/indian-express-bangla/media/media_files/2024/11/09/h6Z21Q91d6haqwOKtz75.jpg)
Entertainment Latest Live News highlights
Amitabh Bachchan: বয়সকে বুড়ো আঙুল দেখাতে চাইলেও শরীরে তার প্রভাব স্পষ্টত দৃশ্যমান। অমিতাভ জানিয়েছেন, সহজ কাজও তাঁর জন্য কঠিন হয়ে উঠছে। যেমন প্যান্ট পরতে সমস্যা হচ্ছে। দাঁড়ানো অবস্থায় সেটা এখন করতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে এখন তাঁকে চেয়ার বা বিছানায় বসে এই সকল কাজ করতে হচ্ছে। কারণ দাঁড়িয়ে প্যান্ট পরতে গেলে শরীরের ভারসাম্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও জানান, তাঁর জুহুর বাসভবন 'জলসা'-তে সর্বত্র হাতল বসানো হয়েছে, যাতে চলাফেরায় তাঁর সুবিধা হয়।
- Aug 20, 2025 17:54 IST
Actress Pregnant: গর্ভপাতের যন্ত্রণা থেকে পুত্র সন্তানের জন্ম! ছেলের বয়স দু'বছর হতেই প্রকাশ্যে গহওরের দ্বিতীয় বেবি সাওয়ারের ছবি
ছেলের বয়স দু'বছর পেরতেই ফের অন্তঃসত্ত্বা গহওর। সোশ্যাল মিডিয়ায় সুখবর নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। উজ্জ্বল হলুদ ড্রেসে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে বেবি সাওয়ারের আনন্দে মেতেছিলেন মম টু বি গহওর। ইনস্টা স্টোরিতে সেই মুহূর্তযাপনের ছবি-ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বিশেষ দিনে পরিবার-বন্ধুদের ঘিরে গওহর ও জায়েদ দু’জনের চোখে-মুখেই ছিল আনন্দের ছাপ। সোনালি-হলুদ ঝলমলে গাউনে গ্লামারস গওহর সকলের নজর কেড়েছেন। খোলা চুল, গাঢ় লাল লিপস্টিক, হালকা মেকআপের সঙ্গে মানানসই সোনার গয়নায় ছিমছাম লুকে অনবদ্য উড বি মাম্মি। বেবি সাওয়ারের অনুষ্ঠানে জায়েদ পরেছিলেন সাদা প্যান্ট ও কালো-লাল অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের ঢিলেঢালা শার্ট। স্টাইলিশ ও ক্লাসি লুকে একেবারে জেন্টলম্যান জায়েদ।
- Aug 20, 2025 17:09 IST
Durga Puja 2025: টাইম স্কোয়ারে শ্রীময়ীর শারোদৎসব! দোসর ঋতুপর্ণা সেনগুপ্ত, বিদেশে দুর্গাপুজো সেলিব্রেটের ইঙ্গিত কাঞ্চন ঘরনির
টাইম স্কোয়ারে দুর্গাপুজো!
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রীময়ী লিখেছেন, 'নিউইয়র্কে টাইমস্কোয়ারে দুর্গাপূজা। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় ও ফালাক দার পরিচালনায় হইহুল্লোড় করে একটি ফাটাফাটি পুজোর গানে শুটিং করলাম। ঋতুপর্ণা সেনগুপ্তকে যতই দেখছি ততই অবাক হচ্ছি এবং অনেক কিছু শিখছি। আমি ভাবি, মানুষ এখন অল্প দিনে কাজ করে নিজেদেরকে নিয়ে নানারকম কত বড় বড় কথাবার্তা বলে ফ্যান্টাসিতে থাকে স্টারডাম দেখায় নিজেদেরকে স্টার ভাবতে শুরু করে, এমনকী নিজের পিঠ নিজেই চাপড়ায়। ফ্যান বেস তৈরি করে নিজেদের প্রমোশন করে। আমি ঋতুদির সঙ্গে প্রথম কাজ করছি। অন্য সময় আড্ডা মেরেছি, মনের কথা শেয়ার করেছি।'
- Aug 20, 2025 16:08 IST
Bengali Actress: রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে, ধর্ষণ করে গলা কেটে 'খুন' বাঙালি অভিনেত্রীকে! তদন্তভার কার হাতে?
গলা দিয়ে রক্তগঙ্গা
গলা দিয়ে বইছে রক্তগঙ্গা, রক্তাক্ত শরীর! বাংলা সিরিয়াল বা বাঙালি ইউটিউবারদের যাঁরা ফলো করেন তাঁরা বুঝে গিয়েছেন ইনি কে। হ্যাঁ, অভিনেত্রী ও ইউটিউবার অনন্যা গুহ। কেন তাঁর এমন পরিণতি আর সেই বিভৎস ছবিও প্রকাশ্যে! ঘটনার নেপথ্যে কোন কারণ? প্রথম সিজনের সাফ্যের পর শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। সেখানেই দ্যুচির চরিত্রে অভিনয় করছেন অনন্যা। হইচই-তে শুরু হওয়া নতুন সিরিজের কিছু ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
- Aug 20, 2025 15:06 IST
Aamir Khan Extramarital Affair: বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?
