Entertainment Latest News Highlights: একাধিকবার নির্যাতনের শিকার অভিনেতা

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
nihal-pillai

জেনে নিন আপডেট

Entertainment Latest News Highlights

Actor Nihal Pillai: মালয়ালম অভিনেতা নিহাল পিল্লাই, যিনি মুম্বই পুলিশ এবং তিয়ান ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি তার শৈশবের এক অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। বর্তমানে তিনি অভিনেত্রী প্রিয়া মোহনকে বিয়ে করেছেন এবং দু’জনে মিলে ওরু হ্যাপি ফ্যামিলি নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন।

Advertisment
  • Oct 23, 2025 17:15 IST

    Amitabh Bachchan: হাসপাতালে যমে-মানুষে টানাটানি! অভিনেতাকে ফিরিয়ে আনতে মন্দিরে গড়াগড়ি খেলেন রাজকুমার?

    Amitabh Bachchan: সাম্প্রতিক কৌন বনেগা ক্রোড়পতি–র এক বিশেষ পর্বে ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেঠি অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসেছিলেন। আলাপচারিতার সময় ঋষভ বিগ বি-কে প্রশ্ন করেন কন্নড় সিনেমার কিংবদন্তি ড. রাজকুমার সম্পর্কে, যিনি সবার প্রিয় 'অন্নাভ্রু' নামে পরিচিত। প্রশ্ন শুনে অমিতাভ স্মৃতিচারণা করতে গিয়ে জানান, কীভাবে এই মহান অভিনেতা তাঁর জীবনের এক কঠিন সময়ে, অমিতাভের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছিলেন।



  • Oct 23, 2025 17:04 IST

    Parineeti Chopra Maternity Photoshoot: বেবি বাম্পে হাত- কান পেতে হৃদস্পন্দন শোনা, মেটারনিটি ফটোশুটের অদেখা ছবিতে রাঘব-পরিনীতি

    পরিণীতির মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কয়েকটি অদেখা সুন্দর ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, পরিনীতির বেবি বাম্পে চুমু খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে আবার বেবি বাম্পে কান রেখে মনোযোগ দিয়ে হৃদস্পন্দন শুনছেন। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, রাঘব পরিনীতি দুজনেই রোমান্টিক ভঙ্গিতে পোজ দিচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'শহরের নতুন এবং সেরা মাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। প্রেমিকা থেকে স্ত্রী আর এখন আমাদের ছোট্ট ছেলের মা হওয়ার এই অসাধারণ যাত্রা। এটা সত্যিই অবিশ্বাস্য!'



  • Advertisment
  • Oct 23, 2025 16:23 IST

    Ridhima Ghosh virtual Bhai Phonta: ভিডিও কলে ভাতৃদ্বিতীয়া উদযাপন, কেমন হল রিধিমার ভার্চুয়াল ভাইফোঁটা? দেখুন ছবি

    অত্যাধুনিক প্রযুক্তির সৌজন্যে দূরে থেকেও ভাইয়ের কাছে থাকার অনুভূতি দেয়। দূরে থেকেও কী ভাবে ভাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী রিধিমা? সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার সেই বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন রিধিমা। ভিডিও কলের মাধ্যমে ভাতৃদ্বিতীয়া সারলেন গৌরব ঘরনি। পাশে রয়েছে তাঁদের ছেলে ধীর। সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার সেই আবেগঘন মুহূর্ত শেয়ার করে রিধিমা লিখেছেন, 'মুখদর্শন করে আরও একটা ভাইফোঁটা কেটে গেল। স্ক্রিনের মাধ্যমে সেই রীতি, সেই ভালবাসা দিয়েই ভাইফোঁটা পালন করলাম। শুভ ভাইফোঁটা ওম! খুব মিস করেছি।'



  • Oct 23, 2025 16:11 IST

    Manosi Sengupta-Bahi Phota: গোল্লার প্রথম ভাইফোঁটায় উত্তেজিত তুহু আর আমার দুই বোন তো উপহারের জন্য বোনফোঁটা দেয়: মানসী

