Entertainment Latest Live News Highlights:শুটআউট @ ক্লিনিক! রোগী সেজে চিকিৎসককে গুলি, সংকটজনক জনপ্রিয় অভিনেত্রীর বাবা

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Live News highlights:

Advertisment

Tania Father Anil Jit Singh Kamboj: পঞ্জাবের ক্লিনিকে ধুন্ধুমার কাণ্ড। রোগী দেখার সময় আচমকা হাজির অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। কর্মরত চিকিৎসকে লক্ষ্য করে গুলি। ঘটনায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওই চিকিৎসক। ৪ জুন শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিকিৎসক অনিল জিৎ সিং কম্বেোজের ক্লিনিকে। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় তীঁকে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে রয়েছে বিনো দুনিয়ার বিশেষ যোগ। গুলিবিদ্ধ চিকিৎসকের মেয়ে তানিয়া পঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর টিমের তরফেই ঘটনাটি সোশ্যাল মিডিয়া মারফৎ সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাবার এই সংকটজনক অবস্থায় পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।  

  • Jul 05, 2025 20:48 IST

    Rahul Dev Bose শুধু খল চরিত্রই নই, সবরকমের চরিত্রেই সাবলীল: রাহুল দেব বোস

    Rahul Dev Bose পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নির্দেশনায় এবার ক্যামেরার সামনে অভিনেতা রাহুল দেব বোস। সৌজন্যে নতুন সিরিজ 'খানিকটা প্রেমের মতো'। প্রথমবার দুই রাহুলের যুগলবন্দিতে তৈরি হচ্ছে রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। যেখানে খলনায়কের মুখোশ ছেড়ে একেবারে আদ্যোপান্ত রোম্যান্টিক নায়ক হিসেবে ধরা দেবেন অভিনেতা রাহুল দেব বোস। সফর সঙ্গী কবীর সিং-এর তামিল ভার্শনের নায়িকা  মেঘা চক্রবর্তী। নতুন সিরিজের নাম 'খানিকটা প্রেমের মতো'। রোম্যান্টিক কমেডি সিরিজের প্রথমভাগের শুটিং শেষ। পাহাড়ের কোলে জমে উঠেছিল হাসি-রোম্যান্সের মোড়কে রাহুল-মেঘার সম্পর্কের সমীকরণ। শীঘ্রই শুরু হবে পরবর্তী অংশের শুটিং। 



  • Jul 05, 2025 19:38 IST

    Bangladeshi Actress: তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! চর্চার মাঝে মা হওয়ার ইচ্ছেপ্রকাশ বাংলাদেশী অভিনেত্রীর

    Tanjin Tisha: তানজিন তিশা 'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এ বলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এখনও পাঁচ বছর সময় লাগবে। আর এই পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? জায়েদের এই প্রশ্নে তিশার উত্তর, 'অবশ্যই আমি মা হতে চাই। বিয়ে করে মা হব। আমি জানি, এত সহজে কোনও অভিনেত্রী এই ধরনের কথা বলে না। কিন্তু, আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও জড়িয়ে। আমরা সেটি কখনও এড়িয়ে চলতে পারি না। আজ অথবা কাল আমাকে তো বিয়ে করতে হবে। সবাই তো করছে, প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ আছে। সেই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি, তাইলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে।' 



  • Advertisment
  • Jul 05, 2025 18:55 IST

    Bengali Actress: 'অন স্ক্রিন বনির সঙ্গে বহুবার বিয়ে হয়েছে', ইসকনের উল্টোরথে 'মালাবদল' করে প্রতিক্রিয়া কৌশানীর

    Koushani-bonny At ISKCON Kolkata Rath Yatra: বনির সঙ্গে রথের উপর কৌশানী, আর মুখে জয় জগন্নাথ স্লোগান। এরপরই একে অপরকে মালা পরিয়ে দেন প্রেমিকযুগল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে কৌশানীর সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনের ওপারে প্রথমেই অভিনেত্রী বলেন, 'আমি জানতাম সবাই কী ভাববে। এই নিয়ে আমাদের কাছে প্রশ্নও আসবে। আসলে ওটা জগন্নাথদেবের মালা। ওঁরা তো নিজে হাতে মালা পরিয়ে দেন না তাই বনিকে বলেছিলেন আমকে যেন মালাটা পরিয়ে দেয়। এরপর সকলের আবদরে আমিও বনিকে মালা পরাই।'



  • Jul 05, 2025 18:19 IST

    Actor Tragic Life: 'মাঝেমধ্যেই মাথা যন্ত্রণার ওষুধ খেতাম', অনুপমার শুটিংয়ের সময় মারাত্মক পরিণতি অভিনেতার

    Sudhanshu Pandey:  'আমার মতো জীবনে ভারসাম্য বজায় রেখে চলা মানুষের মনেও এইরকম পরিস্থিতি প্রভাব ফেলে। তবে আমি জানি সেই জায়গা থেকে আমি ফিরে আসতে পারব। অনুপমা-তেও আমার সঙ্গে এইরকমই কিছু ঘটেছে। বেশ কিছু মুহূর্ত আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। আমি তো মাঝেমধ্যেই মাথা যন্ত্রণার ওষুধ খেতাম। আসলে চরিত্রের গভীরে প্রবেশ করলে এই সমস্যগুলোর মোকাবিলা করতে হয়। টেলিভিশন হোক বা ওটিটি, যেখানেই অভিনয় করি না কেন, একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি।' 



  • Jul 05, 2025 16:23 IST

    Bollywood Actress: 'লোকাল ট্রেনে যদি কোনও দুর্ঘটনা...', সারার কোন কীর্তিতে তারকা মম অমৃতার মনে দুঃশ্চিন্তা?

