/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
প্রয়াত পরিচালক
Entertainment Latest Highlights:
তবে, ডন প্রেমীদের জন্য রবিবাসরীয় দুপুরেই এক ভয়ঙ্কর দুঃসংবাদ! যে মানুষটির হাত ধরে ডন সিলভার স্ক্রিনে জায়গা পেয়েছিল, দ্যা ক্যাপ্টেন অফ দ্যা শিপ - প্রয়াত সেই চিনির পরিচালক। কিংবদন্তি ছবি পরিচালক চন্দ্র বারোত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ১৯৭৮ সালে কাল্ট ক্লাসিক বানিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। এবং আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। অসুস্থ ছিলেন বেশ অনেকদিন। হাসপাতালে ছিলেন।
-
Jul 20, 2025 20:27 IST
Entertainment News: মাত্র ২১-এ সব শেষ, সহ-অভিনেতা টেনে ছিঁড়ে দিয়েছিলেন জামা! অভিনেত্রীর রূপ-যৌবন বিক্রি হত সেসময়?
Entertainment News: ভারতীয় বিনোদনজগতে বহু নাম রয়েছে, যাঁদের খ্যাতি যেমন উজ্জ্বল, তাঁদের পরিণতি তেমনই হৃদয়বিদারক। কিংবদন্তি সিল্ক স্মিতা, শোভা, জিয়া খান কিংবা সুশান্ত সিং রাজপুত- তাঁরা সবাই এমন এক তালিকার অংশ, এরা চরম হতাশায় নিজেকে শেষ করে দিয়েছেন। এই তারকাদের মৃত্যু নিয়ে যতই তদন্ত আর ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে ফিরে আসুক, সত্যি কথা একটাই, ঠিক কী কারণে তাঁরা ভেঙে পড়েছিলেন, তা একমাত্র তাঁরাই জানতেন।
-
Jul 20, 2025 20:01 IST
Iman Chakraborty: স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে ফের বিতর্কে মমতা শঙ্কর, পাল্টা ইমন বললেন, 'গা গোলাচ্ছে..'
আবারও বিতর্কে মমতা শঙ্কর। অভিনেত্রী যে বেফাঁস মন্তব্য করে বসেছেন, ফের একবার সেই নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কেন? তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কখনও তাঁর বাবা বা ছেলেকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনাতে হবে, যেন ভাবতেও পারেন না তিনি। এতে নাকি তাঁর লজ্জা করে। এবং, সেই নিয়ে এবার তোলপাড়। এর আগেও তিনি বহুবার কটাক্ষের সম্মুখীন হয়েছেন। যেমন? কখনও শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে ফেঁসেছেন, আবার কখনও ফেঁসেছেন ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে গিয়ে।
-
Jul 20, 2025 19:02 IST
Ramayana: রামায়ণ নিয়ে ফের দ্বন্দ্ব, নিতেশ তিওয়ারিকে টেক্কা দেবেন বিষ্ণু মাঞ্চু! আলিয়া থাকছেন সীতা হিসেবে?
গত কয়েক বছরে ভারতীয় সিনেমায় পৌরাণিক কাহিনি নতুন করে জনপ্রিয়তা পেয়েছে। একের পর এক নির্মাতা তুলে আনছেন রামায়ণ কিংবা মহাভারতের মতো প্রাচীন গল্পের নতুন সংস্করণ। ওম রাউতের ২০২৩ সালের ‘আদিপুরুষ’ সেই ধারাবাহিকতারই অংশ হলেও, দর্শকদের মন জয় করতে পারেনি। ছবিটি দর্শকমহলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে বড়সড়ভাবে ফ্লপ হয়।
-
Jul 20, 2025 18:28 IST
Entertainment Death News: রবিবাসরীয় দুপুরে ভয়ঙ্কর দুঃসংবাদ! প্রয়াত অমিতাভের সুপারহিট ছবির পরিচালক..
'ডন কা ইন্তেজার তো গ্যারা মুলকো কি পুলিশ কর রাহী হ্যায়..' বলিউডের এমন এক ক্লাসিক কালট ছবির কথা কে জানেন না? অমিতাভ বচ্চন সেই ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ডন এমন এক ছবি যা নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যেও দারুণ উত্তেজনা থাকে। অমিতাভ বচ্চন নিজেও অনেকবার এই ছবির কাজ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
-
Jul 20, 2025 17:49 IST
Bangladeshi Actress: নিখোঁজ বাবাকে ফিরে পেতে মরিয়া অভিনেত্রী, চিন্তায় ঘুম উড়েছিল নায়িকার..
