Entertainment Latest Highlights : ভীষণ অসুস্থ অভিনেতা

Entertainment Latest Highlights : আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights : আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cx0deij6

কী হয়েছে তাঁর...

Hassan Masud Health: অভিনেতা হাসান মাসুদকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে, এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সানজিদা শিমুল। গত সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনির কারণে, প্রথমে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

Advertisment
  • Oct 30, 2025 18:57 IST

    শার্লক হোমসের জগতে পা, ইংরেজি ছবি বানাতে চলেছেন বাঙালি পরিচালক

    পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তিনি যেন একদম ভিন্ন ধরনের সিনে নির্মাতা। বাংলা ছবিতেও যেমন তিনি ভিন্ন ধরনের ছবি বানিয়ে মানুষকে অবাক করেছেন,  তেমনি হিন্দি কিছু ছবিতেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন তিনি। তবে বাংলা এবং হিন্দি এখন এসব অতীত। প্রাচ্য সামলানোর পর পাশ্চাত্যে নিজের জয়োধ্বযা ওড়ানোর পালা। নিজের নতুন ছবির খবর দিয়েছিলেন পরিচালক। 



  • Oct 30, 2025 17:34 IST

    Hasan Masud: শুটিং ফ্লোরে উত্তেজনা ছড়াতেন! অভিনেতা মাসুদ হাসপাতালে ভর্তি হতেই সত্যিটা ফাঁস করলেন পরিচালক

    সহকর্মী ও অভিনেতা-পরিচালক কচি খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "তুমি শুটিং ইউনিটে না থাকলে উত্তেজনা ছড়াবে কে? দ্রুত ফিরে আসো।"



  • Advertisment
  • Oct 30, 2025 17:30 IST

    কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ-বাতিল বিদেশ যাত্রা, আচমকা হাসপাতালে ছুটলেন শিল্পা

    Shilpa Shetty Mother Hospitalized: বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন বলি ডিভা শিল্পা শেট্টি। তাঁর মা সুনন্দা শেট্টি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রবেশের মুহূর্তে অভিনেত্রীকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেলেব প্যাপ ভিরাল ভায়ানি তাঁর ইনস্টা হ্যান্ডেলে সেই মুহূর্তটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, 'মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে ছুটে এলেন শিল্পা শেট্টি। যেখানে তাঁর মা ভর্তি আছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' 



  • Oct 30, 2025 16:56 IST

    Asrani: আসরানিকে প্রথম ক্যামেরার সামনে দাঁড় করিয়েছিলেন এই বাঙালি কিংবদন্তি-ই, এবছর শতবর্ষ সেই পরিচালকের..

    তবে চলচ্চিত্র গবেষক দেবাশিস মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, আসরানির প্রকৃত প্রথম অভিনয় ছিল এরও আগে- ঋত্বিক ঘটকের পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। এবছর শতবর্ষ কিংবদন্তি পরিচালকের। এবং তিনি যেভাবে ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন, সেকথা বলার অপেক্ষা রাখে না।



  • Oct 30, 2025 16:07 IST

    Prosenjit Chatterjee-Pallavi: ভাইফোঁটায় দাদার প্রসঙ্গ শুনেই 'হেঁয়ালি', আদরের ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা প্রসেনজিৎ-এর

    Pallavi Chatterjee Birthday: ভাইফোঁটার আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পল্লবী বলেছিলেন, দাদা প্রসেনজিৎ মুম্বইয়ে বোনের কাছে ফোঁটা নিতে আসবেন কিনা জানেন না। কয়েকদিন পরই পল্লবীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা টলিউডের জ্যেষ্ঠপুত্রের।



  • Oct 30, 2025 15:51 IST

    Hasan Masud Health: এখনই বাড়ি ফেরা সম্ভব নয়, গুরুতর অসুস্থ হাসান মাসুদ, হাসপাতালে চলছে নিবিড় পর্যবেক্ষণ

    Hassan Masud Health: অভিনেতা হাসান মাসুদকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে, এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সানজিদা শিমুল। গত সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনির কারণে, প্রথমে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।



  • Oct 30, 2025 15:21 IST

    Bhoomi Shetty-Mahakali: ঐশ্বরিক আভা-তীব্র দৃষ্টিভঙ্গি! মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপারহিরোর ভূমিকায় কোন অভিনেত্রী?

