/indian-express-bangla/media/media_files/2025/05/07/Im64GH7TujlZWXjSwdi1.jpg)
Entertainment Latest News Highlights
জন্মাষ্টমীর আগে মুর্শিদাবাদে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। গাড়ি সংস্থা থেকে একটি গাড়ি বুক করেছিলেন দিব্যাণী। কয়েকজন বন্ধুকে নিয়েই বাড়ির পুজোয় যাচ্ছিলেন। নৈহাটিতেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। মাথায় বেশ ভালই আঘাত পেয়েছেন। চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। বন্ধুদের মধ্যে দু'জনের চোট বেশ গুরুতর। তাঁরা নৈহাটি থেকেই ফের কলকাতায় ফিরে এসেছেন।
- Aug 16, 2025 18:10 IST
Yash-Nusrat-Janmashtami: বিচ্ছেদ চর্চাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও কাছাকাছি, জন্মাষ্টমীতে রাধা-কৃ্ষ্ণ যশ-নুসরত
আরও কাছাকাছি
আড়ি মুক্তির পর যশ প্রথম পক্ষের স্ত্রীর ছেলেকে নিয়ে বিদেশে আর নুসরত পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে যান। এরপরই শুরু হয় যশরতের বিচ্ছেদ গুঞ্জন। যদিও তাঁরা কখনই এই বিষয়ে মুখ খোলেননি। জন্মাষ্টমীতেই জানিয়ে দিলেন সত্যিটা।
- Aug 16, 2025 17:32 IST
The Bengal Files-Mamata Banerjee: 'চূড়ান্ত অরাজকতা'! কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চে ধুন্ধুমার, মমতাকে আক্রমণ বিবেকের
'দ্য বেঙ্গল ফাইলস'-র ট্রেলার কলকাতাকে প্রদর্শনের সম্মতিই দিল না মমতার সরকার। তিলোত্তমার বুকে দাঁড়িয়ে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হল কলকাতায়। শনিবার ট্রেলার প্রদর্শন চলাকালীন আকস্মিকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিবেক অগ্নিহোত্রী। সাংবাদিকদের সামনে তিনি বলেন, 'এখানে অরাজকতা চলছে। এটি একনায়কতন্ত্রের উদাহরণ।' পরিচালেকর প্রশ্ন, 'এটা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাহলে ভারতে দুটি সংবিধান আছে? একটা দেশের জন্য আরেকটা পশ্চিমবঙ্গের জন্য?'
- Aug 16, 2025 16:23 IST
Malaika Arora Second Marriage: ৬০-এ ফের বাবা হচ্ছেন আরবাজ, খবর পেতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রাক্তন মালাইকা!
৫১-এ দ্বিতীয় বিয়ে!
৬০ বছরে দ্বিতীয়বার বাবা হচতে চলেছেন আরবাজ খান। সুরহা খানের বেবি বাম্পের ছবিও এখন প্রকাশ্যে। সুখবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা। এর মাঝেই বিটাউনে আরও এক গুড নিউজ। দ্বিতীয়বার বিয়ের ইঙ্গিত দিলেন আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা। পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মালাইকার কাছে জানতে চাওয়া হয় তিনি আবার বিয়ে করতে চান? তিনি বলেন, 'কখনও না বলো না। যেমনটা আমি বলেছি, আমি ভীষণ রোম্যান্টিক। আমি প্রেমে বিশ্বাসী। আমি ভালবাসা সম্পর্কিত যে কোনও বিষয় বিশ্বাস করি। তাই কখনও না বলি না।' মালাইকার এই মন্তব্যে উচ্ছ্বসিত ভক্তরা। অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর ফের মালাইকা জীবনটা গুছিয়ে নিতে চাইছেন বলেই অনুমান অনুরাগীদের।
- Aug 16, 2025 15:18 IST
Pori Moni Son Health: 'তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...', ছেলের ধুম জ্বরের মাঝে কাদের উপর চটলেন পরি মণি?
