/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
Entertainment Latest Highlights:
Resham Tipnis Son Death News: ছেলের আত্মহত্যার খবরের সত্যতা উড়িয়ে দিলেন। ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী রেশম টিপনিশ জানিয়েছেন, তঁর সন্তান সুস্থ রয়েছে ও বেঁচে আছে। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। মানবের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছেন অভিনেত্রী। রেশম লিখেছেন, 'দয়া করে এই ভুয়ো খবর এড়িয়ে চলুন। আমার সন্তান মানবের মৃত্যুর মিথ্যা খবর ছড়ানো হয়েছে। মানব ভাল আছে, সুস্থ আছে। বাপ্পার আশীর্বাদ সঙ্গে রয়েছে। কে এই ভুল খবর ছড়াল খোঁজ পেলে অবশ্যই জানান।'
-
Jul 07, 2025 19:46 IST
Bollywood Director: অল্প বয়সে বিয়ে করতে চেয়েই মায়ের রোষের মুখে, আজও সেসব ভয়ঙ্কর স্মৃতি ভোলেননি জনপ্রিয় পরিচালক...
চলচ্চিত্র নির্মাতা-নৃত্য পরিচালক ফারাহ খান, যিনি তার অকপট হাস্যরস এবং স্পষ্ট ব্যক্তিত্বের জন্য পরিচিত, তার সর্বশেষ ইউটিউব ভ্লগে তার ব্যক্তিগত যাত্রা সম্পর্কে মুখ খুলেছেন। একটি ব্লগে তিনি প্রভাবশালী এবং কন্টেন্ট স্রষ্টা অপূর্ব মুখিজা, যিনি দ্য রেবেল কিড নামেও পরিচিত, তাঁর সঙ্গেই গল্প করতে বসেছিলে। নতুন পর্বে ফারাহ খান জানান ২৩ বছর বয়সে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়...
-
Jul 07, 2025 18:57 IST
Ankita Lokhande Pregnancy Rumours: মা হতে চলেছেন অঙ্কিতা? কোন কারণে সমস্যায় ভুগছেন, জানালেন বড় সত্যি..
Ankita Lokhande-Viki Pregnancy Rumours: ভরাহাটে অঙ্কিতা লখণ্ডে বলে বসেন তিনি নাকি অন্তঃসত্বা! লাফটার শেফ ২ অনুষ্ঠানটি নানাভাবে দর্শকের কাছের হয়ে উঠছে। এবং এই শোয়ে রান্নার থেকে বেশি হাসি মজা হয়। অঙ্কিতা প্রথম সিজন থেকেই আছেন এই শোয়ে। এবং হঠাৎ করেই এই সিজনে অঙ্কিতা বলে বসেন, তিনি নাকি অন্তঃসত্বা। কিন্তু, সত্যিই কি তাই? অভিনেত্রীর বিয়ে হয়েছে বছর দুয়েক হল। এবং এই শোয়ে অনেকেই মজা করে তাঁকে মা হওয়ার কথা বলেন।
-
Jul 07, 2025 18:26 IST
Shefali Jariwala Wedding: 'সকালেও জানতাম না সেদিন আমার...', কী ভাবে পরাগের সঙ্গে বিয়ে হয়েছিল 'কাঁটা লাগা' গার্ল শেফালির?
