/indian-express-bangla/media/media_files/2025/10/20/wdqw-2025-10-20-11-08-56.jpg)
Entertainment Latest News Highlights:
নতুন সদস্যকে কবে স্বাগত জানাবেন সেই অপেক্ষায় দিন গুনছেন দুজনেই। রাজকুমার-পত্রলেখার জীবনে দীপাবলির আনন্দও তাই দ্বিগুণ। অন্তঃসত্ত্বা পত্রলেখা এক সাক্ষাৎকারে খুশি জাহির করে উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন 'আমি শুধু চাই, আমার হবু সন্তান যেন আনন্দের সঙ্গে সুস্থভাবে পৃথিবীতে আসে। আর আমাদের প্রোডাকশন যেন দারুণভাবে সফল হয়।'
- Oct 20, 2025 18:38 IST
Monami Ghosh-Lakshmi Puja: আমার কাছে অলক্ষ্মী একটা শব্দমাত্র মানুষ নয়, নেগেটিভিটিকে সরিয়ে পজেটিভিটির গৃহপ্রবেশ: মনামী
কালীপুজোর দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ঘরে আনা হয়। যে মেয়েদের লক্ষ্মী বলা হয় তাঁদেরই আবার অলক্ষ্মী বলা যায়? মনামীর মতে, 'আমার কাছে তো অলক্ষ্মী একটা শব্দমাত্র, মানুষ হিসেবে দেখি না। নেগেটিভিটিকে সরিয়ে পজেটিভিটির গৃহপ্রবেশ। অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর আগমন একটা রীতি। কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী সেটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমার নজরে যে লক্ষ্মী সে আবার হয়তো অন্যের নজরে অলক্ষ্মী। মজার ব্যাপার কোন চারিত্রিক বৈশিষ্ট্যের উপর এটা বিচার হয় আমার সেই ধারণাটা সত্যিই নেই।'
- Oct 20, 2025 18:12 IST
Uttam Kumar-Kali Puja: কালীপুজোয় উত্তম জমানার কোন রীতি বজায় রয়েছে? মহানায়কের পছন্দের বাজি কী? চাট্টুজে বাড়ির গল্পে নবমিতা
Uttam Kumar-Diwali: মহানায়ক উত্তম কুমারে এমন আতসবাজি পছন্দ করতেন যেগুলো থেকে আলোর বিচ্ছুরিত হয়। তাঁর প্রথম ছিল হরেক রকমের রকেট। আর চূড়ান্ত অপছন্দ ছিল শব্দবাজি। দাদুর গল্প শেয়ার করলেন নাতনি নবমিতা চট্টোপাধ্যায়।
- Oct 20, 2025 16:54 IST
SRK Kajol-DDLJ: শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার
Pooja Ruparel-DDLJ: DDLJ-এর সেটে শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে চর্চা হত। অনেকেই বলতেন তাঁরা বাস্তবেও প্রেম করছেন। শুটিংয়ের অজানা কাহিনি SCREEN-এর সঙ্গে শেয়ার করলেন কাজলের 'রিল লাইফ' বোন ছুটকি ওরফে পূজা। তিনি বলেন, ডিডিএলজে-র সেটেও পরস্পরের প্রেমে পড়া নিয়ে আলোচনা হত। কিন্তু, ওঁরা দুজনেই পেশাদার শিল্পী। তাই পর্দায় পারফেক্ট রোম্যান্স ফুটিয়ে তুলতেন আবার শুট শেষ হলে বন্ধু হয়ে যেতেন। এমন অভিনয় দক্ষতা চাক্ষুস করেই আমি পেশাগত জীবনে অনেক শিক্ষা নিয়েছিলাম।
- Oct 20, 2025 15:01 IST
Ahana Dutta-Kali Puja: 'শব্দটা কমুক এবার ', কালীপুজোয় মেয়ে মীরাকে নিয়ে সচেতনতার বার্তা অহনার..
Ahona Dutta-Kali Puja: আলোর উৎসব মানেই কি শব্দবাজি? নাকি সেই উৎসবে একটু হলেও সতর্ক হওয়া যায়? অন্তত যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, বা সারমেয় আছে কিংবা পথ পশুরা, সব দিকেই কিন্তু খেয়াল রাখা মানুষের কর্তব্য। উৎসবের আনন্দ মানেই যে, অন্যকে কষ্ট দেওয়া একেবারেই উচিত নয়। খেয়াল করলে দেখা যাবে অভিনেত্রী অহনা দত্ত তাঁর ছোট্ট মেয়েটিকে নিয়ে এমনই বার্তা দিয়েছেন।
- Oct 20, 2025 14:45 IST
Persis Khambatta: মধ্যবিত্ত পরিবারের মেয়ের বলিউড টু হলিউড জার্নি, মাথা মুড়িয়ে অস্কারের মঞ্চে ইতিহাস সৃষ্টি! চেনেন এই অভিনেত্রীকে?
Persis Khambatta Tragic Life: মুম্বইয়ের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও দুচোখে ছিল অফুরুন্ত স্বপ্ন। সফল মডেলিং কেরিয়ার থেকে বলিউড-হলিউডে কেরিয়ার গড়েও হতাশ! তবে অস্কারের সঞ্চালক হিসেবে প্রথম কোনও ভারতীয় মহিলা নেড়া মাথায় উপস্থিত হয়ে ইতিহাস গড়েছিলেন।
- Oct 20, 2025 14:14 IST
Govinda-Sunita Ahuja: ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে?
