Entertainment Latest News Highlights ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফের 'বন্ধুত্ব', দিতিপ্রিয়ার উদ্দেশ্যে কী বার্তা শিবভক্ত জীতুর?

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
jeetu

Entertainment Latest News Highlights

Advertisment

কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছাতেই ভোলবদল দিতিপ্রিয়ার। শুক্রের সন্ধ্যায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজেদের মধ্যে বিষয়টা মিটমাট করে নিয়েছেন। অভিনেত্রী দিতিপ্রিয়া লিখেছেন, 'প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম।' প্রত্তুরে জীতু বলেন, 'আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। 
তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা। আমি সেরা, না না আমরা সেরা।'

  • Aug 09, 2025 17:50 IST

    Aparajita Adhya: 'বিয়ে কোনও সুখ নয়...', ২৮ পেরিয়ে ২৯-এ পা দিয়ে বিবাহবার্ষিকীতে কেন এমন বললেন অপরাজিতা?

    দিদিমার বলা কথা

    বিয়ের আগে আমার দিদিমা বলেছিলেন, 'বিয়ে কোনো সুখ নয়, বিয়ে হল দায়িত্ব। সেই কথাটাকেই মাথায় রেখেই আমি সংসার নামক মঞ্চে অভিনয় করতে নেমে পড়েছিলাম। এ যে এক বিশাল নাটক! চরিত্রের অভাব নেই। বাবা রে বাবা! চারপাশে সবাই বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রী। কে কে যে মঞ্চে ঢুকছে আর ডায়ালগ বলছে, বুঝতেই পারছিলাম না!'



  • Aug 09, 2025 17:13 IST

    Bengali Actress: মুসলিম দাদার সঙ্গে 'নারীর টান', কোন উপহারের সঙ্গে রাখিবন্ধন উদযাপন 'কৃষ্ণকলি' তিয়াশার?

    বাংলা মেগায় সাফল্যের সঙ্গে কাজ করে যাওয়ার পিছনে আশীর্বাদী হাতটা যাঁর তিনি তিয়াশার আরমানদা। স্টুডিওপাড়ায় সকলেই জানেন এই মানুষটি তিয়াশার জীবনে না এলে জীবনটা হয়ত এত সুন্দর হত না। তাই রাখিবন্ধন তিয়াশার জীবনে বিশেষ ভূমিকা পালন করে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তিয়াশার সঙ্গে যোগাযোগ করা হয়। তিয়াশা বলেন, 'যতই কাজ থাক আরমানদাকে রাখি পরানোর জন্য আমি সময় ঠিক বের করে নিই। এবারেও অন্যথা হবে না। সকাল থেকে একটু ব্যস্ত আছি। ভাইকে রাখি পরিয়েছি। আরমানদাকে বিকেলে আসতে বলেছি। তখন ওঁর থেকেও গিফট পাব, সেই সঙ্গে ভাইদের থেকেও অমনেক উপহার পাব (হাসি)। আমি আরমানদার জন্য একটা শার্ট কিনেছি।'



  • Advertisment
  • Aug 09, 2025 15:33 IST

    Asha Bhosle: রেকর্ডিংয়ের সময় চলে যান গীতিকার, অল ইন্ডিয়া রেডিও-তে নিষিদ্ধ গান! অতীত নিয়ে বিস্ফোরক কিংবদন্তি আশা ভোঁসলে

    Asha Bhosle-Piya tu ab to aaja: সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, তাঁর বেশ কিছু গান অল ইন্ডিয়া রেডিওতে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। পিয়া তু আব তো আজা-র রেকর্ডিং চলাকালীন গীতিকার মজরুহ সুলতানপুরি স্টুডিও ছেড়ে চলে যান।



  • Aug 09, 2025 14:29 IST

    Uorfi Javed: 'ওঁর বিয়ে ভেঙে...', ঠোঁটের ফিলার সরাতেই প্রকাশ্যে প্রেম কাহিনি, কার সঙ্গে প্রেম করছেন উরফি?

