Entertainment Latest News Highlights সিনেমা, সিরিজ বা থিয়েটার করলে ১০ হাজারের বেশি দেওয়া হবে না: শঙ্কর

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest News Highlights 

কাজের সমস্যার জন্যই অর্থসংকট দেখা দিয়েছে?

শঙ্কর চক্রবর্তী: হ্যাঁ, অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হয়েছে। আসলে গাড়ির প্রতি আমার একটা অদ্ভুত নেশা ছিল। তিন বছরের বেশি একটা গাড়ি রাখতাম না। সেটা বিক্রি করে আবার একটা নতুন গাড়ি কিনতাম। ফলে EMI-য়ের চাপ বেড়েছে। অনেকবার বাড়ি পরিবর্তন হয়েছে। ২০০৬-এ অভিসিক্তায় যে ফ্ল্যাট কিনেছিলাম সেটা দারুণ ছিল। মেয়ে আর স্ত্রী দুজনে সুন্দর করে সাজিয়েছিল। ২০০৯- এ ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হয়েছিল। কারণ সেই সময় একটানা নয়-দশমাস কোনও কাজ ছিল না। বিক্রি করার পর কয়েকবার ভাড়া বাড়িতে থেকেছি। যতদিন যাচ্ছে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে। এখন যেখানে থাকি সেটা অনেকটাই চড়া দামে কিনতে হয়েছিল। তখন আমার কাছে ৭৫ লাখ টাকা নগদ ছিল। বাকিটা আবার লোন করতে হয়। এখন একসঙ্গে তিনটে লোন চলছে। আগামী বছর অক্টোবরে পরিশোধ হবে। মেয়েই এখন অনেকটা ব্যাকআপ দিচ্ছে। আমার পোষ্য, রান্নার লোক, ড্রাইভারের একটা খরচ বহন করতে হয়। আমি যদিও মেট্রো, রিক্সায় মাঝেমধ্যে যাতায়াত করি। মজার বিষয়, আমি এমনও শুনেছি লোকে বলছে, সিরিয়াল করে আর কত টাকা পায়! এগুলো শুনলে একটু অস্বস্তি হয়।

Advertisment

  • Oct 28, 2025 19:38 IST

    Pinjar-KIFF: আমি পিঞ্জর এমনভাবে বানিয়েছি যে দর্শক শুধু হলে বসে দেখবে না, বিষয়টা অনুভব করতে পারবে: রুদ্রজিৎ রায়

    স্বাধীন পরিচালক হিসেবে যখন তাবড় তারকাদের কাছে কাজের প্রস্তাব নিয়ে গেলেন কেমন সাড়া পেয়েছিলেন?

    এই ছবির অন্যতম প্রধান চরিত্র মমতা শঙ্কর। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি। কোভিডের আগে মমদির পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভাল হয়েছে। একটা শর্ট ফিল্মে মমদির কাজ করারও কথা ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত যেদিন ফ্লোরে যাওয়ার ডেট সেদিনই লকডাউন ঘোষণা করা হয়। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কাজ করেছেন। জয় দা, সাগ্নিকের কাজ বহুদিন ধরে দেখে ওদের কাছে প্রস্তাব নিয়ে যাই। আমার প্রতি ওঁদের বিশ্বাস ছিল। আমি নিজের মতো করে গল্প চেয়েছি সেটাই সকলের খুব ভাল লেগেছিল। এই কাজ করার জার্নিটা খুব সহজ ছিল না। প্রায় দেড় বছর সময় লেগেছে। রিসার্চ করা, কলাকুশলী নির্বাচনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। লুক টেস্ট করে দেখতে হয়েছে কে পারফেক্ট ম্যাচ। মল্লিকার সঙ্গে তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ও আমার প্রস্তাবে সম্মতি জানায়। রাতুলও (রাতুল শঙ্কর) আমার খুব কাছের বন্ধু। আমরা একটা অন্যরকম মিউজিক করার চেষ্টা করেছি।



  • Oct 28, 2025 17:35 IST

    Diana Penty 100 years Old House: হার মানাবে শাহরুখের মন্নত, ডায়নার ১০০ বছরের পুরনো বাংলোতে ব্রিটিশ আমলের জিনিস! আর কী আছে?



  • Advertisment
  • Oct 28, 2025 17:19 IST

    সিনে জগতে বিরাট ক্ষতি, চলে গেলেন 'দ্যা মোস্ট বিউটিফুল বয়'

    Björn Andrésen death:  সুইডিশ অভিনেতা ও সঙ্গীতশিল্পী বিয়র্ন আন্দ্রেসেন, যিনি “ডেথ ইন ভেনিস”, “মিডসামার” এবং “দ্যা গ্রেভ”-এর মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, ৭০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই অনলাইনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন এই কিংবদন্তি শিল্পীকে।



  • Oct 28, 2025 16:37 IST

    Koushani Mukherjee: 'এসব শুনে শুনে এখন চামড়া মোটা হয়ে গিয়েছে', কেন এমন তীর্যক মন্তব্য টলি ক্যুইন কৌশানীর?

