Entertainment Latest Highlights: প্রয়াত কিংবদন্তি অভিনেতা

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Japanese actress nagiko tonor passed away at 45

প্রয়াত অভিনেতা...

Entertainment Latest Highlights: 

Advertisment

আবারও এক দুঃসংবাদ! না ফেরার দেশে অভিনেতা। এমন সব ছবিতে কাজ করেছিলেন, যেগুলো ভোলার নয়। অভিনেতার মৃত্যুর খবরে শিল্পী মহলে শোকের ছায়া। একের পর এক ব্লকবাস্টার প্রজেক্টে সামিল হয়েছিলেন তিনি। অসুস্থ ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন পরপারে। শুধু সিনেমা নয়, সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Advertisment

 

  • Jul 21, 2025 20:10 IST

    Plane Crash in Bangladesh: বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল! বেরোচ্ছে একের পর এক এম্বুলেন্স, বাংলাদেশে আতঙ্কে তারকারা..

    Plane Crash in Bangladesh: ফের একবার বাংলাদেশ নিয়ে বড় খবর। দুপুর ১টা ৬ মিনিট নাগাদ রাজধানী ঢাকায় একটি কলেজের উপর ভেঙে পড়ে একটি বিমান। প্রথম আলো সূত্রে খবর, ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান - মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে। ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। এবং উদ্ধার কাজ অব্যাহত। বিমান বিধ্বস্ত হওয়ার পরেই মাইলস্টোন স্কুলে আগুন ধরে যায়।



  • Jul 21, 2025 19:18 IST

    Hansika Motwani: ৩ বছরেই দাম্পত্যে অনীহা? ভাঙছে নায়িকার সংসার?

    তার বিয়ে নিয়ে বীভৎস চর্চা হয়েছিল। শিরোনামে এসেছিলেন এই কারণে, তিনি নাকি তার প্রিয় বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলেন। সেই ড্রিম ওয়েডিং প্রসঙ্গে এখনো প্রচুর মানুষই জানেন। এদিকে তিন বছর পার হতে না হতেই, নায়িকার নাকি বিচ্ছেদ হতে চলেছে? বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন এখন সাংঘাতিক। এবং, খেয়াল করলে দেখা যাবে, এই গায়িকার ডেস্টিনেশন ওয়েডিং দারুণ নজরে এসেছিল। তাঁরাই নাকি আলাদা হচ্ছেন?



  • Jul 21, 2025 18:40 IST

    Aamir Khan: সিতারে জমিন পর-র সাফল্যের পরই বিরাট সিদ্ধান্ত! আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার?

    মিডিয়া রিপোর্ট মোতাবেক, আমিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 'মেঘালয়ে খুনের ঘটনার আপডেটের উপর বিশেষ নজর রাখছেন। এই বিষয়ে সব তথ্য খুঁটিয়ে দেখছেন। কাছের বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। ওঁর প্রযোজনা সংস্থার তরফেও এই ঘটনার উপর বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে।' বিষয়টা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চরিত্র নিয়েও কোনও ভাবনাচিন্তা করা হয়নি। আমির খান বা প্রযোজনা সংস্থা এই খবরে সিলমোহর দেয় কিনা সেটা তো সময় বলবে। 



  • Jul 21, 2025 17:14 IST

    Mamata Shankar-Sudipa Chatterjee: 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা

    Sudipa Chatterjee Reaction সোশ্যাল মিডিয়া পোস্টে সুদীপা লিখছেন, 'সম্প্রতি মমতাশঙ্কর কে নিয়ে জেন জি-দের প্রতিক্রিয়া আর  আক্রমণ দেখে,মনটা বেশ খারাপ হয়ে গেল। কিরকম ধারালো সব লেখা। অনেকদিন নাহ কিছু বলব না ভেবেও,আজ আর পারলাম না। আমার এ বিষয়ে দু একটা কথা আছে। সেলিব্রিটিদের নিয়ে মন্তব্য করা এখনকার একটা ট্রেন্ড। কিন্তু কেন? কেন পান থেকে চুন খসলেই তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে খাপ পঞ্চায়েত বিষয়ে দেবেন আপনারা? কে ঠিক করে দিয়েছে সেলিব্রিটিদের সবসময় পারফেক্ট হতে হবে?'



  • Jul 21, 2025 16:43 IST

    Shilpa Shirodkar: গুলিবিদ্ধ হয়ে নিহত অভিনেত্রী! খবর রটতেই তুলকালাম, ভয়ঙ্কর কাণ্ড...

    Shilpa Shirodkar: অভিনেত্রী শিল্পা শিরোদকর তার কর্মজীবনে বহু চড়াই-উতরাইয়ের  সম্মুখীন হয়েছেন। তবে ১৯৯৫ সালে ঘটে যাওয়া একটি ঘটনা আজও তাকে ভাবায়। তখন তিনি মানালিতে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন, আর ঠিক সেই সময়েই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো গুজব। সম্প্রতি পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা জানান, এই গুজবে তার বাবা-মা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।



  • Jul 21, 2025 15:34 IST

    Srabon Mash First Monday: নিরামিষ খেয়ে শিবলিঙ্গে জল ঢালা, টলি সেলেবরা কী ভাবে শ্রাবণের প্রথম সোমবার পালন করছেন?

