Entertainment Latest News Highlights কিডনি বিকল হয়ে অকাল প্রয়াণ সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত সতীশের

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
adqewdw

Entertainment Latest News Highlights 

Satish Shah Dies: সপ্তাহান্তে চরম দুঃসংবাদ। বিনোদন জগৎ-এ ফের মৃত্যু সংবাদ। প্রয়াত সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।  সারাভাই ভার্সেস সারাভাই-তে অভিনয়ের পর দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল এই মেগাই। অশোক পণ্ডিত ইনস্টাগ্রামে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু এবং প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি।”

Advertisment

  • Oct 25, 2025 18:34 IST

    Satish Shah Top 5 Funniest Role: তারাদের দেশে মিলিয়ে গেল হাসি, এক নজরে কৌতুক অভিনেতা সতীশের সেরা পাঁচটি কাজ

    Satish Shah Top 5 Funny Character: মাত্র ৭৪-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'সারাভাই ভার্সেস সারাভাই' খ্যাত সতীশ শাহ। তাঁর অনুপস্থিতিতেও যে হাস্যরস দর্শকের হৃদয়ে থেকে যাবে...। সেই তালিকায় আছে ইন্দ্রধন সারাভাই থেকে মিউনিসিপল কমিশনার সহ সুরজ প্রকাশ ও আরও কয়েকটি চরিত্র।



  • Oct 25, 2025 17:30 IST

    Amitabh Bachchan-Aalim Hakim: অমিতাভের হেয়ারকাট করার সময়ই হৃদরোগে আক্রান্ত, প্রয়াত কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট

    SCREEN-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিম তাঁর বাবা ও অমিতাভ বচ্চনের এক অজানা গল্প শেয়ার করেন। আলিম এক আবেগঘন স্মৃতি শেয়ার করে বলেন, 'আমার বাবা নিজের জীবনের শেষ হেয়ারকাটটাই করেছিলেন অমিতজির জন্য। তিনি যখন তাঁর চুল কাটছিলেন ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হন। এটা ঘটেছিল  মাইসোরে ‘মর্দ’ ছবির শুটিং চলাকালীন। তখন তিনি কন্টিনিউটি হেয়ারকাট করছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। পরদিনই তিনি মারা যান।'



  • Advertisment
  • Oct 25, 2025 17:09 IST

    Satish Shah Last Post: মৃত্যুর আগে শাম্মি স্মরণে সতীশ, সোশ্যালে ভাইরাল শেষ পোস্ট

    সতীশ শাহর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর শেষ পোস্ট। প্রয়াত অভিনেতা শাম্মি কপূরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাম্মি কাপুর এবং গোবিন্দর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রিয় শাম্মি জি। আপনি সবসময়ই আমার আশেপাশে আছেন।' যদিও শাম্মি কপূরের সঙ্গে সতীশের কাজের সুযোগ খুব বেশি হয়নি তবে গোবিন্দার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। দু’জন একসঙ্গে অভিনয় করেছেন 'Hero No. 1', 'Ghar Ghar Ki Kahani' এবং 'Sandwich' ছবিতে। উল্লেখ্য, 'Sandwich'-এ ত্রিলোকচাঁদের চরিত্রে শাম্মি কাপুর অভিনয় করেছিলেন। 



  • Oct 25, 2025 15:36 IST

    Sonakshi Sinha New Home: সাগরমুখী বিলাসবহুল বাড়ির স্বপ্নপূরণ, এক ঝলকে জাহির-সোনাক্ষীর নতুন ঠিকানার অন্দরমহল



  • Oct 25, 2025 14:46 IST

    Mouni Roy Restaurant Menu: ঝালমুড়ি থেকে স্ন্যাক্স-মেইন কোর্স থেকে রকমারি মিষ্টি-পানীয়, দেশি-বিদেশি পদে জমজমাট মৌনীর রেস্তোরাঁ

