/indian-express-bangla/media/media_files/2025/11/01/cats-2025-11-01-11-47-38.jpg)
Entertainment Latest Live News Update
Allu Sirish-Nayanika Reddy Love Story: তারকা পরিবারে এখন খুশির মরশুম। প্রেমিকার সঙ্গে বাদগান সারলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। দীর্ঘদিনের প্রেমিকা নায়নিকা রেড্ডির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে। প্রেমিকযুগল ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে জীবনের নতুন জার্নি শুরুর সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হয়েছে আংটি বদলের অনুষ্ঠান।
- Nov 01, 2025 19:01 IST
Beloved Star Lawrence Yan: গোপনেই চলে গেলেন অভিনেতা, বয়স হয়েছিল মাত্র ৫৯
এই আকস্মিক প্রয়াণে তাঁর সহ-অভিনেতা, সহকর্মী ও অসংখ্য ভক্ত শোকে স্তব্ধ। মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ইয়ান- খাবার উপভোগ করছেন, হাসছেন, প্রাণবন্ত- এমনই দৃশ্য দেখা গিয়েছিল তাঁর শেষ ভিডিওতে।
- Nov 01, 2025 18:27 IST
মা–বোনকে হারিয়ে শোকে আচ্ছন্ন অভিনেত্রী, ব্যাংক কেলেঙ্কারি টেনে নিল সন্ন্যাসের পথে
Bollywood Actress: অভিনেত্রী নুপুর অলাঙ্কার, যিনি 'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো' এবং 'ঘর কি লক্ষ্মী বেটিয়ান'- এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন, ২০২২ সালে অভিনয় দুনিয়া ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পিএমসি ব্যাংক কেলেঙ্কারি, মায়ের অসুস্থতা ও মৃত্যু এবং বোনকে হারানোর মতো পরপর ব্যক্তিগত ট্রাজেডি, তাকে আধ্যাত্মিকতার পথে চলতে প্রেরণা জুগিয়েছে।
- Nov 01, 2025 16:16 IST
SRK Birthday: রোম্যান্টিক কিংয়ের রোম্যান্সের হাতছানি! জন্মদিনের আগে শাহরুখের এই ৭টি প্রেমের গান শুনলে হয়ে যাবেন জিয়া নস্ট্যাল
Shah Rukh Khan TOP 7 Romantic Songs: ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। শুধু সিনেমাই হিট নয়, শাহরুখের ছবির গানও সুপারহিট। কিং খানের লিপে রোম্যান্টিক গানের জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র ফিকে হয়নি। হালফ্যাশনের গানের ভিড়েও শাহরুখের নয়ের দশকের সেই গানের কলি লোকমুখে ফেরে। এক নজরে দেখে নেওয়া যাক শাহরুখের সেরা সাত রোম্যান্টিক গান।
- Nov 01, 2025 15:24 IST
SRK top 5 Bollywood Movie: রাত পোহালেই ৬০-এ পা কিং খানের, প্রি বার্থডে সেলিব্রেশনে ফিরে দেখা শাহরুখের সেরা ৫ ছবি
Shah Rukh Khan Top 5 Movies: শাহরুখের সেরা পাঁচ ছবির তালিকা নির্বাচন করা সত্যিই বড্ড কঠিন। কোনটা ছেড়ে কোনটাকে টপ ফাইভে আনা যায়, বড়ই কঠিন পরিস্থিতি। তবুও ২ নভেম্বর বাদশার জন্মদিনের আগে ফিরে দেখা সেরা ৫ ছবির তালিকা।
- Nov 01, 2025 14:52 IST
SRK-Heema Malini: আমির-সলমন মুখ ফেরাতেই ভরসা শাহরুখ, প্রথম সাক্ষাৎয়ে বলিউডের কিং-কে 'কুৎসিত' তকমা হেমার
সম্প্রতি প্রযোজক বিবেক বাস্বানী এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে কথা বলতে গিয়ে তাঁর জীবনের এক চমকপ্রদ ঘটনা শেয়ার করেন। কী ভাবে অভিনেত্রী হেমা মালিনী শাহরুখকে 'Dil Aashna Hai' ছবির জন্য রাজি করান। স্মৃতিচারণ করে বলেন, 'আমি আর শাহরুখ হেমাজির বাড়িতে গেলে ওকে বললেন, তুমি তো বেশ কুৎসিত! আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে আপনি ওকে চান কেন? উত্তরে বললেন, 'আমির খান আর সালমান খান না করে দিয়েছে। আমি তখন মিথ্যে বললাম, রাকেশ রোশন আর রমেশ সিপ্পি শাহরুখের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যখন কাউকে সুযোগ দিতে হয় তখন আমি রাজাদের মতো মিথ্যে বলতে পারি! হেমাজি বললেন আমি তোমাকে ৫০,০০০ টাকা দেব। আমি হেমা মালিনী, তাই দ্বিতীয় কোনও প্রশ্নের সুযোগ নেই। '
- Nov 01, 2025 14:23 IST
Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?