হঠাৎ করেই নিখোঁজ বাবা! শেষ দু দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন। খুঁজে পাচ্ছিলেন না বাবাকে। চিন্তায় অস্থিরতায় জীবন নাজেহাল অভিনেত্রীর। এদিক ওদিক সমাজ মাধ্যমে বাবাকে নিয়ে পোস্ট পর্যন্ত করেছিলেন। গত ১৮ই জুলাই থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। এদিকে, সেই ব্যক্তি এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। অভিনেত্রী মেয়ে সুরাহা না পেয়েই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তাঁর বাবাকে নিয়ে। পুলিশ যেহেতু, তাঁদের কি কারওর প্রতি কোনও সন্দেহ ছিল?
-
Jul 20, 2025 17:06 IST
Sonu Sood: জ্যান্ত সাপ হাতে নিয়ে..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের ভিডিও! অভিনেতার কীর্তিতে তাজ্জব বনে যাবেন
রবিবাসরীয় ছুটির দিনে এক মারাত্মক কণ্ড ঘটালেন অভিনেতা। সেই ভিডিও আবার নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে সোনু সুদের কীর্তিতে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া। জ্যান্ত সাপ হাতে নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা। দােকুন সেই ভিডিও।
-
Jul 20, 2025 16:11 IST
Sham Kaushal: 'তিনতলা থেকে লাফ দিয়ে', কেন সব শেষ করে দিতে চেয়েছিলেন সুপারস্টারের বাবা?
Bollywood Unknown Stories: অ্যাকশন ডিরেক্টর হিসেবে ১৯৮০ ও ৯০-এর দশকে বলিউডে খ্যাতি অর্জন করেছিলেন শ্যাম কৌশল। তবে আজকের প্রজন্ম তাঁকে চেনে ভিকি ও সানি কৌশলের বাবার পরিচয়ে। কিন্তু, এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ বেঁচে ফেরার গল্প।
-
Jul 20, 2025 15:44 IST
Shefali Jariwala-Parag Tyagi: শেফালির মা হওয়ার ইচ্ছের বিরোধীতা, ছুটির দিনে মন খারাপ একাকী পরাগের! দেখুন ভিডিও
Shefali Jariwala Memories: সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো দিনের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরাগ। হাসি-আনন্দের মুহূর্তের কোলাজ শেয়ার করে পরাগ শেফালির স্মৃতিতে লিখেছেন, 'পরী, এই দুনিয়ার সেরা মাসি। আর্য, কিয়ান তাদের মস্তিখোর মাসির সঙ্গে মজা করত। ও সবসময় বাচ্চাদের ভীষণ ভালবাসত। জীবনের প্রতিটি চরিত্রে ও সফল। প্রত্যেকে ওকে খুব ভালবাসত। ওঁর জীবনের এই সুন্দর মুহূর্তগুলো আমি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই যাঁরা শেফালিকে মন থেকে ভালবাসেন।'
-
Jul 20, 2025 14:48 IST
Urfi Javed: ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?
Urfi Javed Video: একটি ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ। ভিডিও পোস্ট করে উরফি জানাচ্ছেন, 'এটা কোনও ফিল্টার নয়। আমি আগে যে ফিলারগুলো করিয়েছি সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। তাই এবার স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিক স্থানে প্রতস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ফিলার্সের বিপক্ষে নই। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি কখনই করা উচিত নয়। চারপাশে বহু ক্লিনিক আছে, চিকিৎসক আছেন কিন্তু, তাঁরা সঠিক পদ্ধতি জানেন না। তবে আমি একজন ভাল চিকিৎসকের সন্ধান পেয়েছি।'
-
Jul 20, 2025 14:08 IST
Amitabh Bachchan: 'অপমান শুনেও কিছু না বলে...', অমিতাভের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের অভিজ্ঞতা ভাগ বর্ষীয়ান অভিনেত্রীর
Amitabh-Rohini First Interaction: ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের স্মৃতিচারণ করলেন রোহিনী। যখন সুপ্রিয়া পাঠকের সঙ্গে কল টাইমের জন্য অপেক্ষা করছিলেন তখন অদ্ভুত পোশাক পরে আচমকা রুমে প্রবেশ করেন অমিতাভ। সুপ্রিয়াকে বলেন, "দেখো, আমাকে কেমন পোশাক পরিয়েছে!" রোহিনী অজান্তেই বলে ফেলেন, "আমি জানি না কী হল, হঠাৎ করেই বলে ফেলি, লাওয়ারিস-এ তুমি যা করেছো, এটা তো কিছুই না। সঙ্গে সঙ্গে আমি নিজের জিভে কামড় দিই। অমিতাভ কিছু না বলেই ওখান থেকে চুপচাপ চলে যান। আমি হতভম্ব হয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়ে ছিলাম আর ভাবছিলাম এটা আমি কী করলাম! পরের কয়েক মিনিট আতঙ্কে কেটেছিল। ভাবছিলাম, যদি উনি কিছু বলেন, আমি কী উত্তর দেব। নানা রকম বিষয় মাথায় ঘুরছিল। "
