/indian-express-bangla/media/media_files/2025/08/28/sdfsfsd-2025-08-28-12-08-02.jpeg)
Entertainment Latest Live News Update
জীতু-দিতিপ্রিয়ার এই রোম্যান্টিক মুহূর্তটা 'চিরদিনই তুমি যে আমার'-এই ধারাবাহিকের সৌজন্যে। আগামী ৩০ ও ৩১ অগাস্ট সম্প্রচারিত হবে স্পেশাল এপিসোড। তার আগে মুক্তি পেল মেগার প্রোমো, যা দেখে উচ্ছ্বসিত এই সিরিয়ালে দর্শক।
- Aug 28, 2025 18:24 IST
Sadhguru: মস্তিষ্কে রক্তক্ষরণ! অস্ত্রোপচারের পর বাইকে কৈলাসে সদগুরু, চমকালেন অভিনেতা
সদগুরু জাগ্গি বাসুদেব, যাঁকে তাঁর ভক্তরা সদগুরু নামেই চেনেন, ২০২৪ সালে টানা দুইবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। মাত্র এক বছরের, মধ্যেই ৬৭ বছর বয়সী এই আধ্যাত্মিক গুরু এতটাই সুস্থ হয়ে উঠেছেন যে এখন বাইক নিয়ে কৈলাস পর্বতের পথে যাত্রা করছেন। যাত্রাপথে অভিনেতা আর. মাধবনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়, যেখানে মাধবন সদগুরুর সাহস এবং ইতিবাচক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
- Aug 28, 2025 17:47 IST
Bigg Boss: সন্তান চান না 'অভিনেত্রী' স্ত্রী, প্রেমের বিয়ে করে আফসোস হচ্ছে বিগ-বস প্রতিযোগী-অভিনেতার?
বাগান এলাকায় খোলামেলা আড্ডার সময় কনটেন্ট ক্রিয়েটর মৃদুল তিওয়ারি গৌরবকে প্রশ্ন করেছিলেন পিতৃত্ব নিয়ে। উত্তরে গৌরব বলেন, “আমরা নভেম্বরে ৯ বছর পূর্ণ করব। ও সন্তান চাইছে না। আমি চাই, কিন্তু এটা প্রেমের বিয়ে। ও যা বলবে আমাকে মানতেই হবে। প্রেম করলে তাকে যত্ন নিয়ে পালন করতেই হয়। ওর ভাবনাও যথেষ্ট যুক্তিযুক্ত।"
তিনি আরও যোগ করেন,“অনেক দায়িত্ব আছে। আমরা দু’জনেই কাজ করি। কাল যদি দু’জনের কাজ একসঙ্গে হয়, তবে শিশুকে একা ফেলে রাখা সম্ভব নয়। আমি চাইতাম, কিন্তু ও যখন পুরো বিষয়টা ব্যাখ্যা করল, আমি বুঝতে পেরেছি সবটা। যখন সময় আসবে, দেখা যাবে। তবে এখন সেই সময় নয়।”
- Aug 28, 2025 17:05 IST
Bollywood Actress: গাড়ি দুর্ঘটনায় সব শেষ, টিকল না প্রথম বিয়ে, 'শীর্ণকায়' এই অভিনেত্রী অল্প বয়সেই হারালেন বাবা-মাকে
সেটে অভিনেতারা যেমন পর্দায় আবেগ ফুটিয়ে তোলার শিল্পে সিদ্ধহস্ত হন, দীপশিখা নাগপাল বাস্তব জীবনেও সেই দক্ষতা আয়ত্ত করেছিলেন। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টার মধ্যেও তিনি বাইরে থাকতেন সবসময় হাসিখুশি। শৈশবে নানা জটিলতা কাটিয়ে বড় হওয়া দীপশিখা সুন্দরী হলেও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতেন। পরিবারের মন জোগানোর তাগিদে বড় বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
- Aug 28, 2025 16:22 IST
Amitabh Bachchan: 'তোমার কেরিয়ার শেষ করে দেব', 'কাজরা রে'-র সময় কাকে হুঁশিয়ারি অমিতাভের? প্রকাশ্যে গোপন সত্য
মাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সুরকার শঙ্কর মহাদেবন এই গান নিয়ে এক মজার তথ্য শেয়ার করেছেন। অমিতাভ বচ্চনের অংশটুকু নিজের গাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটি করেননি। স্মৃতিচারণ করে বলেন, 'আমি যখন কজরা রে গেয়েছিলাম তখন ওঁর অংশটাও রেকর্ড করেছিলাম। ভেবেছিলাম পরে উনি এসে ডাব করবেন। উনি তো অসাধারণ গায়ক, দুর্দান্ত সংগীতজ্ঞও। তাই আমি ফোন করে বললাম, স্যার, স্টুডিওতে কবে আসছেন ডাবিংয়ের জন্য? আমাদের তো গানটা মিক্স করতে হবে।' এরপর যা হয়েছিল সেই ঘটনার কথা বলতে গিয়ে বলেন, 'কোন ডাবিং? কী বলছো? আমি বললাম, আপনার কজরা রে–এর অংশ। আমি তো শুধু একটা রাফ ভয়েস দিয়েছি। এবার আপনার পালা। তখন উনি মজার ছলে বললেন, এভাবেই থাকবে। আমি ডাব করব না। তুমি দুর্দান্ত গেয়েছো। আর যদি কারও গলায় আবার ডাব করানোর চেষ্টা করো তাহলে সাবধান। আমি তোমার কেরিয়ার শেষ করে দেব! নির্ভেজাল মজা করেই কথাটা বলেছিলেন।'
- Aug 28, 2025 15:33 IST
Mahiya Mahi Detained: স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে মাহিয়া মাহি, আটক বাংলাদেশের জনপ্রিয় টিকটকার, ভাইরাল ভিডিও