সাম্প্রতিক ভ্লগে সুনীতা গিয়েছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুম্বা দেবী মন্দিরে। যাঁর নাম থেকেই মুম্বই শহরের নামকরণ। ভিডিওটির শুরুতেই দেখা যায় এক নাটকীয় দৃশ্য। সুনীতা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন। চিন্তিত হয়ে ম্যানেজার মুকেশকে বলছেন, 'মুকেশ, একবার দেখো তো আমার সলিটেয়ারটা পাচ্ছি না!' তখন মুকেশ পরামর্শ দিলেন, 'চলুন মুম্বা দেবী মন্দিরে গিয়ে মানত করবেন। মা নিশ্চয়ই আপনার আংটি ফিরিয়ে দেবেন!' কিছুক্ষণ পরই মুম্বা দেবীর দর্শন শেষে উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, 'মায়ের দর্শন করতেই আমার রিংটা আমার ব্যাগের মধ্যেই পেয়ে গেলাম।'
- Oct 20, 2025 13:39 IST
Pooja Bedi: ভাইয়ের মর্মান্তিক মৃত্যু! অন্তঃস্বত্বা পুজা ট্রমা থেকে দূরে থাকতেই.., ভয়ঙ্কর সেই স্মৃতি আজও তাড়া করে তাঁকে..
Pooja Bedi: বলিউডের কিংবদন্তি অভিনেতা কবীর বেদীর জীবন যেমন খ্যাতি ও সাফল্যে ভরপুর ছিল, তেমনই তার ব্যক্তিগত জীবন ছিল গভীর বেদনায় আচ্ছন্ন। ৮০ ও ৯০–এর দশকে “খুন ভরি মাং” এবং ইতালির টিভি সিরিজ “স্যান্ডোকান”-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত আসে, যখন মাত্র ২৬ বছর বয়সে তার মেধাবী ছেলে সিদ্ধার্থ বেদী আত্মহত্যা করেন।
- Oct 20, 2025 12:51 IST
Sunil Grover-Amitabh Bachchan: অমিতাভের আদলে হট সিটে সঞ্চালকের আসনে সুনীল গ্রোভার, আচমকা কী ঘটল KBC-এর সেটে?
কৌন বনেগা ক্রোড়পতি ১৭–এর আপকামিং এপিসোডের একটি প্রোমো দেখে হেসে খুন দর্শক। অমিতাভের আদলে সঞ্চালকের আসনে বসে কী করলেন সুনীল? একটি ক্লিপে নজর কেড়েছে সুনীল গ্রোভারের মিমিক্রি। খোদ অমিতাভ বচ্চনকেই নকল করলেন সুনীল। ঠিক বিগ বি–র আদলে সুনীল বসলেন সঞ্চালকের চেয়ারে আর অমিতাভ প্রতিযোগীর আসনে। ভিডিওতে দেখা যাচ্ছে শো চলাকালীন এক ব্যক্তি বেরনোর জন্য প্রস্তুত হতেই অমিতাভের ব্যারিটোন ভয়েস নকল করে বকা দিচ্ছেন। সুনীলের এই অবতার দেখে হেসে একেবারে লুটোপুটি খোদ অমিতাভ।
- Oct 20, 2025 12:23 IST
Kali Puja-Mimi Chakraborty: চারপেয়ে ছানাদের শান্ত রাখতে মিমির ব্যস্ত দিন, শ্যামা আরাধনায় বিশেষ বার্তা স্বস্তিকার
Mimi and Swastika-Kali Puja: আজ শ্যামা আরাধনায় মেতে উঠবে সারা বাংলা। অন্ধকারের কালিমা ঘুচিয়ে সে আসবে অসুরের বিনাশ করতে। আর তাঁর সঙ্গে সঙ্গেই আলোর উৎসব। গতকাল থেকেই দেখা গিয়েছে চারিদিকে আতসবাজি এবং শব্দবাজির চূড়ান্ত ব্যবহার। আর তাতেই চারপেয়ে সারমেয়দের সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের যে বেজায় অসুবিধা হচ্ছে, সেকথা বলতেই হয়।
- Oct 20, 2025 11:51 IST
Bonny-Koushani: উইন্ডোজের ছত্রছায়ায় কেরিয়ারে বিগ ব্রেক, ফিরে দেখা বনি-কৌশানী জুটির কোন ছবি দর্শকের মনে দাগ কাটেনি?
Bonny Sengupta Koushani Mukherjee Movies: উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় কেরিয়ারে বিগ ব্রেক পেলেন বনি সেনগুপ্ত। সৌজন্যে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এর আগে বহুরূপী-তে অভিনয়ের সুযোগ কৌশানীর কেরিয়ারের মোড় ঘোরানো একটি ছবি। কেরিয়ারের শুরু থেকেই একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু, কোনও ছবিই বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। বাস্তবে বনি-কৌশানীর জুটির রোম্যান্স অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। রিয়েল লাইফ কেমেস্ট্রি একেবারে জমে ক্ষীর। কিন্তু, সিনেমার পর্দায় সেই মাখমাখ প্রেম জুটির জনপ্রিয়তাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেনি।
- Oct 20, 2025 11:15 IST
Palash Muchhal: বলিউড ও ক্রিকেটের নতুন জুটি? স্মৃতি মান্ধানাকে নিয়ে মুখ খুললেন পলাশ মুচল
Palash Muchhal - Smriti Mandhana: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচল-বলিউড ও ক্রিকেটের- এই দুই জগতের সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে পলাশ নিজেই ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই স্মৃতি হতে চলেছেন “ইন্দোরের পুত্রবধূ”। ইন্দোরের বাসিন্দা পলাশ অনুষ্ঠানে বলেন, “শিগগিরই তিনি (স্মৃতি) ইন্দোরের পুত্রবধূ হবেন। আমি আপনাদের খবর দিয়ে দিলাম।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us