
- Oct 09, 2025 17:23 IST
Raghav Juyal: খারাপ ফ্রিজে রাখতেন অন্তর্বাস! কেরিয়ারের শুরুতে মুম্বইয়ে কাটানো লড়াকু দিনের অভিজ্ঞতা ভাগ রাঘবের
Raghav Juyal struggle Life: মুম্বইয়ে যখন প্রথম এসেছিলেন তখন খারাপ ফ্রিজটিকে কাপবোর্ড হিসেবে ব্যবহার করতেন রাঘব। সেটির ভিতরে অন্তর্বাস রাখতেন অভিনেতা! সেই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন The Ba***ds of Bollywood খ্যাত রাঘব।
- Oct 09, 2025 16:46 IST
Bharti Singh Pregnancy: আড়াই মাস পর্যন্ত প্রেগন্যান্সির টেরই পাননি! কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছেপ্রকাশ ভারতীর
সম্প্রতি Pinkvilla-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী জানান, প্রায় আড়াই মাস পর জানতে পারেন যে তিনি গর্ভবতী। নিজস্ব ওজনের কারণেই তা বুঝতে পারেননি। মজার ছলে তিনি বলেন, 'যখন আমি গর্ভবতী হই দু'দেড় মাস পর্যন্ত কিছু বুঝতেই পারিনি। মোটা মানুষদের তো বোঝাই যায় না! আমি খাচ্ছি, শুট করছি, দৌড়াচ্ছি, Dance Deewane-এ নাচছি। কিছুই উপলব্ধি করতে পারিনি। তারপর একদিন হঠাৎ মনে হল, একবার টেস্ট করে দেখি। করার পর কিট রেখে বাইরে চলে যাই। পরে ফিরে এসে দেখি পজেটিভ! তখনই হর্ষকে বললাম। এটা আমাদের জন্য দারুণ সারপ্রাইজ। কোনও পরিকল্পনা ছাড়াও আমাদের জীবনে নতুন সদস্য আসছে।'
- Oct 09, 2025 16:14 IST
Pawan Singh wife Abortion: 'জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত-অত্যাচার সইতে না পেরে..', পবনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর
Pawan Singh wife Jyoti Singh: রিপোর্ট মোতাবেক, সাংবাদিক সম্মেলনে জ্যোতি সিং দাবি করেছেন, তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন পবন সিং। জোর করে ওষুধ খাওয়ানো, শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করেছিলেন অভিনেতা-রাজনীতিবিদ।
- Oct 09, 2025 15:08 IST
Rupankar Bagchi Wife: 'আমি জানি আমি মোটা-কালো...', পোশাক নিয়ে কটাক্ষ করতেই সপাট জবাব রূপঙ্করের স্ত্রীর
বিদেশ থেকে তাঁদের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন রূপঙ্করের স্ত্রী। তারপরই জুটল কটাক্ষ। ট্রোলের সপাট জবাব দিয়েছেন রূপঙ্কর পত্নী। নিজের একটি ছবি পোস্ট করে চৈতালি লিখেছেন, 'আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সী মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতাতে তাঁর মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়।' আরও যোগ করেন, 'তাই আমি খুব খুশি। আমার বন্ধু, ভাই, বোন, দাদা, বৌদি, মাসি আমাকে জানে ও চেনে। তাই ওইপার থেকে তুমি বা তোমরা কে কি বললে ভারী বয়েই গেল। আমার যা খুশী তাই পরব। যেভাবে ইচ্ছে চলব। তোদের কী রে। কবুতর যা যা যা।।।।।'
- Oct 09, 2025 14:29 IST
TRP This Week: লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কোন মেগা?
লক্ষ্মীপুজোর পর কোন ধারাবাহিকের ভাগ্যবদল হল? ৬.১ পয়েন্ট নিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল দিতিপ্রিয়া রায় ও জিতু কমল অভিনীত 'চিরদিনই তুমি যে আমার'। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। মোট নম্বর ৫.৯। প্রথম তিনের শেষে রয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৫.৫ পয়েন্ট। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক, ফুলতি ও রাঙামতি।
- Oct 09, 2025 13:47 IST
Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতদন্তে বিরাট তথ্য প্রমাণ মানস রবিনের, প্রয়াত গায়ককে শ্রদ্ধা শ্রেয়া-বিশালের, ভাইরাল ভিডিও
জুবিনের মৃত্যু তদন্তের অংশ হিসেবে সিআইডি অফিসে হাজির খ্যাতনামা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক মানস রবিন। সিআইডি অফিসে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মানস রবিন। তাঁর কথায়, 'জুবিনের অন্ত্যেষ্টির দিন আমি বলেছিলাম আমার কাছে কিছু প্রমাণ আছে। আমি এই প্রমাণগুলো এসআইটি-কে জমা দেব। তবে এই মুহূর্তে তা প্রকাশ করতে পারব না। এগুলো হয়তো এসআইটি-কে আরও তথ্য সংগ্রহে সাহায্য করবে।'
- Oct 09, 2025 13:18 IST
Aryan Khan-wankhede: আরিয়ানের শো ঘিরে নানা বিতর্ক, এবার এনসিবি কর্তার অভিযোগের ভিত্তিতে সমন পাঠাল হাইকোর্ট
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত একটি শোকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়েছ। দর্শকরা ওয়াংখেড়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি চরিত্র দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই চরিত্রটি ২০২১ সালের ক্রুজ ড্রাগ কাণ্ডে আরিয়ান খানকে গ্রেপ্তার করা এনসিবি অফিসারের সঙ্গে মিল খুঁজে পান অনেকে।
- Oct 09, 2025 12:24 IST
Arbaaz-Sshura Baby Name: মেয়ের নামকরণে কোরানের ছোঁয়া, আরবাজ-সুরহার লক্ষ্মীছানার নামের অর্থ কী?
ইনস্টা হ্যান্ডেলে লিখেছেন, 'ছোট্ট কন্যা সিপারা খানকে স্বাগত। আরবাজ ও সুরহার তরফে অনেক ভালবাসা। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, 'আলহামদুলিল্লাহ'। সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি। সিপরা শব্দের অর্থ কী? হিন্দিতে কোরানের ৩০ ভাগের এক ভাগকে বোঝানো হয়। এছাড়াও আরবিতে সিপারা শব্দের অর্থ একজন সুন্দরী নারী। ফরাসিতে এর অর্থ একটি ফুল।
- Oct 09, 2025 12:03 IST
Bollywood: মদ্যপ অবস্থায় বিবাদ, তারপর খুন! নিহত অমিতাভের সহ-অভিনেতা
২০২২ সালের বলিউড ছবি ‘ঝুন্ড’-এ ‘বাবু ছেত্রী’ চরিত্রে অভিনয় করা প্রিয়াংশু ক্ষত্রিয়ের নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমেছে সিনে-মহলে। বুধবার ভোরে নাগপুরের জরিপাটকা এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে ক্ষত্রিয়ের গলা কেটে হত্যা করা হয়েছে এবং তাঁর মুখ বিকৃত করা হয়েছে।
- Oct 09, 2025 11:46 IST
Vijay Bomb Threat: জনসভায় মৃত্যমিছিলের পরই মারাত্মক বিপদ! বোমা হামলার হুমকি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাড়িতে
কারুর জেলায় TVK-র এক জনসভায় মর্মান্তিক পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এর মাঝেই চেন্নাই পুলিশের কাছে ফোন আসে অভিনেতার বাড়িতে বোমা হামলা করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, কোনও বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ ভুয়া ফোন ছিল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে। দোষীকে শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।