Entertainment News Highlights: ঘন কুয়াশার মাঝে রেললাইনের উপর পোজ, ট্রেনের সামনে ছবি তুলতে ব্যস্ত এই বাঙালি অভিনেত্রী কে?

Entertainment LatestNews Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment LatestNews Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Update: 

Advertisment

কে এই বাঙালি কন্যা?

দার্জিলিঙে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মাঝে রেলওয়ে ট্র্যাকের উপর বাঙালি অভিনেত্রী। পিছনে টয় ট্রেন আর সামনে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত। কে এই বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী?

Advertisment

ক্যামেরায় কেত

হ্যাঁ, তিনি বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ তন্বী রায়। এই মুহূর্তে দার্জিলিঙে ছুটির মুডে অভিনেত্রী। সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন।

  • Jul 11, 2025 17:29 IST

    Entertainment Death News: হারিয়ে গেল ছেলেবেলার দিনগুলো, প্রয়াত কিংবদন্তি..

     ৯০ দশকের স্কুল পড়ুয়ারা বাড়ি ফিরেই টিভি খুলতো পোকেমন দেখবে বলে। এবং পোকেমনের নাম শুনলেই, সকলের আগে চোখের সামনে ভেসে ওঠে বেশ কিছু ক্যারেক্টার। সেই কার্টুন চরিত্রের গলাগুলো আজও কানে বাজে। এবং তাঁর মধ্যেই একজন জেমস কার্টার ক্যাথকার্ট। যে মানুষটির গলা শুনলেই ভাল হয়ে উঠত সকলের মন, তাঁর গলাতেই বাসা বাঁধল, এমন এক রোগ যে...



  • Jul 11, 2025 16:58 IST

    Bollywood Actress: অ্যান্টি এজিং ট্রিটমেন্টেই ৪২-এ অকাল প্রয়াণ শেফালির! সৌন্দর্য ধরে রাখতে কী করেন এই বর্ষীয়ান অভিনেত্রী?

    Bollywood Actress Mumtaz টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুমতাজ জানান, তিনি কখনও ফেসলিফ্টস করেন না। তবে যখনই নিজেকে খুব ক্লান্ত মনে হয় তখন মুখের দুপাশে ফিলারস করান যা মোটামুটি এক থেকে দু'মাস পর্যন্ত থাকে। প্রতি চার মাসের ব্যবধানে মুমতাজ ফেস ফিলার্স করান সেই কথা অকপটে বলেন বর্ষীয়ান অভিনেত্রী।



  • Jul 11, 2025 16:28 IST

    Asha Bhonsle Death Rumor: 'আমি গাইতে গাইতেই চলে যেতে চাই..', কিছুদিন আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন আশা?

    Asha Bhonsle Death Rumor: আশা ভোঁসলের মৃত্যুর খবরে তোলপাড়। একটি ফেসবুক একাউন্ট থেকে হঠাৎ করেই পোস্ট করা হয়, কিংবদন্তি শিল্পী নাকি প্রয়াত। এবং সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। বর্তমানে যে, স্বর্ণযুগের যে শিল্পীরা আছেন, তাঁর মধ্যে আশা ভোঁসলে অন্যতম। সেই কিংবদন্তির মৃত্যু! চারিদিক তোলপাড় পরে গেল। কিন্তু, আদৌ এই ঘটনা সত্যি? এই প্রসঙ্গে তাঁর ছেলে মুখ খুলেছেন।



  • Jul 11, 2025 15:29 IST

    Aamir Khan-Kiran Rao: 'আজও আমরা শারীরিকভাবে...', ডিভোর্সের পর কিরণের সঙ্গে সম্পর্কের সিক্রেট ফাঁস আমিরের

    Aamir Khan-Kiran Rao Relationship: ন প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। বিচ্ছেদের পরও অটুট বন্ধন। বন্ধুত্ব, পরস্পরের প্রতি সম্মান, পারিবারিক সম্পর্ক সবটাই রয়েছে আগের মতো। পানি ফাউন্ডেশনের সঙ্গে সাক্ষাৎকারে আমির-কিরণ দুজনেই সম্পর্ক নিয়ে একেবারে খুল্লামখুল্লা কথা বলেন। খাতায়-কলমে ডিভোর্স হলেও আজও তাঁরা একে অপরের বিপদে-আপদে সবসময় পাশে আছেন। সর্বোপরি আজও তাঁরা শারীরিকভাবেও একে অপরের অনেকটাই কাছাকাছি। 



