/indian-express-bangla/media/media_files/2025/07/08/cats-2025-07-08-17-48-56.jpg)
জন্মদিনে বিপ্লব চট্টোপাধ্যায়
Entertainment Latest Live News Update
Biplab Chatterjee Birthday: আমি তো আসলে কাজ পারি না, তাই আমাকে বর্তমান প্রজন্মের পরিচালক-প্রযোজকরা ডাকেন না। দর্শকের কাছে আজও আমি একজন প্রতিভাবান অভিনেতা। কিন্তু, যাঁরা আমাকে কাজ দেবেন তাঁরা ভাবেন আমি যোগ্য নই। এমনকী একসময় যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁরাই কোনও খোঁজ খবর নেয় না, জন্মদিনের শুভেচ্ছা জানানো তো দূর অস্ত। আসলে এখন আমি ব্রাত্য। সকলে নিজের কাজে ভীষণ ব্যস্ত, আমার মতো মানুষের জন্য তাঁদের কাছে সময় কোথায়! তবে আমি কিন্তু, আজ আর অবাক হই না। কারন সময় বদলেছে। আমরা যে নিয়মে চলেছি, আজ আর কেউ সেই নিয়মের গণ্ডি মেনে চলে না। জগৎটা একদম বদলে গিয়েছে, সম্পূর্ণ আলাদা!!
-
Jul 08, 2025 18:03 IST
Bengali Actress: বিস্ফোরিত চোখ-গলায় লেবু পান পাতার মালা, লাল টিপ আর খড়ের হাত! এ কী ভয়ংকর রূপ বাঙালি অভিনেত্রীর
Bengali Actress: কাজল কালো চোখ, কিন্তু সেই কাজল দেখেই যে ভয়ে আঁতকে ওঠার মতো পরিস্থিতি। কপালে মস্ত বড় লাল টিপ-খোলা চুল, গলায় লেবু আর পান পাতার মালায় মারাত্মক রূপ বঙালি অভিনেত্রীর। আর হাতের দিকে যদি নজর যায় তাহলে তো...সেখানে একগুচ্ছ খড়। এ কেমন সাজ বাঙালি অভিনেত্রীর!! ভয়ংকর রূপের নেপথ্য কাহিনি জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'আমার স্বামী একটি আদিবাসী গ্রামে গিয়ে ভিডিও শুট করতে শুরু করে। সেখানে বিপদের সম্মুখীন হলে আমি ওকে বাঁচানোর চেষ্টা করি। আর সেই বিপদের হাত থেকে ওকে বাঁচানোর জন্যই আমাকে এই রূপ ধারণ করতে হয়।'
-
Jul 08, 2025 17:41 IST
Sourav Ganguly Birthday: 'সম্পর্ক বা অনুভূতি একবার থাকলে', বিবাহিত সৌরভের সঙ্গে প্রেমের গুজব নিয়ে ঠোঁটকাটা চর্চিত প্রেমিকা?
ক্রিকেট তারকাদের সঙ্গে বলি অভিনেত্রীদের প্রেম সবসময় চর্চার বিষয়। কখনও সেই সম্পর্ক পূর্ণতা পায় আবার কখনও দেখা যায় সেটি গল্পই থেকে যায়। শর্মিলা-পতৌদি হোক বা বিরাট-অনুস্কা এমন সাক্সেস্ফুল জুটি নেহাত কম নেই। তবে, সৌরভ-নাগমার বিচ্ছেদ এবং প্রেম যে কী সাংঘাতিক আলোড়ন ফেলেছিল টিন্সেল টাউনে।
Sourav Ganguly Birthday: 'সম্পর্ক বা অনুভূতি একবার থাকলে', বিবাহিত স…
-
Jul 08, 2025 17:09 IST
Ramayana: পর্দার রামকে 'দশরথ' হিসেবে মানতে পারবেন না, অরুণকে নিয়ে বড় কথা 'সীতা মা' দীপিকার..
বেশ কিছুদিন ধরে রামায়ণ নিয়ে আলোচনা তুঙ্গে। রণবীর কাপুর রাম হিসেবে রয়েছেন এবার নিতিশ তিওয়ারির রামায়নে। সেই নিয়েও নানান ধরনের আলোচনা হয়েছে। কেউ বলেছিলেন, রনবীর প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করার কথা বলেছিলেন তাকে রাম হিসেবে কি করে মেনে নেওয়া যায়? কিন্তু এবার আলোচনায় রয়েছেন, পর্দার আরেক রাম। রাম বলতেই ভারতবাসীর চোখের সামনে যে মানুষটি ভেসে ওঠেন, তিনি অরুন গোবিল।
-
Jul 08, 2025 15:08 IST
Aamir Khan Wedding: গৌরীর সঙ্গে তৃতীয়বার বিয়ে সারলেন আমির খান!
