Entertainment Latest Live News Update ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩০-এ প্রয়াত মিস ইউনিভার্সের প্রতিযোগী

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
actor passed away

Entertainment Latest Live News Update

Miss Universe 17 Kseniya Alexandrova Died: বিনোদুনিয়ায় শোকের ছায়া। একের পর এক দুঃসংবাদ। বিশিষ্ট মারাঠি অভিনেত্রী জ্যোতি চন্দেকরের মৃত্যু, সেই রেশ কাটতে না কাটতেই সুপারম্যান খ্যাত টেরেন্স স্ট্যাম্পের প্রয়াণের খবর। মারাত্মক গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভার। মাত্র  ৩০ বছর বয়সে প্রাণ হারালেন এই মডেল। রাশিয়ার সংবাদমাধ্যম Hola-এর খবর অনুযায়ী, ১২ আগস্ট মৃত্যু হয়েছে ক্সেনিয়ার। দীর্ঘ একমাস জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভা।  

  • Aug 18, 2025 14:37 IST

    Uorfi javed Viral Photo: রক্তমাখা মুখ-চোখের নীচে কালি! উরফির জীবনে ঘটে গেল কোন মারাত্মক ঘটনা?

    চোখের নীচে কালি, বয়ে যাচ্ছে রক্ত! কোন মারাত্মক বিপদে উরফি? সে কথা অবশ্য নিজেই জানিয়েছেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ। ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন, 'যাঁদের বাড়িতে বিড়াল আছে তাঁরা বুঝতে পারবেন আমার সঙ্গে কী ঘটেছে। আমি সোফায় বসে ছিলাম আর আমার বিড়াল এসে একের পর এক আঁচড় দিয়ে দিল। এটা নিছক দুর্ঘটনা।' উরফির দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা। 



  • Aug 18, 2025 13:45 IST

    Actress Health Condition: ঠোঁট ফুলে মারাত্মক অবস্থা! জনপ্রিয় টেলি অভিনেত্রীর চেহারা দেখলে আঁতকে উঠবেন

    Samridhii Shukla Health Update: হিন্দি টেলিভিশনের অন্যতম পপুলার মেগা ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়। এই ধারাবাহিকে অভিরার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিচ্ছেন। রোহিত পুরোহিতের সঙ্গে অন-স্ক্রিন রসায়ন ভক্তদের মন জয় করেছে। এর মাঝেই ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ্যে জানান সমৃদ্ধি। ইনস্টা স্টোরিতে সমৃদ্ধির সমস্যার কথা শুনেই চিন্তিত ভক্তরা। ঠোঁট ফুলে ঢোল। ভিন্ন আঙ্গিকে ভিডিও শেয়ার করে সমৃদ্ধি জানান, হঠাৎ করেই তিনি ঠোঁটে অ্যালার্জির সমস্যায় ভুগছেন। একটি ক্লোজ-আপ ছবি শেয়ার করে তিনি লিখেছেন—'র‌্যান্ডম অ্যালার্জি, এবার ঠোঁটে।'



  • Advertisment
  • Aug 18, 2025 13:24 IST

    Shruti Das-Bengali Serial: টেলিভিশনের কাজ সরকারি চাকরির মতো, প্রতি মাসে পারিশ্রমিক পাই: শ্রুতি

    বড় পর্দা, সিরিজে কাজ করার পর সিরিয়ালে ফেরাটা মনের ইচ্ছে নাকি অর্থনৈতিকভাবে স্বচ্ছ্বল থাকতে?

    বড় পর্দায় কাজটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। দুটো মুভি, একটা সিরিজ, একটা মাইক্রো সিরিজ। সব মিলিয়ে চারটে তুলনামূলক বড় কাজের পরও আমার মনে হয়েছে সিরিয়াল আমার শিকড়। সেটাকে অস্বীকার করা যায় না। আমি সবসময় মেগায় কাজ করতে চেয়েছি। সর্বোপরি এটা আমার বেঁচে থাকার রসদ। নির্দ্ধিয়ায় বলতে পারি টেলিভিশনের কাজ সরকারি চাকরির মতো। প্রতি মাসে আমরা পারিশ্রমিক পাই। সেটা আর্থিক দিক থেকে আমাদের জীবনকে অনেকটাই নিরাপত্তা দেয়। অর্থনৈতিক সচ্ছ্বলতাও বজায় থাকে। 



  • Aug 18, 2025 13:01 IST

    Arijit Singh: দেহরক্ষীর দুর্ব্যবহারে শান্তিনিকেতনে তুলকালাম, বোলপুর বিতর্কে অবশেষে স্বস্তি গায়ক অরিজিৎ-এর

    Arijit Singh Controversy: শান্তিনিকেতনে ভিডিও শুট চলাকালীন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বোলপুর নিবাসী কমলকান্ত লাহা। অবশেষে বিতর্কের অবসান। শনিবার পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, 'অভিযোগকারী এবং অরিজিৎ সিংয়ের দেহরক্ষীকে আলোচনার জন্য ডাকা হয়েছিল। দু'পক্ষই মীমাংসার সিদ্ধান্ত নেয়। দেহরক্ষী লাহার কাছে ক্ষমা চাইলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।' 



  • Advertisment
  • Aug 18, 2025 12:14 IST

    Lagendary Actor Death: ৮৭-তে নিভল জীবন প্রদীপ, জীবনাবসান 'সুপারম্যান' খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতার

    Terence Stamp-Superman: ফের বিনোদন জগৎ-এ মৃত্যুসংবাদ। মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকরের মৃত্যুর খবরে শোকস্তব্ধ সিনেমহল। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক খারাপ খবর। জীবনাবসান বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্পের। রবিবার সকালে প্রয়াত হন ৮৭ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টেরেন্স স্ট্যাম্প। জনপ্রিয় হলিউড মুভি 'সুপারম্যান' (১৯৭৮) এবং 'সুপারম্যান ২' (১৯৮০)-এ খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। আর ঠিক সেই কারণেই সিনেপ্রেমীদের হৃদয়ে থেকে যাবেন স্ট্যাম্প।



Entertainment News Entertainment News Today