Entertainment Latest News Highlights দেব-শুভশ্রীর অসমাপ্ত প্রেমকাহিনি! হাসি-কান্না-প্রেমের নির্যাসে কেমন হল 'ধূমকেতু'?

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
devDev subhashree film Dhumketu teaser launch entertainment News

Entertainment Latest News Highlights

Dhumketu Review: 'ভানু...ভানু...ভানু...'! 'ওনাকে বলবেন ইন্দ্রবাবু এসেছিল মর্নিং ওয়াকের পার্টনার'। কখনও ভানু তো কখনও ইন্দ্রবাবু। ছকভাঙা চরিত্রে অভিনয় করতে করতে 'চ্যালেঞ্জ', 'পরাণ যায় জ্বলিয়া রে'-তে দেবের সেই চকোলেট বয় ইমেজটা একপ্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল। আজ দেবের নামের সঙ্গে জুড়েছে 'মেগাস্টার', 'সুপারস্টার' তকমা। তবে ৯-১০ বছর আগে তৈরি হওয়া ধূমকেতু-র হাত ধরে দেব যেন 'ওল্ড ওয়াইন ইন আ নিউ বোতল'-এর মতো দর্শকের দরবারে ধরা দিলেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাবনায় আরও একবার ভানুর চরিত্রে প্রিয় নায়কের 'রোম্যান্টিজিম'-এ তৃপ্ত হল দেব ভক্তদের কলিজা।  প্রেম-বিচ্ছেদ-বন্ধুত্বের এক অদ্ভুত সমাপতন 'ধূমকেতু'।  

  • Aug 15, 2025 18:30 IST

    Celebrities Birthday-Independence Day: রাখি গুলজার থেকে দর্শনা বণিক, স্বাধীনতা দিবসে জন্মদিন যে সেলেবদের

    স্বাধীনতাদিবসে জন্ম

    ১৫ আগস্ট শুধু আমাদের স্বাধীনতা দিবস নয়, একই সঙ্গে সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন। পরিচালনা, অভিনয়, সংগীতের দুনিয়ায় তাঁদের বিশেষ অবদানের জন্য স্বাধীনতা দিবসে যে সেলেবদের জন্মদিন স্মরণীয় একনজরে দেখে নিন তালিকা। রাখি গুজার থেকে দর্শনা বণিক, অয়ন মুখোপাধ্যায়, আদনান সামীর জন্ম এই দিনেই। 



  • Aug 15, 2025 17:05 IST

    Saurav Palodhi: 'আমি এই সরকারের বিপক্ষে...', শাসকদলের বিরুদ্ধে চাঁচাছোলা পোস্টে কেরিয়ারের 'অঙ্ক' বদলে ভয় নেই সৌরভের?

    সরকারের বিপক্ষে কথা বললে কেরিয়ার নষ্টের ভয় নেই? সৌরভের স্পষ্ট জবাব, 'আমার কেন ভয় করবে? স্বাধীন নাগরিক হিসেবে যে কোনও বিষয়ে মত প্রকাশ করা আমার অধিকার। এর জন্য যদি কোনও সমস্যায় পড়তে হয় তাহলে সেটা মোকাবিলা করব। কিন্তু, ভয় পেয়ে নিজের কোনও মত প্রকাশ করব না, এমনটা কখনই নয়। আমি শুধু বিচার চাওয়ার পক্ষে সুর চড়াতে রাজি নই। আমার কাছে গুরুত্বপূর্ণ কাদের থেকে বিচার চাইছি। রাস্তায় নেমে রাতদখলে আমি বিশ্বাসী, কিন্তু ভোটবাক্সে যাঁদের পক্ষে ভোট পড়ছে তাঁরা সেই বিচার পাওয়াতে কতটা সক্ষম সেটা দেখা প্রয়োজন।'



  • Advertisment
  • Aug 15, 2025 16:10 IST

    Kangana Ranaut-Dating App: 'যে মহিলারা ডেটিং অ্যাপ ব্যবহার করে তাঁদের চরিত্র...', লিভ-ইন রিলেশন নিয়ে বিস্ফোরক কঙ্গনা

    কঙ্গনার বক্তব্য, ডেটিং অ্যাপে কেবল 'লুজার'-রাই থাকে এবং এদের অনলাইন স্বীকৃতির বদলে থেরাপির প্রয়োজন। তিনি বলেন, 'আমার মতো মানুষ ডেটিং অ্যাপে পাবেন না। ওখানে পাবেন শুধু 'লুজার'-দের যাঁরা জীবনে কিছুই অর্জন করতে পারেননি। যদি অফিসে, বাবা-মা বা আত্মীয়স্বজনের মাধ্যমে কারও সঙ্গে পরিচয় না হয় এবং শেষমেশ আপনি ডেটিং অ্যাপে যান, তাহলে ভাবুন আপনার চরিত্র কেমন।'



  • Aug 15, 2025 14:13 IST

    Manali Dey Wedding Anniversary: 'কখনও বউ বলে মনে হয়নি', বিবাহবার্ষিকীতে মানালির 'মন কি বাত'