জীবন প্রবহমান, মানুষের জীবনে কত কিছুই না হয়। তাই বলে কি অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা যায়? সেই দিক থেকে শ্রাবন্তি চট্টোপাধ্যায় অনেকটাই এগিয়ে। তাঁর জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু অতীত ধরে তিনি বসে থাকতে নারাজ। জীবনে বিয়ে-প্রেম ভালবাসা বহুবার এসেছে তাঁর। কিন্তু কোনটাই দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর নাম জড়িয়েছে নানা সম্পর্কে। একাধিক বিয়ের ক্ষেত্রেও নানা কটাক্ষ সহ্য করেছেন। অভিনেত্রী জানান যা ঘটে গিয়েছে, সেটা ধরে তিনি বসে থাকতে চান না।
- Nov 01, 2025 13:47 IST
Rupali Rai Bhattacharya: ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে, লেবারের থেকেও বাজে ব্যবহার করা হয়: রূপালি রাই ভট্টাচার্য
ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিয়ে রূপালি বলেন, 'আমার কাজ চাইতে লজ্জা নেই। প্রাপ্য সম্মানের সঙ্গে যোগ্যতা অনুযায়ী কাজ চাই। কিন্তু, অনেকেই আছেন যাঁরা ভাবেন ওরে বাবা, কাজ চাইতে এসেছে মানে ওকে অতো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে তো ফোন ধরে না মেসেজের উত্তরটুকু পর্যন্ত দেয় না। আসলে এখন এই ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে। আমি তো ২০ বছর একটানা কাজ করেছি। আজ হঠাৎ করে তো স্টুডিওপাড়ায় একটু সময় কাটানোর জন্য বা ঘোরার জন্য আসছি না। অনেকে ভাবেন যাঁরা সিনেমায় অভিনয় করে তাঁরাই আর্টিস্ট আর যাঁরা সিরিয়াল থিয়েটার করে তাঁরা পাতে দেওয়ার যোগ্য না। সেই দিক থেকে হিসেব করলে ২০ টা মতো সিনেমায় আমিও কাজ করেছি। লেবারের (শ্রমিক) থেকেও বাজে ব্যবহার করা হয়। একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে। যেখানে যোগ্যতা ছাড়া যাঁরা কাজ করছে তাঁরা যোগ্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে।'
- Nov 01, 2025 13:25 IST
Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি?
প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, যিনি শীঘ্রই ৯০ বছরে পা রাখবেন, সম্প্রতি, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের শুরুতেই ধর্মেন্দ্র কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে চোখের গ্রাফট সার্জারি করিয়েছিলেন। সেই সময় তাঁকে ডান চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতাল থেকে বের হতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল।
- Nov 01, 2025 12:31 IST
Katrina Kaif-Sonakshi Sinha: 'পাক্কা ক্রিমিনাল', ক্যাটরিনার গোপন ছবি ফাঁস করতেই ফুঁসে উঠলেন সোনাক্ষী
Katrina Kaif Pregnant: পাপারাজ্জিদের ক্যামেরায় খুব একটা ধরা দিচ্ছেন না প্রেগন্যান্ট ক্যাটরিনা। এর মাঝেই বাড়ির ব্যালকনি থেকে প্যাপেদের ক্যামেরায় অজান্তেই লেন্সবন্দি। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই ক্রিমিনাল বলে প্যাপেদের দাগিয়ে দিলেন সোনাক্ষী। ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন, 'তোমাদের কী হয়েছে? নিজের বাড়িতে থাকাকালীন তাঁর সম্মতি ছাড়া ছবি তুলে তা প্রকাশ্যে দেওয়া মানে কী? তোমরা অপরাধীর চেয়ে কম কিছু নও। অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।'
- Nov 01, 2025 12:16 IST
Paoli Dam-Ganoshotru: বিনোদিনী রামকৃষ্ণদেব-গিরিশ ঘোষের আশীর্বাদ পেয়েছিলেন যেটা ত্রৈলোক্য পায়নি: পাওলি দাম
চরিত্র না ভাবনা, কোনটার সঙ্গে 'বোল্ডনেস' কথাটা পারফেক্ট ম্যাচ বলে মনে হয়?
পাওলি দাম: কারণ পোশাকেই শুধু বোল্ড হয় না, ভাবনাতেও বোল্ডনেস থাকে। টলিউডে বাঙালি নায়িকাদের মধ্যে এই তকমাটা আমিই প্রথম পেয়েছিলাম যেহেতু আমি একটু অন্য ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। তারপর সেই রাস্তায় অনেকে হেঁটেছেন। তাই এখন এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। বোল্ড শব্দটা তো আমাদেরই সৃষ্টি। গতানুগতিক কিছু না হলেই বোল্ড পদক্ষেপ, বোল্ডনেস এই উপমাগুলো চলে আসে। আমি তো বরাবরই ধারাবাহিকতা ভেঙে কাজ করতে চেয়েছি। কোনওদিনই একই ফুটস্টেপে হাঁটিনি। আমাকে বোল্ড বলতে বলতে এখন বোধহয় সবাই ক্লান্ত হয়ে গিয়েছে। শব্দগুলো বদলানোর সময় এসে গিয়েছে। যখন কোনও পুরুষকে বলে, বোল্ড সিদ্ধান্ত নিয়েছে তখন আমার ভাল লাগে এটা ভেবে যে কিছু মানুষ এই শব্দটার যথার্থ ব্যবহারটা বুঝেছেন।
- Nov 01, 2025 11:48 IST
Shafaq Naaz: বাগদানের পরও ভেঙেছে বিয়ে, দু'বছর পর কার বাহুলগ্না 'মহাভারত' খ্যাত অভিনেত্রী? দেখুন ছবি
Shafaq Naaz New Relationship: ২০২৩ সালে ব্যবসায়ী জীশানের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী শাফাক নাজ। কিন্তু, ভেস্তে যায় বিয়ে। বছর দুয়েক পর ফের প্রেমের জোয়ারে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সাদা কালো আবহে মনের মানুষের সঙ্গে বেশ কয়েকটি মনোক্রম ছবিও পোস্ট করেছেন। আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দিলেও প্রেমিকার নাম আড়ালেই রেখেছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us