Entertainment Latest News Highlights অঙ্গে বেশি পোশাক পছন্দ করতেন না? সলমনের বিগ বসে এসে তাক লাগিয়েছিলেন 'বেওয়াচ' তারকা..

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest News Highlights

Advertisment

বেওয়াচ থেকে বিগ বস: সাংস্কৃতিক সংঘর্ষ?

পামেলার ভারত সফর ছিল বিতর্কে ঘেরা। তার খোলামেলা পোশাক নিয়ে দেশীয় মিডিয়ায় প্রশ্ন উঠেছিল। এই উপস্থিতি কি আদৌ ভারতের প্রাইম টাইম পারিবারিক টেলিভিশনের জন্য উপযুক্ত? তবে শো কর্তৃপক্ষ মশলাদার কন্টেন্টের জন্যই একাজ করেছিল। বিগ বসে ঢোকার আগে পামেলা বলেছিলেন, “আমি ঘরের বেশ কিছু কাজ করতে পছন্দ করি, বাড়িতেও করি। তাই তেমন কোনও সমস্যা হবে না।” এরপর তিনি বিগ বস হাউসে এক ঐতিহ্যবাহী সাদা শাড়ি পরে সকলকে চমকে দেন। কিন্তু তার পোশাক নিয়ে আবার শুরু হয় নতুন বিতর্ক। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়, তাকে যিনি স্টাইল করেছিলেন তিনি জানান, পামেলা বেশি কাপড় পছন্দ করেন না এবং অনেকটা ‘ক্লাস্ট্রোফোবিক’ বোধ করেন। “তিনি নাকি পোশাক নিয়ে খুব সংবেদনশীল।" 

  • Aug 02, 2025 17:47 IST

    Actor Death: ৫১-তেই নিভল জীবন প্রদীপ! হোটেল থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার নিথর দেহ, গভীর শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

    Kalabhavan Navas Found Dead In Hotel: বিনোদন জগৎ-এ ফের মৃত্যসংবাদ। প্রয়াত বিশিষ্ট মালায়ালি অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভবন নাভাস। চোট্টানিকরায় হোটেলর ঘরে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় খ্যাতনামা মালায়ালি অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভবন নাভাসের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে নাভাসের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোকজ্ঞাপন বার্তায় লেখেন, 'চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ কালাভবন নাভাসের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। মিমিক্রির মাধ্যমে অভিনয় জগৎ-এ প্রবেশ করে তিনি অভিনয়ের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। মঞ্চে তাঁর অনবদ্য উপস্থিতি অসংখ্য দর্শকের মন জয় করেছে। তিনি ছিলেন এক জন প্রগতিশীল শিল্পী। আমি ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।'



  • Aug 02, 2025 15:57 IST

    Subhrajit Mitra 'ভাল পরিচালকের সংখ্যা বাড়ছে...', ডিপ ফ্রিজ জাতীয় পুরস্কার জিততেই অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরচালক শুভ্রজিৎ

    শুভ্রদিৎ বলেন, 'অর্জুনের ডিপ ফ্রিজ-এর শ্রেষ্ঠ বাঙালি ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া সত্যিই গর্বের ও আনন্দের। অর্জুন অনেকদিন ধরেই ভাল কাজ করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে অর্জুন,  অনির্বাণ, ইন্দ্রাশিষের মতো নতুন অনেক প্রতিভা আছে। একটা প্রজন্মের পর আরও একটা নতুন প্রজন্মের জন্ম হয়। ওঁদের কাজের স্বীকৃতিটাও ভীষণ প্রয়োজন। তাহলেই ওঁরা ভবিষ্যৎ-এ আরও ভাল কাজ করার অনুপ্রেরণা পাবে। যাঁরা সিনিয়ার পরিচালক তাঁদের কাজ তো ইতিমধ্যেই প্রশংসিত ও স্বীকৃত। নতুন প্রজন্মের কাজেরও যদি প্রশংসা হয়, স্বীকৃতি পায় তাহলে সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্যই মঙ্গল। মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ থাকবে না। ভাল পরিচালকের সংখ্যা বাড়ছে, যেটা এই মুহূর্তে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব প্রয়োজন। শিক্ষিত, রুচিসম্পন্ন বাঙালি পরিচালক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার।'  



