/indian-express-bangla/media/media_files/eKr2TqIcsdyA0dXnTeNO.jpg)
Entertainment Latest Live News Update
Bengali Actress Sreelekha Mitra: জীবনের হাসি-আনন্দ হারিয়ে যাওয়ার জন্য সমাজের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেন শ্রীলেখা। তাঁর মতে, 'এখন চারিদিকে যে অন্যায়-অবিচার চলছে যে কোথাও আশার আলো দেখতে পাই না। অন্যদিকে আমাকে যে বয়কটের ডাক দেওয়া হয়েছে সেটা দেখে আবার হাসিও পায়। এসবের মাঝে ছোটবেলার আমি-কে মিস করি। সেই হারিয়ে যাওয়া মেয়েবেলাকে আর খুঁজে পাই না। যখন সত্যিই সেই চওড়া হাসিটা মুখে লেগে থাকত। আজ এই সমাজ-মানুষগুলো সেই হাসিটা কেড়ে নেয়।'
- Aug 30, 2025 16:50 IST
Sohini Ganguly New Born Death: সন্তানহারা মায়ের কাটা গায়ে নুনের ছিটা, সোহিনীর সমর্থনে কী সাফাই মানসী-অহনা-রূপসাদের?
Manosi-Ahona-Rupsa On Sohini New Born Death: মাতৃত্বের সাধ আস্বাদনের আগেই কোল শূন্য সোহিনী গঙ্গোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বাণে বিদ্ধ সন্তানহারা মা! অমানবিক আচরণের তীব্র নিন্দা করেছেন টলিপাড়ার নিউলি মাম্মিরা। কঠিন সময় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বাণে বিদ্ধ সন্তানহারা মা! অমানবিক আচরণের তীব্র নিন্দা করেছেন টলিপাড়ার অভিনেত্রীরা, যাঁরা সদ্য মা হয়েছেন।
- Aug 30, 2025 15:48 IST
Esha Deol ex husband Affair: স্ত্রী-দুই সন্তান ছেড়ে অন্য নারীতে মজে এষার প্রাক্তন স্বামী! কার প্রেমে গদগদ ভরত?
নতুন প্রেমের বসন্ত?
এষা দেওল এর প্রাক্তন স্বামী ভরত তখতানির জীবনে সম্ভবত নতুন প্রেমের বসন্ত। ইনস্টাগ্রাম স্টোরিতে মেঘনা লাখানি তালরেজার সাথে একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে লেখা, 'আমার পরিবারে স্বাগত'। দোসর একটি লাল হৃদয়ের ইমোজি। মেঘনাও একটি ছবি শেয়ার করেন যেখানে যুগলে হাসিমুখে পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'আমাদের যাত্রা এখান থেকে শুরু'। ছবি ভাইরাল হতেও এষার প্রাক্তন স্বামীর প্রেমচর্চা শুরু।
মেঘনা লাখানি তালরেজা কে?
মেঘনার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি একজন entrepreneur এবং "ওয়ান মডার্ন ওয়ার্ল্ড" নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। যা ইউনাইটেড আরব এমিরেটসে একটি ব্যবসা করে। সংস্থার প্রোফাইলব অনুযায়ী, ওয়ান মডার্ন ওয়ার্ল্ড ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরিবেশগত পরিষেবা প্রদান করে। এছাড়াও, মেঘনার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন entrepreneur। তিনি MLT এবং Optas.app নামে আরও দুটি স্টার্টআপের প্রতিষ্ঠতা।
- Aug 30, 2025 15:00 IST
The Bengal Files-Saurav Das: পরিচালকের পা স্পর্শ করে প্রণাম! 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে বিবেক-সৌরভের বিশেষ মুহূর্ত
দ্য বেঙ্গল ফাইলস-এর প্রচারে যখন বিবেক হাউজ ট্যুর করলেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালকের পা স্পর্শ করে সৌরভ দাসের প্রণাম করার সেই মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। সৌরভ তাঁকে প্রণাম করতেই বিবেক বলেন, 'একে চিনে নিন, ইনি বাংলার সুপারস্টার। বাংলায় যখনই যাই ওঁর মহিলা ভক্তরা আমাকে জিজ্ঞেস করেন উনি কি আমার ছবিতে আছেন।'
- Aug 30, 2025 14:31 IST
Nikki Tamboli Health Update: বিছানায় শয্যশায়ী বিগ বস গার্ল, অসুস্থতার মাঝে প্রেমিকের জন্য কেন মন খারাপ নিক্কির?
