/indian-express-bangla/media/media_files/2025/10/27/prar-2025-10-27-14-07-47.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest News Highlights
ফোরামে বক্তৃতার সময় সলমন খান বলেন, "এখন যদি আপনি একটি হিন্দি ছবি বানিয়ে সৌদি আরবে মুক্তি দেন, সেটি সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালয়ালি সিনেমাও শত কোটি আয় করবে, কারণ এখানে অন্যান্য দেশের অনেক মানুষ কাজ করছেন - বেলুচিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান থেকেও।" এই বক্তব্যে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদাভাবে উল্লেখ করায় পাকিস্তান সরকার ক্ষুব্ধ হয়। তাদের মতে, এটি পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মন্তব্য। এরপরই সলমন খানের নাম সন্ত্রাসবিরোধী আইনের তফসিলভুক্ত তালিকায় যুক্ত করা হয়। এই তালিকায় থাকা ব্যক্তিদের ওপর থাকে কঠোর নজরদারি, চলাফেরার নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য আইনি ব্যবস্থা।
- Oct 27, 2025 17:49 IST
Debashree Roy: আমরা যে দেবদেবীর পুজো করি প্রত্যেকেরই বাহন কোনও না কোনও পশু, মানুষের মতো ওদেরকেও ঈশ্বরই পাঠিয়েছে: দেবশ্রী
Debashree Roy Harresment: অবলা প্রাণীর উপর অন্যায় অবিচার দেখে 'পেট-পেরেন্টস'-এর পাশে দাঁড়াতে গিয়েছিলেন দেবশ্রী রায়। কিন্তু, সেই অভিজাত আবাসনের বাসিন্দাদের চূড়ান্ত অভব্য আচরণে হতভম্ব অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেবশ্রী রায় বলেন, 'আমি অদ্রিজার থেকে ফোন পেয়ে ছুটে যাই। একজন মানুষ যখন ফোনের ওপারে সাহায্যের জন্য কাঁদছে তখন আমি না গিয়ে থাকতে পারি? ওখানে পৌঁছনোর পরই আমাকে প্রায় ৫০ জন মতো ঘিরে ধরে। ওদের বক্তব্য, আমি একজন অভিনেত্রী হয়ে কেন এখানে এসেছি। একজন ভদ্রমহিলা এত রূঢ় আচরণ করছিল যা দেখে আমি অবাক। ভদ্র পরিবারের একজন মহিলা কী ভাবে এমন ভাষায় কথা বলতে পারে! আমাকে তো একজন রীতিমতো হাত ধরে ওখান থেকে বের করে দেওয়ার মতো অবস্থা। এত বড় একটা আবাসনে সিসিটিভি খারাপ। তাই আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই। আমি ওদের বারবার বলেছি, আমার পরিচয় শুধু অভিনেত্রী নয়। আমি দীর্ঘ ১৮ বছর একটি এনজিও-র সঙ্গে যুক্ত। এই অবলা প্রাণীদের রক্ষা করাটা দায়িত্ব আমার।'
- Oct 27, 2025 17:32 IST
Darshana Banik: স্বামীর এঁটো পাতে খাওয়ার চেয়ে পরস্পরের জন্য রান্না করে খাইয়ে দিলে সম্পর্কের বন্ধন মজবুত হয়: দর্শনা
Darshana Banik-Saurav Das: একে অপরের জন্য রান্না করা-ভালবেসে খাইয়ে দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র নেপথ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন সৌরভ ঘরনি দর্শনা। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে সবজি কেটে রান্না করে স্ত্রীকে খাইয়ে দিচ্ছেন সৌরভ। সেই প্রসঙ্গেই বলেছেন অভিনেত্রী।
- Oct 27, 2025 17:00 IST
Bengali Cinema: বড়দিনে 'প্রজাপতি ২ সহ বড় ২ রিলিজ, জানুন কারা থাকছেন প্রতিযোগিতায়..
