/indian-express-bangla/media/media_files/2025/07/28/cats-2025-07-28-12-39-22.jpg)
Entertainment Latest Live News Update
Saheb-Susmita On Viral Video: সাহেবের বক্তব্য, ২০ বছর সততার সঙ্গে কাজ করছি। এইরকম বিতর্কিত বিষয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য নয়। আমি ছিলাম আছি থাকব। এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না। কাজের ক্ষেত্রে এই ঘটনা কোনও প্রভাব ফেলেনি।' সুস্মিতা জানান, 'এখন আর এগুলো নিয়ে আমি ভাবিনা। ভাল-খারাপ সবটাই মেনে নিয়েছি। সবাই যে সবসময় ভাল বলবে এমনটা তো নয়, খারাপ কথা বলার লোকেরও অভাব নেই। যাঁরা আমাকে আমার কাজকে ভালবাসেন তাঁদের ভালবাসা-আশীর্বাদটাই তো সেরা প্রাপ্তি। খারাপ বিষয় নিয়ে ভাবলে কাজের প্রতি মনোসংযোগ নষ্ট হবে।'
-
Jul 28, 2025 18:34 IST
Rituparna sengupta-Sreemoyee Chattoraj: 'ঋতুদি প্রতিশ্রুতি দিলে...', ঋতুপর্ণার পরবর্তী ছবিতে শ্রময়ী! কী বললেন অভিনত্রী?
শ্রীময়ীকে ঋতুপর্ণা সেনগুপ্তের পরবর্তী ছবিতে দেখা যাবে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। তিনি বলেন, 'সেদিন ঋতুদি নিজেই বলেছিলেন ওঁর পরের ছবিতে আমাকে সুযোগ দিতে পারেন। কিন্তু, ওই কথার সূত্রপাত ওখানেই শুরু ওখানেই শেষ। আমি কিন্তু, এরপর একবারও ঋতুদিকে এই বিষয়ে কিছু জানতে চাইনি। কারণ ঋতুদি প্রতিশ্রুতিবদ্ধ। ঘরে-বাইরে যেভাবে সামলান তা সত্যিই প্রশংসনীয়। যেটা উনি একবার বলেন সেটাই করেন। এখন সবটাই সময়ের উপর নির্ভর করছে।'
-
Jul 28, 2025 17:47 IST
Bengali Actress Riya Ganguly: বাবা-মাকে হুমকি-বাড়ির দরজা ভাঙার হুঁশিয়ারি, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই বিপদে রিয়া
অভিনেত্রীর অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই রিয়ার বয়স্ক বাবা-মাকে হুমকি দিচ্ছেন অরিন্দম। বাড়ির দরজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন অভিনেত্রীর স্বামী। রিয়ার বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ এনেছেন তাঁর স্বামী অরিন্দম। লাইভে সেই বিষয়টা স্বীকার করে রিয়ার সাফাই, ওই ফোন অনেক সত্য লুকিয়ে আছে। রুমেলিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রিয়া বলেছেন, আজও আইন মেয়েদের পক্ষে। দুজনেই মেয়ে কিন্তু, ন্যায়ের পক্ষেই হবে সঠিক বিচার। রুমেলিকে একপ্রকার সতর্কবার্তা দিয়ে অভিনেত্রী বলছেন, পরকীয়ার সম্পর্ক কোনওদিন টেকেনি, তারঁও টিকবে না। আরও বিস্ফোরক, রুমেলি শুধুমাত্র সম্পত্তি আর অরিন্দমের মোটা মাইনের লোভেই এই সম্পর্কে জড়িয়েছেন।
-
Jul 28, 2025 15:32 IST
Suniel Shetty: সন্তানের দায়িত্ব শুধুই মায়েদের! সুনীলের বিতর্কিত মন্তব্যে পুরুষতান্ত্রিক গন্ধ?
