Entertainment Latest Highlights: সস্তার চাল-ডাল খেয়ে দিন গুজরান জগদ্ধাত্রীর 'সাধু দা' সত্যমের

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-10-09 at 5.25.12 PM (1)

Entertainment Latest Live News Update

Satyam Majumder Crisis Situation: অভিনয় জগৎ বড়ই অনিশ্চিত। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কম-বেশি সকলেরই একই বক্তব্য। কাজ না থাকলে চরম দারিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। লাইট-ক্যামেরা-অ্যাকশনের চাকচিক্যের আড়ালে থাকে সেই কঠিন লড়াইয়ের গল্প। সম্প্রতি জগদ্ধাত্রীর দাপুটে পুলিশ অফিসার সাধু বাটোয়াল ফেসবুকে নিজের দৈনদশা নিয়ে লিখতে বাধ্য হলেন, যদি একটা কাজ পাওয়া যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন কাঁধে ঋণের বোঝা, কম দামী চাল-ডাল খেয়ে দিন গুজরান করছেন পর্দার দাপুটে পুলিশ অফিসার সত্যম মজুমদার। 

Advertisment
  • Oct 10, 2025 17:20 IST

    Parag Tyagi-Shefali Jariwala: 'আর অপেক্ষা করতে পারছি না...', প্রয়াত স্ত্রী শেফালির স্মৃতিতে কাতর পরাগ

    শেফালির উদ্দেশ্যে পরাগ লিখেছেন, 'আমি তোমার জন্য অপেক্ষা করব। যতক্ষণ আমাকে সেই অপেক্ষা ওই দূর আকাশে তোমার কাছে নিয়ে যাচ্ছে। আর যদি সেখানে তোমাকে খুঁজে না পাই তাহলে আমি স্বর্গের কাছে প্রার্থনা করব যেন আকাশ যেন তোমাকে খুঁজে পায়। তোমাকে যেন মনে করিয়ে দেয় তোমার ভুলে যাওয়া সেই শপথগুলোর কথা যেগুলো দুজনে একসঙ্গে পূরণের অঙ্গীকার করেছিলাম।' ওই পোস্টে শেফালির প্রতি প্রেম নিবেদন করে পরাগ লেখেন, 'তুমি আমার, আমার ভালবাসা সবসময়ই তোমার জন্যই থাকবে। যে যাই বলুক আমি শুধু তোমাকেই ভালবাসি। আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব। ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না।' শেফালি আজ কাছে নেই তবুও মন চায় তাঁর সঙ্গে একটু কথা বলতে। জেনে বুঝেও যেন মন মানে না। আবেগপ্রবণ পোস্টে পরাগ লিখেছেন, 'প্লিজ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করো। শ্বাস নিতে পারছি না আমার পরি, আমার গুণ্ডি।'



  • Oct 10, 2025 17:04 IST

    Zubeen Garg Death: ভরসার মানুষদের হাতেই বিশ্বাসঘাতকতা? জুবিন গর্গ কেসে চাঞ্চল্যকর মোড়

    Zubeen Garg Death Latest Update:  শুক্রবার সকালে সিঙ্গাপুরে, গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় বড় অগ্রগতি করেছে আসাম পুলিশ। প্রয়াত শিল্পীর সঙ্গে যুক্ত দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (পিএসও)- নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তার মোট সংখ্যা দাঁড়াল সাত জনে।



  • Advertisment
  • Oct 10, 2025 16:08 IST

    Sara Khan Marriage: আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে কটূক্তি-কাঁটাছেঁড়া, মুখের ওপর জবাব দিলেন সারা

    টেলিভিশন অভিনেত্রী সারা খান এবং কৃষ পাঠক ৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিবাহের কথা ঘোষণা দেন। জনপ্রিয় টিভি সিরিজ 'বিদায়ী' এবং 'বিগ বস সিজন ৪'-এর মাধ্যমে পরিচিত পান সারা। রামায়ণ-খ্যাত অভিনেতা সুনীল লাহিড়ীর পুত্র কৃষ পাঠক-এর সঙ্গে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশেষ বিবাহ আইনে তাঁদের বিয়ে হয়। 



  • Oct 10, 2025 15:36 IST

    Susan Kendall Newman: সিনে-দুনিয়ায় নক্ষত্রপতন, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী

    পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "সুসান কেন্ডাল নিউম্যান তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, উদারতা, ভালবাসা এবং পরিবার ও বন্ধুদের প্রতি গভীর নিষ্ঠার জন্য চিরস্মরণীয় থাকবেন। তাঁকে গভীরভাবে মিস করবেন সবাই।" সুসান ছিলেন অভিনেত্রী, এমি-মনোনীত প্রযোজক এবং সমাজকর্মী। পাশাপাশি ছিলেন কিংবদন্তি অভিনেতা পল নিউম্যান ও তাঁর প্রথম স্ত্রী জ্যাকি উইটের জ্যেষ্ঠ কন্যা।



  • Oct 10, 2025 15:03 IST

    Pooja Bhatt-Mahesh Bhatt: মদ্যপ মহেশকে বারান্দায় তালাবন্দি প্রথম স্ত্রী কিরণের, তারপর...? স্মৃতিচারণ করে পূজা যা বললেন...