এদিকে, গতকাল ফেডারেশন এবং ইম্পার যৌথ উদ্যোগে বেশ কিছু জানানো হয়েছে। শোনা যাচ্ছে, সব বাংলা ছবিই যাতে লাভের মুখ দেখতে পারে, সেকারণে নির্দিষ্ট সময়েই ভাগ করে সিনেমা রিলিজ করবে। আসন্ন বড় রিলিজ রয়েছে অনেকগুলি ছবিই। এবং সারাবছর ধরে পার্টে পার্টে ছবি মুক্তি পেলে যে অনেকটাই সুবিধা হবে, একথাও অস্বিকার করার নয়। এই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হল ইম্পার সদস্য পিয়া সেনগুপ্তকে। তিনি কী জানালেন?
- Oct 27, 2025 15:16 IST
Jamtara 2 Actor Death: মাত্র ২৫-এ নিভল জীবন প্রদীপ, ফ্ল্যাট থেকে উদ্ধার 'জামতারা ২' খ্যাত অভিনেতার ঝুলন্ত দেহ
ছটপুজোর দিন মারাঠি সিনেদুনিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুনের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদের নিথর দেহ। জনপ্রিয় হিন্দি সিরিজ জামতারা ২-এ অভিনয় করা মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদে আত্মহত্যা করেছেন বলেই সূত্রের খবর। মাত্র ২৫ বছর বয়সে তিনি পুনের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। মুক্তির অপেক্ষায় সচিনের আসন্ন ছবি অসুরবান। নিজের ছবি মুক্তি পাওয়ার আগেই মাত্র ২৫ বছরে থমকে গেল তরু তুর্কির পথ চলা। অধরা রয়ে গেল তাঁর জীবনের স্বপ্ন।
- Oct 27, 2025 14:57 IST
Bengali Serial TRP: ছট পুজোয় ভাগ্যবদল 'দাদামণি'-র, TRP-তে বিরাট চমক! বেঙ্গল টপার কোন ধারাবাহিক?
চলতি সপ্তাহে ফের শীর্ষ স্থান দখল করল পরিনীতা। ৭.৫ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল এই মেগা। দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। চলতি সপ্তাহে তৃতীয় স্থানাধিকারী 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। টিআরপি তালিকার টপ ফাইভের শেষ দুইয়ে অর্থাৎ চতুর্থ ও পঞ্চম স্থানে ঠাঁই পেল কোন দুই মেগা? ৬.৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ফুলকি এ পরশুরাম। অনেকদিন পর ফের প্রথম পাঁচে জায়গা পেল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.২।
- Oct 27, 2025 13:42 IST
Aparajita Auddy-Pijush Ganguly : 'প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে...', 'অর্মত্য স্যার' পিযূষের স্মৃতিচারণ 'পারি পাগলি' অপরাজিতার
Pijush Ganguly Tragic Death: এই মুহূর্তে আপকামিং মুভি শ্রীদুর্গার প্রচারে চূড়ান্ত ব্যস্ত অপরাজিতা আঢ্য। তার মাঝেও পর্দার 'স্বামী' ওরফে প্রয়াত অভিনেতা পিযূষের স্মৃতিতে আবেগে ভাসলেন অভিনেত্রী। অপরাজিতা লিখেছেন, 'তুমি কি জানো পীযূষ দা অমর্ত্য (স্যার) আর পারিকে আজও মানুষ ভুলতে পারেনি। ওপারে থেকে কি জানতে পারছো? সেটা খবর কি পাও, এখনও কত মানুষ তোমার কথা বলে। কত বড় ক্ষত আমাদের সবাইকে আর ইন্ডাস্ট্রিকে দিয়ে চলে গিয়েছিলে। কিসের যে এত তাড়া ছিল। আজ প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে তোমার কথা আর তোমার হাসি মুখটা একবার হলেও মনে আসে। তোমায় কেউ ভোলেনি। আমি তো নাই।'
- Oct 27, 2025 12:49 IST
Jay Bhanushali Mahhi Vij Divorce: জয়-মাহির সাজানো সংসারে ভাঙন, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি? চর্চা তুঙ্গে