স্বামী স্ত্রীর মধ্যে, কার বাচ্চার দায়িত্ব নেওয়া উচিত? আবারও নিজের মন্তব্যের কারণে ফেঁসেছেন সুনীল শেট্টী। সন্তানের প্রতি দায়িত্ব বণ্টন নিয়ে তিনি সরব হয়েছিলেন। এমনকি কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল, তার মেয়েকে নিয়ে বড়াই করতে। আথিয়া, সন্তানের মা হওয়ার পর, তিনি অভিনয় জীবনে ইতি টেনেছেন বলেই জানা গিয়েছে। এমনকি, এও জানা গিয়েছে সিনে-দুনিয়ায় আর তার কোনও আগ্রহ নেই। আর এবার সুনীল বললেন, মায়ের-ই উচিত...
-
Jul 28, 2025 15:00 IST
Entertainment News: শ্রুতিকে ডিভোর্স না দিয়েই নতুন শুরু! দ্বিতীয় বিয়ে করেই প্রেগন্যান্সি ঘোষণা অভিনেতার স্ত্রীর
Madhampatty Rangaraj Second Wife: ২৭ জুলাই, রবিবার সকালে মন্দিরে তাঁদের বিয়ের ছবি শেয়ার করে দাম্পত্যে সিলমোহর দিলেন অভিনেতা। তার কিছুক্ষণের মধ্যেই আরও একটি পোস্টে জানান, তাঁরা নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন। এই খবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। একইসঙ্গে শুরু হয়েছে নতুন বিতর্কও। রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজের দাবি এখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। স্বামী-স্ত্রীর ছবি পোস্ট করে মধমপট্টি রঙ্গরাজের নববধূ জয় ক্রিজিল্ডার লিখেছেন, মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ। অপর একটি পোস্টে মিসেস রঙ্গরাজ লেখেন, '২০২৫-এ আমাদের সন্তান আসছে। আমরা অন্তঃসত্ত্বা, ছ'মাসের প্রেগন্যান্ট।'
-
Jul 28, 2025 14:01 IST
Bengali Actress Pregnant: 'এতদিনে বেবি এসে যাওয়ার কথা কিন্তু...', কোন বিশেষ কারণে যন্ত্রণা সহ্য করছেন মম টু বি অহনা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অহনা বলেন, 'এতদিনে তো আমার বেবি এসে যাওয়ার কথা। কিন্তু, আমি একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছি। নিউমারোলজি অনুযায়ী একটা তারিখে আমি বিশ্বাসী। সেটা এখন বলব না (হাসি)। অগাস্টের প্রথম সপ্তাহেই হয়ত মা হিসেবে আমার নতুন জার্নি শুরু হবে। কিন্তু, ওই দিনটা পর্যন্ত অপেক্ষা করা যাবে কিনা সেটাই ভাবার বিষয়। আসলে এই সময় তো প্রতি মুহূর্তে শারীরিক নানা পরিবর্তন ঘটতে থাকে। সবটাই ভগবানের উপর!'
-
Jul 28, 2025 13:36 IST
Aamir Khan: দলে দলে ঢুকলেন IPS-অফিসার! আমিরের জীবনে ঘোর বিপদ?
Aamir Khan: তিনি আমির খান। তাঁকে দিয়ে সবকিছুই সম্ভব। কিছুদিন আগেই তিনি সিতারে জমিন পরের সাফল্যে আনন্দে আত্মহারা ছিলেন। এমনকি, এই ছবি রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছিল। বহুদিন পর আমিরের কোনও ছবি দেখে অনেকেই প্রশংসা করেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন সব বাচ্চাদের নিয়ে অনেকদিন পর আমির ছবি বানিয়েছিলেন। এবং তার মধ্যেই তিনি জানান মহাভারত নিয়ে তিনি ছবি বানাচ্ছেন। ওটাই তার ড্রিম প্রোজেক্ট।
-
Jul 28, 2025 12:43 IST
Bengali Movie: সংসার সামলাতে গোপনে কোন কাজ? স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির জেরে ভেঙে যাবে সব্যসাচীর সংসার!
মানস সরকারের গল্প অবলম্বনে ছবি বানিয়েছেন পরিচালক আলোক দে। তাঁর নির্দেশনায় 'দর্শক'-এ সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা সরকার।' আসন্ন ছবি দর্শক-এ নিজের চরিত্র প্রসঙ্গে সব্যসাচী বলেন, 'ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। তারপর যখন চরিত্রটা শুনলাম চিত্রনাট্য পড়লাম কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। পরিচিতমহলে কাজ করতে বরাবরই ভালো লাগে।'