    পূজা ভাটের পডকাস্ট The Pooja Bhatt Show-এ শৈশবের স্মৃতিচারণ করে পূজা জানান, মদ্যপ অবস্থায় মহেশ ভাটকে বারান্দায় তালাবদ্ধ করে দিয়েছিলেন মা কিরণ ভাট। সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বললেন, 'যখন আমরা সিলভারস্যান্ডসে ছিলাম একদিন রাতে তুমি মাতাল অবস্থায় বাড়ি ফিরে বারান্দায় চলে গিয়েছিল। এটা আমার মায়ের জন্য ছিল এক দুঃস্বপ্নের রাত। তাই তোমাকে সেখানে তালাবদ্ধ করে দিয়েছিল। তখন কড়া সুরে বলছিলে, কিরণ, পূজা, আমাকে ভিতরে ঢুকতে দাও। আমাদের বাড়ির পিছনে যেতেহু মহাসাগর তাই কণ্ঠস্বর ঢেউয়ের গর্জনের সঙ্গে মিলিয়ে গিয়েছিল। সেটা এখনও আমার স্মৃতিতে একদম স্পষ্ট।”



  • Oct 10, 2025 14:21 IST

    বিচ্ছেদের যন্ত্রণা শিকেয় তুলে নতুন শুরু, বঙ্গ-তনয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেতা..

    Rashami Desai's ex and television actor Nandish Sandhu: টেলিভিশন অভিনেতা নন্দীশ সান্ধু আবার আলোচনার কেন্দ্রে। নিজের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, গত মাসে অভিনেত্রী কবিতা ব্যানার্জির সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।



  • Oct 10, 2025 14:08 IST

    Saif Ali Khan Childhood: পতৌদি নবাব হয়েও বাবার পকেট থেকে টাকা চুরি! শৈশবের সংগ্রাম নিয়ে সোজাসাপটা সইফ

    চ্যাট শো 'টু মাচ উইথ অক্ষয় কুমার'-এ হাজির হতেই সইফকে তাঁর শৈশব নিয়ে প্রশ্ন করেন টুইঙ্কল খান্না ও কাজল। কাজল মজার ছলে বলেন, 'যখন অক্ষয় ব্যাংককে টিপস পাওয়ার জন্য পরিশ্রম করছিল তখন সইফ বাবার ওয়ালেট থেকে টাকা চুরি করেছিল।' উত্তরে সইফও পালটা বলেন, 'উনি (বাবা) খেয়াল করতেন না কিন্তু মা সবসময়ই জানতেন।' অক্ষয় জিজ্ঞেস করেন, কেন তিনি 'টাইগার' পতৌদির পকেট থেকে টাকা চুরি করতেন। সাইফ হেসে বলেন, 'আমি খুব ভাল ছেলে ছিলাম না খুব দুষ্টুমি করতাম।'



  • Oct 10, 2025 13:37 IST

    Deepika Padukone: 'আমি অন্যায় দাবি করিনি...', পুরুষতান্ত্রিক কঠোর নিয়মকে বুড়ো আঙ্গুল দীপিকার

    সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' এবং নাগ আশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল থেকে দীপিকা পাড়ুকোনের প্রস্থান নিয়ে বলিউডে শুরু হয়েছিল জোর গুঞ্জন। শোনা গিয়েছিল, অভিনেত্রী প্রতিদিন মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি তুলেছিলেন। প্রযোজকদের কাছে এই দাবি অগ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি এই দুটি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এখন, একাধিক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলি এই বিষয়ে মুখ খুলেছেন। 



  • Oct 10, 2025 13:04 IST

    Jeetu Kamal-Chirodini Tumi Je Amar: 'ব্যর্থতা-কুৎসা আমাকে...', চিরদিনই তুমি যে আমার বেঙ্গল টপার হতেই প্রতিক্রিয়া জীতুর

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ছোট পর্দার বিজনেজ টাইকুন আর্য। সততা, কঠোর পরিশ্রম আর দর্শকের ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন জীতু। একইসঙ্গে সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বিতর্ক উসকে ব্যর্থতা-কুৎসার কথাও উঠে এল অভিনেতার পোস্টে। জীতু লিখেছেন, 'সফলতা কখনোই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা বা কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারে নি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হল সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে।' 



  • Oct 10, 2025 12:26 IST

    Shrutika Arjun Health Update: হাসপাতালের বিছানায় শয্যাশায়ী-পেট ধরে অতিকষ্টে হাঁটছেন, ভয়ংকর অভিজ্ঞতা ভাগ বিগ বস গার্ল শ্রুতিকার

    শ্রুতিকা অর্জুন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। চোখে-মুখে দুর্বলতার ছাপ, হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল। মেজর অস্ত্রোপচার হয়েছে শ্রুতিকার। এই ভিডিওটি দখেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'এক বছর। দুই পৃথিবী। আর ভালোবাসায় ভরা একটি হৃদয়।'



  • Oct 10, 2025 11:18 IST

    Varinder Singh Ghuman Death: মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা

    Varinder Singh Ghuman Heart Attack: মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল সলমন খানের সহ অভিনেতা বরিন্দর সিং ঘুমান-এর প্রাণ। পঞ্জাবি অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে।



  • Oct 10, 2025 10:03 IST

    Raghav Juyal: ১০ জনের সঙ্গে রুম শেয়ার-খারাপ ফ্রিজে রাখতেন অন্তর্বাস! জীবনযুদ্ধ নিয়ে অকপট আরিয়ানের ছবির নায়ক রাঘব

    Raghav Juyal struggle Life: মুম্বইয়ে যখন প্রথম এসেছিলেন তখন খারাপ ফ্রিজটিকে কাপবোর্ড হিসেবে ব্যবহার করতেন রাঘব। সেটির ভিতরে অন্তর্বাস রাখতেন অভিনেতা! সেই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন The Ba***ds of Bollywood খ্যাত রাঘব।



Entertainment News Today Entertainment News