Aamir Khan Wedding: চুপিসারে মনের মানুষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন!! আমির খান SCREE-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের মুখে গৌরীকে বিয়ের কথা স্বীকার করেছেন। আমিরের সংযোজন, 'আমি আর গৌরী দুজনেই সম্পর্কর বিষয়ে খুব সিরিয়াস। আমরা পার্টনার। বিয়ে তো এমন একটি বিষয় যেটা হৃদয় থেকে হয়। সেটা আমি গৌরীর সঙ্গে করে ফেলেছি। আনুষ্ঠানিক ভাবে বিয়েকে স্বীকৃতি দেব কিনা সেটা আমরা পরে ভেবে দেখব। আপাতত এখন দুজন একসঙ্গে ভাল আছি।'
-
Jul 08, 2025 14:10 IST
Bengali Movie: মেগার গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা', শুরু হচ্ছে সব্যসাচী-সাহেব-পায়েলের নয়া সফর
Bengali Movie: ছোট পর্দার দুর্দান্ত সাফল্যের পর এবার এবার সেই সাধক বামাক্ষ্যাপাই নতুন রূপে নতুনভাবে হাজির হচ্ছেন বড় পর্দায়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা। মা কালীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী পায়েল দে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। বছরের শুরুতেই প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে সেই ঘোষণা করা হয়েছিল। এবার স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল শুভ মহরৎ। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
-
Jul 08, 2025 13:27 IST
Bollywood Actress: 'হনুমান চালিশা পাঠ করে মানসিক শান্তি পাই', মুসলিম হয়েও হিন্দু ধর্মের প্রতি ভালবাসা! কে এই অভিনেত্রী?
Muslim Actress reciting Hanuman Chalisa: ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নার্গিস বলেছেন, 'যখন আমার মন খারাপ থাকে তখন আমি হনুমান চালিশা শুনি। কেউ যখন জানতে চায় আমি এটা কী ধরনের মিউজিক শুনছি তখন বলি এটা মন্ত্র। যা আমাকে মানসিক শান্তি দেয়।' নার্গিস ফাকরি সেই সাক্ষাৎকারে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, 'আমি ধর্ম নিয়ে চর্চা করি না। তবে আমি একজন আধ্যাত্মিক মানুষ। সব ধর্মের প্রতি আমার ভালবাসা আছে। প্রতিটি ধর্ম নিয়ে জানতে আগ্রহী। আমার বাড়িতে তো গায়েত্রী মন্ত্রও চালানো হয়।'
-
Jul 08, 2025 12:44 IST
Actor With Snake: সৃজিত-দিব্যজ্যোতির পর সর্পপ্রেমী আরও এক অভিনেতা, গলায় সাপ জড়িয়ে ভিডিও বানাতে মত্ত নায়ককে চিনতে পারছেন?
Actor With Snake:
সাপের সঙ্গে খেলা
এই মুহূর্তে হিন্দি মেগায় অভিনয় করছেন। তবে বাংলা ধারাবাহিকেও একটা সময় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। শুটিংয়ের ফাঁকে সুযোগ পেয়েই উড়ে গিয়েছেন থাইল্যান্ড। আর সেখানে বিশালাকার সাপ গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি নান আদার দ্যান 'কী করে বলব তোমায়' খ্যাত অভিনেতা ক্রুশল আহুজা।
-
Jul 08, 2025 12:19 IST
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: তুলসী রূপে স্মৃতি ইরানি, নস্ট্যালজিয়া উসকে ২৫ বছর পর ফিরছে কাল্ট ক্লাসিক 'কিউ কি সাস ভি কভি বহু থি ২'
Smriti Irani Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: সালটা ছিল ২০০০। ঘড়ির কাঁটার সময় অনুযায়ী টেলিভিশনের পর্দায় চোখ রাখত আবালবৃদ্ধবনিতা। সৌজন্যে 'কিউ সাস ভি কভি বহু থি'। দর্শকের ভালবাসায় দীর্ঘ আট বছর সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে ২০০৮ সালের ৬ নভেম্বর। মাঝে কেটে গিয়েছ ২৫ বছর, তবুও এই ধারাবাহিকের জলুস কিন্তু বিন্দুমাত্র ফিকে হয়নি। এই সিরিয়ালের সঙ্গে জড়িত প্রতিটি চরিত্র আজও রয়েছে দর্শকের হৃদয়জুড়ে। সেই নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে কিউ কি সাস ভি কভি বহু থি-র প্রথম প্রোমো। কাল্ট ক্লাসিক মেগায় 'তুলসী' রূপেই ফিরেছেন স্মৃতি ইরানি। আগামী ২৯ জুলাই থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হবে কিউ কি সাস ভি বহু থি ২।