    ছেলের বয়স মাত্র ছ'মাস। তাই রীতিমেনে ভাইফোঁটা না হলেও কাজল দিয়ে ছোট্ট সোনাকে ফোঁটা দেবে দিদি। আর কী কী হবে এই বিশেষ দিনে?  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মানসী বলেন, 'কাজল দিয়ে তুহু ওর ভাইকে ফোঁটা দেবে। প্রথমবার ফোঁটা দিচ্ছে তাই দারুণ উত্তেজিত। কাল থেকে ভাইফোঁটার মন্ত্র মুখস্থ করেছে।' দুই খুদে পরস্পরকে কী উপহার দিচ্ছে? মানসী বলেন, 'তুহুকে গোল্লা একটা তবলা উপহার দিয়েছে। ও তো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজায়। তবলাটা ছিল না, তাই ভাইফোঁটায় এটাই দিদির জন্য ভাইয়ের পারফেক্ট গিফ্ট। তুহু-ও গোল্লার জন্য একটা সুন্দর ড্রেস কিনেছে।'



  • Oct 23, 2025 15:54 IST

    Rishabh Tandon Death: 'তুমি আমাকে ছেড়ে চলে গেলে...', গায়ক অভিনেতার অকাল প্রয়াণে কী প্রতিজ্ঞা করলেন স্ত্রী?

     গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডনের অকাল প্রয়াণে শোকে পাথর স্ত্রী ওলেসিয়া নেদোবেগোভা। ইনস্টাগ্রামে যুগলের লাভিডাভি মুহূর্তের ছবি শেয়ার শোকবার্তায় বার্তায় কী লিখেছেন? হৃদয়বিদারক পোস্টে আবেগপ্রবণ গায়কের স্ত্রী লেখেন, 'আমি শব্দ খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার প্রিয় বন্ধু, সঙ্গী, স্বামী আমি প্রতিজ্ঞা করছি তোমার সব স্বপ্ন বাস্তবায়িত করব। তুমি এই পৃথিবীতেই আছ আমার সঙ্গে। আমার আত্মা, আমার হৃদয়, আমার ভালবাসা, আমার রাজা।'



  • Oct 23, 2025 14:09 IST

    যৌন নির্যাতনের শিকার অভিনেতা, ভাগ করে নিলেন ভয়ঙ্কর স্মৃতি

    নিহাল সম্প্রতি "আমার শৈশবের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা” শিরোনামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি তার জীবনের কয়েকটি করুণ স্মৃতি এবং মানসিক ট্রমা নিয়ে কথা বলেন। তিনি জানান, শিশু নির্যাতনের সাম্প্রতিক এক ঘটনার কথা। কাছের এক পরিচিতের কাছ থেকে শোনার পরই তিনি নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে জানানোর সিদ্ধান্ত নেন। 



  • Oct 23, 2025 13:15 IST

    Ram Charan 2nd Baby: দিওয়ালিতে খুশির ডবল ডোজ-উৎসবের দিনই সাধভক্ষণ, মেয়ের বয়স দু'বছর হতেই ফের বাবা হচ্ছেন রামচরণ

    Ram Charan Upasana Konidela 2nd Baby: দিওয়ালিতে দক্ষিণী তারকা রামচরণের বাড়িতে উৎসবের ডবল ধামাল।  চারিদিকে যখন আলোর রোশনাই তখন রাম চরণ-উপাসনার জীবনকে আরও একবার আলোকিত করতে আসছে নতুন সদস্য। মেয়ের বয়স দু'বছর হতেই পরিবারে আসছে আরও এক খুদে। দিওয়ালি উদযাপেনর সঙ্গে হয়ে গেল উপাসনার বেবি সাওয়ারের অনুষ্ঠান। উৎসবের মরশুমে তারকা পরিবারে খুশির ডবল ডোজ সে কথা বলার অবকাশই রাখছে না। সুখবর শেয়ার করে রামচরণ লিখেছেন, 'এই দিওয়ালি উদযাপনের আনন্দ ছিলদ্বিগুণ। সেই সঙ্গে ভালবাসা আর আশীর্বাদও দ্বিগুণ হওয়ার দিন।'



  • Oct 23, 2025 12:31 IST

    Randeep Hooda-Lin Baby: আলোর উৎসবেই জীবনে নতুন আলো! বাবা হচ্ছেন রণদীপ হুডা? জল্পনা তুঙ্গে

    Randeep Hooda Wife Pregnancy Rumour: রণদীপ ও তাঁর স্ত্রী লিন পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি ঘিরেই জল্পনার সূত্রপাত। নেটিজেনদের একাংশের অনুমান, তারকা পত্নী অন্তঃসত্ত্বা।



Entertainment News Today Entertainment News