Entertainment Latest Highlights: মাদকাশক্ত সঞ্জয়কে ছুঁলেই মাটিতে লুটিয়ে যান!

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sanjay dutta-bollywood

জেনে নিন আজকের আপডেট

 Entertainment Latest Highlights: 

কিংবদন্তি অভিনেত্রী তনুজা আতিশ–এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। শুটিং চলাকালীন সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, 'পরিচালক আমাদের বলতেন ওকে স্পর্শ করো না। একটা দৃশ্যে ওকে চড় মারার কথা ছিল কিন্তু পরিচালক বললেন হাত শুধু সামনে নাড়াও ওকে ছোবে না। কারণ, যদি ছোঁও ও পড়ে যাবে।'

Advertisment
  • Oct 14, 2025 17:44 IST

    Kharaj Mukherjee-Kali puja: নারকোলের জল দিয়ে বানানো হয় 'কারন', খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোয় আর কী কী হয়?

    Kali Puja 2025: আসন্ন আলোর উৎসব। বাঙালির কাছে এই উৎসব এক্কেবারে অন্যরকম। এই দিন বাঙালি মা কালীর আরাধনায় ব্যস্ত থাকে। শাস্ত্রে এদিন দীপান্বিতা কালী পুজো। মায়ের আরাধনা হয় এই সময়। এবং খেয়াল করলে দেখা যাবে এদিন মায়ের আরাধনায় চারিদিকে জ্বলে ওঠে অজস্র দীপ। একেকজনের বাড়িতে এদিন একেকরকম নিয়ম। তাঁর সঙ্গে সঙ্গে দেখা যায় নানা ধরণের ভোগের আয়োজন।



  • Oct 14, 2025 17:04 IST

    আচমকাই সব শেষ, প্রয়াত থিয়েটার জগতের প্রাণপুরুষ

    Raju Talikote Passes Away: উত্তর কর্ণাটকের বিশিষ্ট থিয়েটার শিল্পী এবং কৌতুক অভিনেতা রাজু তালিকোট (আসল নাম রাজেসাবা মাকতুমাসাব ইয়াঙ্কাঞ্চি) ১৩ অক্টোবর, ২০২৫-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত উত্তর কর্ণাটকের, খাসগতেশ্বর নাটক মণ্ডলির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবং কন্নড় চলচ্চিত্র ও থিয়েটার জগতে অসংখ্য মানুষকে আনন্দ দিয়েছেন।



  • Advertisment
  • Oct 14, 2025 16:22 IST

    Jimmy Shergill Father Death: দিওয়ালির আগে পিতৃহারা জিমি, শিল্পজগৎ-এ নক্ষত্রপতন, জীবনাবসান প্রখ্যাত শিল্পী সত্যজিৎ-এর

    Satyajit Shergill passes away: বিখ্যাত হাঙ্গেরিয়ান-ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শেরগিলের ভাইপো সত্যজিৎ শেরগিল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সম্পর্কে তিনি অভিনেতা জিমি শেরগিলের বাবা। 



  • Oct 14, 2025 15:46 IST

    Deepak Parashar: 'আমি সমকামী নই, কিন্তু', জীবনে একের পর এক দুর্ঘটনা! অভিনেতাকে কেন ছেড়ে চলে গেলেন তাঁর স্ত্রী

    Deepak Parashar-Bollywood: অভিনেতা দীপক পরাশর, ১৯৮০-এর দশকে মডেলিংয়ের দুনিয়া থেকে উঠে এসে হিন্দি ছবিতে নিজের জায়গা করে নেন। প্রথম দিকের বছরগুলোতে, তিনি বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করেছিলেন এবং কিছু হিট ছবিও উপহার দিয়েছিলেন। কিন্তু, সেই সময় অনেকেই বলিউডের ইতিহাসে সবচেয়ে দুর্বল সময়গুলির একটি হিসেবে মনে করেন। দীপক সেই সময় নানা বিতর্ক ও গুজবের মুখোমুখি হয়েছিলেন- বিশেষ করে তাঁর যৌনতা নিয়ে নানা কথা উঠেছিল। 



  • Oct 14, 2025 13:46 IST

    Amitabh Bachchan KBC: কেবিসির সেটে অমিতাভের সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ, ১০ বছরের প্রতিযোগী ট্রোল হতেই সরব টলি ইন্ডাস্ট্রি

    কেবিসি-র হট সিটে বসার পর ১০ বছরের প্রতিযোগী ইশিত অমিতাভের সঙ্গে বেশ রূঢ় আচরণ করছে। যা অনেকের নজরেই আপত্তিকর বলে মনে হয়েছে। কাঠগোড়য় তোলা হয়েছে ইশিতের বাবা-মাকে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন থিয়েটার ও টলি অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায় ও যুধাজিৎ সরকার। 



  • Oct 14, 2025 13:45 IST

    Mohun Bagan-Tollywood: মোহনবাগানের প্রতি অভিনেতাদের উন্মাদনা! উত্তম কুমার থেকে জয় সরকার- কে কে এই দলের অন্ধভক্ত জানেন?

