/indian-express-bangla/media/media_files/2025/10/18/cats-2025-10-18-12-18-53.jpg)
প্রয়াত গৌতম ঘোষের স্ত্রী
Entertainment Latest News Highlights
দীপাবলির আগে ঘন অন্ধকারে পরিচালক গৌতম ঘোষের পরিবার। প্রয়াত পরিচালকের স্ত্রী। এই খবরে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে গৌতম জায়া নীলাঞ্জনার স্মৃতিতে বিশেষ পোস্ট শেয়ার করেছেন।
- Oct 18, 2025 19:03 IST
ZEE 5 Crime Series: গয়নার লোভে যৌনকর্মীর ছদ্মবেশে পাওলির নারীহত্যা, ZEE 5-এ আসছে শিহরণ জাগানো বাস্তবের গল্প 'গণশত্রু'
পাঁচটি শিহরণ জাগানো বাস্তব ঘটনা অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে গণশত্রু। এই থ্রিলার সিরিজ 'গণশত্রু'-র নির্দেশনার দায়িত্বে পাঁচ পরিচালক। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আয়ুষ দাস, পারমিতা মুখোপাধ্যায়। অন্যদিকে পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ নির্দেশক মধুরা পালিত, শমীক রায়চৌধুরী, অভিরূপ ঘোষ, শ্রীমন্ত সেনগুপ্ত, সায়ন দাশগুপ্ত। উল্লেখ্য, শমীক রায়চৌধুরীর ডেবিউ সিরিজ গণশত্রু।
- Oct 18, 2025 18:00 IST
Taniska Tiwari Bollywood: 'সিনেমার শুটিংয়ের মাঝে কুসুম-র প্রস্তাব আসে', তানিষ্কার বলিউড জার্নির অজানা কাহিনি শোনালেন মা
Bengali Actress Taniska Tiwari: 'কুসুম' -এ কাজের আগেই নৈনিতালে ডেবিউ মুভি 'তুম অউর ম্যায়'-র সিংহভাগ শুটিং করে ফেলেছিল তানিষ্কা। পাহাড়ে যখন শুটিংয়ে ব্যস্ত সেই সময় আসে মেগার প্রস্তাব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই জার্নি নিয়ে কথা বললেন তানিষ্কার মা।
- Oct 18, 2025 16:27 IST
Bonny-Koushani Kali Puja: কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি
এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন বনি। সেখান থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন অভিনেতা। কৌশানীর বাড়ির পুজোয় কোন দায়িত্ব সামলাবেন, পরস্পরকে কী উপহার দেবেন আরও কত কী। বনি বলেন, 'কৌশানীর বাড়ির পুজোটা আমরা দুজনে দায়িত্ব নিয়ে করি। আঙ্কেল, আমার মা সকলে মিলেমিশে প্রত্যেকবার পুজোটা করা হয়। আমাদের আত্মীয়স্বজন, কাছের বন্ধুবান্ধবরা আসে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। তার মধ্যে পুজোর উদ্ভোধন, ইভেন্টও আছে। সব ব্যস্ততার মাঝেও আমাদের দুজনের কাছে মা কালীর পুজো ফার্স্ট প্রায়োরিটি।'
- Oct 18, 2025 15:33 IST
Kubra Sait Abortion: 'বছরের পর বছর কেটে গিয়েছিল তবুও...', গর্ভপাতের মারাত্মক মানসিক যন্ত্রণা, হৃদয়বিদারক অভিজ্ঞতা ভাগ কুবরার
ভিরাল ভায়ানির ইউটিউব চ্যানেলে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। একটা সময় গর্ভপাতের মতো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। পরবর্তীতে কী ভাবে সেই পরিস্থিতির সঙ্গে মানসিক লড়াই করেছিলেন সেই অভিজ্ঞতা ভাগ করেছেন কুবরা। তিনি বলেছেন, 'আমার জীবনে বহু বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। সেটা নিয়ে ভাবনাচিন্তা করার অনেকটা সময়ও পেয়েছিলাম। কিন্তু, যখন সেই মুহূর্তটা কারও জীবনে হঠাৎ আসে তখনই দ্বন্দ্ব তৈরি হয়। আত্মবিশ্বাস, দায়িত্ব, সমাজ নিয়ে যাবতীয় চিন্তা মাথায় ভিড় করে আসে। নিজের কর্তব্য সম্পর্কে অবগত তবুও মনে হয় এই সমাজ কোন নজরে দেখবে। ঠিক-ভুলের বিচার ক্ষমতাটাই যেন হারিয়ে যায়।'
- Oct 18, 2025 14:01 IST
Payel Deb-Dhanteras: 'শুভলগ্নে লক্ষ্মী-গণেশের গৃহপ্রবেশ, তিনদিন নিরামিষ আর...", ধনতেরসের প্রথম অভিজ্ঞতা ভাগ পায়েলের
পঞ্জাবি বধূ পায়েল ইতিমধ্যেই প্রথম করওয়া চৌথের অভিজ্ঞতা সঞ্চার করেছেন। এবার পালা অবাঙালি পরিবারে ধনতেরস কী ভাবে উদযাপন হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন অভিনেত্রী ও শিখর ঘরনি পায়েল দেব? তিনি বলেন, 'বিয়ের পর প্রথম বছর সব কিছুই আমার কাছে নতুন। বাঙালি পরিবারের রীতিগুলো নিজে হাতে পালন না করলেও ছোট থেকে দেখেই তা রপ্ত হয়ে যায়। কিন্তু, অবাঙালি পরিবারের নিয়মগুলো আমার কাছে একদমই নতুন। তাই এই বছর আমি সব ভাল করে দেখে নিচ্ছি। আর শাশুড়ি মা বলে দিচ্ছেন। সন্ধ্যাবেলা ধনতেরসের নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে লক্ষ্মী-গণেশ নিয়ে আসা হবে। আজ থেকে তিন দিন আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। অর্থাৎ শনি, রবি আর সোম এই তিনদিন।'
- Oct 18, 2025 11:58 IST
Jaayjeet Banerjee Accident: ভুবনেশ্বর জাতীয় সড়কে পৌঁছনোর আগে দুর্ঘটনার কবলে, কেমন আছেন বাঙালি অভিনেতা জয়জিৎ?
