/indian-express-bangla/media/media_files/2025/10/11/qweqwe-2025-10-11-12-41-06.jpg)
বিগ বি-র জন্মদিনে রচনা
Entertainment Latest News Highlights
এই মুহূর্তে বিদেশে রয়েছেন অভিনেত্রী। ঘড়ির কাটার সময় অনুযায়ী এখন মাঝরাত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন পেয়েই রচনা বললেন, 'এখন তো আমি বিদেশে। এখানে মাঝরাত। যদি সাত-আট ঘণ্টা পর একটু কথা বলা যায়।' কিন্তু যখন শুনলেন, অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষেই তাঁর সঙ্গে এই যোগাযোগ, সঙ্গে সঙ্গে বললেন, 'হ্যাঁ, আজ তো ওঁর জন্মদিন। সুরিয়াবংশমে কাজ করেছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। ওঁর মতো মানুষ হয় না। যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক। শুটিং সেটে সব কিছু অনায়াসে সামলে নিতেন। অমিতাভ বচ্চন একজন ভাল মনের মানুষ।'
- Oct 11, 2025 18:24 IST
Amitabh Bachchan Birthday: শোলে টু সিলসিলা, অমিতাভের জন্মদিনে ফিরে দেখা সেরা ৬ ব্লকবাস্টার মুভি
Amitabh Bachchan Top 6 Movies: আশি পেরিয়েও জেন জি-র সঙ্গে পায়ে পা মিলিয়ে দাপটের সঙ্গে বলিউড থেকে দক্ষিণী সিনমহল কাঁপাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বিগ বি-র জন্মদিনে ফিরে দেখা তাঁর ফিল্মি কেরিয়ারের সেরা ছয় ছবি।
- Oct 11, 2025 16:22 IST
Hardik Pandya-Mahieka Sharma: বাথটবে গোলাপের পাপড়ি-সাগরপাড়ে মাখমাখ প্রেম! কার সঙ্গে জন্মদিনে রোম্যান্টিক মুডে হার্দিক?
হার্দিক তাঁর নতুন প্রেমিকা মডেল মাহিকা শর্মার সঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সরা,সরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ পোস্টেই রয়েছে খবরের সত্যতা। হার্দিকের জন্মদিনে মাহিকা নিজেও প্রেমিকের একটি ছবি নিজের স্টোরিতে পোস্ট করেছেন যেখানে ক্রিকেট তারকার মুখে গোলাপি রঙের বো টাই ইমোজি। দোসর কেক ও মোমবাতির ইমোজিও। আরও একটি ছবি পোস্ট করেছেন যেখানে বাথটবে ছড়ানো গোলাপের পাপড়ি। - Oct 11, 2025 15:44 IST
Hina Khan Karva Chauth: 'তোমার পায়ের নীচে...', করওয়া চৌথে হিনার পা ছুঁয়ে প্রণাম রকির! কারন বাতলে দিলেন অভিনেত্রীর স্বামী
সাধারণত স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে স্ত্রী। সেই প্রথা ভেঙে কেন হিনার পা ছুঁয়ে মাথা নত করলেন রকি? তাঁর স্পষ্ট যুক্তি, 'এই পৃথিবী যেমন শিব ও শক্তি দ্বারা চালিত ঠিক তেমনই তুমি যেদিন থেকে আমাকে আমার মতো করে গ্রহণ করেছ আমার জীবনও পূর্ণতা লাভ করেছে। তুমি আমার জীবনের দেবী, আমার অস্তিত্ব। তোমার পায়ের নীচে আমার সর্বসুখ-শান্তি।
- Oct 11, 2025 14:35 IST
Dharmendra First Wife: প্রথম স্ত্রীর সঙ্গে ফার্মহাউজে থাকেন ধর্মেন্দ্র, হেমার সঙ্গে সম্পর্কের দূরত্বের ইঙ্গিত ববি দেওলের
Dharmendra-Prakash Kaur: সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র পুত্র ববি দেওল জানিয়েছেন, বর্তমানে ধর্মেন্দ্রের খান্ডালার ফার্মহাউসে একসঙ্গে থাকছেন তাঁর বাবা-মা। হেমার সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত দিলেন তারকা সন্তান।
- Oct 11, 2025 14:08 IST
Hrithik Roshan-Fiza: সিনেমা সুপারহিট হতেই মিলেছিল মেকআপ ভ্যান, তার আগে কোথায় বসে মেকআপ করতেন হৃত্বিক?
Hrithik Roshan: ফিজা-য় শুটিংয়ের সময় গাড়ির বনেটের উপর বসে মেকআপ করতে হয়েছিল হৃত্বিককে। কহো না প্যায়ার হ্যায় সুপারহিট হওয়ার পর মেকআপ ভ্যান পেয়েছিলেন। সিক্রেট শেয়ার করলেন সহ অভিনেতা অনুপ সোনি।
- Oct 11, 2025 13:13 IST
Govinda-Sunita Ahuja: গলা থেকে কোমর ছুঁয়েছে সোনার হার! বিচ্ছেদ জল্পনার মাঝে করওয়া চৌথে স্ত্রীকে সারপ্রাইজ গোবিন্দার
করওয়া চৌথ-এ বিরাট চমক। স্ত্রীকে সোনার নেকলেস উপহার দিয়েছেন গোবিন্দা। স্বামীর কাছ থেকে এমন সুন্দর উপহার পেয়ে আপ্লুত। সুনিতা আহুজা করওয়া চৌথে স্বামীর কাছ থেকে পাওয়া উপহারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুনীতা আহুজার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ওই ভারী সোনার হার পরে ক্যামেরায় পোজ দিচ্ছেন তারকা পত্নী। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করে সুনিতা আহুজা ক্যাপশনে লিখেছেন, 'সোনা কিতনা সোনা হ্যায়! আমার করওয়া চৌথের গিফট এসে গিয়েছে।'
- Oct 11, 2025 12:45 IST
Suniel Shetty-High Court: বিনা অনুমতিতে একরত্তি নাতনি আর সুনীলের ভুয়ো ছবি ব্যবহারের অভিযোগ, আদালতের দ্বারস্থ অভিনেতা
অভিনেতা সুনীল শেট্টি। তিনিও ব্যক্তিসত্তার সুরক্ষার দাবি জানিয়ে বোম্বে হাই কোর্টে আবেদন করেছেন। সুনীলের অভিযোগ, অনুমতি ছাড়াই একাধিক সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইট তাদের ব্যবসার স্বার্থে তাঁর ছবি ব্যবহার করছে। এক অন্তর্বর্তী আবেদনপত্রে অভিনেতা আদালতের কাছে অনুরোধ করেছেন ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে যেন অবিলম্বে তাঁর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতেও যেন বিনা অনুমতিতে ছবি ব্যবহার করা থেকে বিরত থাকে। শুক্রবার বিচারপতি আরিফ ডাক্টরের বেঞ্চে অভিনেতার আইনজীবী বীরেন্দ্র সরাফ আবেদনটি উপস্থাপন করেন। এরপর আদালতের রায়ের অপেক্ষা। সরাফ আদালতকে জানান, কিছু ওয়েবসাইটে সুনীল শেট্টি ও তাঁর নাতনির ভুয়ো ছবি প্রচার করা হচ্ছে। মেয়ে আথিয়া শেট্টি ও তাঁর স্বামী ক্রিকেটার কেএল রাহুলের কন্যা এভারাহ-র ছবি নিয়ে এই ধরনের অপপ্রচারে রেগে কাঁই দাদু সুনীল।