/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-husband-2025-06-28-13-32-25.jpg)
Entertainment Latest Live News Highlights
Shefali Jariwala Death: শেফালির প্রয়াণের একমাস পূর্তির আগেই সেরে ফেললেন আরও একটি বিরাট কাজ। স্ত্রীর অনুপস্থিতি যাতে কোনওভাবেই মনকে কষ্ট না দেয় তাই ঘরের প্রতিটি কোণে লাগিয়ে ফেললেন শেফালির ছবি। হ্যাঁ, স্বামী-স্ত্রী আর পোষ্য সিম্বার সঙ্গে কাটানো শেফালির সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করেছন পরাগ। বাড়ির প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে শেফালির সেই মিষ্টি হাসি। যেদিকেই তাকাবেন সেদিকেই নজরে আসবেন শেফালি। এভাবেই প্রতি মুহূর্তে প্রাণের চেয়ে প্রিয় মানুষটিকে আগলে রেখেছেন পরাগ। সেই আবেগঘন মুহূর্তের একটি রিল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
-
Jul 26, 2025 19:49 IST
Uorfi Javed ছিপছিপে গড়ন পেতে কী করেছিলেন উরফি? জানলে চমকে যাবেন।
সোশ্যাল মিডিয়া সেনসেশন ও অভিনেত্রী উরফি অনশুলা কাপুরের ইউটিউব শো ‘Bunkk with Uorfi’-তে। তিনি বলেন, 'আমি ৩-৪ বছর আগে বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হই। খাওয়াদাওয়া পুরোপুরি বন্ধ করে দিই। একেবারে ছিপছিপে হয়ে যেতে চেয়েছিলাম। তাই আমি খাওয়াদাওয়া একদম বন্ধ করে দিই। দিনে ৩-৪ টুকরো চিকেন খেতাম আর ব্যায়ামও করতাম না। শুধু দৌড়াতাম।' অনশুলা উরফিকে জিজ্ঞেস করেন, এত কম খেয়ে তিনি কীভাবে কাজ করতেন বা শক্তি পেতেন? তখন উরফি বলেন, 'মানসিকভাবে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সবসময় মেজাজ গরম থাকত, যে কোনও কথায় বিরক্তি প্রকাশ করতাম। কেউ কথা বললেই বলতাম আমার সঙ্গে কথা বলছো কেন?'
-
Jul 26, 2025 18:27 IST
Bengali Serial Lokkhi Jhanpi: বাংলার প্রথম মহিলা ব্যাঙ্কারের গল্প! সৌরভ-শুভস্মিতার যুগলবন্দিতে আসছে 'লক্ষ্মী ঝাঁপি', জানুন দিনক্ষণ
নতুন মেগা ' লক্ষ্মী ঝাঁপি'
'লক্ষ্মী' এই শব্দটি যেন নারীদের ঘরোয়া নীরব ত্যাগের এক প্রতীক। কিন্তু, এর সঙ্গে যখন জুড়ে যাচ্ছে 'ঝাঁপি' তখন লক্ষ্মী শব্দের ওজনটাও বেড়ে যায়। স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি' সেইরকমই এক নারীর সাহসী পথচলার কাহিনি। চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে নতুন আর্থিক বিপ্লবের মুখ হয়ে ওঠার গল্প বলবে এই নতুন মেগা। আগামী ৩০ জুলাই সপ্তাহে সপ্তাহে সাত দিন সন্ধ্যা সাড়ে ছ'টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই নতুন জুটির নতুন গল্প লক্ষ্মীর ঝাঁপি। প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী।
-
Jul 26, 2025 17:51 IST
Anupam Kher Property: সম্পত্তির লোভে ঘরছাড়া করতে পারেন সৎপুত্র, আতঙ্কে কী সিদ্ধান্ত অনুপমের? জানলে তাজ্জব বনে যাবেন
দ্য পাওয়ারফুল হিউম্যানস পডকাস্টে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বলেন, 'আমার বাড়ি কেনার মতো সামর্থ্য আছে তবুও আমি ভাড়া বাড়িতে থাকি।' বাড়ি না কিনে ভাড়ায় থাকার নেপথ্য কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ করলেন। অভিনেতার মতে, 'একজন মানুষ মারা গেলে তাঁর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা যায়। টাকা ভাগ করাটা অনেক সহজ কিন্তু বাড়িঘর নিয়ে খুব সমস্যা হয়। আমি অনেক বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। কারও ছেলে মা-বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন তো কেউ বা জোর করে সম্পত্তির কাগজে সই করিয়ে নিয়েছেন। এসব ঘটনার যাতে আমার পরিবারে না ঘটে সেই চেষ্টাই করছি।'
-
Jul 26, 2025 17:12 IST
Dev-Subhashree: ধূমকেতু মুক্তির আগে শুভশ্রীর 'নাইট শিফট', মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা দেবের?