Jay Bhanushali Mahhi Vij Separation: দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন সেলেব দম্পতি জয় ও মাহি। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে সাজানো গোছানো সুখের সংসার! হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, জয় ভানুশালি ও মাহি ভিজ কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁরা দীর্ঘদিন আলাদা থাকছেন বলেই খবর। সূত্রের খবর, 'অনেক চেষ্টা করেও সংসার বাঁচানো যায়নি। অনেক আগে থেকেই আলাদা থাকছেন জয়-মাহি। কয়েক মাস আগে তাঁরা আইনি পদক্ষেপ নেন। জুলাই-আগস্টে চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে আর সন্তানদের হেফাজতের সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গিয়েছে।'
- Oct 27, 2025 12:31 IST
Bigg Boss-Salman Khan: ডবল ড্রামা ইন বিগ বস: এক পর্বেই ছিটকে গেল দুই প্রতিযোগী
Bigg Boss-Salman Khan: সলমন খান সঞ্চালিত বিগ বস সিজন ১৯ এই সপ্তাহান্তে দর্শকদের জন্য নিয়ে এল আরও একটি বড় চমক। এক নয়, দু’জন প্রতিযোগীকে একসঙ্গে ঘর থেকে বিদায় নিতে হয়েছে। এবার বিদায় নিয়েছেন নেহাল চুদাসামা এবং বাসির আলি। যদিও নেহালের নাম বাদ পড়ার তালিকায় থাকবে বলে অনেকে অনুমান করেছিলেন। তবে, বাসিরের বেরিয়ে আসা অনেককেই বিস্মিত করেছে। কারণ তিনি শুরু থেকেই অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে পরিচিত ছিলেন।
- Oct 27, 2025 11:57 IST
Prarthana Behere Father Death: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, পিতৃবিয়োগের যন্ত্রণায় কাতর 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী
সড়ক দুর্ঘটনায় প্রয়াত 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রার্থনা বহেরের বাবা। গত ১৪ অক্টোবর বাবার মৃত্যুর প্রায় ১২ দিন পর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। প্রার্থনা লিখেছেন, 'আমার বাবা ১৪ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত মারা যান। বাবা, তুমি চলে যাওয়ার পর জীবন যেন থমকে গিয়েছে। তোমার হাসি এখনও কানে বাজে, তোমার আত্মবিশ্বাস আমাদের মনে শক্তি জোগায়। তোমার জীবন থেকে আমরা শিখেছি সুখ জীবনের কোনও পরিস্থিতি নয়, এটা এক ধরনের মনোভাব। তোমার সততা, সমাজসেবা ও মানুষের প্রতি অগাধ ভালবাসা আমাদের মানবতার প্রকৃত মূল্য শিখিয়েছে। তুমি আমাদের শিখিয়েছ, অন্যকে সাহায্যের মধ্যেই জীবনের প্রকৃত তৃপ্তি। আজ তুমি আমাদের সঙ্গে না থাকলেও, তোমার কণ্ঠস্বর ও গান আমাদের শক্তি জোগায়।'
- Oct 27, 2025 10:47 IST
Pankaj Dheer Death: মৃত্যুর প্রায় ১০ দিন পর আবেগপ্রবণ পোস্ট, পিতৃবিয়োগের যন্ত্রণা ভাগ করে পঙ্কজ ধীরের স্মৃতিচারণায় ছেলে
Pankaj Dheer-Nikitin Dheer: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৫ অক্টোবর ৬৮ বছর বয়সে পরলোকগমন করেন পঙ্কজ ধীর। মৃত্যুর প্রায় দশ দিন পর তাঁর পুত্র, অভিনেতা নিকিতিন ধীর ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ পোস্টে তাঁর প্রয়াত বাবার স্মৃতিচারণা করেন। বেশ কয়েকটি ছবির কোলাজে পোস্টটি শেয়ার করেছেন নিকিতিন ধীর। পোস্টটির সঙ্গে নিকিতিন লিখেছেন, 'আমি খুব একটা আবেগ প্রকাশ করতে পারি না কিন্তু চেষ্টা করব। বলা হয়, জন্মের সঙ্গে একমাত্র নিশ্চিত বিষয় মৃত্যু। আমরা সবাই জানি এবং বিশ্বাসও করি কিন্তু যখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হারিয়ে যায় তখন মনের ভিতর অনেক প্রশ্ন জন্ম নেয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us