/indian-express-bangla/media/media_files/2025/04/28/ZwgLvYGjMMIbbEMUQhj7.jpg)
Entertainment Latest News Highlights:
Arijit Singh-Salman Khan: বলিউড সুপারস্টার সালমন খান ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মনোমালিন্য একসময় হয়ে উঠেছিল বিনোদন জগতের চর্চিত টপিক। বহু বছর পর সালমন স্পষ্ট করে দিলেন তাঁদের মধ্যে আর কোনও মনোমালিন্য নেই বরং এখন তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ।
- Oct 13, 2025 17:36 IST
Kishore Kumar: 'ওকে পাগল বললেই...', অদ্ভুত চোখ মুখ করতেন কিশোর! ভয়ের চোটে যা অবস্থা হয়েছিল তাঁর স্ত্রীর
কিশোর কুমার কেবল একজন কিংবদন্তি গায়ক ও অভিনেতা হিসেবে নয়, তাঁর অদ্ভুত আচরণের জন্যও স্মরণীয়। এক পুরনো আলাপচারিতায় তাঁর চতুর্থ স্ত্রী এবং অভিনেত্রী লীনা চন্দবরকর কিশোর কুমারের অপ্রত্যাশিত মেজাজ পরিবর্তনের কথা স্মরণ করেছেন। তিনি জানান, “কেউ যদি তাকে পাগল বলে ডাকত, তিনি তা পছন্দ করতেন না। তার আচরণ কখনও খুব গম্ভীর, কখনও শিশুসুলভ ছিল। কখনও আপনি আশা করেও না, সে এমনভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে।”
- Oct 13, 2025 16:15 IST
Kishore Kumar Top 5 Films: গায়ক নয়, অভিনেতা কিশোরের এই ৫টা ছবি দেখলে চমকে উঠবে এই প্রজন্ম-ও..
আজ সেই দিন, যেদিন গোটা দেশ হারিয়েছিল তাঁদের কিশোরকে। মৃত্যুর কিছু সময় আগেও তিনি এটাই মজা করেছিলেন তাঁর হার্ট অ্যাটাক হতে পারে। আর সেটাই হল। অমিত তখন বিদেশে। কিশোর মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। শেষ রক্ষা হল না আর। তাঁর মৃত্যুদিনটা শ্রী অশোক কুমারের জন্মদিনের সঙ্গে মিশে গেল। তখন চারপাশে শুধু কিশোরের চলে যাওয়ার যন্ত্রণা।
- Oct 13, 2025 14:52 IST
Krushal Ahuja: 'আমি উদ্ধত...', সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম? পারিবারিক চাপে ভুল ভাঙ্গাতে বাধ্য হলেন ক্রুশল
Krushal Ahuja: বাংলা সিরিয়াল থেকে শুরু করেছিলেন কাজ। ক্রুশল আহুজা হিন্দি টেলিভিশনের এক জনপ্রিয় মুখ। তিনি দীর্ঘদিন ঝনক সিরিয়ালে অনিরুদ্ধের ভুমিকায় অভিনয় করেছেন। শুধু তাই নয়, বেশ প্রশংসা পেয়েছেন। তবে, এই ধারাবাহিকে তাঁকে এবং তাঁর সহ-অভিনেত্রীর বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। খেয়াল করলে দেখা যাবে হিবা নবাবের সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব ছিল তাঁর।
- Oct 13, 2025 14:39 IST
Esha Deol Bharat Takhtani: বিচ্ছেদের বছর ঘুরতেই গলছে অভিমানের বরফ? প্রাক্তন স্বামীকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা এষার
Esha Deol Bharat Takhtani Divorce: প্রাক্তন স্বামীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা এষা দেওলের। ইনস্টা স্টোরিতে ভারতের হাসি মুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার বাচ্চাদের দাদা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সারাজীবন সুস্থ ও সুখী থেকো। ভগবান তোমাকে আশীর্বাদ করুক।'
- Oct 13, 2025 13:55 IST
Aishwarya-Abhishek: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, চর্চার মাঝে ফিল্মফেয়ারের মঞ্চে কী করলেন জুনিয়র বচ্চন?
দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য নিয়ে চর্চার মাঝে অবশ্য ব্যক্তিগতজীবন নিয়ে নীরব থেকেছেন অভিষেক-ঐশ্বর্য। ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়র্ডসের মঞ্চে প্রথমবার পুরস্কৃত হওয়ার পর বিচ্ছেদ গুঞ্জনে পুরো জল ঢেলে দিলেন জুনিয়র বচ্চন। অভিষেকের সংযোজন, 'ঐশ্বর্য ও আরাধ্যাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওঁরা আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে। আমি আশা করি, এই পুরস্কার জেতার পর ওঁরা বুঝবে ওঁদের ত্যাগই আজ আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে।' আবেগপ্রবণ হয়ে অভিষেক আরও বলেন, 'আমি এই পুরস্কারটি দুই বিশেষ মানুষকে উৎসর্গ করতে চাই। এই ছবিটি বাবা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে। আর আমি এটি উৎসর্গ করছি আমার নায়ক অর্থাৎ বাবা এবং আরেক নায়ক আমার মেয়েকে। ধন্যবাদ, এই মুহূর্তটি কতটা আবেগতাড়িত যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'
- Oct 13, 2025 13:36 IST
Sangeeta Bijlani: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আগ্নেয়াস্ত্রের আবেদন সলমন ঘনিষ্ঠ নায়িকার
সম্প্রতি, তিনি পুনে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে, ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনও করেছেন। গত জুলাই মাসে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার ফার্মহাউসে ঢুকে রেফ্রিজারেটর, টিভি, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বাড়ির দেয়ালে অশ্লীল গ্রাফিতি লেখে। পুলিশ জানায়, প্রায় ৫০,০০০ টাকা নগদ অর্থ এবং প্রায় ৭,০০০ টাকার একটি টেলিভিশন চুরি হয়েছে।
- Oct 13, 2025 13:12 IST
Shilpa Shirodkar-Amitabh Bachchan: 'অমিতাভকে গোপনে বিয়ে...', বিগ বি-র জন্মদিনে গোপন তথ্য ফাঁস করলেন শিল্পা
ছোটবেলায় যখন বিগ বি-র অন্ধ ভক্ত ছিলেন তখন গোপনে অমিতাভের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চেয়েছিলেন। মেয়েবেলার সেই 'ফ্যান গার্ল মোমেন্ট'-র কথা শেয়ার করতেই লাইমলাইটে শিল্পা শিরোদকর। ইনস্টা হ্যান্ডেলে খুদা গাওয়া ছবির দুটি স্টিল শেয়ার করেছেন। যেখানে তিনি বিগ বি এবং প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন। ক্যাপশনে লেখেন, 'ভক্ত থাকাকালীন যে মানুষটিকে আমি গোপনে বিয়ে করতে চেয়েছিলাম। যিনি সহ-অভিনেতা হিসেবে আমাকে এত কিছু শিখিয়েছেন! অমিতজিকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনি যেন আরও বহু বছর আরও অনেক বছর বড় পর্দা আলোকিত করে রাখুন!'
- Oct 13, 2025 12:42 IST
Madhubanti Bagchi: ফিল্মফেয়ারের মঞ্চে মধুবন্তীর সাফল্যে গর্বিত বাঙালি, 'আজ কি রাত' খ্যাত কে এই বঙ্গললনা?
শনিবার অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এই মঞ্চে বাংলার জয়জয়কার। পুরস্কার জিতেছেন বঙ্গললনা মধুবন্তী বাগচী। বলিউডে পাঁচ বছরেরও বেশি কণ্ঠের জাদুতে মাত দিচ্ছেন। তবে স্ত্রী ২ ছবির আজ কি রাত মধুবন্তীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বললেও খুব একটা ভুল বলা হবে না। আর এই গানের জন্যই ৭০ তম ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কার জিতলেন মধুবন্তী বাগচী। তাঁর জয়ে গর্বিত বাঙালি। বালুরঘাটে জন্ম মধুবন্তী বাগচীর। তৃতীয় শ্রেনিতে পড়ার সময়ই সংগীতের তালিম নেওয়া শুরু করেন। শুভ্রা গুহর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু। এরপর পূর্ণিমা চৌধুরীর কাছ থেকেও গানের তালিম নেন মধুবন্তী। মৃত্তিকা নামক একটি বাংলা ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কারপ্রাপ্ত মধুবন্তী বাগচী। ২০২২- এ কোক স্টুডিও বাংলাতেও কাজ করেছেন।
- Oct 13, 2025 12:19 IST
Malaika Arora Second Marriage: 'যদি আমার উপযুক্ত...' আরবাজের কোলে লক্ষ্মীছানা আসতেই দ্বিতীয় বিয়ের ইঙ্গিত মালাইকার
Malaika Arora Marriage: আরবাজ-সুরহার ঘরে লক্ষ্মীর পদধূলি পড়তেই ভাইরাল মালাইকার পুরনো একটি ভিডিওর ক্লিপিং। যেখানে দ্বিতীয় বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন মালাইকা। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। সেই সময়ও একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সংসার করতে কতটা ভালবাসেন। সম্প্রতি ঝলক দিখলা জা ১১-এক একটি ক্লিপিং ভাইরাল। যেখানে ফারহা খান মালাইকাকে জিজ্ঞাসা করছেন, ২০২৪-এ ও মালাইকা সিঙ্গল মাদার-অভিনত্রী থেকে ডবল পেরেন্টস-অভিনেত্রী হতে চান না? বলিউডের মুন্নি বলেন, 'যদি কেউ আমার উপযুক্ত থাকে তাহলে আমি নিশ্চয়ই বিয়ে করব।' সঙ্গে সঙ্গে ফারহা বলেন, 'কেউ আছে মানে, অনেকেই আছে যাঁরা তোমাকে বিয়ে করতে চায়।'
- Oct 13, 2025 12:06 IST
Vikram Bhatt: প্রতারণার শিকার বিক্রম ভাট, মোটা টাকায় জরুরি তথ্য-ফোন বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ পরিচালকের
Vikram Bhatt News: পরিচিতমহলেই প্রতারণার শিকার পরিচালক বিক্রম ভাট। অভিযোগের তির প্রোডাকশন হাউজের দুই কর্মীর দিকে। অফিস থেকে তাঁর ছবির 'র' ফুটেজ সহ হার্ড ডিস্ক ও মোবাইল ফোন চুরি করে বিক্রি অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বিক্রম ভাটের সংস্থার প্রোডাকশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী নামে দুই কর্মচারীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।