    Bhoomi Shetty First Look As Mahakali: সৃষ্টির মহাজাগতিক গর্ভ থেকে জেগে উঠছে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপারহিরো! 'মহা'রূপে কে এই ভূমি শেট্টি? খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত বর্মা বৃহস্পতিবার তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার মুভি 'মহাকালী'-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন। যা দেখে চক্ষু ছানাবড়া নেটনাগরিকের। কন্নড় অভিনেত্রী ভূমি শেট্টির চরিত্রের নাম 'মহা'। তাঁর চরিত্রের 'ভয়ংকর' রূপের ঝলক দেখলে শিউরে উঠবেন। অগ্নিময় লাল ও সোনালি আভায় মোড়া মহার মুখ। তাঁর তীব্র দৃষ্টি ও ঐশ্বরিক আভা যেন একই সঙ্গে ক্রোধ ও করুণার প্রতীক। যা মহাকালীর দুটি দিককেই প্রকাশ করছে। সোনার ঐতিহ্যবাহী অলংকারে সুসজ্জিত তাঁর এই রূপ ধ্বংস, পুনর্জন্ম ও বিশ্বসমতার প্রতীক। ভূমির চরিত্রের ফার্স্ট লুক মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে।



  • Oct 30, 2025 15:03 IST

    Arijit Singh-Bangladesh: অরিজিৎ-এর কনসার্ট ঘিরে উচ্ছ্বসিত ওপার বাংলার ভক্তরা, বাংলাদেশ যাত্রা নিয়ে চর্চার মাঝে প্রকাশ্যে সত্যি

    Arijit Singh-Dhaka: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নাকি বাংলাদেশে পারফর্ম করতে উড়ে যাবেন অরিজিৎ সিং। বাংলাদেশে সত্যিই পারফর্ম করছেন অরিজিৎ? চর্চার মাঝে প্রকাশ্যে সত্যি। গায়কের একাধিক ফ্যানপেজের তরফে জানানো হচ্ছে, এই খবর সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এই খবরের কোনও সত্যতা নেই, একেবারে ভিত্তিহীন একটি গুজব। 



  • Oct 30, 2025 14:22 IST

    Sudhir Dalvi: অত্যন্ত সংকটজনক 'সাঁই বাবা' খ্যাত অভিনেতা! বাড়ছে চিকিৎসার খরচ-ও

    Sudhir Dalvi: প্রবীণ অভিনেতা সুধীর ডালভি, যিনি পর্দায় সাই বাবার চরিত্রে অভিনয়ের মাধ্যমে, প্রজন্মের পর প্রজন্ম- সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৮৬ বছর বয়সী এই অভিনেতা সেপসিসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণটি বেশ জটিল, এবং চিকিৎসার খরচও দ্রুত বাড়ছে।



  • Oct 30, 2025 13:52 IST

    Bengali Serial TRP: জগদ্ধাত্রী পুজোয় বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী', উৎসবের মরশুমে ভাগ্যবদল আর কোন মেগার?

    TRP This Week: জগদ্ধাত্রী পুজোর দিনই বিরাট চমক ধারাবাহিক জগদ্ধাত্রীর। বেঙ্গল টপার তকমা ছিনিয়ে নিল এই মেগা।  উৎসবের মরশুমে ভাগ্যে শিঁকে ছিঁড়ল পরশুরামের। চিরদিনই তুমি যে আমার-এর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়েছে এই মেগা। ছট পুজোয় ভাগ্যবদল হয়েছিল 'দাদামণি'-র। গত সপ্তাহে পঞ্চমে ছিল দাদামণি আর চলতি সপ্তাহে চতুর্থে। ৫.৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থস্থান দখবল করেছে দুটি ধারাবাহিক। একটি দাদামণি, অপরটি রাঙামতি তীরন্দাজ। অনেকদিন পর প্রথম পাঁচে দেখা মিলল রানি ভবানীর।



  • Oct 30, 2025 13:42 IST

    Smriti Mandhana Palash Muchhal Wedding: কাউন্টডাউন শুরু, নভেম্বরেই বিয়ের পিঁড়িতে পলাশ-স্মৃতি? জল্পনা তুঙ্গে

    Smriti Mandhana And Palash Muchhal Marriage: পরস্পরকে ভালবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংগীত পরিচালক পলাশ মুছল ও ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা। টাইমস এন্টারটেইনমেন্ট-এর রিপোর্ট অনুযায়ী, আগামী নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন প্রেমিক যুগল।



  • Oct 30, 2025 13:02 IST

    Bandit Queen: শোষিত থেকে শাসক- ফুলন দেবীর জীবনের অবিশ্বাস্য মোড় ‘ব্যান্ডিট কুইন', কীভাবে এই ছবি বলিউডকে পাল্টে দেয় জানেন?