  • Jul 11, 2025 14:55 IST

    Kankana Chakraborty Re Routing Exclusive: দক্ষিণের হলে প্রথম কোনও বাংলা শর্ট ফিল্মের প্রদর্শন, 'রি-রাউটিং'-র সাফল্যে উচ্ছ্বসিত কঙ্কনা

    Re Routing Screeining South Industry: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কঙ্কনা আনন্দ জাহির করে বলেন, 'দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কোনও বংলা শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। কেরালার ক্রাউন থিয়াটারে রি-রাউটিং দেখানো হবে। এই সিনেমাহলের ১০০ বছর পূর্তিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ জুলাই হবে সিনেমার স্ক্রিনিং। টিকিটের মূল্য ৯০ টাকা।' সেভাবে প্রচারের আলোয় আসেনি রি-রাউটিং। তবুও দর্শকের ভালবাসায় কলকাতার সিনেমাহল হাউজফুল। তবে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রি-রাউটিংয়ের জার্নির নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। কঙ্কনা বলেন, 'কলকাতায় মুক্তির পর কেরালার এক দর্শক নিভেদ সিনেমাটি দেখেন। তারপর ক্রাউন হলের মালিককে সিনেমাটি দেখান। ওঁর দেখে এতটাই ভাল লেগেছিল যে সিনেমাহলে মুক্তির সিদ্ধান্ত নেন।' একটা সময় যখন বাঙালি পরিচালক-প্রযোজক বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর অনুরোধ করতেন। আর আজ সেই বংলারই একটি শর্ট ফিল্ম দক্ষিণে মুক্তির অপেক্ষায়। এই প্রসঙ্গে কঙ্কনার সংযোজন, 'শর্ট ফিল্ম বা ফিচার ফিল্ম মুখ্য বিষয় নয়, গল্পই শেষ কথা'। 



  • Jul 11, 2025 13:58 IST

    Asha Bhosle: বাড়ির অমতে বিয়ে-গার্হস্থ্য হিংসার শিকার, দাম্পত্যের করুণ পরিণতি নিয়ে বিস্ফোরক কিংবদন্তী সংগীতশিল্পী

    Asha Bhosle Husband:  সাম্প্রতিক অতীতে কবিতা ছিব্বারের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুলেছিলেন। বাড়ির অমতে বিয়ে করে কী ভাবে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন সেই ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। কিংবদন্তী সংগীতশিল্পী বলেছিলেন, 'চরম দুর্ব্যবহারের সঙ্গে জুটেছিল অত্যাচারও। আমার গর্ভে যখন ছোট ছেলে আনন্দ তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়। তখন আমি মা, দিদি, ভাইয়ের কাছে ফিরে যাই। তবে আমি কারও বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ করিনি। আমার মনে হয় যদি আমার মিস্টার ভোঁসলের সঙ্গে সাক্ষাৎ না হত তাহলে আমার জীবনে এই তিন সুন্দর সন্তান উপহার পেতাম না।'



  • Jul 11, 2025 13:30 IST

    Bollywood Legendary Director: সাজানো সংসার ভেঙেছিলেন! বয়সে বড় পরিচালককে ঠিক কী কারণে বিয়ে করেন অভিনেত্রী?

    Bollywood Legendary Director: বুনিয়াদ এবং মহাভারতের মতো টেলিভিশন ক্লাসিকগুলিতে তার আইকনিক ভূমিকার জন্য পরিচিত প্রবীণ অভিনেত্রী কিরণ জুনেজা দীর্ঘদিন ধরে তার অভিনয়ের জন্য প্রশংসিত। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি খোসলা কা ঘোসলা -তে তার অভিনয় দারুণ জনপ্রিয়তা পায়। পর্দার বাইরে কিরণ, বিখ্যাত চলচ্চিত্র নির্দেশক রমেশ সিপ্পির সঙ্গে তার বিবাহের জন্যও শিরোনামে এসেছিলেন। রমেশ কাল্ট ক্লাসিক শোলের জন্য বিখ্যাত। 



