Entertainment Latest Highlights: 'সুশান্তের মতো আমিও আত্মহত্যা...', কাজ না পেয়ে চরম অবসাদে হঠকারী সিদ্ধান্ত অভিনেত্রীর

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

ববির বক্তব্য

Entertainment Latest Live News Update 

Advertisment

Bollywood Actress Bobby Darling: রূপান্তকামী অভিনেত্রী ববি ডার্লিং দীর্ঘ চার বছর পর মুম্বই ফিরেছেন। আর এই মুহূর্তে তাঁর জীবনের একটাই লক্ষ্য, অভিনয়ে ফেরা। কাজের সন্ধানে একপ্রকার হন্যে হয়ে ঘুরছেন। একটানা কর্মবিরতিতে অবসাদে ভুগেছেন, কিন্তু কঠিন পরিস্থিতিতে পাশে কাউকে পাননি। এভাবে চলতে থাকলে জীবনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন! সিদ্ধার্থ কাননের শোয়ে বিস্ফোরক ববি ডার্লিং।  ববি সংযোজন, 'আমি একতাকে মেসেজ করে বলেছি, তোমার পায়ে পড়ছি একটা কাজ দাও। আমি কাজের জন্য মরিয়া হয়ে উঠেছি। প্রচণ্ড অবসাদে ভুগছি। মনে হচ্ছে, আমিও সুশান্তের মতো আত্মহত্যা করে নিই।'  

  • Jul 10, 2025 20:02 IST

    Entertainment News: একই দিনে দুবার মরতে হয় অভিনেতাকে! 'বডি কোলাপ্স করে যাওয়া পর্যন্ত..', কী ঘটেছিল সেদিন?

     একটা মানুষকে যদি সকালবেলা উঠেই এটা ভাবতে হয়ত আজকের দিনে দুবার করে মরতে হবে? এমনও কোনদিনও হয়? মৃত্যুর নানান স্তর নানান অধ্যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু সকালবেলা উঠে তখন যখন এক কাপ চা চুমু দিতে দিতে কেউ ভাবছেন যে আজকের দিনে দুবার করে আমাকে ভিন্নভাবে মরতে হবে, তাঁর মনের মধ্যে ঠিক কী চলে?



  • Jul 10, 2025 19:31 IST

    Debleena Dutta: 'আমি মানসিকভাবে তৈরি..', টালিগঞ্জের রাজনীতিতে হাতে কাজ নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন! বড় সিদ্ধান্ত নিলেন দেবলীনা..

    Debleena Dutt - Tollywood: গত বছর আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে গিয়েছিল এমন এক মর্মান্তিক ঘটনা, যা মানুষ আজও ভোলেননি। না! অভয়া বিচার পায়নি। বরং তার সঙ্গে এরকম কাণ্ড যারা ঘটিয়েছে তাদের কোন খোঁজ ঠিক করে পাওয়া যায়। আরজি করের হত্যাকাণ্ড এবং ধর্ষণের পর সারা দেশ এবং বিদেশ জুড়ে শুরু হয় আন্দোলন। রাতের পর রাত দিনের পর দিন, প্রতিবাদীরা রাস্তায় কাটিয়েছেন শুধুমাত্র বিচারের আশায়। সে আন্দোলনে যোগ দিয়েছিলেন, টলিপাড়ার অনেক সদস্যরা। এর মধ্যে কেউ কেউ অত্যন্ত সক্রিয় ছিলেন। কেউ কেউ অবস্থান-বিক্ষোভে নাম লিখিয়েছিলেন। আবার কেউ কেউ, আওয়াজ তুলেছিলেন নিজের মতো করেই।