    Bandit Queen-Phoolan Devi: প্রতিশোধ- এ এক এমন গভীর শব্দ, যা বিস্ফোরক! যা মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে, যা বহু সিনেমার প্রাণ। কিন্তু যখন এই প্রতিশোধ কোনও কল্পনা থেকে নয়, বরং, বাস্তব জীবনের এমন এক নারীর গল্পে জন্ম নেয়, যিনি অসহ্য নির্যাতনের পর বন্দুক হাতে তুলে নিয়ে, অত্যাচারীদের শাস্তি দিয়েছিলেন- তখন সেই গল্প হয়ে ওঠে ইতিহাস। তিনি ফুলন দেবী, যাঁর অবিশ্বাস্য জীবন কাহিনি থেকেই জন্ম নিয়েছিল শেখর কাপুরের ক্রান্তিকালীন সিনেমা 'ব্যান্ডিট কুইন'। এই ছবিই ভারতীয় সিনেমায় কাঁচা বাস্তবতা ও নির্মম সত্যের নতুন পরিভাষা তৈরি করে, আর এই ছবির কারণেই, মনোজ বাজপেয়ী, গজরাজ রাও ও সৌরভ শুক্লার মতো অভিনেতাদের অভিনয় জীবন শুরু হয়।



  • Oct 30, 2025 12:03 IST

    Mahhi Vij-Jay Bhanushali: 'এবার আইনি ব্যবস্থা নেব', জয়ের সঙ্গে বিচ্ছেদচর্চার মাঝে হুঁশিয়ারি মাহির

    Mahhi Vij-Jay Bhanushali Divorce: পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারানোর জন্যই নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে জয়-মাহির সাজানো সংসার। চর্চার মাঝে এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী মাহি ভিজ। তিনি দাবি করেছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো। বিবাহবিচ্ছেদের খবর একেবারে ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন মাহি ভিজ। এইধরনের খবর প্রচারের আলোয় এলে আইনের দ্বারস্থ হবেন জয় ঘরনি। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, 'ভুয়া গল্প ছড়াবেন না। আমি আইনি ব্যবস্থা নেব'। 



  • Oct 30, 2025 11:42 IST

    Sanjay Mishra-Mahima: পরনে গোলাপি টুকটুকে বেনারসি, সত্যিই 'দুর্লভ' সঞ্জয়ের 'দুসরী দুলহানিয়া' মহিমা?

    পরনে গোলাপি রঙের টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না! মাথায় ঘোমটা দিয়ে সেজেগুজে সকলের সামনে এসে দাঁড়ালেন তিনি। সঙ্গে বলিউডের অভিনেতা সঞ্জয় মিশ্র। তার পরনে শেরওয়ানি। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী ও প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রকে বিয়ের সাজে দেখা যাওয়ার পরই, একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁদের একটি বাসভবন থেকে বেরিয়ে পোজ দিতে দেখা যায়। আর সেই দৃশ্য দেখেই নেটিজেনদের মধ্যে জল্পনা- তবে কি সত্যিই গাঁটছড়া বাঁধলেন মহিমা ও সঞ্জয়? ক্যানসারকে জয় করে মহিমা ফিরেছিলেন কঙ্গনা রানাউতের ছবিতে। এখন অনেক ভাল আছেন। কিছুদিন আগেই মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। তবে, তাঁদের বিয়ের গল্প কি সত্যি? এই যে তাঁরা ধরা দিলেন এভাবে? বাস্তবে এই দু'জনের বিয়ে হয়নি। ভাইরাল ভিডিওটি তাঁদের আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’–র একটি প্রোমো শুটের অংশ। 



Entertainment News Today Entertainment News