  • Jul 11, 2025 12:36 IST

    Asha Bhosle: আজ 'আশা' নেই! কিংবদন্তী সংগীতশিল্পীর মৃত্যুর খবরে মুখ খুললেন ছেলে

    Asha Bhosle Death Rumour: শুক্রবার সাতসকালে আচমকা রটে যায় প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে! এই খবরে তোলপাড় বিনোদুনিয়া। অনেকে তো আবার এই গভীর শোকপ্রকাশও করেছেন। কারও আবার বিশ্বাসই হচ্ছে না লেজেন্ডারি শিল্পী আশা ভোঁসলে আর নেই। চর্চার মাঝে সত্যিটা জানালেন আশা পুত্র আনন্দ ভোঁসলে। মায়ের মৃত্যুর এই ভুয়ো খবরে খুব স্বাভাবিকভাবেই রেগে কাঁই। ETimes-কে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন'। ১ জুলাই সোশ্যাল মিডিয়ায় শাবানা শেখ নামের এক ব্যক্তির পোস্ট ঘিরে জল্পনার সূত্রপাত। তিনি ফেসবুক আশা ভোঁসলের ছবিতে মালা পরানো একটি পোস্ট শেয়ার করেন। আর ক্যাপশনে লেখা, 'বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান। ২০২৫-এর ১ জুলাই সংগীতের একটা যুগের অবসান ঘটল।' 



  • Jul 11, 2025 11:58 IST

    Shefali Jariwala-Parag Tyagi: প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...

    Parag Tyagi-Shefali Jariwala News: শেফালি প্রকৃতি খুব ভালবাসতেন। স্ত্রীর সেই প্রকৃতি প্রেমকে জীবন্ত করে তুলতে কী পদক্ষেপ নিলেন পরাগ? পোষ্যকে সঙ্গে নিয়ে নিজের হাতে বৃক্ষরোপন করলেন অভিনেতা-স্বামী। ভিডিও পোস্ট করে লিখেছেন, 'পরী প্রকৃতিকে খুব ভালবাসত। এই পৃথিবী ওকে যে ভালবাসা দিয়েছে সেটা ও ফিরিয়ে দিতে চাইত। সময় এসেছে সেই ভালবাসা ফিরিয়ে দেওয়ার। বৃক্ষরোপণের মাধ্যমেই সেটা সম্ভব। সকলকে ধন্যবাদ এভাবে সবসময় ওঁর পাশে থাকার জন্য। আপনাদেরও প্রাপ্য ভালবাসা ফিরিয়ে দেবে।' 



  • Jul 11, 2025 11:00 IST

    Shefali Jariwala Death: 'অতিরিক্ত ডোজ কিন্তু...', নাম না করে শেফালির মৃত্যু নিয়ে উপহাস! রোষানলে 'বিগ বস গার্ল' পায়েল

    Shefali Jariwala-Payal Rohatgi Controversy: নাম না করে শেফালিকে খোঁচা বিগ বসের প্রতিযোগী পায়েল রহতোগী। এক সাংবাদিকের সঙ্গে পায়েল চ্যাট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকদিন কুস্তিগীর স্বামী সংগ্রাম সিংয়ের সঙ্গে পায়েলের বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। সেই খবর নিশ্চিত করতেই সাংবাদিক পায়েলকে মেসেজ করেছিলেন। তখনই পায়েল ওই মহিলা সাংবাদিককে পালটা মেসেজে বলেন, 'দুঃখিত, আমার মনে হয় আপনি অবসাদে ভুগছেন। তবে কোনওরকম ওষুধ খাবেন না। অতিরিক্ত ডোজ কিন্তু মৃত্যুর কারণ হতে পারে।' শেফালির মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অ্যান্টি এজিং ট্যাবলেট, স্কিন গ্লো ট্যাবলেট আর ভিটামিন সাপ্লিমেন্ট। পায়েলের এই মেসেজ ভাইরাল হতেই নেটনাগরিকদের একাংশের মতে শেফালিকে খোঁচা মেরেছেন।



  • Jul 11, 2025 10:07 IST

    Kapil Sharma cafe: কপিলের ক্যাফের হামলার পর কী বিবৃতি এল?

    কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলার একদিন পর , ক্যাফেটি ঘটনাটি সম্পর্কে মুখ খুলল এবং এই কঠিন সময়ে যারা তাদের সমর্থন দেখিয়েছেন তাদের জন্য একটি বার্তা পোস্ট করল। তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা বার্তায়, ক্যাফের কর্মীরা সকলকে ধন্যবাদ জানিয়েছে এবং এমনকি ব্রিটিশ কলাম্বিয়ার সারে পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা এই বিষয়ে তাদের সমস্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    কপিল শর্মা



Entertainment News Entertainment News Today