    ফিলার সরানোর পর যখন উরফির চোখ-মুখ ফুলে ঢোল সেই সময় প্রেমিক মজা করে উরফিকে বলেছিলেন সবসময়ই মুখ ফুলিয়ে রাখেন! এবার সেই প্রেমিকের পরিচয় আর পোপন রাখলেন না কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ। Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে উরফি বলেন, 'আমার প্রেমিক মুম্বিয়ের কেউ নন। ওঁর বাড়ি দিল্লি, উচ্চতা ছ'ফুট চার ইঞ্চি। দূরে থাকলেও কোনও অসুবিধা নেই। বিমানে যেতে সময় লাগে মাত্র দু'ঘণ্টা। প্রতি সপ্তাহান্তে আমি দিল্লি যাই। পাপারাজ্জিদের দেখলেই উলটো গিকে দূরে পালান। আসলে আমার প্রেমিক ভীষণ লাজুক। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন।' 



  • Aug 09, 2025 13:27 IST

    Amitabh Bachchan: অমিতাভের জীবনের 'লস্ট লাভ', জয়ার আগে কার প্রেমে পড়েন বিগ-বি? যেভাবে শেষ হয় সম্পর্ক..

    জয়া ছিলেন না অমিতাভের জীবনের প্রথম প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে খ্যাতনামা সেলিব্রিটি জীবনীকার- হানিফ জাভেরি অমিতাভ বচ্চনের প্রথম প্রেম এবং সম্পর্ক ভাঙার পেছনের কাহিনী প্রকাশ করেছেন। হানিফ জানিয়েছেন, অমিতাভের মুম্বাইয়ে আসার আগেই তিনি প্রেমে পড়েছিলেন ‘মায়া’ নামের এক মহিলার। তখন অমিতাভ কলকাতায় বার্ড অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন এবং মাসে ২৫০-৩০০ টাকা আয় করতেন। মায়া ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত এবং দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন। 



  • Aug 09, 2025 12:37 IST

    RG Kar Protest Today: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে সুস্থ সমাজ গড়ার বার্তা কিঞ্জলের, নবান্ন অভিযান ঘিরে কী বললেন হিরণ?

    অভয়ার মর্মান্তিক মৃত্যুর বর্ষপূর্তিতে রাজপথে জনজোয়ার।  হাজার কণ্ঠ জানতে চায়, 'আর কবে?'  ৮ অগাস্ট রাত দখলের ডাক দিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অভয়ার বিচার চেয়ে পথে নেমেছেন রেডিও জকি অগ্নিও। সোশ্যাল মিডিয়ায় অভয়ার বিচারের দাবি জানিয়েছেন আরজি কর ঘটনার প্রতিবাদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। ভিডিওবার্তায় নবান্ন অভিযানে অভয়ার বাবা-মায়ের পাশে সকলকে থাকার আর্জি জানিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ হিরণ। 



  • Aug 09, 2025 12:11 IST

    Kaushik Sen: ভারতের একাধিক সমস্যা থেকে মানুষের মন ঘোরাতে নতুন ইস্যুর প্রয়োজন: কৌশিক সেন

    ভারতের বিভিন্নপ্রান্তে ভাষা নিয়ে কেন উত্তপ্ত পরিবেশ? এই প্রসঙ্গে মতামত জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে বিশিষ্ট অভিনেতা কৌশিক সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন,  'ভারতবর্ষে প্রচণ্ড আর্থিক চাপ, মানুষ চাকরি হারাচ্ছে, অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে, আন্তর্জাতিক চাপ রয়েছে। এতগুলো সমস্যা থেকে মানুষের মন ঘোরানোর জন্য তো নতুন কোনও ইস্যু প্রয়োজন। কখনও যুদ্ধের আবহ তৈরি তো কখনও আবার অনুপ্রবেশ নিয়ে মাতামাতি। সর্বোপরি যাঁরা ভিন রাজ্যে বাংলা ভাষার জন্য হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা প্রকৃত অর্থে অর্থনৈতিকভাবে একেবারেই স্বচ্ছল নয়।' 



  • Aug 09, 2025 11:26 IST

    Bollywood - Raksha Bandhan: বলিউডের সুপারহিট ভাইবোন জুটি, রাখি বন্ধনের দিন দেখে নিন তাঁরা কে কে..

     রবি ঠাকুর ভাতৃত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, রাখি বন্ধন উৎসব শুরু করেন। যদিও, পরে সেটি ভাইবোনের এক মিষ্টি অনুষ্ঠানে পরিণত হয়। তারকারাও এই অনুষ্ঠানে মেতে ওঠেন। বিশেষ করে বলিউডের অনেকেই নিজেদের সমাজ মাধ্যমে এই নিয়ে ছবি পোস্ট করেন। বাঙালিদের ভাইফোঁটা যেমন এক উৎসব, ঠিক তেমনই তাঁদের কাছে রাখী বন্ধন একটি অনুষ্ঠান। 



Entertainment News Entertainment News Today