আমিরের ভাই ফয়জল খান খান পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পাশাপাশি আমিরের অতীতের 'কেচ্ছা' ফাঁস করেছেন। গৌরী-কিরণ ছাড়াও নাকি জেসিকা হাইনস নামক এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তাঁদের সন্তানের নাম জন। ১৯৯৮ সালে অমিতাভ বচ্চনের জীবনী ওপর একটি বই অর্থাৎ বায়োগ্রাফি লেখার জন্য ভারতে আসেন জেসিকা। তখন গুলাম ছবির শুটিং করছিলেন আমির। সেই সময়ই নাকি পরস্পরের কাছাকাছি আসেন আমির-জেসিকা।
- Aug 20, 2025 14:00 IST
The Bengal Files: দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে সরকারকে তুলোধনা মিঠুনের, নাম না করে বিবেক 'অশিক্ষিত' বলে খোঁচা বাঙালি পরিচালকের
মিঠুন আরও বলেন, 'আমি শুধু এক লাইন পড়েছি 'গ্রেট কলকাতা কিলিংস'-এর বিষয়ে। এই প্রজন্ম সেই ঘটনার কথা জানে না। তাহলে সত্য জানতে আপত্তি কোথায়? আপনারা জানতে চান না আমাদের দেশে কী ঘটেছিল? গণহত্যা সম্পর্কে জানতে চান না? ৪০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল। এটি ছিল নোয়াখালীতে ঘটে যাওয়া এক গণহত্যা। জানতে চান না কী কারণে সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল? এর মধ্যে আপত্তিজনক কী আছে? আপত্তিজনক তো এটাই যে আপনারা সত্যি বলতে দেন না।' অন্যদিকে রবি ঠাকুরের পংক্তি উল্লেখ করে বিবেকের নাম না নিয়ে খোঁচা মেরে বিরশা দাশগুপ্ত বলেছেন, 'শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব - রবি ঠাকুর'
- Aug 20, 2025 13:01 IST
saradha chit fund-Debdut Ghosh: 'কতজন এজেন্ট যেন আত্মহত্যা...', সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত-দেবযানী বেকসুর খালাস হতেই প্রতিবাদী দেবদূত
২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস হয়েছেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। এই ঘটনার তীব্র নিন্দায় সরব অভিনেতা দেবদূত ঘোষ। সাধারণের উদ্দেশে জানতে চেয়েছেন, 'সারদা চিটফান্ড মামলায় কতজন এজেন্ট যেন আত্মহত্যা করেছিলেন? মনে আছে? মূল চক্রী দুজন হাসতে হাসতে কোর্ট থেকে বেরচ্ছে দেখলাম। বেকসুর খালাস!' কমেন্ট বক্সেও সুদীপ-দেবযানীকে নির্দোষ প্রমাণের জন্য নিন্দার ঝড়।
- Aug 20, 2025 11:50 IST
The Bengal Files: 'তৃণমূলের শেখানো বুলি বলছেন', 'দ্য বেঙ্গল ফাইলস'-র নাম পরিবর্তন প্রসঙ্গে শাশ্বতর মন্তব্যের পালটা পরিচালক
শাশ্বত এক সংবাদমাধ্যমে দাবি করেছেন ছবির নাম পরিবর্তনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। এই মন্তব্যের পালটা কী বললেন পরিচালক বিবেক? শাশ্বতর বক্তব্য প্রসঙ্গে পরিচালকের পালটা যুক্তি, ছবির নাম পরিবর্তন বা গল্পের মূল ভাবনা সম্পর্কে অভিনেতাকে কিছু জানানো হয়নি এই দাবি ভিত্তিহীন। যে ছবির প্রথম নামেই 'বেঙ্গল চ্যাপ্টার' উল্লেখ ছিল সেখানেই তো স্টোরিলাইন বোঝা যায়। ছবিতে দুর্দান্ত কাজ করেছেন। জাতীয় পুরস্কারও পেতে পারেন। তবে বাংলায় তো শাসক দলই বলে দেয় কাকে কী বলতে হবে।'
- Aug 20, 2025 10:39 IST
Death News: 'ওয়ার ২' সাফল্যের মাঝে প্রিয়জনকে হারালেন Jr NTR, শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে রাজনীতির ময়দান, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Andhra Pradesh EX CM Daughter In Law Death: বিনোদুনিয়ায় ফের মৃত্যুসংবাদ। থ্রি ইডিয়টস খ্যাত প্রবীন অভিনেতা অচ্যুত পোটদারের মৃত্যুর পরই প্রয়াত দক্ষিণী অভিনেতা জুনিয়র NTR-এর কাকিমা। তিনি নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্র জয়কৃষ্ণের স্ত্রী পদ্মজা। ১৯ আগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল পদ্মজাকে। কিংবদন্তি অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্রবধূ এবং 'ওয়ার ২' খ্যাত জুনিয়র এনটিআরের কাকিমার প্রয়াণে শোকের ছায়া নন্দমুরি পরিবারে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকজ্ঞাপন বার্তায় লিখেছেন, 'আমার ভগ্নীপতি নন্দমুরি জয়কৃষ্ণের পত্নী এবং দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন পদ্মজার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন তাঁর আত্মাকে শান্তি দেন।'
- Aug 20, 2025 09:51 IST
Kangana Ranaut: হাসপাতালে সন্তান প্রসবে নিষেধাজ্ঞা! পরিবারের কড়া নিয়ম ফাঁস কঙ্গনার
Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে শৈশব ও পারিবারিক জীবনের অজানা অধ্যায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কঙ্গনার পরিবারে রয়েছেন তাঁর দিদি রঙ্গোলি ও ছোট ভাই। তবে বড় বোনের আগে কঙ্গনার মা-বাবার জীবনে এসেছিল এক পুত্রসন্তান। নাম ছিল হিরো। কিন্তু জন্মের মাত্র ১০ দিন পরেই মারা যায়! হাসপাতালের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পরিবারের। সেই ঘটনার পর থেকেই কঙ্গনার বাড়িতে মেয়েদের হাসপাতালের বদলে ঘরেই সন্তান প্রসবের নিয়ম চালু হয়।