  • Advertisment
  • Jul 10, 2025 18:34 IST

    Bollywood Actress Tragedy: 'স্টেরয়েডের সঙ্গে মদ খেত ও', প্রয়াত স্বামীর বদ অভ্যাসের কথা বলেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    Bollywood Actress Tragedy: জনপ্রিয় টিভি শো ভাবিজি ঘর পর হ্যায়-এ শিল্পা শিন্ডে সেই শো ছেড়ে দেওয়ার পর, শুভাঙ্গী আত্রে সেই রোলে অভিনয় শুরু করেন। সম্প্রতি প্রাক্তন প্রয়াত স্বামী পীযূষ পুরির সাথে তার বিচ্ছেদ এবং কীভাবে তার অ্যালকোহলের আসক্তি তাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলেছিল সে সম্পর্কে কথা বলেছেন। গত এপ্রিলে পীযূষ মারা যান। শুভাঙ্গী শেয়ার করেছেন যে পীযূষ কলেজে পড়ার সময় থেকেই মদ্যপান শুরু করেছিলেন এবং তাদের বিয়ের ১৭ বছর ধরে সেই অভ্যাস আসক্তিতে পরিণত হয়। তার আসক্তি তাকে এবং তাদের মেয়েকে মারাত্মকভাবে প্রভাবিত করতে শুরু করার পরে তিনি ২০২০ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন।



  • Jul 10, 2025 17:33 IST

    Bollywood Actor: 'আমার দরকার নেই তোমাকে', মায়ের ওপর চূড়ান্ত রেগে থাকতেন অভিনেতা! কেন?

    শর্মিলা ঠাকুর সর্বদা তাঁর প্রজন্মের থেকে এগিয়ে ছিলেন। অভিনেত্রী হিসাবে চ্যাম্পিয়ন ছিলেন তিনি। তার সমসাময়িক অনেকের তুলনায়, যারা বিয়ের পরে এবং সন্তান হওয়ার পরে সিনেমা করা ছেড়ে দিয়েছিলেন, শর্মিলা ১৯৭০ সালে তার ছেলে সাইফ আলী খানের জন্মের পরে তাঁর কেরিয়ারের কয়েকটি সেরা ছবিতে কাজ করেছিলেন। যদিও তার পরিবারের সদস্যরা সর্বদা জনসমক্ষে তার প্রশংসা করেছেন, কিন্তু শর্মিলার পক্ষে যাত্রাটি সহজ ছিল না এবং সম্প্রতি একটি সাক্ষাত্কারে তার মেয়ে সোহা আলী খান একই বিষয়ে আলোচনা করেছেন।



  • Jul 10, 2025 17:04 IST

    Debashree Roy Sister Death: হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বোনের, প্রিয়জনকে হারিয়ে 'অসুস্থ' দেবশ্রী

    Debashree Roy Sister Death: বৃহস্পতিবার বোনকে হারালেন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়। মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন। তুতো ভাই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন, বোনের মৃত্যুশোক সহ্য করতে না পেরে একটু অসুস্থ হয়ে পড়েছেন।



  • Jul 10, 2025 16:41 IST

    Smriti Irani salary: তুলসী রূপে ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক স্মৃতি ইরানির, এপিসোড পিছু আয় শুনলে ভিড়মি খাবেন

    Smriti Irani Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: কাল্ট ক্লাসিক মেগা নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। একইসঙ্গে রাজনীতিবিদ স্মৃতি ইরানি প্রতি এপিসোড পিছু কত আয় করছেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক  'কিউ সাস ভি কভি বহু থি ২'-এর এপিসোড প্রতি আয় ১৪ লাখ।



  • Jul 10, 2025 16:08 IST

    Celeb Tragic Life Story: 'মনের গভীর ক্ষত লুকিয়ে রাখলে..', নির্ভায়া গণধর্ষণ প্রসঙ্গ টেনে যৌন নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অকপট অনুষ্কা

    বাবার মৃত্যুর পাঁচদিন পর দিল্লিতে নির্ভায়া গণধর্ষণ কাণ্ড তাঁর মনে কী প্রভাব ফেলেছিল সেই কথা বলেন অনুষ্কা। তাঁর মতে, প্রত্যেকের কাছেই এই বিষয়ে একটা আলাদা স্পেকট্রাম আছে। যখন কেউ তাঁর মনের গভীর ক্ষত লুকিয়ে রাখেন, সেই সময় তাঁর বাহ্যিক পরিস্থিতির সঙ্গে কিন্তু, বাস্তবের কোনও সাদৃশ্যই থাকে না। আমার এখন মনে হয় বাবার মৃত্যুর পর স্বাধীনভাবে এই কথাগুলো বলতে পারছি। বাবা আমার জীবনের গল্প জানতেন। কোন যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়েছে সেই বিষয়েও সম্পূর্ণ অবগত ছিলেন। কিন্তু, আমার সঙ্গে যখন বিষয়টি শেয়ার করেছিলেন তখন প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। আমিও মারাত্মক ট্রমার মধ্যে ছিলাম। ভাবার মতো তখন মানসিক অবস্থা মোটেই ছিল না। 



