/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রয়াত অভিনেতা... Photograph: (ফাইল চিত্র)
entertainment Latest News Highlights s:
বাংলা ছবিতে খসে পড়ল নক্ষত্র। অভিনেতা জয় বন্দোপাধ্যায় না ফেরার দেশে। শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আপ্ত সহায়ক, তাঁর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছেন, আসলেই কী হয়েছিল তাঁর। সিনেমার সঙ্গে সঙ্গে, বঙ্গ রাজনীতিতেও তিনি কিছুদিন সক্রিয় ছিলেন। তবে, আজ সেসব স্মৃতি।
- Aug 25, 2025 18:54 IST
Saurav Das-The Bengal Files: 'ওঁরা কেন খারাপ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে হাসাপাতালে অসুস্থ বাবার প্রশ্নে চিন্তিত সৌরভ
অভিনেতা সৌরভ দাসের বাবা অসুস্থ, হয়েছে অস্ত্রোপচারও। তিনিও জানেন ছেলেকে অনেক কুকথা শুনতে হচ্ছে। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরতেই সৌরভের কাছে সেই প্রশ্নের উত্তর চান অসুস্থ বাবা। সন্তান হিসেবে সেই মুহূর্ত খুবই বেদনাদায়ক। বাবার অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অভিনেতা। স্বাভাবিকভাবেই মন ছিল ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করে সৌরভ লেখেন, 'অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরতেই বাবা জিজ্ঞেস করেন, 'ওঁরা তোমার সম্পর্কে এমন খারাপ কথা কেন বলছে?' এই প্রশ্নই যেন মনের যন্ত্রণাকে দ্বিগুণ করে দিয়েছে।
- Aug 25, 2025 18:00 IST
Ishaa Saha Leg Injury: ব্যাণ্ডেজ বাঁধা পা নিয়েই চলছে ডাবিং, কী ভাবে চোট পেলেন? কেমন আছেন 'ইন্দু' ঈশা?
কী ভাবে চোট পান ঈশা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী বলেন, 'আমার বাঁ পায়ে চোট লেগেছে। হেয়ারলাইন ফ্র্যাকচর হয়েছে। প্রায় ১০-১২ দিন আগের ঘটনা। কী ভাবে চোটটা লাগল বুঝতে পারিনি, তবে জিমে বা শরীরচর্চা করতে গিয়ে আঘাত লাগেনি। তবে এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। ডাবিংও করলাম। বাড়িতে থাকতে একঘেয়েমি লাগে। তাই যেটুকু পারছি কাজ করছি।'
- Aug 25, 2025 17:17 IST
Joy Banerjee Death: চুমকীর সঙ্গে প্রেম-দু'বার বিয়ে, জনপ্রিয় বাঙালি অভিনেতা জয়ের প্রয়াণে শোকজ্ঞাপন প্রসেনজিৎ থেকে রুদ্রনীল
Joy Banerjee: সোমের সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। চুমকী চৌধুরীর সঙ্গে প্রেম-বিচ্ছেদ। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে। জয়ের জীবন যেন আলো-অন্ধকারের মিশেল। অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সহ অভিনেতারা।
- Aug 25, 2025 16:44 IST
Joy Banerjee Death: জয়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া, শোকজ্ঞাপন প্রসেনজিৎ থেকে রুদ্রনীল সহ আরও অনেকের
বাংলা ছবিতে খসে পড়ল নক্ষত্র। অভিনেতা জয় বন্দোপাধ্যায় না ফেরার দেশে। শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আপ্ত সহায়ক, তাঁর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষ, জয় বাদলানীর মতো সেলেবরা।
- Aug 25, 2025 16:00 IST
Shilpa Shetty-Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর আগেই পরিবারে শোকের ছায়া, রাজ-শিল্পার ঘরে আসছে না গণপতি বাপ্পা
শিল্পা শেট্টি তাঁর পোস্টে জানিয়েছেন, এই বছর আর তাঁর বাড়িতে গণেশ চতুর্থী পালন হচ্ছে না। প্রথমবার রাজ-শিল্পার বাড়িতে গণপতি বাপ্পাকে ঘরে আনছেন না। কারণ, তাঁদের পরিবারের এক সদস্য প্রয়াত হয়েছেন। তাই ১৩ দিনের শোকপালন করতে হবে। সেই জন্য এই বছর গণেশ চতুর্থী পালন করছেন না তারকা দম্পতি। একরাশ বেদনা নিয়ে শিল্পা জানিয়েছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে প্রিয় বন্ধুদের জানাচ্ছি পরিবারে এখন শোকের ছায়া। তাই এই বছর আমরা গণপতি উৎসব পালন করব না। প্রথা অনুযায়ী আমরা ১৩ দিনের শোক পালন করব। তাই কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। আপনাদের সমঝোতা ও প্রার্থনা কামনা করছি। কৃতজ্ঞতা সহ, কুন্দ্রা পরিবার।'
- Aug 25, 2025 15:33 IST
Joy Banerjee: আর শেষরক্ষা হল না, অকাল প্রয়াণ বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতার..
