Entertainment Latest Live News Update: ৫১-তেই না ফেরার দেশে এই নায়িকা

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Live News Update

নাজ স্টারডাস্টকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, কারণ মা আমার জন্য সিনেমার কাজ নেওয়া বন্ধ করেননি আর বাবা কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। মা আমার উপার্জনের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে তাঁর স্বাচ্ছন্দ্যের জীবন ছাড়তে চাননি। আমি ছিলাম খুব ছোট, বাবা-মাকে না বলতে পারিনি। আমার জন্য ছিল না কোনো খেলাধুলা, বন্ধু, পর্যাপ্ত ঘুম বা খাবার। শুটিং শেষে ক্লান্ত হয়ে ফিরলে তাঁরা নিজেদের ঝগড়ায় ব্যস্ত থাকতেন, আমার দিকে ফিরেও তাকাতেন না। কতবার যে না খেয়ে ঘুমিয়ে পড়েছি, তার হিসাব নেই। এক গ্লাস দুধ দেওয়ার মানুষও ছিল না।" 

  • Aug 14, 2025 12:34 IST

    Dev-Subhashree Dhumketu: হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

     ১৪ অগাস্ট ধূমকেতু মুক্তির মধ্যরাতে রায়গঞ্জের শো ছিল হাউজফুল। হলের ভিতর 'দেশু'-র পোস্টারে মালা পরিয়ে ঢাক-ঢোল বাজিয়ে দেব-শুভশ্রীর ধূমকেতু সেলিব্রেশনে মেতেছিলেন ভক্তরা। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমহলের সামনে দেব-শুভশ্রী ভক্তের ঢল। তারকা জুটির প্ল্যাকার্ডের সামনে কেক কেটে আনন্দ উদযাপন অনুরাগীদের। রীতিমতো শোভাযাত্রা করেছেন 'দেশু' জুটির অনুগামীরা। হল ভিজিটে গিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ প্রযোজক রানা সরকার, রুদ্রনীল। 



  • Aug 14, 2025 12:00 IST

    Atif Aslam: শোকে মূর্ছা গেলেন শিল্পী, চলে গেলেন কাছের মানুষ

    প্রসঙ্গে আতিফ আসলাম। এই গায়ক, পাকিস্তানের হলেও ভারতে বেশ নাম করেন। এমনকি তাঁর গান মন ছুঁয়েছে ভারতীয়দের। এখানেই শেষ না। তাঁর কণ্ঠ যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। খেয়াল করলে দেখা যাবে, ভারতীয় শিল্পী কেকে-র পর তিনি পড়শি দেশের শিল্পী হলেও, জায়গা করে নিয়েছিলেন। কিন্তু, লাগাতার তাঁদের তরফে আতঙ্কবাদী হামলা এবং রাজনৈতিক ডামাডোল- পুলাওয়ামা অ্যাটাকের পর তাঁদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। এবং, কিছুমাস আগে পহেলগাঁও ঘটনার পর, আবারও সেই বিষয় চাগাড় দিয়ে ওঠে। 



  • Advertisment
  • Aug 14, 2025 11:32 IST

    Actress Car Accident: লক্ষ্মীবারে মারাত্মক দুর্ঘটনা! বাসের ধাক্কার ক্ষতিগ্রস্ত গাড়ি, কেমন আছেন অভিনেত্রী শিল্পা?

    Shilpa Shirodkar: শিল্পা শিরোদকার, একটা সময় বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। বিগ বস ১৮–এর প্রতিযোগী হিসেবেই বরং শিল্পা সকলের কাছে বেশি পরিচিত। সম্প্রতি মুম্বইয়ে একটি বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর গাড়ি। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর শ্যালিকা শিল্পা শিরোদকার সোশ্যাল মিডিয়ায় বাস সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, দায় এড়িয়ে পুরো দায়িত্ব চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুর্ঘটনার ছবি দিয়ে লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিযোগ দায়ের করতে সহায়তার জন্য মুম্বই পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। শিল্পা আরও জানান, তার সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকে নিরাপদে রয়েছেন, কেউ আহত হয়নি।



  • Aug 14, 2025 10:49 IST

    Shilpa Shetty Raj Kundra: কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, FIR দায়ের শিল্পা-রাজ কুন্দ্রার বিরুদ্ধে

    Shilpa-Raj Fraud Case: অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রির অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। ফের আইনি জটে তারকা দম্পতি। ৬০.৪৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে রাজ-শিল্পার বিরুদ্ধে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW) বুধবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জুহুর বাসিন্দা ব্যবসায়ী দীপক কোঠারি। তিনি লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর। বারংবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির থেকে টাকা ফেরত চাইলে মধ্যস্থতাকারীর মাধ্যমে জানান, কোভিড পরিস্থিতির জন্য টাকা ফেরৎ দিতে দেরি হবে। পরে অভিযোগকারী জানতে পারেন এই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে এবং তিনি প্রতারিত হয়েছেন।



  • Advertisment
  • Aug 14, 2025 10:22 IST

    Bollywood Actress: গসিপে ঘেরা গৌরব, একাধিক তারকাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, শীর্ষে থেকেও বিদায় নিলেন অভিনেত্রী

    শীর্ষে থেকেই বিদায়

    ১৯৬৮ সালে কেরিয়ারের সেরা সময়ে কাপুর পরিবারের চিকিৎসক ড. চমনলাল বালিকে বিয়ে করে বৈজয়ন্তীমালা সকলকে অবাক করেন। এরপর তিনি সিনেমা ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেন, যদিও নৃত্যের প্রতি ভালোবাসা বাঁচিয়ে রাখতে লাইভ শোতে পারফর্ম করে গেছেন। নিজের বইয়ে তিনি লিখেছেন, "আমি জীবনের সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সময়ে সিনেমা ছেড়েছি। কোনো আফসোস নেই, কারণ আমি সেরাদের সঙ্গে কাজ করেছি।"



Entertainment News Entertainment News Today