কী ভাবে বিয়ে হয়েছিল পরাগ ত্যাগী ও শেফালি জারিওয়ালার? ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেও তা ভেস্তে যায়। তবে তাঁদের বিয়ে কিন্তু, রূপকথার গল্পের থেকে কোনও অংশে কম নয়। তারকা দম্পতি বলেছিলেন, '২০১২ -এ গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা ছিল। আমরা একসঙ্গে গোয়া গিয়ে সব দেখেও এসেছিলাম। কিন্তু, ওখানে পৌঁছতেই খবর আসে পরাগের বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তড়িঘড়ি সেখান থেকে চলে আসি। এরপর আমরা বিয়েটা আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর যখনই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছিলাম তখন আমি বা পরাগ কেউ নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ছিলাম। আবার কখনও মনে হত, বিয়ের জন্য এটা আদর্শ সময় নয়।' শেফালির সংযোজন, 'এভাবে চলতে চলতে একটা সময় আমি ভীষণ হতশ হয়ে যাই। ১২ অগাস্ট আমাদের প্রথম দেখা হয়েছিল। এর চেয়ে ভাল দিন তো আর কিছু হতে পারে না। সকালে পরাগের ফোন এল। আমাকে জিজ্ঞাসা করল বিকেল পাাঁচটার সময় কী করছ? আমি বললাম সেইরকম বিশেষ কিছু নয়। আমাকে স্নান করে চলে আসতে বলল। আমিও ওঁর কথা মতো সেটাই করলাম। পৌঁছে দেখি ওখানে বিয়ের রেজিস্টার, পরাগ বসে আছে। আমাকে বলল, বিয়ে করবে? আমি বলললাম কখন? ও বলল এখুনি। আমিও রাজি হয়ে গেলাম। যেদিন আমার বিয়ে হল সেদিন সকাল পর্যন্ত আমি নিজের বিয়ের খবর জানি না।
-
Jul 07, 2025 17:33 IST
Kajol-Rani Mukerji: মুখুজ্জে পরিবারের ঐতিহ্য বিলীন, বাপঠাকুরদা আমলের সম্পত্তি বেচে প্রশ্নের মুখে কাজল-রানি!
Kajol-Rani Mukerji: ১৯৪০-এ মুম্বইয়ের স্টুডিওগুলোর মধ্যে অন্যতম ছিল কাজল-রানির ঠাকুরদার হাতে গড়া 'ফিল্মিস্তান স্টুডিও'। বিক্রি হয়ে গেল ঐতিহাসিক সেই সম্পত্তিও। ভারতীয় সিনেমার ইতিহাসে কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু, এই মুহূর্তে মুখোপাধ্যায় বাড়ির সঙ্গে 'ফিল্মিস্তান স্টুডিও' নাড়ির টান ছিন্ন হল। ১৮৩ কোটি টাকায় Arkade Developers-এর কাছে বিক্রি হয়ে গেল কাজল-রানির ঠাকুরদার বনানো 'ফিল্মিস্তান স্টুডিও'। অফিসিয়াল রেজিস্ট্রেশন হয়েছে ৩ জুলাই।
-
Jul 07, 2025 16:27 IST
Who Is Sara Arjun: শিশুশুল্পী হিসেবে যাত্রা শুরু, সলমন-ঐশ্বর্যের পর এবার রণবীর, কে এই বছর ২০-এর সারা?
Sara Arjun: শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ারে রয়েছে 'থ্যালাইভি', 'ডিয়ার কমরেড', 'সিক্রেট সুপারস্টার'-এর মতো একাধিক ছবি। সারার সফল কেরিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিনেত্রীর মা। বিগত কয়েক বছরে ১০০ টির বেশি বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন। অভিনয় দক্ষতায় সেরা শিশুশিল্পীদের তালিকায় উঠে এসেছে সারা অর্জুনের নাম। বয়স দু'বছরেরও কম, ঠিকঠাক কথা বলতে শেখেননি তখন থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। মাত্র ১৮ মাস বয়স থেকেই বিজ্ঞাপনে কাজ শুরু করেন। 'এলআইসি', 'ম্যাকডোনাল্ড', 'ম্যাগি', 'কাপড় কাচার সাবান', 'চকোলেট'-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন।
-
Jul 07, 2025 15:40 IST
Entertainment News: ভাষা নিয়ে ভয়াবহ কাণ্ড! কমল হাসানকে জোরাল নির্দেশ দিল আদালত
Entertainment News-Kamal Hasan: ২ জুলাই কন্নড় সাহিত্য পরিষদের চেয়ারম্যান মহেশ যোশীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত ৪ জুলাই কমল হাসানের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করে। কন্নড় সাহিত্য পরিষদ অভিযোগ করেছে যে অভিনেতার মন্তব্য "একটি ভাষার উপর অন্য ভাষার শ্রেষ্ঠত্ব" নির্দেশ করে। মামলায় কমল হাসানকে ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
Jul 07, 2025 14:17 IST
Bollywood Wedding: দাম্পত্যের একবছর পেরনোর আগেই দ্বিতীয় বিয়ে, ছবি পোস্ট করে কী জানালেন পরিচালক কন্যা?
