Entertainment Latest Live News Update 'ধূমকেতু রাজার মতো এসেছে', অগ্রিম টিকিট বুকিংয়ে শো হাউজফুল হতেই উচ্ছ্বসিত দেব

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
devDev subhashree film Dhumketu teaser launch entertainment News

Entertainment Latest Live News Update 

Advertisment

Dhumketu Show Houseful:  রবিবার ধূমকেতু-র প্রযোজক রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে হাজির ছিল টলিপাড়ার সেলেবরা। মুম্বই থেকে সোজা পার্টিতে যোগ দিয়েছিলেন দেব। সংবাদমাধ্যমের সামনে খুশিতে গদগদ হয়ে অভিনেতা দেব বলেন, 'ধূমকেতু আরও সফল হবে, শো বাড়বে। লড়াইটা সহজ ছিল না। প্রথমে কোনও শো পাচ্ছিলাম না, তারপর একটা বাংলা ছবির জন্য সবচেয়ে বেশি টিকিট বুকিং হচ্ছে। মানুষের বিশ্বাস-ভরসা আর ভালবাসার জন্যই এটা সম্ভব হয়েছে।' আনন্দের সঙ্গে বলেন, '১০ বছর লড়াইয়ের পর রাজার মতো এসেছে'।    

  • Aug 11, 2025 14:45 IST

    Bigg Boss: পহেলগাঁও হামলার শহিদ সেনার স্ত্রীকে নিয়ে ‘বিগ বস’-এ বিতর্কের ঝড়, যা জানা যাচ্ছে...

    Bigg Boss-Pahelgam Attack: আবারও শুরু হতে চলেছে অন্যতম জনপ্রিয় শো বিগ বস। আবারও সলমন খান ফিরছেন সঞ্চালক হিসেবে। যদিও জানা যাচ্ছে, এই অভিনেতা নাকি ৩ মাসের জন্য থাকবেন এই ভুমিকায়। তারপর অন্য সঞ্চালক আসতে আসতে পাল্টে যেতে পারে। কিন্তু, এই শো নিয়ে আবারও জলঘোলা শুরু হয়েছে। কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল এবার নাকি শুধু হিন্দি টিভি এবং সিনেমার মানুষদের নিয়েই শো করা হবে। এমনকি, ইউটিউবারদের পর্যন্ত বাদ রাখা হয়েছিল।



  • Aug 11, 2025 13:58 IST

    Sunjay Kapur Property: করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের

    সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবকে সোনা কমস্টারের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। এদিকে তো শাশুড়ি মা রানি কাপুর ছেলের মৃত্যু ঘিরে ষড়যন্ত্র-এর অভিযোগ তুলেছেন। সঞ্জয়ের মা রানি কাপুরের পাশে রয়েছেন তাঁর মেয়ে মন্ধিরা কাপুর। ভাই সঞ্জয় ও তাঁর মা রানির সঙ্গে একটি ছবি পোস্ট করে মন্ধিরা লিখেছেন, 'তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সঙ্গে নিয়ে বেঁচে আছি। তুমি যা চেয়েছিলে সেটা রক্ষা করার চেষ্টা করছি। বাবা যা স্বপ্ন দেখেছিলেন, সেটা অন্যরকম হতে পারত। ভাই যদি আজও তুমি আমাদের মধ্যে থাকতে তাহলে আরও ভাল কিছু হতে পারত।' 



  • Advertisment
  • Aug 11, 2025 13:10 IST

    Satabdi Roy Love Story: ছোটবেলায় কার প্রেমে পাগল ছিলেন শতাব্দী? সামনে দেখেও কেন মুখ ফিরিয়ে চলে এসেছিলেন?

    মেয়েবেলার প্রেম

    সিনেমা থেকে রাজনীতি, দু'ক্ষেত্রেই শতাব্দী রায় সফল। দীর্ঘদিন পর 'বাৎসরিক' ছবির মাধ্যমে বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক অভিনেত্রীর। আজও তাঁর সাবলীল অভিনয় দর্শকের মনে দাগ কাটে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় শতাব্দী রায়। একটি ভিডিও-তে বলেছিলেন মেয়েবেলায় একজবের প্রেমে পাগল ছিলেন। সেদিন অবশ্য নামটা বলেননি, তবে রবিবাসরীয় ছুটির দিনে 'প্রেমিক'-এর নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। কিশোর কুমারের ছেলে অমিত কুমারের প্রেমে হাবুডুবু খেতেন শতাব্দী। তখন বয়স ১৭-১৮ বছর। মনের কথা অমিত কুমার পর্যন্ত পৌঁছাতে পারেননি। তাই কোনওদিন অমিত কুমার শতাব্দীর ভালবাসার কথা জানতে পারেননি।



  • Aug 11, 2025 12:47 IST

    Sayak-Rani Bhabani: 'আমার সঙ্গে রাজার চরিত্রের কোনও মিল নেই', 'রাণী ভবানী'-র রাজপাটে কোন ভূমিকায় সায়ক?

    রবিবাসরীয় ছুটির দিনে রাজার সাজে হাজির সায়ক। 'রাজেশ্বরী রাণী ভবানী'-তে রাজা রাজবল্লভ-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সোমবার সন্ধ্যায় বাংলা মেগার দর্শকের ড্রইং রুমে পৌঁছে যাবেন রাজা রাজবল্লভ, সায়ক চক্রবর্তী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেতা কী বললেন? উচ্ছ্বাসের সঙ্গে সায়ক বলেন, 'এই প্রজেক্টটা যখন শুরু হয়েছিল তখন থেকেই আমার মনে হত যদি আমি এই মেগায় কোনও বিশেষ চরিত্রে কাজের সুযোগ পাই। মনের আশা মনেই রেখে দিয়েছিলাম। তবে এটা জানতাম, ভগবান আমার মনের কথা শোনেন, এবারও নিশ্চয়ই আমার ইচ্ছেপূরণ করবেন। অবশেষে আমার স্বপ্নপূরণ হল। মেগার সম্প্রচারের আগে কলকাতা শহরজুড়ে একটা বিশেষ পরিক্রমার আয়োজন করা হয়েছিল। ওটা আমি প্রমোট করেছিলাম, আর এখন সেই শোয়ে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যিই বিরাট প্রাপ্তি।'



Entertainment News Entertainment News Today