  • Jul 10, 2025 15:33 IST

    Singer Hospitalised: শরীরে নানা সংক্রমণ, আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, গঠন করা হল মেডিক্যাল বোর্ড..

    Singer Hospitalised: অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় শিল্পী। কয়েক দিন ধরে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন, লালন সংগীতের অন্যতম কিংবদন্তি ফরিদা পারভীন। তার অবস্থা এতটাই সঙ্গিন হয়ে ওঠে যে বুধবার তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। এবং ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর জানিয়েছেন এই বিষয়টি। সেই মেডিকেল বোর্ডে, বাংলাদেশের নানান শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।



  • Jul 10, 2025 14:44 IST

    Actress Tragic Death: 'ওর বডি নিয়ে আমাদের কিছু করার নেই..', ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর পচা গলা দেহ, নির্দয় বাবা যা বললেন..

    Actress Tragic Death: গতকালই খবর এসেছিল, পড়শী দেশের এক জনপ্রিয় অভিনেত্রী মাত্র ৩২ বছর বয়সেই মারা গিয়েছে। হুমায়রা আজগর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের নানান ধরনের টিভি ড্রামা এবং মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় দু সপ্তাহ ধরে তার মরদেহ  ফাঁকা ফ্ল্যাটে পড়েছিল। তার দেহ উদ্ধার করা হয়েছে, করারচির বাসভবন থেকে। গত সাত বছর ধরে তিনি সেই ফ্ল্যাটে একাই থাকতেন।



  • Jul 10, 2025 14:36 IST

    Bengali Actress: প্রেমের বিয়ের দু'মাসের মধ্যেই বিচ্ছেদ সেলেব দম্পতির! চর্চার মাঝে ভিডিও পোস্ট বাঙালি অভিনেত্রীর

    চলতি বছরের এপ্রিলে একপ্রকার চুপিসারে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন অভিষেক বোস ও শার্লি মোদক। পরিবারের সদস্য, কাছের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সেলেব দম্পতি। বিয়ের ঠিক দু'মাসের মধ্যেই অভিষেক-শার্লির বিচ্ছেদ গুঞ্জন একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট ঘিরেই জল্পনার শুরু। ২৪ ঘণ্টা কাটতেই প্রকাশ্যে এল সত্যি। শার্লি-অভিষেকের নতুন মিউজিক ভিডিও-র প্রচারের অংশ। 



  • Jul 10, 2025 14:02 IST

    Bengali Serial TRP: প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?

    বেঙ্গল টপার কে হয়েছে তা জানার আগে জেনে নিন, চলতি সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে বাদ পড়ল পরিণীতা। মেগার দর্শকের অবশ্য টিআরপি রেটিং নিয়ে খুব একটা মাথাব্যথা নেই, তবে ছিটকে যাওয়ায় একটু খারাপ লাগা কাজ করছে সে কথা বলাইবাহুল্য। চলতি সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল পরশুরাম। মোট নম্বর ৭.৫।গত সপ্তাহে আউট অফ গ্যালারি ছিল এই মেগাও। গুরু পূর্ণিমার দিন ৬.৬ পয়েন্ট নিয়ে জায়গা ফিরে পেল পর্দার কমলিনী।



  • Jul 10, 2025 13:27 IST

    Panchayat Season 4: পঞ্চায়েতের বিধায়কজ্বির নাচ দেখে ফিদা গোটা দেশ, এর নেপথ্যের গল্প জানলে চমকে যাবেন...