Aaliyah Kashyap Marriage: বিয়ের একবছর পার হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে করলেন আলিয়া। স্বামীর সঙ্গে লাভিডাভি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন। কী ভাবছেন, শেন গ্রেগোয়ারের সঙ্গে ঘর ভেঙেছে আর চুপিসারেই দ্বিতীয়বার জীবনের নতুন ইনিংস শুরু করলেন? না, আসলে শেন গ্রেগোয়ারের সঙ্গেই নিউইয়র্কে খ্রীষ্টান মতে বিয়ে সারলেন আলিয়া। অনুরাগ কন্যা আলিয়ার পরনে সাদা গাউন, হাতে ফুলের তোড়া। শেনের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের এই বিশেষ দিনটি সেলিব্রেট করছেন আলিয়া। ছবি পোস্ট করে লিখেছেন, 'আমরা আবার বিয়ে করলাম।'
-
Jul 07, 2025 13:05 IST
Sreelekha Mitra: 'উনি একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন..', বাঙালিই বাংলা ভাষার কদর জানেন না? প্রসেনজিৎকে নিয়ে ঠোঁটকাটা শ্রীলেখা..
Sreelekha Mitra on Prosenjit Chatterjee: বাঙালি মানুষের বাংলা শুনে এত লজ্জা? মায়া নগরীর বুকে বাংলায় প্রশ্ন করা হয়েছে বলে, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে উত্তর দিয়েছেন, তারপর থেকে অনেকেই রেগে আগুন। বাংলার মানুষ যিনি বাংলা ছবি থেকে জনপ্রিয়তা পেয়েছেন, সেই ক্ষেত্রে বাংলায় প্রশ্ন শুনে এভাবে উত্তর দেবেন, আশা করেননি আপামর বাঙালি। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় প্রশ্ন শুনে, তাচ্ছিল্যের হাসি হাসলেন, এখানে পাশে বসে থাকা বাঙালি মেয়ের জামাই রাজকুমার, সকলকেই বুঝিয়ে দিলেন, বাংলা ভাষা দারুণ বোঝেন তিনি।
-
Jul 07, 2025 12:16 IST
Bengali Actress Shruti Das: ব্যক্তিগতজীবন হোক বা কর্মজীবন কখনই কোনও কিছুর জন্য কম্প্রোমাইজ করিনি: শ্রুতি দাস
Bengali Actress Shruti Das: বাংলায় ভূতের ছবি কম হয়। ভানুপ্রিয়ার ভূতের হোটেলে কী বিশেষত্ব আছে যেটা দর্শকের ভাল লাগবে?
হ্যাঁ, বাংলায় ভূতের সিনেমা কম হয়। তবে আমার মনে হয় ভানুপ্রিয়া ভূতের হোটেলের কনটেন্টের জন্যই দর্শকের ভাল লাগবে। কারণ দর্শকও অন্য স্বাদের গল্প পছন্দ করে। 'ভূতপূর্ব' মুক্তির পর তো দর্শক ভাল সার্টফিকেটই দিয়েছে।
-
Jul 07, 2025 11:48 IST
Bollywood Actress: রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা, প্রিয়জনকে হারানোর ইঙ্গিত অভিনেত্রী-ডান্সার নোরার
রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা করছেন দিলবর গার্ল নোরা ফতেহি। পরনে কালো পোশাক আর চোখে কালো রোদচশমা পরে দ্রুতগতিতে বিমানবন্দরের ভিতরে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। ভিডিও দেখে অনুমান, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন নোরা। সেই সময় এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন দেহরক্ষী। কী কারণে নোরার চোখে জল সেই বিষয়টা স্পষ্ট নয় ঠিকই, তবে অভিনেত্রী-ডান্সার নোরার ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন'। যার অর্থ, আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই। ইসলাম ধর্মাবলোম্বীরা আপনজনকে হারানোর শোকে এই কথা বলে থাকেন। নোরা ফতেহিও হয়ত স্বজন হারানোর যন্ত্রণায় এই কথা লিখেছেন।