পদ্মাপাড়ের বহুচর্চিত টিকটকার মাহিয়া মাহি। আপত্তিকর কনটেন্ট তৈরির জন্য নেটিজেনদের রোষানলেও পড়েছেন। এবার তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। ২৭ আগস্ট বুধবার বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে মাহিয়া মাহিকে। বুধবার গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে তাঁকে। সঙ্গে ছিলেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। প্রত্যেককেই আটক করা হয়েছে বলে খবর বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে।
- Aug 28, 2025 14:49 IST
Govinda-Sunita Divorce Rumors: 'না ঈশ্বর না শয়তান', ৩৮ বছরের সংসার ভাঙার প্রসঙ্গে স্বামী গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক সুনীতা
Govinda-Sunita Divorce Rumors: অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা বিগত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন। শোনা যাচ্ছিল, তাঁদের বিবাহিত জীবনে টানাপোড়েন চলছে। এবং সুনীতা নাকি ব্যভিচার, নিষ্ঠুরতা ও পরিত্যাগের অভিযোগে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তবে গণেশ চতুর্থীর উপলক্ষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দম্পতি একসঙ্গে হাজির হন এবং সংবাদমাধ্যমের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
- Aug 28, 2025 14:36 IST
Dance Bangla Dance Grand Finale: মিঠুন-দেবশ্রীর রিইউনিয়ন! রবিবাসরীয় রাতে জমকালো পারফরম্যান্স, 'ডান্স বাংলা ডান্স'-এ আর কোন চমক?
ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে
রবিবাসরীয় সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে'। যেখানে থাকছে খুদে প্রতিযোগীদের ঝলমলে পারফরম্যান্স। জমকালো নৃত্য প্রদর্শন থেকে এক ছাদের নীচে মিঠুন-দেবশ্রীর যুগলবন্দি সহ টলি তারকাদের চাঁদের হাঁট এই রিয়্যালিটি শোয়ে থাকছে এমনই সব বিশেষ আকর্ষণ। সবমিলিয়ে ৩১ অগাস্ট সাড়ে আটটায় 'ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে'-এর মঞ্চে যে 'টোটাল ধামাল' হতে চলেছে সে কথা বলার অবকাশই রাখছে না।
- Aug 28, 2025 13:16 IST
Chanchal Chowdhury: 'এত কিছুর পরও কোনও অভিযোগ...', স্বামী হিসেবে ব্যর্থ হয়েও কোন মন্ত্রে সুখী দাম্পত্য? সিক্রেট শেয়ার চঞ্চলের
কিছুতেই বিয়ের জন্মিদেনর কথা মনে থাকে না। সেই বিষয়টি উল্লেখ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, 'অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও,সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো।' শান্তার তারিফ করে চঞ্চল বলেন, 'এত কিছুর পরও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসে না বলে এখনও টিকে আছি। ধন্যবাদ শান্তা। শুভ বিবাহ বার্ষিকী।'
- Aug 28, 2025 12:33 IST
SRK-Deepika Padukone FIR: বিনা মেঘে বজ্রপাত! শাহরুখ-দীপিকার বিরুদ্ধে দায়ের FIR
একদিকে আরিয়ানেক ডেবিউ প্রজেক্ট নিয়ে উত্তেজিত ড্যাডি কুল শাহরুখ তো অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখ ফাঁস হয়ে যাওয়ায় রেগে আগুন দীপিকা পাডুকোন। আর ঠিক সেই সময়ই একসঙ্গে মহাবিপদে শাহরুখ-দীপিকা। দুই সুপারস্টারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অভিযোগকারী কীর্তি সিং পেশায় অ্যাডভোকেট। ২০২২ সালে হরিয়ানার সোনিপতের এক ডিলারশিপ থেকে ২৩,৯৭,৩৫৩ টাকায় হুন্ডাই আলকাজার ২০২২ মডেলের গাড়িটি কিনেছিলেন। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির অভিযোগ, গাড়ি কেনার পর থেকেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভরতপুরের মথুরা গেট থানায় দায়ের হওয়া এফআইআরে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ তাঁরা হুন্ডাইয়ের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর'।
- Aug 28, 2025 12:09 IST
Archana Puran Singh: ইগোর লড়াইয়ে দাম্পত্যে অশান্তি-একবছর ঘরবন্দি হয়ে অবসাদে ছেলে, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ অর্চনার
অভিনেতা পারমিত শেট্টির সঙ্গে দাম্পত্যের কঠিন সময় ছেলের ভ্লগে মুখ খুলেছেন অর্চনা। 'কুছ কুছ হোতা হ্যায়' খ্যাত অর্চনা জানালেন তাঁদের সম্পর্কের টালমাটাল সময়ের কথা। সম্পর্কে ইগো এতটাই প্রাধান্য পেয়েছিল যে স্বামী-সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।