    Bengali Celebrities On Srabon Mash: সত্যম শিবম সুন্দরম-শিবই সত্য শিবই সুন্দর'। শ্রাবণ মাস আর মহাদেবের আরাধনা যেন এক সুতোয় গাঁথা। শিবভক্তরা প্রতি বছর শ্রাবণ মাস জুড়ে শিবশক্তির আরাধনা করেন। ভক্তের বিশ্বাস, শ্রাবণ মাসে মর্তে আবির্ভূত হন স্বয়ং মহাদেব। সেই জন্য পুরো শ্রাবণ জুড়ে ভক্তরা নিয়ম নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করেন। দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে কেউ নিরামিষ খান তো কেউ আবার অন্ন গ্রহণ করেও শ্রাবণ মাসের সোমবার পলনে বিশ্বাসী। পুরো শ্রাবণ মাস জুড়েও নিরামিষ খাওয়ার রীতি রয়েছে অনেকের বাড়িতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশ কাজের চরম ব্যস্ততার মাঝেও শ্রাবণে শিবের আরাোধনার কোনও ত্রুটি রাখেন না। 



  • Jul 21, 2025 14:32 IST

    Entertainment: ট্রেনের নীচে কাটা পড়ছিলেন, অভিনেত্রীকে প্রাণে বাঁচাতে গিয়ে যা করলেন অভিনেতা...

    ১৫ বছরের বিরতির পর বড় পর্দায় ফিরে এলেও মঞ্জু ওয়ারিয়ারের অভিনয় জীবন প্রথম দিকে আশানুরূপ গতি পায়নি। তা সত্ত্বেও তিনি আজও কেরালার ঘরে ঘরে পরিচিত একটি নাম। তার কারণ স্পষ্ট, ক্যারিয়ারের প্রথম পর্বে তার অসাধারণ অভিনয় এখনও মালায়ালিদের হৃদয়ে অম্লান হয়ে আছে।

     



  • Jul 21, 2025 13:56 IST

    Actor Passed Away: সপ্তাহের শুরুতেই খারাপ খবর, প্রয়াত অভিনেতা টম..

    শুধু সিনেমা কিংবা সিরিজের না, তিনি ছিলেন স্টেজ এক্টর এবং থিয়েটারে আর্টিস্টও। প্রসঙ্গে মিশন ইম্পসিবল খ্যাত টম ট্রুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। তাঁর মৃত্যুর খবর, সম্পর্কে নিশ্চিত তাঁর PR এজেন্সি। কোন কোন ছবিতে কাজ করেছেন তিনি? তাঁর দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিনয়জীবনে, ট্রুপ ৭৫টিরও বেশি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অংশগ্রহণ করেছেন।



  • Jul 21, 2025 13:15 IST

    Anupam Kher: 'মিনিস্কার্ট পরা ওই মেয়েটার পিছনে...', প্রেম নিয়ে গোপন কথা ফাঁস করলেন খোদ অনুপম

    Anupam Kher School Life: স্কুলজীবনের স্মৃতিচারণ করে একটি মজার ঘটনার কথা বলেন অনুপম খের। মিনিস্কার্ট পরা একটি মেয়ে কী ভাবে তাঁর মন দখল করেছিল স্কুলজীবনের সেই গল্প শেয়ার করেন অভিনেতা। অনুপম বলেন, 'একটা মেয়ে ছিল যে সেই সময় মিনি স্কার্ট পরত। আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে ওর পিছনে হাঁটতাম। আমাদের সময় প্রেম নিবেদনে অনেকটা সময় লাগত। ভালবাসা বিষয়টা কী সেই ব্যাপারে আমাদের বিশেষ জ্ঞান ছিল না। আমরা কেমন যেন প্রেমে পড়ে যেতাম, তবে ভালবাসায় ডুবে যেতাম না।'



  • Jul 21, 2025 12:39 IST

    Emiway Bantai Viral Stunt: স্ট্যান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের মারাত্মক স্টান্ট! ব়্যাপারের ভিডিও ঘিরে শোরগোল

    Rapper Emiway Bantai: এমিওয়ে বান্তাইয়ের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে সেই স্টান্টের দৃশ্য। টয়োটা SUV থেকে যে ভাবে রাস্তায় ছিটকে পড়লেন এমিওয়ে দেখলে শিউরে উঠবেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'স্টান্টটা ভুল হয়ে গেল। পুরো এপিসোড খুব শীঘ্রই আসছে।' কয়েক সেকেণ্ডের এই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। ভক্তরা তো রীতিমতো আঁতকে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে এ কী মারাত্মক স্টান্ট করছেন ব়্যাপার এমিওয়ে বান্তাই!



Entertainment News Entertainment News Today বিনোদনের খবর