Entertainment Latest News highlights s: মা-কে হারিয়ে শোকাচ্ছন্ন অভিনেতা...

Entertainment Latest News highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
death news today celebrity

প্রয়াত কিংবদন্তির মা...

Entertainment Latest Live News highlights:  চর্চায় ছিলেন নিজের ডিভোর্স নিয়ে। এবং, সেই গল্পে দুই তারকাই যেন কেলেঙ্কারির মুখে পড়েছিলেন। সারা বিশ্বে তাঁদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে আলোচনা হয়। আর, এবারই হাত ছাড়লেন কাছের মানুষ। চলে গেলেন অভিনেতার মা। ভীষণ মাত্রায় ভেঙ্গে পড়লেন অভিনেতা। কী প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি? 

Advertisment
  • Aug 07, 2025 17:49 IST

    Ananya Chatterjee: 'তুমি জাতীয় পুরস্কার পেয়েছ, আর রান্নাঘরে বসে বেগুন কাটছ?' কে একথা বলেন অনন্যাকে?

    বাঙলা টেলিভিশনে যে কয়েকটি আইকনিক চরিত্র নিয়ে আলোচনা করা হয়, তাঁর মধ্যে অন্যতম হল সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর লেখনীতে এই চরিত্র টেলি দর্শকদের খুব, পছন্দের হয়ে ওঠে। তাঁর থেকেও বেশি কাছের হয়ে ওঠেন অনন্যা চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় যেন ভীষণ প্রশংসা পায় সকলের কাছে। শুধু তাই নয়, এই সিরিয়াল এত জনপ্রিয়তা পায়, যে করোনা কালেও সেটি দেখানো হয়। কিন্তু, সুবর্ণলতা ধারাবাহিকের সময়, অনন্যার ভাবনা চিন্তা কী ছিল?



  • Aug 07, 2025 17:02 IST

    Hero Alom-Riya Moni: হোটেলের ঘরে প্রেমিকের সঙ্গে গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগ আনতেই বিস্ফোরক অভিনেতার স্ত্রীর

    সম্পর্কের ভাঙা কাচ জুড়তেই ফের ছন্দপতন। স্ত্রী রিয়া মনির গোপন ভিডিও ফাঁস করলেন হিরো আলম। ফেসবুক পেজে হিরো আলম সেই ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, রিয়া তাঁর প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে একটি হোলেটের ঘরে রাত কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল সেই ভিডিও। স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে হিরো আলম বলেন, 'আমাকে ডিভোর্স না দিয়ে রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন। অবৈধ পরকীয়া করে আবারও তা প্রমাণ হল।  কক্সবাজার  আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সঙ্গে।' 



  • Advertisment
  • Aug 07, 2025 16:04 IST

    Iman Chakraborty-Raktabeej 2: ইমনের নতুন গানে 'জামাই আদর' প্রসঙ্গ, আবারও সুরজিতের সঙ্গে জুটি বেঁধে কী প্রতিক্রিয়া গায়িকার?

     গতকাল রিলিজ করেছে এই বছরের অন্যতম জনপ্রিয় গান। আবারও উইন্ডোজের তরফে নতুন একটি গান এনে তাক লাগিয়ে দেওয়া হয়েছে। রক্তবীজ ২ এর এই গান, এপার বাংলা-ওপার বাংলাকে মিলিয়ে দিয়েছে। বছর দুয়েক আগে রক্তবীজ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। তারপর যেদিন থেকে এর সিকুয়ালের খবর প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই আলোচনা ছিল তুঙ্গে। এবং খেয়াল করলে দেখা যাবে, যেদিন এই ছবিতে মিমি চক্রবর্তীর নীল বিকিনি লুক প্রকাশ্যে এল, সেদিন থেকে আলোচনা আরও তুঙ্গে। 



  • Aug 07, 2025 14:45 IST

    Isha Koppikar: 'মেকআপ রুমে গিয়ে...', শুটিং সেটে চরম অপমান! কষ্টের মুহূর্ত ভাগ অভিনেত্রী ঈশার

