Entertainment Latest Highlights: রাস্তায় উদ্ভ্রান্তের মত ঘুরছেন টলি-অভিনেত্রী?

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Sumi Hor Chowdhury mental imbalance,  Bardhaman actress wandering roads  ,Star Jalsha TV actress rescued,সুমী হর চৌধুরী মানসিক ভারসাম্য,  বর্ধমান রাস্তা অভিনেত্রী,  স্টার জলসার টিভি অভিনেত্রী উদ্ধার

কে এই অভিনেত্রী?

Entertainment Latest Highlights: 

Advertisment

 

পরনে হাফ প্যান্ট, কালো রঙের ফুল হাতা জামা - মাথার চুলের অবস্থা খুব খারাপ। সুত্রের খবর, বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মত তিনি হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। সেখানেই বেশ কিছুক্ষন বসে ছিলেন। কিন্তু কে তিনি? লোকজন তাঁর পরিচয় জানতে চাইলে কিছুক্ষন আমতা আমতা করে জানান তাঁর নাম সুমি হর চৌধুরী। চেনা চেনা লাগছে নামটা? মানুষটাও চেনা শোনা। তাঁকে সিরিয়াল এবং থিয়েটারপ্রেমী মানুষটা বহু প্রোজেক্টে কাজ করতে দেখেছেন। 

Advertisment

 

  • Jul 15, 2025 20:36 IST

    Actor Passed Away: এক সপ্তাহেই সব শেষ! আচমকা চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

    গতকাল যখন তার শারীরিক আপডেট দেওয়া হয়েছিল, পরিবারের সকলেই বলেছিলেন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তাকে চিকিৎসাধীন রেখেছিলেন তারা। সকলের কাছে অনুরোধ করা হয়েছিল যে তাঁরা প্রার্থনা করেন। সমস্ত প্রার্থনা কে বিফলে ফেলে দিয়ে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা এবং প্রযোজক ধীরাজ কুমার। কাজ করেছিলেন তিনি একাধিক ছবিতে। হিন্দি ছবির জনপ্রিয় মুখ ছিলেন। রাজনকা মৃত্যুর খবর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক বিরাট শোক।



  • Jul 15, 2025 19:44 IST

    The Revolutionary: প্রকাশ্যে দ্যা রিভলিউশনারির ফার্স্ট লুক, কঠিন ট্রেনিং এর মধ্যে অভিনেতা রোহিত শরফ..

    গতকাল প্রকাশ্যে এসেছে নিখিল আদবানির দা রিভোলিউশনারির প্রথম লুক। অ্যামাজন প্রাইম এর এই ভিডিও সিরিজে দেখা যাবে এক ঝাঁক নতুন ট্যালেন্ট কে। স্বাধীনতা আন্দোলনের ওপর ভিত্তি করে তৈরি করা হবে ওয়েব সিরিজ। দেখানো হবে বাংলার এক অনন্য দিককে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয়দের, এক অনন্য লড়াই চিহ্নিত করবে এই সিরিজ। পরিচালক কী জানালেন সেই প্রসঙ্গে?



  • Jul 15, 2025 18:54 IST

    Mithu Chakrabrty: ছেলের বউদের নিয়ে এক ছাদের নীচে নয়! শাশুড়ি হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নেন মিঠু?

    Tollywood News: ক'জন মা এরকম সিদ্ধান্ত নিতে পারেন? সমাজের সামনে যেন এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরলেন বাংলার বর্ষীয়ান এই অভিনেত্রী। এবং তিনি নিজেই এমন এক গল্প সকলকে শোনালেন শুনলে আপামর শাশুড়ি মায়েরা হয়তো চমকে উঠবেন। প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোয়ে এসেই নিজের শাশুড়ি হওয়ার গল্প সম্পর্কে জানালেন। 



  • Jul 15, 2025 17:52 IST

    Actress Hospitalized: স্যালাইনের নল-একের পর এক ইনজেকশনে ক্ষতবিক্ষত! হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