Jaayjeet Banerjee Accident: বাংলা ইন্ডাস্ট্রির অত্যম্ত পরিচিত মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। দীপাবলির আগে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর নিজেই শেয়ার করেছেন জয়জিৎ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, বরাতজোরে প্রাণে বেঁচেছেন। গাড়িতে তিনি ছাড়াও আরও অনেকে ছিলেন। সকলেই ভগবানের আশীর্বাদে ভাল আছেন। এই মুহূর্তে কিছু অফিসিয়ালি কাজকর্মে ব্যস্ত রয়েছেন। এই বিষয়ে বিশদে কথা বলতে কিছুক্ষণ সময় লাগবে।
- Oct 18, 2025 11:26 IST
Nutan-Sanjeev Kumar: শুটিং সেটে কিংবদন্তি অভিনেতাকে সপাটে চড়! বিবাহিত অভিনেত্রীকে ভালবেসে সাজা পান সঞ্জীব
সঞ্জীব কুমারের জীবনীকার Hanif Zaveri ও Jigna ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে একটি ঘটনার স্মৃতিচারণ করে বলেন, 'নূতনের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল ‘দেবী’ ছবির শুটিং চলাকালীন। ছবির পরিচালক মধুসূধন রাও-ই তাঁদের মধ্যে প্রেমের সেতুবন্ধন ঘটান। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি ভেঙে যায়। তবে ভাঙার আগে ঘটে এক বড় বিস্ফোরণ।' হানিফ জাভেরি জানান, সঞ্জীব কুমারের এক বোন তাঁকে বলেন, কী ভাবে নূতন একবার পুরো ইউনিটের সামনে তাঁকে চড় মেরেছিলেন। ঘটনার আগের দিন সঞ্জীব জানতে পারেন নূতন ও তাঁর স্বামী রাজনিশ বেহলের মধ্যে তুমুল অশান্তি হয়েছে। তিনি রজনিশকে ফোন করে পরিস্থিতি শান্ত করতে গেলে ফল উল্টো হয়। রজনিশ আরও রেগে যান এবং পরের দিন স্বামীর সন্দেহ দূর করতে নূতন সেটে এসে সবার সামনে সঞ্জীবকে চড় মারেন। এই ঘটনার পরই শুটিং বন্ধ হয়ে যায়। দু’জনেরই পথ আলাদা হয়ে যায়।
- Oct 18, 2025 10:38 IST
Bengali Serial: উৎসবের উল্লাসে 'পরিণীতা', দীপাবলির আনন্দে সামিল প্রিয় সেলেবরা, সম্প্রচারের আগেই দেখুন ঝলক
শারদীয়ার পর মা লক্ষ্মীর আরাধনা, এবার দীপাবলির আনন্দে মাতবে স্টুডিওপাড়া। এক ছাদের নীচে জি বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা। দীপাবলির আগেই আলোর উৎসবে এক ছাদের নীচে বেশ কয়েকটি মেগার প্রিয় নায়ক-নায়িকারা। দর্শকের মনোরঞ্জনের জন্য কী কী আয়োজন করা হয়েছে সেই অপেক্ষায় বাংলা মেগার দর্শক। রায়ান-পরিণীতার সঙ্গে এই উৎসবে সামিল হচ্ছে অন্য ধারাবাহিকের মূল চরিত্ররা। দীপাবলির আগে টেলিভিশনের পর্দায় প্রিয় সেলেবদের সেলিব্রেশন দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। ১৯ অক্টোবর, রবিবার সম্প্রচারিত হবে এক ঘন্টার ধামাকাদার পর্ব। সেখানেই খোলসা হবে বাংলা সিরিয়ালের দর্শকের মনোরঞ্জনের জন্য জন্য কী কী আয়োজন করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us