/indian-express-bangla/media/media_files/2025/10/31/cats-2025-10-31-11-33-50.jpg)
চোট পেয়েছেন শ্বেতা, অসুস্থ মাকে নিয়ে ছুটলেন ক্লিনিকে
Entertainment Latest Live News Update
Shweta Bhattacharya Injury: ফুল বিক্রেতার থেকে পালাতে গিয়ে পায়ে চোট শ্বেতার! ব্যথা সামলে মাকে নিয়ে ক্লিনিকে গেলেন অভিনেত্রী।
- Oct 31, 2025 17:04 IST
চুরির অভিযোগে আবারও পুলিশের জালে অঙ্কুশের নায়িকা! উদ্ধার লাখ লাখ টাকার সোনা
Actress Rupa Dutta arrestd: আবারও একবার পুরনো ঘটনার উত্থান। এর আগেও একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। এবারও আর ব্যতিক্রম না। অভিনেত্রী রুপা দত্ত তিনি গ্রেফতার আবার। সিনে-দুনিয়ায় কাজ করেছিলেন অঙ্কুশ হাজরার সঙ্গে। কেল্লাফতে ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এবারে তার বিরুদ্ধে অভিযোগ সোনার গয়না চুরি করার। ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী।
- Oct 31, 2025 14:03 IST
মাত্র ৪২-বছরে সব শেষ! প্রয়াত কিংবদন্তি অভিনেতা
তার মা রেনি ট্রাইস টিএমজেড-কে জানিয়েছেন, ২৯ অক্টোবর ভোরে মেরিল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ার্সের মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছেলের সঙ্গে কথা বলেছিলেন তিনি। জানা গেছে, গত তিন বছরে মায়ার্স তিনটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।
- Oct 31, 2025 12:53 IST
Debadrita Basu-Jemimah Rodrigues: 'ফের প্রমাণিত ঘরে-বাইরে মহিলারা সমান পারদর্শী', জেমাইমার সাফল্যে উচ্ছ্বসিত 'জয়ী' দেবাদৃতা
Debadrita Basu: ২২ গজে জেমাইমার দুরন্ত ব্যাটিংয়ে উচ্ছ্বসিত বিদেশ বসুর নাতনি দেবাদৃতা বসু। জয়ী ধারাবাহিকে নিজেও মহিলা ফুটবলারের চরিত্রে অভিনয় করেছিলেন। বাস্তবে এক মহিলা ক্রিকেট তারকার জয়ে বাধ ভাঙা আনন্দে ভাসলেন দেবাদৃতা। এটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত। ছেলে-মেয়ে নির্বিশেষে বিচার করা কখনও উচিত নয়। এটা দেশের জয়, যাঁর হাত ধরেই এই জয় আসুক না কেন। আমি যখন জয়ী-তে মহিলা ফুটবলারের চরিত্রে কাজ করেছি তখনও বুঝেছি এই মেয়েদের সাহসী পদক্ষেপ বা হটকে কিছু করলে এই সমাজের মেনে নিতে সমস্যা হয়। একটা মেয়ে ক্রিকেট বা ফুটবল খেলছে! ও মাই গড! বর্তমানে অবশ্য সেই চিন্তাধারার কিছুটা পরিবর্তন ঘটেছে।'
- Oct 31, 2025 12:19 IST
Jemimah Rodrigues: ১২৭...নট আউট, 'দুরন্ত' জেমাইমা-কে হিরো স্বীকারোক্তি অভিনেতার
Jemimah Rodrigues: ১২৭... নট আউট! মহিলা ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি আগে। এভাবে যে রান চেজ করা যায়, সেটা বোধহয় জেমাইমা-কে না দেখলে বোঝা সম্ভব না। এভাবে মাঠে দাঁড়িয়ে থেকে ক্যাঙ্গারু বধ- নেহাতই সোজা কথা না। জেমাইমা দেখিয়ে দিলেন কী করে জেতা যায়। নানা স্পেসিফিক শট, আর তার সঙ্গে পিওর ক্লাস, সব মিলিয়ে যেন এক্সট্রাঅরডিনারি খেলা।
- Oct 31, 2025 11:50 IST
Arshad Warsi Wife: ' দুবাইয়ে শো করতে গিয়ে ওকে বিয়ার খাওয়ানোর পর...', বর্তমান স্ত্রী মারিয়ার সঙ্গে কী করেছিলেন আরশাদ?
Arshad Warsi Maria Goretti Love story: বিয়ার খাইয়ে মারিয়ার মনের কথা স্বীকার করিয়েছিলেন আরশাদ। কী ভাবে স্ত্রীর মন কি বাত উগরে এনেছিলেন বড় পর্দার সার্কিট? এক মজার ঘটনার কথা স্মরণ করে আরশাদ ওয়ারসি বলেন, 'একবার দুবাইয়ে শো করতে গিয়েছিলাম। তখন আমি এই ভাল ক্যাথলিক মেয়েটিকে বিয়ার খাওয়ালাম। অর্ধেক বোতল বিয়ার শেষ হতেই ওঁর সব অনুভূতি বেরিয়ে এল। তারপর আমরা একসঙ্গে ঘুরতে শুরু করি, ধীরে ধীরে সম্পর্ক আরও মজবুত হয়।
- Oct 31, 2025 11:39 IST
Yuvika Chaudhary IVF: চিকিৎসকের গাফিলতি-IVF এ মারাত্মক যন্ত্রণা, তিন বছরের ভয়ংকর মানসিক যন্ত্রণা ভাগ ইউভিকার
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইউভিকা জানিয়েছেন মাতৃত্বের সুখ পেতে দীর্ঘ তিন বছর ধরে চলেছিল আইভিএফ-এর চিকিৎসা। আইভিএফ প্রক্রিয়ায় প্রতিদিন পেটে ও উরুতে ইনজেকশন নিতে হয় যা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক। প্রথম “পিক আপ” প্রক্রিয়া অর্থাৎ যেখানে মহিলার শরীর থেকে পরিপক্ব ডিম্বাণু সংগ্রহ করা হয় তিনি বুঝতে পারেন চিকিৎসক ঠিকভাবে দায়িত্ব নিচ্ছেন না। ভয়ংকর মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, 'পিক আপের দিন অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে ওঁরা বলল যদি জ্ঞান ফেরে তাহলে সেই দায় আমরা নেব না। তখনই প্রিন্স আর আমি সিদ্ধান্ত নিলাম আমরা এটা করব না। ফলে আড়াই লাখ টাকাও বৃথা গেল।' পরবর্তীতে ইউভিকা আরেকজন চিকিৎসকের সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছ থেকে সঠিক পরামর্শ পান। শেষ পর্যন্ত চারবার “পিক আপ” করার পর ইউভিকা সফলভাবে গর্ভধারণে সক্ষম হন। আত্মবিশ্বাস ফেরানো এবং মা হতে সাহায্য করার জন্য দ্বিতীয় চিকিৎসককেই কৃতিত্ব দেন ইউভিকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us