    ২০০৬ সালে অভিনয়ে অভিষেকের পর মৌনী রায় ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। 'মহাদেব' ও 'নাগিন'–এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং একাধিক বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও মুখ এই বঙ্গললনা। ২০২৩ সালে মৌনী রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। বেঙ্গালুরুর সারজাপুর ও মুম্বইয়ের আন্ধেরিতে Badmaash রেস্তোরাঁ চালু করেন। বর্তমানে তাঁর মালিকানায় ভারতের বিভিন্ন শহরে ছ''টির বেশি রেস্তোরাঁ রয়েছে যার একটিতে পাওয়া যায় সাধারণ ঝালমুড়ি। যার মূল্য ৩৯৫ টাকা।



  • Oct 25, 2025 13:36 IST

    Kim Kardashian Health: প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন অতিরিক্ত মানসিক চাপ, কোন বিরল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান?

    Kim Kardashian-Kanye West: টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। মাথা ব্যথায় একেবারে নাজেহাল। ওষুধেও কাজ হচ্ছে না, মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানের শরীরে বাসা বেঁধেছে কোন রোগ? 'ব্রেন অ্যানিউরিজম' রোগে ভুগছেন কিম। অনুরাগীদের নিজেই জানিয়েছেন সেই কথা। খুব সম্প্রতিই ধরা পড়েছে এই রোগ। এটি সম্ভবত তাঁর প্রাক্তন স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে থাকাকালীন অতিরিক্ত মানসিক চাপের ফল।  জনপ্রিয় টেলিভিশন শো দ্য কার্দাশিয়ানস-এর সপ্তম এপিসোডের টিজারে প্রকাশ্যে এসেছে এই খবর। 



  • Oct 25, 2025 12:50 IST

    Pijush Ganguly Death: 'আবার ফিরে আসুন...', পীযূষের মর্মান্তিক মৃত্যুর ১০ বছর পর স্মৃতিমেদুর সহ অভিনেত্রী মৈত্রেয়ী

    সপ্তমীর সন্ধ্যায় এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। ৫০ বছর বয়সী অভিনেতার অকাল মৃত্যুতে শিল্পীমহলে নেমে আসে শোকের ছায়া। হৃদয়বিদারক পোস্টে প্রয়াত অভিনেতা পিযূষ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণ করে লিখেছেন, বড় টাটকা তাজা আজও সেই দিনটার স্মৃতি। সেই ২৫-এ অক্টোবর, ২০১৫ থেকে ২০২৫ চোখের পলকে সময় কেটে গেল। তখন ২০১৫, বয়েই গেল আর জলনূপুর আপনার দুটো কাজ চলছিল। "বয়েই গেল" আপনার সঙ্গে আমার শেষ কাজ । তারপর সেই অসাধারণ মানুষ, দুর্দান্ত শিল্পী পীযূষ গাঙ্গুলী হারিয়ে গেল। কিন্তু আজও আপনি আছেন, আমার মত আপনার অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে, আমার মত আপনার গুণমুদ্ধ সহকর্মীদের প্রতিদিনের সংলাপ পাঠের সময়ে তাদের মননে। ভাল থাকুন পিযূষ গঙ্গোপাধ্যায় দা, আবার ফিরে আসুন এখানে আপনার অসামান্য প্রতিভা নিয়ে।'



  • Oct 25, 2025 12:25 IST

    Divya Suresh Hit And Run: মধ্যরাতে বেপরোয়া গাড়ির গতি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পথচারী, দিব্যার বিরুদ্ধে দায়ের FIR

    Divya Suresh: 'হিট অ্যান্ড রান' কেসে নাম জড়াল কন্নড় অভিনেত্রী ও রিয়েলিটি টিভি তারকা দিব্যা সুরেশের। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশের এবং ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন। পুলিশ জানিয়েছে, জনপ্রিয় কন্নড় রিয়েলিটি শো বিগ বস–এর প্রাক্তন প্রতিযোগী এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।



  • Oct 25, 2025 11:37 IST

    Zareen Khan: হাসপাতালে ভর্তি জারিনের মা, ভক্তদের কাছে 'বীর' খ্যত অভিনেত্রীর অনুরোধ 'দয়া করে ওঁর জন্য...'