    Sara ali Khan-Amrita Singh: মায়ের নজর এড়িয়ে লোকল ট্রেনে চেপে ঘুরতে গিয়েছিলেন সারা। তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি। কিন্তু, তারকা কন্যা বলে কথা, সাংবাদিকদের থেকে খবর পৌঁছে যায় অমৃতার কাছে। তারপরই একেবারে হইহই কাণ্ড। মেয়ের জন্য চিন্তায় তো একেবারে ঘুম উড়ে গিয়েছিল। লোকাল ট্রেনে প্রায়ই দুর্ঘটনা ঘটে, সেই বিষয়টিই ভাবিয়ে তুলেছিল অমৃতাকে। স্মৃতিচারণা করে সারা RJ Sukriti-কে বলেন, 'বহুবছর আগের কথা। মাকে মিথ্যা বলে লোকাল ট্রেনে চেপে এক প্রতিবেশির বাড়ি গিয়েছিলাম। সেই খবর পেয়ে এক সাংবাদিক মাকে ফোন করে বলেছিলেন, আপনি মেয়েকে বেশ সাবলীল করে তুলেছেন। লোকাল ট্রেনে ওঁর একটা ছবি আছে। আপনাকে প্রিন্ট করে দেব?' সেসব কথা শুনে তো অমৃতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সেই প্রসঙ্গে সারা যোগ করেন, 'আসলে সেই সময় আমার বয়স অনেকটই কম। লোকল ট্রেনে কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গে মা আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যেন আমি আর কোনও মিথ্যা না বলি। আমার সঠিক লোকেশন বলতে বলেছিলেন। ছোটবেলায় এটা সত্যিই একটা মজার ঘটনা ছিল আমার কাছে।' সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে খবর অমৃতার মনে কোনও প্রভাব ফেলে কিনা। 



  • Jul 05, 2025 15:23 IST

    Bengali Actress: কলকাতার ইসকনের উল্টোরথে বনি-কৌশানী, উৎসবের দিন এ কী করলেন অভিনেত্রী! রেগে কাঁই আমজনতা

    Koushani Mukherjee Trolled:  শনিবার উল্টোরথের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যা ঘিরে তুমুল কটাক্ষের শিকার অভিনেত্রী। বনির সঙ্গে রথের উপর কৌশানী, আর মুখে জয় জগন্নাথ স্লোগান। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল। সমস্যা দানা বেঁধেছে টলি ক্যুইনের পোশাকে। ছেঁড়া জিন্স পড়ে রথের উপর দাঁড়িয়ে ভগবানের নাম উচ্চারণ মোটেই ভাল নজরে দেখছেন না নেটনাগরিকের একটা বড় অংশ। কমেন্ট বক্সে নেটিজেনদের মধ্যে কেউ ক্ষোভ উগরে দিয় বলছেন, 'আমরাই আমাদের সংস্কৃতি, আত্মমর্যাদা নষ্ট করি। কিন্তু, কেউ প্রতিবাদ করে না। ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরে ফ্যাশনের নামে যা ইচ্ছে তাই করা হয়।' কেউ আবার আপশোস করে লিখেছেন, 'আজকের দিনে এথনিক পোশাক পরতে পারতেন।' ছেঁড়া জিন্স পরে রথে চাপা নিয়ে কেন সবাই নির্বিকার সেই প্রশ্নও তুলেছেন নেটপাড়ার সদস্যরা। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি কৌশানী মুখোপাধ্যায়।



  • Jul 05, 2025 14:54 IST

    Actress Pregnancy: ৪০ পেরিয়ে প্রেগন্যান্ট অবিবাহিত অভিনেত্রী, বেবি বাম্পের ছবি পোস্ট করে কী বার্তা হবু 'সিঙ্গল মম'-এর?

    Bhavana Remanna Pregnant:  মনের সাধপূরণ করতে চলেছে সদ্য ৪০ পেরনো অভিনেত্রী। আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এই অভিনেত্রী কিন্তু, অবিবাহিত। একাকী মা হওয়ার ইচ্ছেপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়া অভিনেত্রী কে জানেন? দক্ষিণী নায়িকা ও বিশিষ্ট নৃত্যশিল্পী ভাবনা রামান্না। 



Entertainment News Entertainment News Today