দিনভর ব্যস্ততার পর শুক্রবার রাতে অনুসন্ধান-এর স্ক্রিপ্টে মনোনিবেশ করেছিলেন। সেই মুহূর্তের টুকরো ছবি শেয়ার করে ইনস্টা স্টোরির ক্যাপশনে লিখেছেন 'নাইট শিফ্ট'। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম শশব্যস্ত তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সে কথা অনস্বীকার্য। অভিনব কায়দায় ধূমকেতুর গান 'মা'-এর প্রচার করলেন সুপারস্টার দেব। মায়ের সঙ্গে বিমানযাত্রার মাধ্যমে গানের প্রমোশনের প্রশংসা কুড়িয়েছেন।
-
Jul 26, 2025 16:16 IST
'ডালের পেস্ট-বেসন লাগালে...', দেড় বছরের যমজকন্যার গায়ের রং নিয়ে চর্চা, ক্ষোভ উগরে রুবিনা বললেন...
অভিনেত্রী রুবিনা দিলাইক সম্প্রতি জানিয়েছেন তাঁর যমজ কন্যাসন্তানদের গায়ের রং নিয়ে প্রায়ই তুলনা করা হয়। কিন্তু তিনি এসব একদমই মেনে নিতে নারাজ। একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন গায়ের রং ফর্সা হোক বা শ্যামলা মা হিসেবে দুই মেয়েই সমান সুন্দর। রুবিনার সাফ জবাব, 'আমার দুই মেয়েই সুন্দর, ফর্সা না শ্যামলা সেটা গুরুত্বপূর্ণ নয়'।
-
Jul 26, 2025 15:50 IST
Laapataa Ladies-Bengali Serial: বলিউডের বউ বদলের গল্প এবার বাংলা ধারাবাহিকে, 'লাপাতা লেডিজ'-র টেলি সংস্করণে অভিষেক কন্যা
ঘোমটার আড়ালে বউ বদলের গল্প 'লাপাতা লেডিজ'। এবার ঘোমটার গ্যাঁড়াকলে বউ বদলে যাওয়ার গল্প বাংলা মেগায়। জি বাংলার নতুন ধারাবাহিক 'কনে দেখা আলো'। এই সিরিয়ালের মাধ্যমে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের। প্রাথমিকভাবে প্রোমো থেকে অনুমান লাপাতা লেডিজের আদলেই নির্দিষ্ট সময়ে ড্রইং রুমে বাংলা মেগার দর্শকের কাছে পৌঁছে এই নতুন ধারাবাহিক। ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্পই কনে দেখা আলো।
-
Jul 26, 2025 15:05 IST
Shweta Tiwari: চরম দুর্দশা স্টার কিডের, টাকার জন্য বাথরুমও পরিষ্কার করতেন শ্বেতার মেয়ে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি শ্বেতা তিওয়ারি তাঁর মেয়ে পলক তিওয়ারি-কে বড় করে তোলার অভিজ্ঞতা শেয়ার করেছেন। পর্দার প্রেরণা বলেন, 'আমি ওকে প্রতিমাসে একটা নির্দিষ্ট খরচের টাকা দিতাম। যেমন ২৫,০০০ টাকা, তবে সেক্ষেত্রেও একটা নিয়ম ছিল। যদি বেশি খরচ করতে চাইত তাহলে ওকে ঘরের কাজ করতে হত। আর কাজের তালিকাও ছিল নির্দিষ্ট। বাথরুম পরিষ্কার করলে ১০০০ টাকা, বিছানা গুছিয়ে রাখলে ৫০০ টাকা, থালা পরিষ্কার করলে ১০০০ টাকা।'
-
Jul 26, 2025 14:22 IST
Payal Malik- Maa Kali Controversy: মা কালীর রূপ ধারণ করতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, কটাক্ষের মাঝে হাসপাতালে পায়েল!
প্রতিদিন নিত্য নতুন কনটেন্ট পরিবেশনের লোভে দুদিন আগে ভ্লগে মা কালী সেজে ভিডিও পোস্ট করতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। পায়েলের বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ আনা হয়। ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে পাটিয়ালার মা কালীর মন্দিরে ছুটে যান। কিন্তু, চোখের জলে চিড়ে ভেজেনি। ট্রোলের যন্ত্রণা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন পায়েল মালিক। শারীরিক অবস্থা বেশ সিরিয়াস হয়ে যায়। দেরি না করে পায়েলকে হাসপাতালে নিয়ে যান আরমান।
-
Jul 26, 2025 13:54 IST
Ruchi Gujjar: প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ, তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী রুচি
Ruchi Gujjar News: প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রী। মুম্বইয়ের ওশিওয়ারা থানায় দায়ের হয়েছে এফআইআর-ও। অভিনেত্রী রুচি গুজ্জারকে ২৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ওশিওয়ারা পুলিশ।