Entertainment Latest Highlights: দীর্ঘ অসুস্থতা কেড়ে নিল প্রাণ, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা-পরিচালক

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
asdasda

Entertainment Latest Live News Update

Advertisment

Velu Prabhakaran Passes Away: বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। জীবনাবসান বিশিষ্ট তামিল অভিনেতা পরিচালক সিনেমাটোগ্রাফার ভেলু প্রভাকরণের। ১৮ জুলাই চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিভাসম্পন্ন এই দক্ষিণী শিল্পী। ভেলু প্রভাকরণের পরিবারের সদস্য জানিয়েছেন, দীর্ঘ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। বিগত কয়েকদিন আইসিইউ-তে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।

  • Jul 18, 2025 16:31 IST

    Shilpa Shirodkar: তাচ্ছিল্য করা হত নায়িকাকে, উদ্ধার করেছিলেন বাংলার ছেলেই, শিল্পার জীবন বদলে দেন এই সুপারস্টার..

    ক্যারিয়ারের একেবারে শুরুতে, বলিউডে প্রবেশ করা শিল্পা শিরোদকরের কাছে সহজ বিষয় ছিল না। প্রযোজক বনি কাপুরের প্রযোজনায় একটি ছবির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর, ইন্ডাস্ট্রির অন্দরে তাকে 'অপমানিত' হতে হয়। ছবির প্রস্তাব আসছিল না, সামনে তখন অনিশ্চিত ভবিষ্যৎ। সেই কঠিন সময়েই প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর পাশে দাঁড়ান এবং 'ভ্রষ্টাচার' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।



  • Jul 18, 2025 15:53 IST

    Rishi Kapoor-Neetu Kapoor: বিমানে ঋষি কাপুরের সঙ্গে তুমুল বচসা নীতুর, সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান বীর দাস

    সম্প্রতি সাক্ষী শিবদাসানি ও নৈনা ভানের মোমেন্ট অফ সাইলেন্স পডকাস্টে এসেছিলেন। সেখানেই অতীতের এক স্মরণীয় মুহূর্ত শেয়ার করলেন ভীর। বিমানে স্বামী-স্ত্রীর তুমুল বিবাদ বাঁধে। কেক খাওয়া নিয়ে ঠিক কী হয়েছিল ঋষি-নীতুর? বচসার নেপথ্যে ছিল ঋষি কাপুরের কেক খাওয়ার ইচ্ছে। আর নীতু কিছুতেই তাঁকে কেক খেতে দেবেন না। বীর দাস বলেন, 'নীতু জি বলছিলেন, 'তুমি কেক খেতে পারো না। আর ঋষিজি বলছিলেন, আমি কেক খেতে চাই। ডাক্তার কিছু বলুক না কেন, আমি কেক খেতে চাই।' বিমানের ইকোনমি ক্লাসে বসে ছিলেন বীর আর ঋষি-নীতু ছিলেন বিজনেস ক্লাসে। সেখান থেকে বাকবিতণ্ডার আওয়াজ ভেসে আসছিল কৌতুক অভিনেতার কানে। সেই মজার ঘটনা বলার সময় একেবারে হেসে খুন ভীর দাস।



  • Advertisment
  • Jul 18, 2025 15:21 IST

    Zareen Khan: নামাজি-রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয়, আপত্তি জানাতেই কী ঘটেছিল সলমনের নায়িকা জারিনের সঙ্গে?

    Zareen Khan News: জারিন হেট স্টোরি ৩ প্রসঙ্গে বলেন, 'আমি হেট স্টোরি করেছিলাম কারণ আমার সেই সময় কাজের প্রয়োজন ছিল। পরিচালক ও প্রযোজকরা তখন আমার সঙ্গে কাজ করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন না। ছবিটি করার আগে আমি আমার মা ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলেছিলাম। মা আমাকে সাহস দিয়েছিলেন তাই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।' জারিনের পরিবারেক কেউই কট্টর নন। তবে দাদু-দিদা ছিলেন নামাজি ও রক্ষণশীল। তাই সাহসী চরিত্রে কাজ করার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না।



  • Jul 18, 2025 14:00 IST

    Avika Gaur Dipika Kakar: জটিল রোগে আক্রান্ত দিদির মত সহ-অভিনেত্রী, সমবেদনাও জানালেন না আরেক নায়িকা...?