    মঙ্গলবার সাতসকালে বন্দে ভারত ধরে মালদার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, দীর্ঘ ২০ বছর বছর ট্রেনে চড়লেন। এরপরই টলি ক্যুইনের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। মন্তব্য বক্সে জমা পড়েছে ব্যাঙ্গাত্মক বেশ কিছু প্রশ্ন। ট্রেন জার্নি নিয়ে ট্রোলের কোনও জবাব দিতে নারাজ কৌশানী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রীর সাফ জবাব, 'আসলে পাবলিক ফিগার হলেই এই ধরনের ঘটনা ঘটে। নামের সঙ্গে সেলিব্রিটি যোগ থাকলেই ট্রোল করতে মানুষ একেবারে ব্যস্ত হয়ে পড়ে। মনে হয়, কয়েকটা খারাপ কথা না বললে ভাত হজম হবে না। আমি এগুলো নিয়ে একদম ভাবিত নই। এগুলো হয় এবং আগামীদিনেও হবে সেই বিষয়ে এখন আমি নিশ্চিত। এগুলো শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। এখন আর কিছু মনে হয় না, ধাতস্থ হয়ে গিয়েছি।' 



  • Oct 28, 2025 16:22 IST

    Ankush Hazra-Zubeen: ভক্তদের চমকে দিলেন, জুবিনের গানে শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অঙ্কুশ

    Ankush Hazra-Zubeen Garg:  জুবিন ঠিক কাঞ্চনজঙ্ঘার মত'- অসমে পৌঁছে ঠিক এমনটাই বলেছিলেন রাহুল গান্ধী। মাস দেড়েক আগে অসম তথা বাংলা এবং ভারত এমন এক শিল্পীকে হারিয়েছে, যিনি মানুষ হিসেবেও নানা নজির গড়েছিলেন। জুবিন ঠিক সেই শিল্পী, যিনি নিজের অসমেই ফিরে গিয়েছেন বার বার। তিনি একেবারেই মুম্বইয়ে থাকতে পছন্দ করতেন না। বরং তিনি অসমে থাকতে ভালবাসতেন। 



  • Oct 28, 2025 15:37 IST

    Aamir Khan: আমিরের জন্যই সন্তান সুখ...

    Aamir Khan-Vishnu Vishal-Jwala Gutt Baby Name: অভিনেতা থেকে প্রযোজক, ছক্কা হাঁকিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ব্যক্তিগতজীবনেও অন্যের নজরে তিনিই 'সেরা'। সম্প্রতি তামিল অভিনেতা বিষ্ণু বিশাল এবং তাঁর স্ত্রী জ্বালা গুট্টা যিনি ব্যাডমিন্টন তারকা জীবনে বিরাট ভূমিকা পালন করেছেন আমির। তাঁদের জীবনের একপ্রকার 'রক্ষাকবচ' হিসেবে কাজ করেছেন। আমিরের নামের সঙ্গে এই উপমাগুলো জুড়ে দেওয়ার নেপথ্যে কী কারণ? কেন তিনি ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন? তাঁদের নবজাতক কন্যা 'মীরা' নামও রেখেছেন তিনিই! উল্লেখ্য, সেলেব কাপল বিষ্ণু ও জ্বালার জীবনে আশার আলো জ্বালিয়েছেন আমির। 



  • Oct 28, 2025 14:34 IST

    'ফ্লপ হিরো' জ্যাকি ভাগনানির স্বপ্নের নীড়, কোটি টাকার এই বিলাসবহুল বাড়িতে কী নেই?



  • Oct 28, 2025 12:43 IST

    Satish Shah wife-Sonu Nigam: গানে গানে সতীশ স্মরণ, সোনুর সঙ্গে ‘তেরে মেরে সপনে’ গাইলেন স্ত্রী মধু! ভাইরাল আবেগঘন মুহূর্ত

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সতীশ শাহর স্মরণসভার একটি আবেগপ্রবণ মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতা সতীশ শাহর স্ত্রীকে সকলে হাত ধরে সভাগৃহে নিয়ে আসছেন। স্বামীর প্রয়াণে চোখ-মুখ একেবারে ফ্যাকাসে। প্রার্থনা সভায় গায়ক সোনু নিগমের সঙ্গে মৃদুস্বরে কণ্ঠ মেলালেন মধু শাহ। মহাম্মদ রফির অমর গান ‘তেরে মেরে সপনে’ গেয়ে মন ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সোনু। মধু শাহর মুখের সামনে মাইক ধরলে তিনি দু-এক কলি গেয়েছেন যা দেখে চোখে জল নেটনাগরিকদের। সতীশ শাহ গান খুবই ভালসবাসতেন। তাই গানে গানে যেমন তাঁকে বিদায় জানানো হয়েছে, প্রার্থনা সভাতেও তাঁর স্মৃতিতে গান গেয়েছেন প্রত্যেকে। 