    Actors who are Mohunbagan Fans: বাঙালির কাছে সবথেকে সেরা খেলা যদি কিছু থেকে থাকে, তবে সেটি ফুটবল। এই খেলার যা উন্মাদনা তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এই খেলায় জন্ম দিয়েছে বিশ্বব্যাপী নানা রাইভালরির। সেটা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হোক কিংবা ব্রাজিল বনাম আর্জেন্টিনা।  আর বর্তমানে এই দুই দলের সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, ডিসেম্বর মাসে হতে চলেছে এক দারুণ ঘটনা। শহরে আসছেন লিওনেল মেসি। তাঁর সামনেই একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইস্ট এবং মোহন। যে জিতবে তাঁকে পুরস্কার তুলে দেবেন মেসি খোদ। 



  • Oct 14, 2025 13:19 IST

    Javed Akhtar: 'লজ্জায় আমার মাথা...', ভারতে তালিবান নেতাকে রাজকীয় আপ্যায়নে বিস্ফোরক জাভেদ

    সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকির ভারতে আগমন এবং জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে জাভেদ লিখেছেন, 'লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। যখন দেখছি বিশ্বের সবচেয়ে নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী তালিবানের প্রতিনিধিকে এমন সম্মান ও অভ্যর্থনা জানানো হয়েছে। যাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ায় তাঁরাই তাঁকে রাজকীয় আপ্যায়ন করলেন।' 



  • Oct 14, 2025 12:56 IST

    Anirban Bhattacharya Exclusive: ইউনিটি কনসার্ট থেকে বাদ অনির্বাণের ব্যান্ড 'হুলিগানিজম'! রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু? অকপট অভিনেতা..

     Anirban Bhattacharya: অনির্বাণ ভট্টাচার্য শেষ কিছুদিন ধরেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে, পরিচালক অনির্বাণকে কাজে বাধা দিচ্ছে ফেডারেশন। তাঁর ফ্লোরে কাজ করতে আসছেন না অনেক টেকনিশিয়ানরা। তাঁকে বয়কট করা হচ্ছে। কিন্তু এরপরও বিন্দুমাত্র তাঁর স্পিরিট কমার নয়। আগেও বলেছেন, তিনি কাজ কমানো ছাড়বেন না। রঘু ডাকাত ছবিতে অহিন্দ্র বর্মণের ভূমিকায় তাক লাগিয়েছেন তিনি। 



  • Oct 14, 2025 11:30 IST

    Utsav Mukherjee-Cyber Harassment: 'আমার জীবন গতিবিধি কার্যকলাপ নখদর্পণে না থাকলে...', লাগাতার সাইবার প্রতারণা নিয়ে অকপট উৎসব

    দীর্ঘদিন কোনও এক রহস্যময় বা রহস্যময়ী আতসকাচের তলায় উৎসবের প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে নজরে রাখছেন। তিনি কে? সেই রহস্য একপ্রকার তাড়া করে বেড়াচ্ছে উৎসবকে। অগত্যা সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন উৎসব মুখোপাধ্যায়। নতুন সিনেমা মুক্তির পরই ফের একই ঘটনার পুনরাবৃতি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নের উত্তরে কী যুক্তি? জীবনে কোনও শত্রু আছে? পুরনো কিংবা নতুন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটছে বলে মনে হয়? পরিচালকের সংযোজন,  'শত্রু হওয়ার মতো পরিস্থিতি আমার জীবনে তৈরি হয়নি। তবে একজন মানুষ আরেকজনকে অপছন্দ করতেই পারেন। কিন্তু, সেটার জন্য দীর্ঘদিন কাউকে অপদস্থ বা অপমান করার ধারাবাহিকতা বজায় রাখবে? আমি এটুকু বলতে পারি যে এই ধরনের কাজগুলো যে করছে সে আমাকে ভীষণ ভালভাবে চেনে, আমার পরিসর সম্পর্কে অবগত। আমার জীবন, গতিবিধি, কার্যকলাপ সম্পর্কে কেউ না জানলে এমন পোস্ট করা সম্ভব নয়।'  



  • Oct 14, 2025 11:14 IST

    Rishab Shetty-Kantara: পা ফুলে ঢোল-ক্লান্ত শরীর! ঐশ্বরিক শক্তিই কান্তারার সাফল্যের কারণ, কেন মনে করেন ঋষভ?

    ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঋষভ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পা ফুলে ঢোল-শরীরে ক্লান্তির ছাপ। তবুও শুটিংয়ের তার কোনও প্রভাব পড়তে দেননি পরিচালক। হাই-অকটেন ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং সম্পন্ন করেন। পায়ের ভয়ানক পরিণতির ছবি শেয়ার করে ঋষভ লিখেছেন, 'ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় পা ফুলে গিয়েছিল। শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। আজ কোটি কোটি মানুষ সেই দৃশ্য দেখেছেন ও পছন্দ করেছেন। এটা সম্ভব হয়েছে আমাদের বিশ্বাসের শক্তির আশীর্বাদে। সবাইকে ধন্যবাদ, যারা সিনেমাটি দেখেছেন এবং ইতিবাচক মতামত জানাচ্ছেন ও প্রশংসা করছেন। এটা শুধুমাত্র সেই দিব্য শক্তির আশীর্বাদেই সম্ভব হয়েছে যাঁদের আমরা অন্তর থেকে বিশ্বাস করি। যারা আমাদের সমর্থন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।'



Entertainment News Entertainment News Today