     Avika Gaur Dipika Kakar:  সাধারণত কোনও তারকা যদি অসুস্থ হন, তাহলে তাঁর অন্য বন্ধুরা আরোগ্য কামনায় নানা ধরণের পোস্ট করেন। হিনা খানের ক্ষেত্রেও ঠিক সেটাই দেখা গিয়েছিল। তিনি যেভাবে যুদ্ধ জয় করলেন, সকলেই হিনার গল্প শুনে বেশ মুগ্ধ হন। কিন্তু, দীপিকা ককর? এই অভিনেত্রীর শরীরেও বাসা বেঁধেছিল মারণরোগ। এবং খেয়াল করলে দেখা যাবে দীপিকা অপারেশনের পর নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। 



  • Jul 18, 2025 13:12 IST

    Payal Rohatgi Surrogacy: 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী

    সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার চেষ্টার সেই মুহূর্ত দুজনের কাছেই খুবই কষ্টকর। সম্প্রতি Zoom/Telly Talk-কে দেওয়া সাক্ষাৎকারে সেই যন্ত্রণাময় দিনগুলো নিয়ে মুখ খুললেন পায়েলের স্বামী। কুস্তিগীর সংগ্রাম বলেন, 'একজন পুরুষের তুলনায় একজন নারীর অনেকক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। মাতৃত্বের সুখ উপভোগের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। তাই আমি সকলকে একটা কথা বলতে চাই, প্রত্যেক মেয়ের উচিত ডিম্বাণু সংরক্ষণ করে রাখা। ভবিষ্যতে যদি বায়োলজিক্যাল কোনও সমস্যা দেখা দিলেও যাতে মা হওয়ার ইচ্ছেপূরণে কোনও বাধা না আসে।'সারোগেসির সংগ্রামের কথা বলতে চিকিৎসা ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন। সংগ্রাম সিং বলেন, 'আজকের চিকিৎসাব্যবস্থা খুবই খারাপ, ৯০ শতাংশ কেলেঙ্কারিতে ভরপুর। কেউ টাকা চায় তো কেউ আবার অন্যভাবে মাথা মুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা অনেক চেষ্টা করেছি। সারোগেসির মাধ্যমে পায়েলের মা হওয়ার জন্য দুজনেই লড়াই চালিয়ে যাচ্ছি। এখনও আমি একজন সঠিক চিকিৎসকের খোঁজে রয়েছি। যাঁর মাধ্যমে সারোগেসি পদ্ধতিতে সন্তানলাভ করা সম্ভব। ভারতের প্রতিটি কোণে ভাল-মন্দ মানুষ রয়েছে। এমন অনেকে মানুষের সান্নিধ্যে এসেছি যাঁরা প্রকৃত সৎ মানুষ।' 



  • Jul 18, 2025 12:40 IST

    Saiyaara Controversy: চুমুর দৃশ্য কেটে বাদ দেওয়ার নির্দেশ, ফের একবার সেন্সর বোর্ডের চাপে 'সাইয়ারা'

    অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে মোহিত সুরির রোমান্টিক মিউজিক্যাল ড্রামা 'সাইয়ারা'-র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।  সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অনিত পদ্দা। ছবিটি আজ, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই সিনেমাটি ‘ইউ/এ’ সার্টিফিকেট পেয়েছে, তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) কিছু দৃশ্যের উপর কাটছাঁটের নির্দেশ দিয়েছে — যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।



  • Jul 18, 2025 12:14 IST

    Akshay Kumar Health Insurance: রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

     Akshay Kumar-SM Raju:স্ট্যান্ট ম্যান রাজুর মর্মান্তিক মৃত্যুর পর বিরাট পদক্ষেপ গ্রহণ করলেন অক্ষয় কুমার।৬৫০ জন স্ট্যান্ট ম্যানের জন্য বিমা পলিসির বন্দোবস্ত করেছেন বলিউডের খিলাড়ি। এই পলিসি অনুযায়ী, শুটিং সেটে কোনও স্ট্যান্ট ম্যান বিপদের সম্মুখীন হলে বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে। সে ক্ষেত্রে অবশ্য একটি সীমাবদ্ধতা আছে। পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার বিমা প্রদান করা হবে স্ট্যান্ট ম্যানদের। এই বিমা স্বাস্থ্য এবং দুর্ঘটনার কভারেজ প্রদান করবে। আক্কির এই পদক্ষেপ নিঃসন্দেহে নজিরবিহীন। উল্লেখ্য, শুধু স্ট্যান্টম্যানই নয়, এই পলিসির অন্তর্ভুক্ত থাকবেন স্ট্যান্ট ওমেনও।



Entertainment News Entertainment News Today