Entertainment Latest News Highlights: পুত্র না কন্যা সন্তানের মা হলেন পরিনীতি?

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest News Highlights:

Parineeti Chopra Raghav Chadha Baby Boy: শনিবার রাত থেকেই কানাঘুষো, প্রথম সন্তানের জন্ম দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে এসেছেন রাঘব চড্ডা ও পরিনীতি চোপড়া। রবিবাসরীয় ছুটির দিনে গুঞ্জন, অন্তঃসত্ত্বা পরিনীতিকে নিয়ে নাকি দিল্লির একটি হাসপাতালে ঢুকেছেন রাঘব। প্রথম সন্তান কখন ভূমিষ্ঠ হবে সেই চর্চার মাঝেই সুখবর। ইনস্টা হ্যান্ডেলে বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন রাঘব। তাঁদের জীবনে আলোর রোশনাই নিয়ে এসেছে পুত্র সন্তান। শুভেচ্ছায় ভাসছেন সেলেব পেরেন্টস। যৌথ ইনস্টাগ্রাম পোস্টে পরিণীতি ও রাঘব তাঁদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই আনন্দঘন খবরটি ভাগ করে নেন। তাঁরা লেখেন, 'অবশেষে সে এল, আমাদের পুত্রসন্তান। আমরা যেন সত্যিই মনে করতে পারছি না আগের মুহূর্তে আমাদের জীবনটা কেমন ছিল! দুই হাতে ওকে আগলে নিয়েছি, আজ আমাদের হৃদয় পরিপূর্ণ। এতদিন শুধু আমরা দু’জন পরস্পরের সঙ্গী ছিলাম এখন আমরা পরিপূর্ণ। পরিণীতি ও রাঘব।'

Advertisment
  • Oct 19, 2025 17:53 IST

    Bhoot Chaturdashi-Bonny Sengupta: 'সামনে দিয়ে একটা ছায়া চলে গেল আর কৌশানী...', ভূত চতুর্দশীতে ভৌতিক অভিজ্ঞতা ভাগ বনির

    ভয়ংকর রাতের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বনি জানান, 'একবার বন্ধুদের দশ জনের একটা গ্রুপ ইন্দোনেশিয়া-বালি ঘুরতে গিয়েছিলাম। সেখানেই একটা ভিলায় সকলে উঠেছিলাম। ওদের রুমগুলো পরপর ছিল আর আমার-কৌশানীর রুমটা একটু কোণার দিকে। প্রথমদিন সবাই খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ করেই আমার সামনে একটা ছায়া। মনে হল কেউ একজন হেঁটে চলে গেল। আমি সেই ছায়ার পিছনটাই দেখতে পাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে কৌশানীও জেগে যায়। ও আমাকে বারবার বলছিল, তুমি কাকে বলছো? আমি যখন সবটা বললাম তখন কৌশানীও বলল অনেকক্ষণ ধরে একটা শব্দ পেয়েছে। ঘড়িতে তখন রাত তিনটে। কিছু তো একটা নিশ্চয়ই ছিল, না হলে ও আওয়াজ পেত না আর আমিও ওইরকম অদ্ভুত কিছু দেখতে পেতাম না। আজও বুঝতে পারি না সেদিন ওখানে কী ছিল। আমি ভূতে প্রচণ্ড ভয় পাই সেরকম নয়, তবে নেগেটিভ এনার্জি আছে সেটা বিশ্বাস করি।'



  • Oct 19, 2025 17:14 IST

    Mahiya Mahi: 'ডিভোর্স হয়নি, সম্পর্ক', বছর দুয়েক আগেই বিচ্ছেদ হয়? স্বামী প্রসঙ্গে বিস্ফোরক মাহি

    Bangladeshi Actress Mahiya Mahi: বাংলাদেশের চর্চিত নায়িকা মাহিয়া মাহি, দেড় বছর আগের বিতর্কিত বিবাহবিচ্ছেদের, ঘোষণা নিয়ে নতুন করে মুখ খুলেছেন। আগে তিনি জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে এখন মাহি স্পষ্ট করেছেন, "আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ আছে।"



  • Advertisment
  • Oct 19, 2025 15:31 IST

    Tahsan Khan: দুই দশকের সংগীতযাত্রার সমাপ্তি, শেষ গানে বিদায় নিলেন তাহসান

    Tahsan Khan Last song: বাংলাদেশের সংগীত জগতে, তাহসান খানের নাম মানেই আবেগ, স্মৃতি আর অনুপ্রেরণার মিশেল। যিনি এক সময় স্টেজে ঝাঁপিয়ে, লাফিয়ে, হৃদয়ের সবটুকু ঢেলে গান গেয়েছেন, তিনিই কয়েক দিন আগে জানিয়েছিলেন, মেয়ে বড় হচ্ছে, তাই এখন আর সেইভাবে গান গাওয়া বা স্টেজে ওঠা ভালো লাগে না। তাঁর সেই বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কেউ কেউ সমালোচনাও করেছিলেন। 



  • Oct 19, 2025 13:05 IST

    Parineeti Chopra Pregnancy: দীপাবলির আগেই মা হবেন! চর্চা উসকে মুম্বই ছেড়ে কোথায় গেলেন রাঘব পরিণীতি?

    অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন মম টু বি পরিণীতা। লেটেস্ট আপডেট অনুযায়ী, শীঘ্রই সেলেব দম্পতির পরিবারে পড়বে ছোট্ট সোনার পদধূলি। আর সেই জন্যই নাকি দিল্লি উড়ে গিয়েছেন হবু মা পরিণীতি চোপড়া। 



  • Oct 19, 2025 12:33 IST

    Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে

    Zaira Wasim-Dangal Actress: বলিউড এমন একটি জায়গা যেখানে শত শত, হাজার হাজার নতুন মুখ আসে। কেউ সামান্য কিছু সময়ের জন্য আলোচনায় থাকে, তারপর সময় এবং কালের নিয়মে অদৃশ্য হয়ে যায়। তবে অভিনেত্রী জাইরা ওয়াসিম ছিলেন তাদের থেকে আলাদা। তিনি আলোচনায় থাকতে চাননি। নিজের ইচ্ছাতেই তিনি মাত্র ১৯ বছর বয়সে চলচ্চিত্র-জগৎকে বিদায় জানান। সেই সিদ্ধান্তের পর থেকেই তিনি দূরে সরে যান সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে উপস্থিতি থেকে। অবশেষে, ২৪ বছর বয়সে, জাইরা আবারও খবরের শিরোনামে আসেন- নিজের বিয়ের খবর জানিয়ে।



  • Oct 19, 2025 11:57 IST

    Dipipriya Roy Health Update: অস্ত্রোপচারের পর সেলাই নিয়েই ফ্লোরে, কেমন আছেন দিতিপ্রিয়া? সহ অভিনেত্রীর আরোগ্য কামনা জীতুর

    সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন, 'অনেকেই জানতে চাইছেন আমাকে অন স্ক্রিনে কেন এত দুর্বল, ফ্যাকাসে লাগছে। সেই উত্তর দিতেই এসেছি। আসলে সদ্য আমার একটি অস্ত্রোপচার হয়েছে। সেলাইও কাটা হয়নি, সেই অবস্থাতেই শুটিং করছি। নাকের ভিতর sialastic sheets-ও আছে। এইরকম পরিস্থিতিতে আমার বেশি কথা বলা বারণ। সামান্য হাসতে গেলেও কষ্ট হচ্ছে। যন্ত্রণা সত্ত্বেও আমি চেষ্টা করছি যাতে দর্শকের মনোরঞ্জনে কোনও খামতি না থাকে। সকলের ভালবাসাই আমার সুস্থ হয়ে ওঠার শক্তি। প্রত্যেকের সহযোগিতার জন্য আমি আপ্লুত।'



  • Oct 19, 2025 11:06 IST

    Jaayjeet Car Accident: 'এই যাত্রায় নামের আগে LATE বসল না', কী ভাবে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ?

    শনিবার ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বরাতজোরে প্রাণে বেঁচেছেন। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অভিনেতা। সারাদিনের ধকল সামলে রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে জয়জিৎ বলেন, 'একটা লড়ি ওভারটেক করতে গিয়ে আমাদর গাড়িটাকে বাঁদিকে খুব জোরে চেপে দেয়। গাড়ির ডিভিসারে লেগেছে। অনেক বড় অঘটন ঘটতে পারত। তবে ভগবানের আশীর্বাদে এই যাত্রায় সকলে বেঁচে গিয়েছি। ভাগ্য ভাল যে আমার নামের আগে LATE বসেনি। সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যেকে অক্ষত আছি। কোনওরকম চোট-আঘাত নেই।' 



  • Oct 19, 2025 10:19 IST

    Pooja Bedi-Parveen Babi: 'যদি কেউ বিষ মেশায় তাই ডিম ছাড়া...'! পরভিনের ভয়ংকর মানসিক পরিণতি নিয়ে মুখ খুললেন পূজা

    কবির বেদি আগেও বহুবার পরভিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, পরভিনের সবচেয়ে বড় ভয় ছিল মানুষ যেন কখনও তাঁর মানসিক অসুস্থতার কথা জানতে না পারে। ফিল্মফেয়ার-এর এক সাক্ষাৎকারে কবির বলেছিলেন, 'আমি পরভিনকে বলেছিলাম লন্ডনে কাউন্সেলিং বা চিকিৎসা করাতে কারণ ওখানে সেরা চিকিৎসকরা ছিলেন। তাছাড়া ভারতে থাকলে ওঁর ওপর অনেক সামাজিক চাপ সৃষ্টি হত। কিন্তু ও কোনওভাবেই রাজি হয়নি।' আরও যোগ করেছিলেন, 'আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু ও চায়নি কেউ জানুক। তখনই ওঁর ‘অমর অখবর অ্যান্টনি’ মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ হিট হয়।'



Entertainment News Today Entertainment News