    Arishfa Khan Health Update: আরিসফা খান, হিন্দি সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। একাধারে তিনি একজন ফেমাস ইউটিউবারও। সোশ্যাল মিডিয়ায় তঁর ফলোয়ার্স সংখ্যা ২৯.৯ মিলিয়ান। এই মুহূর্তের কানাঘুষো, সলমান খানের বিগ বস ১৯-এ অংশগ্রহণ করবেন উত্তরপ্রদেশের আরসিফা খান। চর্চার মাঝেই হাসপাতালে ভর্তি হলেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে একগুচ্ছ ছবি পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন। হাতে স্যালাইনের নল, একের পর ইনজেকশনে যন্ত্রণায় কাতর অভিনেত্রী। পোস্টের প্রতিটি ছত্রে রয়েছে সেই ব্যথার অনুভূতি। 



  • Jul 15, 2025 17:07 IST

    Singer Attacked: ভয়ঙ্কর ঘটনা! জনপ্রিয় গায়ককে তাক করে গুলি চালাল হামলাকারীরা, প্রাণে বাঁচলেন আদৌ?

     হরিয়ানভি গায়ক-Rapper রাহুল ফজিলপুরিয়া অভিযোগ করেছেন, সোমবার গুরগাঁওয়ের সেক্টর ৭১ এর বাদশাহপুরের কাছে, সাউদার্ন পেরিফেরাল রোডে (এসপিআর) একটি গাড়িতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে গুলি করে। কোনওমতে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান।



  • Jul 15, 2025 16:36 IST

    Actress Health Update: স্টেজ ২ লিভার ক্যানসারের চিকিৎসার মাঝেই অভিনেত্রীর মুখে ঘা, প্রকাশ্যে আরও এক কঠিন সত্য

    Dipika Kakar Health Update:  স্টেজ ২ লিভার ক্যানসারের অস্ত্রোপচারের পর  mammography টেস্টও করতে হয়েছিল। কিন্তু কেন? জানুয়ারি মাসে সেলিব্রিটি মাস্টার শেফ অংশগ্রহণের সময় তাঁর বাঁ কাঁধে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখন বিষয়টা বুঝতে পারেননি। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন লিম্ফ নডসের বৃদ্ধিই যন্ত্রণার কারণ। বাঁ দিকের স্তনেও একইরকম ব্যথা অনুভব করলে চিকিৎসক জানান, একই কারণের জন্য যন্ত্রণা হচ্ছে। তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে  mammography টেস্টের পরামর্শ দেন। 



  • Jul 15, 2025 15:22 IST

    Tollywood Actress: রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন, পরনের পোশাকটাও ফাটা ছেঁড়া, এ কী অবস্থা! কে এই অভিনেত্রী?

    Tollywood actress: সময় মানুষকে কতকিছু দেখায়। একজন শিল্পী তাঁর যে এহেন অবস্থা হতে পারে, কেউ ভাবতেও পারে? বোলপুর-বর্ধমান এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এক দক্ষ অভিনেত্রী। কারণ কী? কথাবার্তায় ছন্দ নেই। পরনের পোশাক বলে দিচ্ছে বেশ কিছুদিন ধরেই তাঁর এই অবস্থা। একজন শিল্পী মানুষের কী এমন হলও যে তিনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? তাঁকে উদ্ভ্রান্তের মতো হাঁটতে দেখেই পথ-চলতি মানুষ পরিচয় জানতে চান। 



  • Jul 15, 2025 14:07 IST

    Actress Love Story: 'দ্য কেরলা স্টোরি' খ্যাত নায়িকার সঙ্গে মাখমাখ প্রেম, প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে সম্পর্কে সিলমোহর অর্চনা পুত্রের

