Entertainment Latest Highlights: চলে গেলেন ভারতীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Actor Passed away

প্রয়াত কিংবদন্তি Photograph: (ফাইল চিত্র)

Entertainment Latest Live News Updates: আচমকাই সব শেষ। কাউকে কিছু না জানিয়েই তিনি চলে গেলেন না ফেরার দেশে। কেউ কোনও খোঁজ পর্যন্ত রাখেনি। এমনকি, কেউ এমনটা জানতেও পারলেন না, যে এই কিংবদন্তি বলিউডের নানা বিখ্যাত ছবিতে গান গেয়েছেন। এমনকি, ভারতের নাইটেঙ্গল লতা মঙ্গেশকরের সঙ্গেও তিনি কাজ করেছেন এবং গান গেয়েছেন। সেই প্রতিভাই চলে গেল পরলোকে। চাঁদনি ছবিতে একটি গানে তাঁর গলা শোনা গিয়েছিল।

Advertisment

 

 

  • Jul 25, 2025 17:54 IST

    OTT Apps Banned: পর্নোগ্রাফি নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের, কোন কোন প্ল্যাটফর্ম এবার বন্ধ হওয়ার পথে?

    ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) সম্প্রতি যৌন স্পষ্ট এবং আপত্তিকর কনটেন্ট প্রচার করার অভিযোগে ২৫টি ওটিটি অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই অ্যাপ এবং ওয়েবসাইটগুলির অ্যাক্সেস সম্পূর্ণভাবে ব্লক করে দেয়।



  • Jul 25, 2025 17:25 IST

    বাংলা মেগা 'বুলেট সরোজিনী'র স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কী জানাচ্ছেন অভিনেত্রী মল্লিকা?

    পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার ম্যাকনেল স্টুডিও-তে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছে স্টুডিও। অগ্নিকাণ্ডের জেরে এই ধারাবাহিকের সেটে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের মতো কোনও মারাত্মক ঘটনা ঘটেছে? সেই খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল এই ধারাবাহিকের অভিনেত্রী মল্লিকা রায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানান, 'আমাদের বুলেট সরোজিনীর সেট কোনওভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। খুব শীঘ্রই ধারাবাহিক শেষ হয়ে যাবে। তাই এখন ব্যাঙ্কিংয়ের কাজ চলছে। আজ আমাদের শুটিং বন্ধই ছিল। এই স্টুডিওতে তো অনেকগুলো ফ্লোর আছে। যেখানে দুই শালিক, মালাবদলের শুটিং হয়েচিল সেটা পুড়ে গিয়েছে। আগামীকাল আবার শুটিং হওয়ার কথা আছে।'



  • Advertisment
  • Jul 25, 2025 17:04 IST

    Bengali Movie: বাংলা ছবিতে 'থ্রি ইডিয়টস' খ্যাত বলিউড তারকা, বিপরীতে কোন টলি অভিনেত্রী?

    মুম্বইয়ের তারকাদের বাংলা সিনেমায় অভিনয় নিয়ে বাঙালি দর্শকের মধ্যে বরাবরই একটা আলাদা উত্তেজনা দেখা যায়। আর বাংলা ছবির দর্শকের সেই উন্মাদনা উসকে দিলেন পরিচালক এম এন রাজ। সৌজন্যে তাঁর আপকামিং মুভি 'ভালবাসার মরশুম'। এই ছবির হাত ধরে টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। হ্যাঁ, বাংলা ছবিতে প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন। এই খবর প্রকাশ্যে আসতেই বাংলা ছবির দর্শকের মধ্যে খুশির জোয়ার। 'থ্রি ইডিয়টস' খ্যাত শরমনের মুখে শোনা যাবে ঝরঝরে বাংলা। 



  • Jul 25, 2025 15:26 IST

    Singer Passed Away: বলিউডের কিংবদন্তির জীবনাবসান, হঠাৎই চলে গেলেন সঙ্গীতশিল্পী

    আচমকাই  সব শেষ। কাউকে কিছু না জানিয়েই তিনি চলে গেলেন না ফেরার দেশে। কেউ কোনও খোঁজ পর্যন্ত রাখেনি। এমনকি, কেউ এমনটা জানতেও পারলেন না, যে এই কিংবদন্তি বলিউডের নানা বিখ্যাত ছবিতে গান গেয়েছেন। এমনকি, ভারতের নাইটেঙ্গল লতা মঙ্গেশকরের সঙ্গেও তিনি কাজ করেছেন এবং গান গেয়েছেন। সেই প্রতিভাই চলে গেল পরলোকে। চাঁদনি ছবিতে একটি গানে তাঁর গলা শোনা গিয়েছিল।