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কেরিয়ারের গোড়াতে কী ভাবে কোরিওগ্রাফার অপমান করেছিলেন। কোরিওগ্রাফারের কটাক্ষ করে কী বলেছিলেন ঈশাকে? ডিজিটাল কমেন্টারির সঙ্গে কথোপকথনে অভিনেত্রী বলেন, 'আমার প্রথম দক্ষিণী ছবিতে অনেক নাচ ছিল। দক্ষিণের নাচ মানেই তো কঠিন কোরিওগ্রাফি। আমি তখন অভিনয়ে একেবারেই নতুন। সেই সময় এক কোরিওগ্রাফার সবার সামনে আচমকা বলেন, বলিউডের মেয়েগুলো চলে আসে, জানি না কেন এদের নিয়ে নেয়! এরা তো কিছুই পারে না। এরপর তিনি বলেন, নাচতে পারো না তো এখানে এসেছো কেন? খুব খারাপ লেগেছিল আমার। আমি মেকআপ রুমে গিয়ে কেঁদে ফেলেছিলাম।'



  • Aug 07, 2025 13:52 IST

    Ankita Lokhande: নিখোঁজ পরিবারের মানুষ, গতকাল রাতেই আসল খবর দিলেন ভিকি-অঙ্কিতা

     Ankita Lokhande: হঠাৎ করেই চিন্তার ভাঁজ ছিল কপালে। অঙ্কিতা লোখন্ডে জানিয়েছিলেন তাঁর বাড়িতে যারা সারাদিন সাহায্য করেন, বাড়িটাকে মাথায় তুলে রাখেন, সেই মানুষটার কাছের জনেরা হয়েছিলেন নিখোঁজ। তাঁকে নিয়েই চিন্তায় ছিলেন অঙ্কিতা এবং ভিকি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ঘুম উড়েছিল তাঁর। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তাঁর কি কোনও সু্রাহা হল? কী জানাচ্ছেন তিনি?



  • Aug 07, 2025 13:14 IST

    TRP This Week: টিআরপি-তে বিরাট রদবদল, প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম, কে হল বেঙ্গল টপার?

     চলতি সপ্তাহে বাংলা মেগার টিআরপি তালিকায় বিরাট রদবদল। এই সপ্তাহে সেরার সেরার মুকুট উঠল স্টার জলসার 'রাণী ভবানী'-র মাথায়। ৬.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে পরিণীতা। একটানা বেঙ্গল টপার হওয়া পরশুরাম আজকের নায়ক ঠাঁই হল তৃতীয়ে। চতুর্থ হয়েছে জগদ্ধাত্রী। পঞ্চমে নেমে এল জি বাংলার পপুলার মেগা ফুলকি, দোসর রাঙামতি তিরন্দাজ। 



  • Aug 07, 2025 12:49 IST

    Bollywood: বাড়ি থেকে পালিয়ে বিয়ে, সঙ্গী ছিল দুঃসময়, দাম্পত্যের কঠিন দিন মনে করলে কান্না পায় পর্দার রাম-সীতার?

    দেবিনা জানান, রামায়ণ ধারাবাহিকে একসঙ্গে কাজ শুরুর আগেই তারা প্রেমে পড়েন। গুরমিত বলেন, "২০০৬ সালে, যখন আমরা মাত্র ১৯ বছরের, আমরা গোপনে বিয়ে করি। যদিও আমাদের সকলকে নিয়ে বিয়ে হয় ২০১১ সালে। তাই পরের বছর আমাদের ২০তম বিবাহবার্ষিকী পালন করা হবে।" দেবিনা বলেন, "আমরা খুব অল্প বয়সে ঝুঁকি নিয়ে একসঙ্গে পথচলা শুরু করি এবং সেটা আমাদের জন্য সফল হয়েছে।" 



  • Aug 07, 2025 12:07 IST

    Rahul-Debadrita Break Up: বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রাহুল-দেবাদৃতা! আচমকা কী ঘটে গেল প্রেমিকযুগলের জীবনে?

    কলেজ প্রেম-বিচ্ছেদের গল্প

    বন্ধুত্ব, আদর্শ, রাজনীতি আর এই সবের মাঝে গড়ে ওঠা কলেজ জীবনে এক প্রেমের কাহিনি। কিন্তু, সেই প্রেম কলেজের গণ্ডি পেরিয়েই হারিয়ে যায় নাকি কালের গণ্ডি পেরিয়ে হয়ে যায় অক্ষয়? রাহুল-দেবাদৃতার জীবনের সেই গল্প এবার মিউজিক ভিডিওতে। যার উত্তর মিলবে ৮ই আগস্ট।