Entertainment Latest News Highlights: ভাইকে হারালেন, পঙ্কজের মৃত্যুর শোকে ভারাক্রান্ত পুনীত

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
pankaj-dheer-death

চলে গেলেন অভিনেতা

Entertainment Latest News Highlights: 

মহাভারতে দুর্যোধনের চরিত্রে অভিনয় করা তাঁর ঘনিষ্ঠ বন্ধু পুনীত ইসার একটি সাক্ষাৎকারে জানান, পঙ্কজ শুধু শোতে তার ‘ভাই’ ছিলেন না, বাস্তব জীবনে তাঁদের পরিবারও দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন । পুনীত বলেন, “আজ আমি আমার ভাইকে হারালাম। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং দারুণ মানুষ ছিলেন।" 

Advertisment
  • Oct 17, 2025 18:03 IST

    Sayak Chakraborty-Kali Puja: ইন্দ্রপুরী স্টুডিওর জাগ্রত মা কালীর কাছে প্রার্থনা করতেই মায়ের জন্য ফ্ল্যাট নিতে পেরেছি: সায়ক

    কালী পুজোর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে স্টুডিওপাড়ার মা কালী নিয়ে কথা বললেন অভিনেতা-ইউটিউবার সায়ক চক্রবর্তী। নিজের অভিজ্ঞতা ভাগ করে বললেন, 'এই ফ্লোরটা সকলের কাছে লাকি চার্ম। আমি নিজেও সেটা অনুভব করেছি। আমি খুব মন থেকে মাকে ডেকেছিলাম। আমি বলেছিলাম, মাকে ভাল রাখার জন্যই তো ফ্ল্যাটটা কিনতে চাইছি। মা তো জানে না নিজের বাড়ি কী জিনিস। আমার তো কোনও খারাপ বা অসৎ উদ্দেশ্য নেই। যদি সত্যিই তুমি থাকো তাহলে আমাকে সাহায্য করো মা। সেদিন স্টুডিওর গেট থেকে বেরনোর আগেই ব্যাঙ্ক থেকে ফোন আসে। আমার লোনের সমস্যা মিটে যায়। এরপর আমি যাই করি না কেন আগে মায়ের কাছে যাই। একটা মিষ্টির বক্স, মায়ের ভোগের জন্য খিচুড়ি দিই। এটা কিন্তু, ঘুষ নয়, আমার ভক্তি। যখন যেমন সামর্থ থাকে তখন সেইরকম জিনিস দিই।' 



  • Oct 17, 2025 16:20 IST

    Smita Patil: বৃষ্টিতে ঘনিষ্ঠ নাচ নাচতে গিয়ে ঘোর অস্বস্তি! 'আমি পারব না', কেন আপোষ করতে পারলেন না স্মিতা?

    Smita Patil: ১৯৭০-এর দশক ছিল হিন্দি সিনেমার এক অনন্য যুগ। যখন সিনেমা দুইটি পরিষ্কার ভাগে বিভক্ত ছিল: মূলধারার বাণিজ্যিক সিনেমা ও সমান্তরাল শিল্পধারার সিনেমা। সেই সময়ে অভিনেতাদের এক পথ বেছে নিতে হতো, এবং একবার সিদ্ধান্ত নেওয়া হলে, প্রায়ই আর অন্যক্ষেত্রে ফিরে যাওয়ার সুযোগ থাকত না। এই যুগেই আত্মপ্রকাশ করেন স্মিতা পাতিল- একজন শক্তিশালী, সংবেদনশীল ও সচেতন অভিনেত্রী, যিনি পর্দায় নারী চরিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন।



  • Advertisment
  • Oct 17, 2025 15:20 IST

    Karisma Kapoor-Sunjay Kapur: সঞ্জয়ের জন্মদিনে জোড়া শুভেচ্ছা, সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ের মাঝে 'আবেগপ্রবণ প্রিয়া-করিশ্মা

    Sunjay Kapur Birthday: প্রয়াত 'বিজনেজ টাইকুন' সঞ্জয় কাপুরের ৫৮ তম জন্মদিনে আবেগপ্রবণ করিশ্মা-প্রিয়া। প্রয়াত বাবাকে স্মরণ করেছেন করিশ্মার দুই সন্তান। করিনা কাপুরও ইনস্টা হ্যান্ডেলে প্রাক্তন জামাইবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।



  • Oct 17, 2025 14:09 IST

    গানের মধ্যেই লুকোনো সুখবর, গায়কের প্রথম সন্তান আসছে

    Singer Charlie Puth: গায়ক-গীতিকার চার্লি পুথ এবং তাঁর স্ত্রী ব্রুক স্যানসোন তাঁদের জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। তারকা দম্পতির কোলজুড়ে শিগগিরই তাঁদের প্রথম সন্তান আসছে। ৩৩ বছর বয়সী এই জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী তাঁর নতুন একক ‘চেঞ্জেস’ (Changes)-এর মিউজিক ভিডিওর মাধ্যমে এই খুশির খবরটি সৃজনশীলভাবে ভাগ করে নেন।



  • Oct 17, 2025 13:48 IST

    Parikshit Sahni Death Threat: কাশ্মীরে কেলেঙ্কারি! শুটিংয়ের মাঝে প্রাণনাশের হুমকি, ভয়ংকর অভিজ্ঞতা ভাগ পরিক্ষীতের

    সম্প্রতি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক অতীতের এক হাড়হিম করা  ঘটনার কথা স্মরণ করেন অভিনেতা। কাশ্মীরে Gul Gulshan Gulfam-এর শুটিংয়ের সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন পরিক্ষীত সাহানি। প্রাণনাশের হুমকির জেরে শুটিং পর্যন্ত বাতিল করতে হয়। 



  • Oct 17, 2025 13:13 IST

    Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?

    গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। শেষকৃত্যে অংশ নিয়েছেন ভক্তরা। শিল্পীর প্রতি সম্মান জানাতে অসমে বন্ধ রাখা হয়েছিল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও। এবার ১০ম ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা এই অনুষ্ঠান স্থগিত করার কথা ঘোষণা করেছেন। প্রয়াত শিল্পীর  প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ।  শিল্পীর মৃত্যুর ২৮ দিন পর জুবিনের বাহুডোরে একটি পুরনো ছবি পোস্ট করেছেন গরিমা। মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন গায়কের স্ত্রী। 



  • Oct 17, 2025 12:34 IST

    Zubeen Garg Death: জুবিন গর্গ মামলায় বাকসায় ফের উত্তেজনা, সহিংসতার অভিযোগে দুজন গ্রেফতার

    ৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ অংশ নিতে গিয়ে মারা যান। অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের আয়োজিত এক নৌকা ভ্রমণের সময়, তিনি সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে  তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।



  • Oct 17, 2025 11:55 IST

    TV actress-Digital Arrest: একটানা ৭ ঘণ্টা ডিজিটাল অ্যারেস্ট! সাইবার প্রতারণার ফাঁদে লক্ষ লক্ষ টাকা গায়েব ২৬ বছরের অভিনেত্রীর

    TV actress-Mumbai: রূপোলি দুনিয়ার সেলেবদের অহরহ সাইবার প্রতারণার খবর উঠে আসে পেজ ৩-এর খবরে। এবার সেই তালিকার নয়া সংযোজন ২৬ বছর বয়সী এক টেলি অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৬.৫ লাখ টাকা খুঁইয়েছেন। প্রতারকরা তাঁকে সাত ঘণ্টা তথাকথিত 'ডিজিটাল অ্যারেস্ট'-এর মধ্যে রেখেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বেশ কয়েকটি বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন এবং কিছু হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন। কয়েক মাস আগে তিনি বলিউডে সুযোগের সন্ধানে মুম্বইয়ে আসেন এবং বর্তমানে যোগেশ্বরী (পশ্চিম) এলাকায় থাকছেন।



  • Oct 17, 2025 11:19 IST

    Sonakshi Sinha-Diwali: '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর

    বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বার গুঢবে সরগরম টিনসেলটাউন। গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল। এর মাঝেই কী প্রতিক্রিয়া সোনাক্ষীর? ইনস্টা হ্যান্ডেলে দাবাং গার্ল মজার ছলে লিখেছেন, 'মানব ইতিহাসে তো এটা রেকর্ড যে দীর্ঘ ১৬ মাস কেউ অন্তঃসত্ত্বা। আর এটা সম্ভব হয়েছে অতি বুদ্ধি সম্পন্ন সাংবাদিকবন্ধুদের জন্যই। পেটে হাত দিয়ে ইয়ার্কি করার জন্য এমন গুঞ্জন! সব ছবিগুলো দেখতে দেখতে শেষ পর্যন্ত পৌঁছে যান। তাহলেই আসল বিষয়টা বুঝবেন। এবার দিওয়ালিটা উপভোগ করুন।' 



  • Oct 17, 2025 10:41 IST

    Pankaj Dheer Death: ভাইকে হারালেন, পঙ্কজের মৃত্যুর শোকে ভারাক্রান্ত পুনীত

    মহাভারতে দুর্যোধনের চরিত্রে অভিনয় করা তাঁর ঘনিষ্ঠ বন্ধু পুনীত ইসার একটি সাক্ষাৎকারে জানান, পঙ্কজ শুধু শোতে তার ‘ভাই’ ছিলেন না, বাস্তব জীবনে তাঁদের পরিবারও দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন । পুনীত বলেন, “আজ আমি আমার ভাইকে হারালাম। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং দারুণ মানুষ ছিলেন।" তাদের বন্ধুত্ব শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বাস্তব জীবনের বন্ধনও খুব গভীর ছিল।



  • Oct 17, 2025 10:12 IST

    Kapil Sharma Cafe: ফের গুলিবর্ষণ! কপিল শর্মার ক্যাপস ক্যাফে ঘিরে ফের আতঙ্ক...

    Kapil Sharma Cafe: সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধির মধ্যে, ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন 'ক্যাপস ক্যাফতে' আবারও গুলি চালনার ঘটনায় চূড়ান্ত গণ্ডগোল। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল গত কয়েক মাসে তৃতীয় হামলা। আগে দু-বার গুলি চালানোর ঘটনার পর, নতুন করে খোলা হয়েছিল সেই ক্যাফে। 



Entertainment News Today Entertainment News