  • Jul 25, 2025 14:36 IST

    Tollywood Actor Injured: স্টান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের...! স্ট্যান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে টলিউড স্টার

    ফের শুটিং সেটে ফের আহত হওয়ার ঘটনা। টলিউড অভিনেতা Adivi Sesh ও তাঁর সহ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর দুজনেই তাঁদের আপকামিং অ্যাকশন থ্রিলার মুভি 'Dacoit' সিনেমার শুটিংয়ের সময় চোট পেয়েছেন। এই ছবিতে একাধিক অ্যাকশন সিক্যোয়েন্স রয়েছে। তেলুগু ৩৬০-এর রিপোর্ট অনুযায়ী, মারকাটারি অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে শুটিং সেটে পৌঁছে গিয়েছে চিকিৎসা সহায়ক।



  • Jul 25, 2025 13:51 IST

    Mandarmani Kidnapping: মন্দারমণি বিচে হাড়হিম করা ঘটনা, ফিল্মি কায়দায় বন্দুক ঠেকিয়ে বাঙালি পরিচালককে অপহরণ

    Music Director Kidnapped From Mandarmani: টকিট কেটে বা টাকা খরচ করে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে থ্রিলার মুভি বা সিরিজের স্বাদ আস্বাদন করে দর্শক। কিন্তু, যখন সিনেমার পর্দার সেই চেনা ছবি বাস্তবে কারও জীবনে ঘটে যায় তখন? লাল কাঁকড়ার বিচে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে সেইরকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পরিচালক শ্রীকান্ত জার (প্রিন্স)। কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে বন্দুক দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় শ্রীকান্তকে। টিমের সদস্যরা মন্দারমণি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মন্দারমণি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 



  • Jul 25, 2025 13:24 IST

    Entertainment Death news: আত্মহত্যা করলেন সেলিব্রিটি শেফ! বড় খবরে তোলপাড়...

     জনপ্রিয় সেলিব্রিটি শেফ ও ফুড নেটওয়ার্ক তারকা অ্যান বারেলকে, ১৭ জুন নিউ ইয়র্কের ব্রুকলিনে নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছালেও তাকে আর বাঁচানো যায়নি। নিউ ইয়র্ক সিটির চিফ মেডিকেল এক্সামিনার অফিস থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যানের মৃত্যুর কারণ ছিল অ্যালকোহল ও প্রেসক্রিপশন ড্রাগের বিপজ্জনক সংমিশ্রণ। 



  • Jul 25, 2025 12:35 IST

    Hollywood: সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি! শরীর থেকে রক্তক্ষরণ হতে শুরু করে জনপ্রিয় মডেলের

    Hollywood: মডেল ও ব্যবসায়ী হেইলি বিবার সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে তার মাতৃত্বযাত্রা, প্রসবকালীন অভিজ্ঞতা এবং সন্তান জন্মের পরের মানসিক টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন। RHODE-এর প্রতিষ্ঠাতা বলেন, তার গর্ভাবস্থার শেষ ধাপে একটি বিপজ্জনক মোড় আসে, মরতে মরতে বাঁচলেন তিনি। 



  • Jul 25, 2025 12:05 IST

    Urfi Javed-Lip Filler: লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?

    ঠোঁটে ইনজেকশন দেওয়ার মুহূর্তটা দেখে শিউরে উঠেছে নেটনাগরিকরা। তিন-চারদিন পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট শেয়ার করলেন উরফি। কয়েকটি ছবি আর ভিডিও শেয়ার করে দেখালেন মুখের বর্তমান পরিস্থিতি। যা দেখে উরফিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা। নীল-সাদা চেকের ছোট্ট একটি পোশাকে বেশ 'কিউট' উরফি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'সত্যি বলছি ট্রোল আর মিম দেখে হাসি ধরে রাখতে পারিনি! এবার দেখুন আমার মুখের বর্তমান চেহারা। ফিলার বা ফুলে যাওয়া ছাড়াই আমার মুখ। যদিও এভাবে নিজের মুখ বা ঠোঁট দেখার অভ্যেস নেই আমার। তবে একটা কথা বলি, এখানে আমি লিপ প্লাম্পার ব্যবহার করেছি।'



Entertainment News Entertainment News Today