বাংলা ছবিতে খসে পড়ল নক্ষত্র। অভিনেতা জয় বন্দোপাধ্যায় না ফেরার দেশে। শেষ কিছুদিন তাঁর অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। ১৫ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আপ্ত সহায়ক, তাঁর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছেন, আসলেই কী হয়েছিল তাঁর। সিনেমার সঙ্গে সঙ্গে, বঙ্গ রাজনীতিতেও তিনি কিছুদিন সক্রিয় ছিলেন। তবে, আজ সেসব স্মৃতি।
- Aug 25, 2025 15:03 IST
Raghav-Parineeti: একে একে '৩', আনন্দে আত্মহারা পরিণীতি-রাঘব
রাঘব ও পরিণীতি ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে গর্ভধারণের খবর জানান। পোস্টের প্রথম ছবিতে দেখা যায় একটি সুন্দর গোল কেক, যার ওপর লেখা ছিল- "১ + ১ = ৩"। পাশে আঁকা দুটি সোনালি রঙের ছোট্ট পায়ের ছাপ। সঙ্গে তারা একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে দু’জনে হাত ধরে সবুজে ঘেরা একটি বাগানে হাঁটছেন। ক্যাপশনে তারা লিখেছেন, "আমাদের ছোট্ট মহাবিশ্ব আসার পথে… অসীম কৃতজ্ঞতা।"
- Aug 25, 2025 13:57 IST
Actress Baby: বিয়ের দু'বছর পর দুই থেকে তিন, পুত্র না কন্যা সন্তানের মা হলেন K3G খ্যাত 'পু' মালবিকা?
Kabhi Khushi Kabhie Gham Malvika Raaj Baby: অভিনেত্রী মালবিকা রাজ নামটা শুনলেই মনে পড়ে যায় সেই কভি খুশি কভি গম-এর 'পু'-র সেই নস্ট্যালিজিয়া। ছোট্ট 'পু' আজ পরিণত, সদ্য মা-ও হয়েছেন অভিনেত্রী। মালভিকা রাজ এবং তাঁর স্বামী প্রণব যৌথভাবে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেলেব দম্পতির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। মা লক্ষ্মীর আগমনে পরিবারে এখন খুশির আমেজ। রবিবাসরীয় সন্ধ্যায় মালভিকা ও প্রণব জানান, ২৩ আগস্ট তাঁরা মা-বাবা হয়েছেন। শুভেচ্ছায় ভাসছেন মালভিকা-প্রণব।
- Aug 25, 2025 13:20 IST
Tannishtha Chatterjee Cancer: ক্যানসারের চতুর্থ স্টেজে বাঙালি অভিনেত্রী, বৃদ্ধা মা-সন্তানের দায়িত্বভার, কী বললেন তন্নিষ্ঠা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় লিখেছেন, 'শেষ আটটা মাস আমার জীবনের অন্যতম কঠিন সময়। বাবাকে ক্যানসারে হারানোর কিছুদিন পর আমার নিজের স্টেজ–৪ ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসারের কথা জানতে পারলাম। কিন্তু এই পোস্টটা ব্যথা বা যন্ত্রণার নয় বরং ভালোবাসা আর শক্তির। এর থেকে খারাপ আর কী হতে পারে, ৭০ বছরের মা আর ৯ বছরের মেয়ে দু'জনেই পুরোপুরি আমার উপর নির্ভরশীল।'
- Aug 25, 2025 12:30 IST
Vivek Agnihotri-John Abraham: 'ও শুধু প্রোটিন খাক আর...', 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য করতেই জনকে জবাব বিবেকের
২০০৭ সালে বিবেকের নির্দেশনায় ধান ধনা ধন গোল-এ অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে বলেন, 'কখনোই দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি বানাবেন না যা মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে।' জনকে খোঁচা মেরে বিবেক অগ্নিহোত্রী বলেন, 'মোটরবাইক চালানো, শরীর দেখানো আর প্রোটিন খাওয়ার জন্যই তো তিনি পরিচিত। ওগুলোতে মনোযোগ দিলেই ভাল। সিনেমা নিয়ে কথা না বলাই বুদ্ধিমানের কাজ।'
- Aug 25, 2025 12:00 IST
Amaal Malik: কূটনীতিতে বিশ্বাস করেন আমাল? 'Bigg Boss'-এ পা রেখেই পরিবারকে নিয়ে বিস্ফোরক গায়ক..