    Zareen Khan Mother: জারিন খান, বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। যদিও এই মুহূর্তে বড় পর্দায় তাঁর আনাগোনা একটু কমেছে। ২০২১-এ হাম ভি আকেলে তুম ভি আকেলে- ছবিতে শেষ দেখা গিয়েছিল জারিনকে। কর্মজীবন নিয়ে চর্চায় না থাকলেও ব্যক্তিগতজীবনের কারণে বিভিন্ন সময় পেজ ৩-এর খবরে জায়গা করে নেন বলি ডিভা জারিন খান। শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন তাঁর মা হাসপাতালে ভর্তি। মায়ের দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনারও অনুরোধ করেছেন। ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'মা হাসপাতালে ভর্তি। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করুন।'



  • Oct 25, 2025 10:49 IST

    পানশালায় গিয়ে তুমুল মারামারি! অভিনেত্রীর জন্য সাংঘাতিক কাণ্ড ঘটান তাঁর মনের মানুষ..

    Archana Puran Singh: অভিনেত্রী অর্চনা পুরান সিং, তাঁর স্বামী পারমিত শেঠি, ছেলে আর্যমান এবং পুত্রবধূ যোগিতা বিহানিকে নিয়ে সম্প্রতি একটি ছোট ছুটি কাটাতে গিয়েছিলেন পুনেতে। শহরের নানা জনপ্রিয় খাবারের দোকানে তাঁরা ঘুরে বেড়িয়েছেন, উপভোগ করেছেন স্থানীয় স্বাদ আর ভাগ করেছেন বেশ কিছু মজার গল্প ও স্মৃতি। তিনি এক বার অর্চনার জন্য মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। আফ্রিকা সফরের সময়, যখন তাঁরা সদ্য ডেটিং শুরু করেছেন, এমনই এক ঘটনা ঘটে। পারমিত বলেন, "একজন লোক তোমার মাকে বিরক্ত করছিল, আর আমি তখনই এগিয়ে গিয়েছিলাম। মজার ব্যাপার হল, বেশিরভাগ মেয়েরা তাঁদের প্রেমিককে মারামারি থেকে থামায়, কিন্তু তোমার মা তখন বলছিল-‘আরও মার ওকে!’



  • Oct 25, 2025 09:57 IST

    Pooja Bedi: পকেট মানি মাত্র সাত টাকা-সামান্য সস নষ্টের জন্য মায়ের বকুনি, জীবনের চরম কষ্টের কাহিনি ভাগ পূজা বেদির

    Pooja Bedi Childhood: বোর্ডিং স্কুলে পড়াশোনার সময় পকেট মানি ছিল মাত্র সাত টাকা। সামান্য সস নষ্টের জন্য মায়ের কাছে বকুনি খেতেন। জীবনের অজানা গল্প ভাগ করলেন আমিরের সহ অভিনেত্রী পূজা বেদি। সিদ্ধার্থ কন্ননের সঙ্গে কথপকথোনের সময় পূজা বলেন, 'আমি মাকে জীবনের প্রতিটি রূপে, প্রতিটি অবতারে দেখেছি। তাঁকে ভেঙে পড়তে দেখেছি, অর্থের জন্য সংগ্রাম করতে দেখেছি। সস নষ্ট করার জন্য আমাদের ওপর চিৎকার করতেন কারণ সেটাও তখন খুব দামী জিনিস ছিল। মায়ের সঙ্গে ট্রেনে সেকেন্ড ক্লাসে ভ্রমণ থেকে গ্রামের বাড়ির মাটিতে বসে খেয়েছি। বোর্ডিং স্কুলে আমরা সপ্তাহে ৭ টাকা করে পকেট মানি পেতাম। রুপোর চামচ মুখে নিয়ে জন্মাইনি। কষ্ট করে নিজেরে জায়গা তৈরি করেছি যাকে বলে  'সেলফ-মেড'।' 



Entertainment News Today Entertainment News