  • Oct 28, 2025 12:14 IST

    Sonu Nigam: আজানের সময় গান থামালেন সোনু, তবু খালি আসন? কনসার্টে বিতর্কের ছায়া

    Sonu Nigam Srinagar concert: প্লেব্যাক গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগম, যিনি তাঁর চিরসবুজ গানের জন্য বরাবরই ভক্তদের প্রিয়, আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রায় আট বছর আগে আজান (ইসলামিক নামাজের আহ্বান) নিয়ে করা মন্তব্যের জেরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তাঁর প্রথম কনসার্টে দর্শক উপস্থিতি ছিল খুবই কম, যা নিয়ে ব্যাপক আলোড়ন পড়েছে। 



  • Oct 28, 2025 11:01 IST

    Arjunn Dutta Health Update: হাসপাতালেই কেটেছে দীপাবলি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন?

    জাতীয় পুরস্কার নিতে যাওয়ার কিছু দিন আগেই কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অর্জুন। সেখানেই সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে যান। চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, বাবা চেয়েছিলেন ছেলে নিজের হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করুক। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন। আলোর উৎসবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে মোটেই ভাল লাগেনি। সেই অনুভূতিও শেয়ার করেছেন অর্জুন দত্ত। সাত দিন পর ঘরের ছেলে ঘরে ফিরেছে। বাড়ি ফেরার পর মুখ আড়ালে রেখে একগুচ্ছ ছবি পোস্ট করে কী বার্তা পরিচালকের? উচ্ছ্বাসিত অর্জুন লিখেছেন, 'এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ঘরে ফিরলাম। চেয়ারে বসে সহকারীর সাহায্যে সাত দিন পর স্নান করলাম। আহা, স্বর্গীয় অনুভূতি। চুলেরও কিছুটা যত্ন নেওয়া হল। অনেকদিন পর শ্যাম্পু আর কন্ডিশনারে ধুলাম, সে এক দারুণ সুখের মুহূর্ত। যেহেতু আমি এখন একরকম 'গৃহবন্দি' তাই আমার সহকারী চুলের তিন রকম স্টাইল ট্রাই করে ফেলল। ঘরেই যেন মিনি মেকওভার! চুল বাঁধাও এখন বিলাসিতা মনে হয়।' মুখ কেন লুকিয়ে রেখেছেন অর্জুন? সেই কারণ বাতলে দিয়ে পরিচালক জানিয়েছেন, 'সত্যি বলতে, মুখটা এখন দেখানোর মতো নেই। ঘণ্টার পর ঘণ্টা অস্ত্রোপচারের পর মুখের ফোলাভাব এখনও কমেনি যা মোটেই ফোটোজেনিক নয়। আপাতত 'স্পাইনোমিটার' লুকেই রয়েছি, ক্রমাগত শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আর হ্যাঁ, ২১ নভেম্বর ডিপ ফ্রিজ মুক্তি পাচ্ছে। কাজ শুরু করতে হবে। জীবনের ছোট ছোট আনন্দগুলোকে নতুন করে অনুভব করছি। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।' 



  • Oct 28, 2025 10:21 IST

    Chhath Puja 2025: দূরে থেকেও মন থেকে বিহারে, ছট উৎসবে মাতলেন অভিনেত্রীরা

    ছট মহাপরব মানেই বছরের এই নির্দিষ্ট দিনে বা সময়ে বিহারীদের আনন্দ উৎসব। যে যেখানেই থাকুন না কেন, এসময় তাঁরা দেশে ফেরেন। পরিবারের সঙ্গে নানা অনুষ্ঠানে অংশ নেন। তারকাদের মধ্যে বিহারের অনেক মানুষই দারুন জনপ্রিয়। তাঁর মধ্যে মনীশা রানি এবং নেহা মাদ্রা বেশ জনপ্রিয় নাম। এবং, তাঁরা বেশ ধুমধাম ও আড়ম্বরেই এই সময় উৎসবে সামিল হন।



  • Oct 28, 2025 09:47 IST

    Harshvardhan Rane: 'আপনার কপালেও এমন একজন লেখা আছে', তুলনা উঠতেই ভক্তকে স্পষ্ট জবাব হর্ষবর্ধনের

    অভিনেতা হর্ষবর্ধন রানে, যিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি- “এক দিওয়ানে কি দিওয়ানিয়াত”-এর সাফল্যে উচ্ছ্বসিত, সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া রিল নিয়ে আলোচনায় এসেছেন। সেই রিলে তার চরিত্র বিক্রমাদিত্য-র তুলনা করা হয়েছে “সাইয়ারা”-এর অহন পান্ডের চরিত্র কৃষ কাপুর-এর সঙ্গে। বর্তমানে শিরোনামে রয়েছেন হর্ষবর্ধন। ভিডিও বার্তায় দর্শককে 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' ও 'থাম্মা' - দু’টি ছবিই দেখার অনুরোধ করেন। তিনি বলেন, “আমরা দু’জনই আউটসাইডার- চলুন স্বজনপ্রীতির অবসান ঘটাই।” তবে, তার এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 



Entertainment News Today Entertainment News