  • Advertisment
  • Aug 02, 2025 15:00 IST

    Bengali Movie National Award: 'উপর থেকে কলকাঠি নাড়িয়ে...', মায়ের মৃত্যুর পর জাতীয় পুরস্কার জিতে আবেগপ্রবণ পরিচালক অর্জুন

    অনেকটা কঠিন পথ হেঁটে ডিপ ফ্রিজ বানিয়েছিলেন পরিচালক।মাকে ছবিটি দেখানো হয়নি, তবে দূরে থেকেই ছেলের মাথায় আশীর্বাদী হাতটা রেখে দিয়েছেন। আবেগঘন পোস্টে এমনটাই লিখলেন পরিচালক অর্জুন দত্ত। সেরা বাংলা ছবি হিসেবে 'ডিপ ফ্রিজ' পুরস্কৃত হতেই সোশ্যাল মিডিয়ায় মা-কে উৎসর্গ করে আবেগপ্রবণ পোস্টে লিখেছেন, 'ডিপ ফ্রিজের শ্যুটিং শুরু হল যখন, তখন মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারি । এম এন ডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে মা চলে গেল। ডিপ ফ্রিজের ফিল্মিং, পোস্ট প্রোডাকশন এই পুরো সময়টা জুড়ে মায়ের সেই নিরন্তর যুদ্ধ। অবশেষে চলে যাওয়া। মাকে ডিপ ফ্রিজ দেখাতে পারিনি। আজ মনে হচ্ছে আমার এই জাতীয় পুরস্কার প্রাপ্তি এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা। এই পুরস্কার আমার নয়। অনেক আদর, তোমার পুচকি।' 



  • Aug 02, 2025 14:02 IST

    The Kerala Story Controversy: বাঙালি পরিচালকের সাফল্যে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কড়া জবাব জাতীয় পুরস্কারের জুরি চেয়ারম্যানের

    দ্য কেরালা স্টোরির জাতীয় পুরস্কার প্রাপ্তিতে বিস্ফোরক মন্তব্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগের জুরি বোর্ডের চেয়ারপার্সন ও পরিচালক আশুতোষ গোয়ারিকর NDTV-কে জানান,  'দ্য কেরালা স্টোরির সিনেম্যাটোগ্রাফির কাজ ভীষণ বাস্তবিক আর অসাধারণ। এই ছবি কোনওভাবেই অতিরঞ্জিত নয়। প্রকৃত ঘটনাকে ছাপিয়ে বাড়তি কোনও সংযোজন নেই। আসল বিষয়বস্তুকেই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা দ্য কেরালা স্টোরিকে পুরস্কৃত কথার সিদ্ধান্ত নিয়েছি।'



  • Aug 02, 2025 13:19 IST

    Shah Rukh Khan: বলিউডের 'বাদশা' হয়েও ৩৩ বছর পর প্রথম জাতীয় পুরস্কার, এক নজরে ' কিং' শাহরুখের ফিল্মোগ্রাফি

    এক নজরে দেখে নেওয়া যাক শাহরুখের সফল ফিল্মি কেরিয়ারের গ্রাফ। ডেবিউ মুভি দিওয়ানা-তেই ফিল্মফেয়ারের তরফে সেরা নবাগত নায়কের পুরস্কার পান শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পায়ে শাহরুখ অভিনীত দুটি ছবি বাজিগর ও ডর। প্রথম ছবিতে খল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। আর দ্বিতীয় ছবিতে শাহরুখ যেন ভয়ংকর এক 'পাগলপ্রেমী'! এরপর ১৯৯৫-তে সেই আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।  রোমান্টিক হিরো হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত। ১৯৯৮-তে আরও একবার রোম্যান্টিং কিং হিসেবে কুছ কুছ হোতা হ্যায়-তে শাহরুখের কলেজ রোম্যান্স জেন ওয়াইয়ের মনে দাগ কাটল। 

    ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত একের পর এক হিট ছবির নায়ক হিসেবে কাভি খুশি কাভি গম, দেবদাস, স্বদেশ-এর মতো ছবিতে বারবার নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরেছেন। ২০০৭-এ চক দে! ইন্ডিয়া শাহরুখের কেরিয়ারের অন্যতম সফল সিনেমা। ২০০৮-এ অনুষ্কা শর্মার সঙ্গে রব নে বনা দি জোড়ি-তে দ্বৈত চরিত্রেও শাহরুখ সুপারহিট। ২০১০-এ পর্দায় ফিরল সেই রোম্যান্টিক শাহরুখ-কাজল জুটি। 