    'স্বাধীন' মানালি

    বিয়ের পর নাকি মেয়েরা আর স্বাধীন নয়! এটা একেবারেই মানতে নারাজ মানালি। তিনি বলেন, 'আমার মা, দাদু, ভগবানের আশীর্বাদে খুব ভাল শ্বশুরবাড়ি পেয়েছি। বিগত পাঁচ বছরে একটা দিনের জন্যও মনে হয়নি আমি বাড়ির বউ। আমাকে মেয়ের মতো আগলে রেখেছেন শ্বশুর-শাশুড়ি। বাবা যেমন স্বাধীনতা দিয়েছিলেন, এখানেও সেটা পেয়েছি। আর সেই জন্যই কাজটাও সুষ্ঠভাবে করতে পারি।'



  • Advertisment
  • Aug 15, 2025 13:25 IST

    Govinda-Sunita Ahuja: মন্দির সংলগ্ন দোকান থেকে কেন একাধিক মদের বোতল কিনলেন গোবিন্দার স্ত্রী? দেখুন ভিডিও

    নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন সুনীতা আহুজা। চণ্ডীগড়ের কয়েকটি মন্দির থেক প্রথম ভ্লগ শেয়ার করেছেন। সেই ভ্লগে কী দেখা যাচ্ছে? জঙ্গল ঘেরা এলাকায় অবস্থিত মহাকালী মন্দিরে যাওয়ার পর একটি মদের দোকান থেকে কয়েক বোতল মদ কেনেন। এরপর রওনা দেন পরবর্তী গন্তব্য কালের ভৈরব বাবা মন্দিরের উদ্দেশ্যে। দু'টি বোতল কেনার পর সুনিতা জানান, 'এই বোতলগুলো আমার জন্য নয়, বাবার জন্য।' তিনি আরও বলেন, 'ভাববেন না আমি নিজের জন্য কিনছি, এটা মন্দিরে পূজো দেওয়ার জন্য।' মজার ছলে সুনীতা যোগ করেছেন, 'সবাই ভাববে নিজের জন্য কিনেছি, কিন্তু এগুলো আমার জন্য নয়, ঈশ্বরের জন্য।'



  • Aug 15, 2025 12:56 IST

    Dev-Jeet Independence Day: স্বাধীনতাদিবসে জোড়া ধামাকা, খড়্গ হাতে দেব হুঙ্কার দিতেই রক্ততিলক কেটে হাজির 'বিপ্লবী অনন্ত সিং' জিৎ

    Dev-Jeet: স্বাধীনতাদিবসে দেব-জিৎ-এর ডবল ধামাকা। মুক্তি পেল দেবের আগামী ছবি রঘু ডাকাতের টিজার ও বিপ্লবী অনন্ত সিং-এর ভূমিকায় জিৎ-এর প্রথম ঝলক।



  • Aug 15, 2025 11:30 IST

    Dhumketu Box Office Collection: 'ধূমকেতু' মুক্তির পরই রেকর্ড ব্যবসা, প্রথমদিনে কত আয় করল দেব-শুভশ্রীর ছবি?

    Dhumketu 1st Day Box Office Collection: ১৪ অগাস্ট দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহুপ্রতিক্ষীত মুভি 'ধূমকেতু'। বহু ঝড়-ঝাপটা পেরিয়ে প্রাইম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রাইম টাইমে শো পেয়েছে বাংলা ছবি। এর পরই লে ছক্কা। সকাল থেকে রাত সব শো হাউজফুল। মুক্তির আগেই ২০০ শো হাউজফুল, নতুন রেকর্ড গড়ে নয়া ইতিহাস রচনা করেছে বাংলা সিনেমা। আর ধূমকেতু মুক্তির প্রথম দিনে আয় আনুমানিক ২.১০ কোটি। TollyBangla Box-Office বা TBO-এর রিপোর্ট মোতাবেক ধূমকেতুর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ২.১০ কোটি। যা বাংলা সিনেমার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। 



  • Aug 15, 2025 10:47 IST

    Independence Day-Bollywood Love Story: যুদ্ধ পরিস্থিতিতে ডানা মেলেছে ভালবাসা! দেশভাগের আবহে সেরা ৫ দেশাত্মবোধক প্রেমের ছবি

    patriotic movies-bollywood Love Story: স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি বলিউডি সিনেমাগুলিতে শুধু দেশপ্রেম বা আন্দোলনের কাহিনিই চিত্রায়িত হয় না, দর্শকের মনোরঞ্জনের জন্য চিত্রনাট্যে থাকে প্রেমের গল্পও। স্বাধীনতার অস্থির সময়ে জন্ম নেওয়া এই ভালোবাসার কাহিনিগুলো সিনেমায় যোগ করে আবেগপ্রবণ মুহূর্ত যা দর্শকের মনে দাগ কেটে যায়। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রোম্যান্স শুধু বিনোদন নয় বরং সেই সময় মানুষের জীবনের বাস্তব অনুভূতির প্রতিফলন। দর্শকও তাই দেশপ্রেমের সঙ্গে ভালোবাসার মুহূর্ত বড় পর্দায় উপভোগ করেন। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে সেইরকম পাঁচটি ছবির কথা না বললেই নয়।  



Entertainment News Entertainment News Today