জিডিটাল থার্মোমিটারে ১০২.৪ ডিগ্রি ফারেনহাইটের ছবি শেয়ার করে পরি মণি লিখেছেন, 'ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কুত্তার বাচ্চাগুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।' সন্তানের জ্বর নিয়ে রাতের ঘুম উড়েছে, তার মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন নেচিবাচক মন্তব্যের ঝড়ে মেজাজ হারিয়েছেন পরি মণি।
- Aug 16, 2025 14:31 IST
Dhumketu-Bangladesh: 'আমাদের অনুমতি দিন...', ভারতে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশে 'ধূমকেতু' মুক্তিতে কী পদক্ষেপ প্রযোজকের?
সোশ্যাল মিডিয়া পোস্টে ফারুকির কাছে আর্জি জানিয়ে রানা লিখেছেন, 'বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন। বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মাননীয় Chief Adviser GOB Mostofa Sarwar Farooki আমাদের আবেদন মঞ্জুর করুন। বাংলাদেশের দেব--শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।'
- Aug 16, 2025 13:21 IST
Dhumketu Box Office Collection: স্বাধীনতীদিবসে তিন কোটি পার! দ্বিতীয় দিনে কত আয় দেব-শুভশ্রীর 'ধূমকেতু'-র?
১৪ অগাস্ট মুক্তির প্রথমদিনেই দু'কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে ধূমকেতু। দেব-শুভশ্রীর ছবির আয় ২.১৮ কোটি। আর টলিউড বক্স অফিস রিপোর্ট মোতাবেক ১৫ অগাস্ট অর্থাৎ দ্বিতীয়দিনে ধূমকেতুর বক্স অফিস কালেকশন আনুমানিক ৩,০২ কোটি। উত্তরোত্তর বাড়ছে ধূমকেতুর ব্যবসা। ছবির সাফল্যে খুশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ধূমকেতুর আয়ের ছবি শেয়ার করে তিনি উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, 'আরও আরও মানুষ ছবি দেখলেন দ্বিতীয় দিনে। আজ শুক্রবার! দেখার অপেক্ষায় শনিবার ও রবিবার দর্শকদের ভালোবাসার ঢেউ আরও কত জোরে আছড়ে পড়বে! টিম ধূমকেতুর তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই।'
- Aug 16, 2025 12:26 IST
Actress Mother Death: স্বাধীনতাদিবসেই চরম দুঃসংবাদ, 'ডাকাত মা' হয়ে ধরা দিতেই মাতৃহারা রূপা
Roopa Ganguly Mother Passed away: স্বাধীনতীদিবসের দিনই অভিনেত্রী-রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায়ের জীবনে নেমে এল শোকের ছায়া। পরিবারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাতৃহারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়। মায়ের মৃত্যুসংবাদ নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন রূপার মা। অবশেষে শুক্রে সব লড়াইয়ের অবসান। না ফেরার দেশে রূপা গঙ্গোপাধ্যায়ের মা। শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মাতৃশোকে বিহ্বল রূপা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।' বাবার পর মাতৃবিয়োগে 'অনাথ' হয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায়।
- Aug 16, 2025 11:33 IST
Kangana Ranaut: 'বিবাহিত পুরুষ প্রেমের প্রস্তাব দিলে...', হৃত্বিকের নাম না করে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ক্যুইন কঙ্গনা রানাওয়াত
কেরিয়ারের শুরুতে তিনি কী ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিক থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন, 'হাউটারফ্লাই' ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে অতীত নিয়ে অকপট কঙ্গনা রানাওয়াত। ক্যুইন কঙ্গনা বলেন, 'অবশ্যই আমাকে কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম। যাঁরা ইন্ডাস্ট্রির বাইরের অংশ অর্থাৎ তারকা পরিবারের সন্তান নয় তাঁদের সঙ্গে নোংরা ও নিষ্ঠুর আচরণ করে। 'মি টু' ক্যাম্পেইনের সময় আমি সোজাসুজি বলেছিলাম, এখানে প্রচুর অত্যাচার সইতে হয়। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, অন্যক্ষেত্রেও হয়। আমি সেই জায়গাগুলোতে গিয়েছি, কাজ করেছি। ভাগ্য ভালো যে জীবনের প্রথম দিকে সুযোগ পেয়েছিলাম। কিন্তু অনেকেই আজও সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন।'