     পঞ্চায়েত সিজন ৪ মিশ্র প্রতিক্রিয়া পেলেও, সিরিজ জুড়ে নানা মুহূর্ত দেখবার মতো ছিল। কোথাও সচীব জ্বির মারামারি তো কোথাও বানরাকাসের দুর্ধর্ষ অভিনয়। বিধায়ক জির (পঙ্কজ ঝা অভিনীত) ভাইরাল নাচ শোতে আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর চশমা ঝাঁকানো এবং বানরাকাসের (দুর্গেশ কুমার অভিনীত) ধীর-গতির নাচের পদক্ষেপগুলি বেশ কয়েকটি মিম পৃষ্ঠার বিষয় হয়ে উঠেছে। এখন, ফয়জল মালিক ওরফে প্রহ্লাদ চা কখন এটি শ্যুট করা হয়েছিল এবং কীভাবে দৃশ্যের জন্য একজন কোরিওগ্রাফার নিয়োগ করা হয়েছিল সে সম্পর্কে মুখ খুলেছেন।



  • Jul 10, 2025 12:57 IST

    Actress Tragic Life: 'না পারি একটু কোলে নিতে না পারি খেলতে', একরত্তির জন্য চোখে জল দীপিকার

    Dipika kakar Present Condition: ইউটিউব চ্যানেলে দীপিকা বলেন, 'অস্ত্রোপচারের পর আমার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে। আগে আমি একটা জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না। কিছু না কিছু একটা ঠিকই করতাম। এখন সেসব পুরোপুরি বন্ধ। চিকিৎসক আমাকে সচল রাখার পরামর্শ দিয়েছেন। কিন্তু, শরীর-মন দুটোই চাইছে, একটু বিশ্রাম। আগের মতো এনার্জিও আমি পাই না। ছেলেকে কোলে নিতে পারি না। ওর সঙ্গে খেলতে পারি না। সেলাইয়ের জন্যই এগুলো এখন করা বারণ। ওজন তোলাতেও রয়েছে নিষেধাজ্ঞা। রুহান কত আশা করে কোলে ওঠার জন্য আসে কিন্তু, আমি নিতে পারি না। ওটা মারাত্মক খারাপ লাগার একটা মুহূর্ত। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে বলেই আমি আশাবাদী।'



  • Jul 10, 2025 12:07 IST

    Prosenjit Chatterjee: 'খানিকটা বাধ্য হয়েই বলেছিলাম...', বাংলা ভাষাকে অপমানের অভিযোগ! মুখ খুললেন প্রসেনজিৎ

    Prosenjit Chatterjee Controversy: বাঙালি হয়ে বাংলা ভাষাকে জাতীয় মঞ্চে অবমাননার অভিযোগ ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কী সাফাই দিলেন অভিনেতা?



  • Jul 10, 2025 11:21 IST

    Shefali Jariwala-Parag Tyagi: 'চিরদিন আমরা...', পরাগ ছাড়াও শেফালির জন্য যন্ত্রণায় দিন কাটছে কার?

     Parag Tyagi Emotional Post:দুই নয়, তিনজনের ছবি পোস্ট করে শেফালির উদ্দেশ্যে স্মৃতিমেদুর পোস্ট পরাগের। কয়েক সেকেণ্ডের ভিডিওর প্রথমটিতে পরাগের হাতের উপর রাখা শেফালির হাত। দ্বিতীয়টিতে তাঁদের সঙ্গে রয়েছে পোষ্যর হাতও। আবেগঘন মুহূর্তের সেই ছবি শেয়ার করে পরাগ ত্যাগী লাল হৃদয়ের ইমোজি দিয়ে লিখেছেন,'টুগেদার ফরএভার।' যার বাংলা তর্জমা করলে হয়, চিরদিন আমরা একসঙ্গে থাকব। শেফালির স্মৃতি আঁকড়ে প্রতিটি মুহূর্ত কতটা যন্ত্রণার সঙ্গে কাটছে সেই প্রতিফলন রয়েছে পরাগের পোস্টে। কমেন্ট বক্সে ভালবাসাক ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে প্রিয়জন, ইন্ডাস্ট্রির সতীর্থ, কাছের বন্ধুবান্ধব। দূরে থাকলও শেফালি রয়েছেন পরাগের হৃদয়জুড়ে। 



Entertainment News Entertainment News Today