-
Jul 20, 2025 13:28 IST
Samar Singh Brother Death: 'একদিন আগেও আমার সঙ্গে...', কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর জনপ্রিয় সংগীতশিল্পী
Samar Singh Brother Anurag Singh Bhantu Demise: জনপ্রিয় ভোজপুরী গায়ক সমর সিংয়ের ভাই প্রয়াত। ছবি পোস্ট করে ভাইয়ের মৃত্যুসংবাদ সকলকে জানিয়ছেন সমর। অনুরাগ সিং ভানতুর ছবির উপর লেখা বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আর শোকজ্ঞাপন বার্তায় গায়ক লিখেছেন, 'আমি অত্যন্ত দুঃখিত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমার প্রিয় ভাই অনুরাগ সিং ভানতু এই পৃথিবীতে আর নেই। আগের দিনও আমার সঙ্গে কথা বলল। তারপরই আমাদের ছেড়ে চলে গেল। মহাদেব ওকে ওঁর চরণে স্থান দিক। এই কঠিন সময়ে ওঁর পরিবার যেম মানসিককভাবে শক্ত থেকে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।'
-
Jul 20, 2025 12:51 IST
Susmita Chatterjee-Srijit Mukherji: 'এরপর তো...', সৃজিতের সঙ্গে সেলফি ঘিরে শোরগোল, চর্চার মাঝে মুখ খুললেন সুস্মিতা
বেশ কয়েকদিন ধরেই সৃজিত-সুস্মিতার সেলফি তরজা একেবারে তুঙ্গে। পেজ ৩ খবরের ক্রিসপি আইটেমে পরিণত হয়েছে সাগরপাড়ের সেলফি! এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হয়। এই ঘটনায় ভীষণ বিরক্ত অভিনেত্রী। তিনি বলেন, 'আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এইরকম হতে পারে। যদি কারও মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটাই কথা বলছি, আমরা ভাল বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনও বিষয় নয়।'
-
Jul 20, 2025 12:06 IST
Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন দেব..
এই বছর শুরুর দিনই, দেব জানিয়েছিলেন তার নতুন ছবি রঘু ডাকাত আসতে চলেছে পুজোয়। দেব আবারো নতুন করে ফিরছেন, এমনটাই জানা গিয়েছিল। অভিনেতাকে রঘু ডাকাত হিসেবে দেখবেন এমন স্বপ্ন দর্শকদের বহুদিনের। বেশ কিছু বছর আগে দেব যখন, গোলন্দাজ ছবির পর আবারও ঘোষণা করলেন যে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রঘু ডাকাত ছবিতে অভিনয় করছেন - তখন থেকেই আলোচনা তুঙ্গে। মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর। পুজোর রিলিজ এর আগেই, আজ দেখিয়ে দিয়েছেন রঘু ডাকাতের প্রি টিজার।
-
Jul 20, 2025 11:44 IST
Anupam Kher-Kirron Kher: একই বাড়িতে থেকেও স্বামী-স্ত্রীর ঘর আলাদা, ক্যানসার আক্রান্ত স্ত্রীর সঙ্গে কেন থাকেন না অনুপম?
Anupam Kher-Kirron Kher News: সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে কিরণকে জড়িয়ে চুমু এঁকে দেন অনুপম। তবুও এক ছাদের নীচে থেকে তাঁরা কেন আলাদা ঘরে থাকেন? এই প্রসঙ্গে কোনওরকম লুকোচুরি না করে অভিনেতা জানান, 'আমাদের পরিবারের প্রত্যেকের আলাদা ঘর আছে। কারণ প্রত্যেকের নিজস্ব একটা অভ্যাস আছে।'
-
Jul 20, 2025 11:17 IST
Parineeti Chopra: 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-র শুটিংয়ের মাঝে বিপত্তি, তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন রাঘব-পরিণীতি
Parineeti Chopra Mother In Law: হিন্দি টেলিভিশনের পপুলার রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো। আপকামিং এপিসোডের অতিথি হিসেবে দেখা যাবে সেলিব্রিটি কাপল পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডাকে। নেটফ্লিক্সের নতুন শোয়ের শুটিং করছিলেন তারকা দম্পতি। তার মাঝেই ঘটে গেল বিপত্তি। অগত্যা স্থগিত রাখা হয়েছে নতুন শোয়ের শুটিং। মিডিয়া রিপোর্ট মোতাবেক, রাঘব চড্ডার মা অর্থাৎ পরিণীতার শাশুড়ি মা আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেই জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।