১০৩ ডিগ্রি জ্বরে প্রায় বেহুঁশ। এইরকম পরিস্থিতিতে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পা’র দর্শন করতেও পারেননি। সেই আক্ষেপের কথাও বলেছেন নিক্কি তম্বোলি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিক্কি একটি থার্মোমিটারের ছবি শেয়ার করেন। যেখানে তাঁর জ্বরের তাপমাত্রা ছিল ১০৩.৬ ডিগ্রি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, 'গণপতি বাপ্পা আমাকে তাড়াতাড়ি সুস্থ করো। তোমার দর্শন করতে চাই।'
- Aug 30, 2025 13:57 IST
Veteran Actor Bal Karve Passed Away: নাটক-সিরিয়ালে বিরাট ক্ষতি, লেজেন্জারি অভিনেতার জীবনাবসানে 'শূন্যতা' টেলি দুনিয়ায়
Marathi actor Bal Karve Died: বিনোদুনিয়ায় ফের শোকের ছায়া। জীবনাবসান লেজেন্ডারি মারাঠি অভিনেতা বাল কারভের। ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভিলে পার্লেতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। মারাঠি টিভি ধারাবাহিক ‘চিমানরাও’-তে গুণ্ডেভাউ (Gundyabhau) চরিত্রে অভিনয়ের জন্য তিনি আজও দর্শকের মনে অমর। তাঁর প্রয়াণে নাটক ও টেলিভিশন জগতে তৈরি হল শূন্যতা। অপূরণীয় এই ক্ষতিতে শোকস্তব্ধ ভক্ত থেকে সতীর্থ প্রত্যেকে।
- Aug 30, 2025 12:16 IST
Allu Arjun: কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ, শুটিং ছেড়ে তড়িঘড়ি শহরে ফিরছেন আল্লু অর্জু-রামচরণ
Allu Kanakaratnam Passes away: উইকএন্ডে আল্লু অর্জুনের পরিবারে শোকের ছায়া। ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা আল্লু কানকরত্নম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। আজ দুপুরেই কোকাপেটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। Glute-এর রিপোর্ট মোতাবেক, দিদিমার মৃত্যুসময়ে মুম্বইয়ে ছিলেন আল্লু অর্জুন। দুঃসংবাদ পেয়েই তৎক্ষণাৎ সমস্ত কাজ বাতিল করে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি মাইসোরে পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি পেড্ডি-র শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন।
- Aug 30, 2025 11:44 IST
Ankush Hazra-Betting App: 'রক্তবীজ ২'-র প্রচারের মাঝে ইডির সমন, পুজোর আগেই হাজিরার নির্দেশ অঙ্কুশকে?
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই সমস্যায় পড়েছেন অঙ্কুশ। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে অঙ্কুশ হাজরাকে নাকি সমন পাঠিয়েছে ইডি। সূত্র মারফৎ জানা গিয়েছে, তদন্তকারী সংস্থা আগামী ১৬ সেপ্টেম্বর টলি অভিনেতা অঙ্কুশকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই প্রসঙ্গে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অঙ্কুশকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি। প্রেমিকা ঐন্দ্রিলা সেনও ফোনে অধরা।
- Aug 30, 2025 11:08 IST
Hina Khan: বউ হিসেবে বড় ত্রুটি রয়েছে হিনার! শাশুড়ির কথা শুনেই তাজ্জব ক্যানসারজয়ী অভিনেত্রী
মুনাওয়ার এবং সোনালী বেন্দ্রে সঞ্চালিত নতুন পারিবারিক অনুষ্ঠান "পতি পত্নী অর পাঙ্গা" আগস্ট মাস থেকে সম্প্রচারিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে নবদম্পতি হিনা খান এবং রকি জয়সওয়াল-কে দেখা গিয়েছে, যেখানে তারা নিজেদের মধ্যে, সাধারণত কোন বিষয়গুলি নিয়ে মতবিরোধ হয় তা আলোচনা করছেন। তবে আসল আকর্ষণ ছিল রকির মা লতা জয়সওয়াল, যিনি খোলাখুলিভাবে জানালেন, বউ হিনা-রও কিছু ত্রুটি রয়েছে। প্রোমোর শুরুতেই লতা বলেন, “আমি সারাদিন নানারকম রান্না করি। কিন্তু খাবারের টেবিলে বসে হিনা বলে দেয়, কোনটাতে কী কম, আর কোনটাতে কী বেশি! অথচ রান্নাঘরের কাজ বা মশলার ব্যাপারে তার তেমন জ্ঞান নেই।” এ কথা শুনে হিনার মুখ লজ্জায় লাল হয়ে যায়, আর আশপাশের সবাই হেসে ওঠেন।