    Archana Puran Singh son Love Story: অভিনেত্রী ও সঞ্চালিকা অর্চনা পুরান সিংয়ের ছেলে আরিয়ামান শেঠিও মায়ের পথেই হেঁটে লঞ্চ করলেন নিজের ইউটিউব চ্যানেল। এক সপ্তাহ পর সকলকে চমকে দিলেন অর্চনা পুত্র। পরিচয় করিয়ে দিলেন মনের মানুষের সঙ্গে। মডেল-অভিনেত্রী যোগিতা বিহানির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরিয়ামান শেঠি। মাখমাখ প্রেমের মুহূর্তের কোলাজে ভ্লগের মাধ্যমে প্রকাশ্যে আনলেন প্রেমকাহিনি। লেটেস্ট ভিডিও-তে দেখা যাচ্ছে, হায়দরাবাদে প্রেমিকাকে সারপ্রাইজ দিতে যাচ্ছেন। সেখানে শুটিং করছেন যোগিতা। হোটেলে ফুলের তোড়া নিয়ে আরিমানকে দেখে হতবাক যোগিতা। এরপর একসঙ্গে প্রেমের গল্প শেয়ার করেন। তঁদের সিনেমা দেখতে যাওয়া থেকে শপিং আর ডিনার ডেটের মুহূর্তও রয়েছে এই ভিডিওতে। যোগিতা আর আরিয়ামান একসঙ্গে একটি মিউজিক ভিডিও Chhoti Baatein-তে কাজ করেছিলেন। তখনই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। অবশেষে ভ্লগের মাধ্যমেই সম্পর্কে সিলমোহর দিলেন যোগিতা-আরিমান। 



  • Jul 15, 2025 13:20 IST

    Singer Hospitalized: সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন ICU-তে, কেমন আছেন বরেণ্য সংগীতশিল্পী?

    Farida Parveen Hospitalized: ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বনামধন্য শিল্পী ফরিদা পারভীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন? বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে চিকিৎসকআশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন। রবিবার থেকে ডায়ালাইসিস চলছে। আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, 'শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। এখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। এর আগে ফরিদা পারভীনের চিকিৎসার প্রয়োজনে দুই দফায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে খুব ধীর গতিতে।' 



  • Jul 15, 2025 12:46 IST

    Bengali Actress: 'ওর শরীর থেকে রক্ত বেরচ্ছিল-স্যালাইন চলছিল', ভিডিওবার্তায় চোখে জল বাঙালি অভিনেত্রী অনামিকার

    namika Chakraborty Video: ভ্লগিং-ই যেহেতু এখন অনামিকার পেশা তাই তাঁকে দেখতে না পেলে ভক্তদের মনে দানা বাঁধে নানা প্রশিন। তিনি সুস্থ আছেন কিনা জানতে চেয়েছিলেন। সকলকে আশ্বস্ত করে অনামিকা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর কিছু হয়নি। কিন্তু, প্রাণের চেয়ে প্রিয় পোষ্য বেলা খুব অসুস্থ ছিল। তাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ভ্লগিংয়ের সময় পাননি। অনামিকা বলেন, বেলার ডায়রিয়া হয়েছিল, শরীর থেকে রক্ত বেরচ্ছিল। স্যালাইন পর্যন্ত চলেছে। 



  • Jul 15, 2025 12:17 IST

    Bengali Actress Wedding: ভরা বর্ষায় বাজল বিয়ের সানাই! সিঁদুরে রাঙা সিঁথি, ছাদনাতলায় স্বামীকে সোহাগ জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর

     Priyanka Mitra Wedding Video: ২০২৪-এর শীতে বাগদান সেরেছিলেন, আর ভারী বর্ষায় চুপিচুপি বিয়ে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নে হেসে ফেলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী বলছেন, 'বিয়ের ভিডিও দেখে অনেকেই ভাবছে আমি বোধহয় সত্যিই সামাজিক বিয়ে করে ফেলেছি। কিন্তু, বাস্তবে এমন কিছুই ঘটেনি। বিজ্ঞাপনী ছবির শুটিংয়ের একটি মুহূর্ত। সামনেই আমাদের বিয়ে, তাই এই শুটিংয়ের প্রস্তাবটা আমাদের কাছে এসেছে। নিজের কাজ নিয়ে এই মুহূর্ত প্রচন্ড ব্যস্ত।'আরও বলেন, 'কাজের ফাঁকেই শপিং করছি। সোনায় বাঁধানো শাঁখা-পলা কেনা হয়েছে। বিয়ের দিন আমাকে লাল বেনারসি, গয়নায় বাঙালি বধূর সাজে দেখা যাবে।' উল্লেখ্য, আইনি বিয়ে-বাগদান হয়ে গেলেও শুটিংয়ে কিন্তু, সিঁদুর ব্যবহার করেননি শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা। বিশেষ দিনেই শুভ্রজিৎ-এর নামে সিঁদুরে রাঙা হবে প্রিয়াঙ্কার সিঁথি। 



bollywood Entertainment News Entertainment News Today