শো-তে প্রবেশের আগে আমাল জানান, তিনি চান এই মঞ্চে নিজের ভাবমূর্তি আরও পরিষ্কার করতে। তার কথায়, "ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর হয়ে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে যখন কথা বলি, অনেকেই আমাকে ভুল বোঝে। তাই এই শোতে যোগ দেওয়ার সুযোগে আমি খুবই উচ্ছ্বসিত।" তিনি আরও বলেন, "কাজ হারানো আমাকে প্রভাবিত করে না। বড় কোনো সিনেমা থেকে বাদ পড়লেও আমি তা সহজভাবে নিই এবং নিজের মতো সময় কাটাই। এগুলো নিয়ে আমি কখনোই বাড়তি গুরুত্ব দিই না।"
- Aug 25, 2025 11:33 IST
Sohini Ganguly New Born Death: প্রসবের পরই সদ্যোজাতর মর্মান্তিক মৃত্যু, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোহিনীর কঠিন সময়ে পাশে বন্ধু শ্রুতি
ইনফ্লুয়েন্সার হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তানের জন্ম দেওয়ার পরই শূন্য হয়ে গেল মায়ের কোল। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কাছের বন্ধু শ্রুতি দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে হৃদয়বিদারক মুহূর্তের কথা শেয়ার করলেন পর্দার রাঙা বউ।
- Aug 25, 2025 11:14 IST
Actor Death News: ফের দুঃসংবাদ, চলে গেলেন অভিনেতা
অ্যাডলারের অভিনয় জীবনের, উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ দ্য সোপ্রানোস, যেখানে তিনি টনি সোপ্রানোর উপদেষ্টা হেশ র্যাবকিন চরিত্রে ছয় সিজন ধরে অভিনয় করেন। এবং দ্য গুড ওয়াইফ, যেখানে তাঁকে আইনজীবী, হাওয়ার্ড লাইম্যানের চরিত্রে দেখা গিয়েছিল। তবে টিভি ও চলচ্চিত্রে মুখ দেখানোর অনেক আগে থেকেই তিনি ব্রডওয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে ৫৩টি ব্রডওয়ে প্রযোজনা রয়েছে- সবই পর্দার আড়ালে মঞ্চ ব্যবস্থাপক, প্রযোজক বা পরিচালক হিসেবে।
- Aug 25, 2025 10:37 IST
Soumi Paul: ছোট বা স্লিভলেস ড্রেস মানেই খারাপ চরিত্র নয়: সৌমি পাল
দিন কয়েকআগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখি। যেখানে বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী বলেছেন, তিনি ছোট জামা বা স্লিভলেস পোশাক পরতে স্বচ্ছন্দ নন। সেটা প্রত্যেকেরই ব্যক্তিগত মত। তবে একটা কথা আমার খারাপ লেগেছিল, শরীর বেচে নয় ট্যালেন্ট বেচে কাজ করি। এই জায়গায় আমার একটা প্রশ্ন, অভিনয় জগৎটা তো একটা গ্ল্যামার ওয়ার্ল্ড। সেখানে তো গ্ল্যামার অবশ্যই প্রাধান্য পাবে। আর গ্ল্যামার মানেই কিন্তু, শরীর প্রদর্শন নয়। আর যাঁরা একটু ছোট পোশাক পরেন বা স্লিভলেস ড্রেস পরেন তাঁরা খারাপ? ওই লাইনটা শুনে আমার মনে হয়েছে যাঁরা এইরকম পোশাক পরেন তাঁদেরকে কোথাও একটা ছোট করা হচ্ছে।
- Aug 25, 2025 10:18 IST
Aamir Khan-Faisaal Khan: দাদার থেকে ১টাকাও নেবেন না, সব সম্পর্ক ভেঙে ফের ছবি পরিচালনায় আমিরের ভাই?
বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খান ২০২১ সালে মনস্তাত্ত্বিক থ্রিলার ফ্যাক্টরি দিয়ে পরিচালনায় এসেছিলেন, যেখানে তিনি প্রধান ভূমিকাতেও অভিনয় করেন। পরের বছর কন্নড় ক্রাইম-অ্যাকশন ড্রামা 'ওপান্ডা' ছবিতেও দেখা যায় তাকে। এবার তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন এবং আর আমিরের কাছ থেকে মাসিক টাকা নেবেন না। পাশাপাশি, নিজের পরবর্তী সিনেমা পরিচালনার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন ফয়সাল। ইএএনএস-কে তিনি বলেন, "কাজের ক্ষেত্রে আমি নতুন একটি ছবি শুরু করতে যাচ্ছি। লকডাউনের সময় কয়েকটি স্ক্রিপ্ট লিখেছিলাম, যেগুলোর মধ্যে একটি প্রায় ১৪ জন অভিনেতার পছন্দ হয়েছে। এটি একটি মাল্টি-স্টারার ছবি হবে। আমি নিজে এটি পরিচালনা করব। হয়তো ক্যামিও চরিত্রে অভিনয় করব, তবে মূল ফোকাস থাকবে পরিচালনায়। ভালো কোনো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।"