    শাহরুখের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম, ২০১৩-এ দীপিকা পাডুকোনের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস, ২০১৫-এ প্যান ২০১৬-তে পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রেইজ ও ২০১৮-তে জিরো। ২০২৩-এ একেবারে বাদশাহী মেজাজে পাঠান-ে ভোলবদলে গ্র্যান্ড কামব্যাক কিং খানের। সেই বছর মুক্তি পেল আরও একটি সুপারহিট ছবি জওয়ান। 



  • Aug 02, 2025 12:28 IST

    The Kerala Story-National Film Awards: বিতর্ক পেরিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্তি, বাঙালি পরিচালকের সাফল্যে রেগে কাঁই মুখ্যমন্ত্রী

     দ্য কেরালা স্টোরির জন্য সেরা পরিচালক হিসেবে সুদীপ্ত সেন এবং প্রশান্তনু মহাপাত্র সেরা সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পান। তবে বিজয়নের বক্তব্য অনুযায়ী, 'এই ধরনের একটি চলচ্চিত্রকে সম্মান জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি স্পষ্টতই সেই বিভাজনমূলক আদর্শকে বৈধতা দিল। কেরালাকে একটি নেতিবাচক জায়গা হিসেবে তুলে ধরে এই ছবি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর প্রেক্ষাপটে নির্মিত।'



  • Aug 02, 2025 11:38 IST

    Rani Mukerji: 'সকল মায়েদের উৎসর্গ করলাম', ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে কেন এই বার্তা রানির?

    মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-তে দুর্দান্ত অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্তি। রানির সংযোজন, 'আমার এই জাতীয় পুরস্কারটি বিশ্বের সকল অসাধারণ মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। একজন মায়ের ভালবাসা ও তাঁর সন্তানের জন্য যে লড়াইয়ের মনোবল তা সত্যিই অতুলনীয়। ভারতীয় মায়ের গল্প, যিনি তাঁর সন্তানের জন্য একটি দেশের সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই বিষয়টা সত্যিই আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। একজন মায়ের ভালবাসা নিঃস্বার্থ আর সেটা আমি উপলব্ধি করেছি যখন নিজে মা হয়েছি। তাই এই জয়, এই সিনেমা সবকিছুই আমার জন্য খুব আবেগঘন ও ব্যক্তিগত।' 



  • Aug 02, 2025 11:13 IST

    SRK National Award: ভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'

    Shah Rukh Khan National Award For Jawan: টিম জওয়ান, পরিবার, ভক্তদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আবেগমিশ্রিত বার্তায় কিং খান বললেন, 'জাতীয় পুরস্কার প্রাপ্তি আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন মনে রাখব। জুরি, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং যাঁরা মনে করেছেন আমি এই সম্মানের যোগ্য তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই রাজু স্যার, সিড এবং বিশেষ করে অ্যাটলি স্যার ও তাঁর টিমকে জওয়ান ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং বিশ্বাস করার জন্য। আমার টিম ও ম্যানেজমেন্টের কথা না বললেই নয়। এই পুরস্কার তাঁদের ভালোবাসা ও অধ্যবসায় ছাড়া সম্ভব হতো না।'  ভক্তদের ধন্যবাদ জানিয়ে কিং খানের বার্তা, 'আমার ভক্তরা যাঁরা স্ক্রল করতে করতে আমায় দেখে একটুখানি থেমে যান তাঁদের প্রতি আমার ভালবাসা। এই পুরস্কার আপনাদের জন্য। হ্যাঁ, আমি হাত মেলে আপনাদের ভালবাসা ফিরিয়ে দিতে চাই কিন্তু এখন একটু অসুস্থ। তবে চিন্তা করবেন না, পপকর্ন নিয়ে তৈরি থাকুন। খুব শীগ্রই আবার পর্দায় ফিরছি। আপাতত এক হাতেই তৈরি।'



Entertainment News Entertainment News Today