Entertainment Latest Live News Updates: বলপূর্বক হেনস্থার অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় টেলি অভিনেতা

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Live News Update

Ashish Kapoor: ধর্ষণের অভিযোগে টেলিভিশন অভিনেতা আশীষ কাপুরকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) রাজা বন্তিয়া নিশ্চিত করেছেন অভিনেতা আশীষ কপূরকে বুধবার পুনেতে গ্রেফতার করা হয়েছে।

  • Sep 04, 2025 17:41 IST

    লাখ টাকার লক্ষীলাভে অর্থ সাহায্যের প্রস্তাব

    একজন মানুষ যদি নিজের জীবনের সব অ্যাচিভমেন্টের উপরে গিয়ে এটা শোনেন তিনি একজন ভাল মানুষ, তখন তাঁর কী প্রতিক্রিয়া হয়? মানুষ হিসেবে এখন বেশ আলোচনায় অঙ্কুশ। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নানা ধরণের সমালোচনা হয়েই থাকে। তবে, এবার অঙ্কুশের মনুষ্যত্ব নিয়ে আবারও কথা। কিছুদিন আগেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। একটি বেটিং অ্যাপ কান্ডে ইডির শীর্ষকর্তারা তলব করেছে তাঁকে। 



  • Sep 04, 2025 16:31 IST

    Taslima Nasrin-Anirban: 'খুশি করে চলতে পারবেন না অনির্বাণ', '৩ ঘোষ' প্রসঙ্গে এবার অভিনেতার পাশে তসলিমা

    Taslima Nasrin-Anirban: সাম্প্রতিক সময়ে অনির্বাণ ভট্টাচার্য বেজায় আলোচনায়। কেউ কেউ তো তাঁকে নিয়ে বড্ড অখুশি। তাঁর কারণ, তিনি যেভাবে রাজনৈতিক দলের মাথাদের নিয়ে গান গেয়েছেন, বেশিরভাগ মানুষই তাঁকে পছন্দ করলেও অনেকেই এতে অন্যায় দেখতে পাচ্ছেন। যদিও বা গতকাল ঋদ্ধি সেন সোজা-সাপ্টা অনির্বাণের প্রশংসা করেন, এও জানিয়ে দেন, এটা তো হওয়ারই ছিল। অনির্বাণ এবং তাঁর দল যেটা করেন সেটা পারফর্মেন্স। 



  • Advertisment
  • Sep 04, 2025 15:55 IST

    Bengali Serial TRP: পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস পরিণীতার, প্রথম পাঁচ থেকে ছিটকে গেল কোন ধারাবাহিকগুলো?

    Bengali Serial TRP Thik Week: প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকা নিয়ে উদগ্রীব বাংলা মেগার কলাকুশলীরা। দর্শকের এই রেটিং নিয়ে মাথাব্যথা একেবারেই নেই, কিন্তু শিল্পীদের কাছে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজের কাজের পারফরম্যান্সের মার্কশিটের জন্য একটু চিন্তা হওয়া তো স্বাভাভিক-ই। লক্ষ্মীবার মানেই রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো চলতি সপ্তাহেও নম্বরের ভিত্তিতে সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হল। কোনও সিরিয়ালের ঝুলিতে আসে একটু কম পয়েন্ট তো কোনও ধারাবাহিক আবার সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে ছিনিয়ে নেয় বেঙ্গল টপারের তকমা। 



  • Sep 04, 2025 15:18 IST

    Bollywood: 'ওরাও গোপনে দেখত', দানব তৈরি করতেন এই ফিল্মি পরিবার? আঁতকে ওঠার মতো ঘটনায়...

    ১৯৪৭ সালের দেশভাগের পর বর্তমান পাকিস্তান থেকে, বহু পরিবার কলকাতা ও মুম্বাইয়ে পাড়ি জমায়। তাঁদের কেউ কেউ সিনেমা স্টুডিও স্থাপন করেন। সেই তালিকায় আনন্দ এবং কাপুর পরিবার যেমন ছিল, তেমনই ছিল সিন্ধ প্রদেশের রায়হানিয়া পরিবারও। তবে হিন্দি ছবির ইতিহাসে এই পরিবারকে প্রায়শই উপেক্ষা করা হয়। কাপুররা যেখানে বড় বাজেটের ছবিতে, তারকা ভরসা করে কাজ করতেন, রায়হানিয়ারা সেখানে একেবারে ভিন্ন পথে হাঁটতেন। ছোট বাজেট, অল্পকিছু ক্রু আর গ্রামীণ দর্শকদের জন্য ভয়-জাগানো ভৌতিক ছবি তৈরি করে। এঁরাই পরবর্তীতে পরিচিত হন রামসে ব্রাদার্স নামে। 



  • Advertisment
  • Sep 04, 2025 14:32 IST

    Sarika: বিয়ের আগেই ২ সন্তানের জন্ম, ২১-এ বাড়ি থেকে বিতাড়িত এই অভিনেত্রী, সুপারস্টারের সঙ্গে সম্পর্ক সব শেষ করে দেয়?

    অভিনেত্রী সারিকা, মাত্র পাঁচ বছর বয়সেই চলচ্চিত্রে পা রাখেন। ১৯৬৭ সালে সুনীল দত্তের হামরাজ ছবিতে তিনি এক ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার বদলে তাঁকে হয়ে উঠতে হয়েছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিকা বলেছিলেন- “আমি কখনও স্কুলে যাইনি। একবার বাবা-মা স্কুলে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু অভিনয় শুরু করার পর আর সম্ভব হয়নি। শৈশব হারানোর কষ্ট এখনও বয়ে বেড়াই।”



  • Sep 04, 2025 13:41 IST

    Samantha Ruth Prabhu: প্রাক্তন স্ত্রীর রহস্যময় পোস্ট! রাজ-সামান্থা সম্পর্ক ফের আলোচনায়

    এদিকে, পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলি দে ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় পোস্ট করে আরও আলোচনার জন্ম দিয়েছেন। এক নোটে তিনি লিখেছেন- “বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া দিন, এমনকি বুদ্ধি দিয়েই আচরণের জবাব দিন।” এর আগের এক পোস্টে শ্যামলি, আলী ইবনে আবি তালিবকে উদ্ধৃত করে বিচ্ছিন্নতা সম্পর্কে লিখেছিলেন: “বিচ্ছিন্নতা এমন নয় যে তোমার কিছুই থাকবে না, তবে কিছুই তোমার মালিকানাধীন হবে না।” 



  • Sep 04, 2025 13:07 IST

    The Bengal Files Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে রাজনৈতিক ছবি নিয়ে খোঁচা, বিবেকের 'টার্গেট' কোন পরিচালকরা'?

    বিতর্কিত ফাইলস ট্রিলজির শেষ ভাগ 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্ক তুঙ্গে তখন সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বেশ কিছু রাজনৈতিক ছবির প্রসঙ্গ টেনে আনলেন বিবেক অগ্নিহোত্রী। 'মিশন কাশ্মীর', 'ফিজা', 'ফনা' এবং মণি রত্নমের ক্লাসিক 'রোজা'-র মতো পুরোনো হিট ছবিগুলো নিয়ে মন্তব্য করেছেন পরিচালক।  গালাটা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বিবেককে প্রশ্ন করা হয় মুসলিম সংখ্যালঘুদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং বন্ধুত্বের বার্তা দেওয়া ছবিগুলো সম্পর্কে তার মতামত কী? উত্তরে তিনি বলেন, 'আমার এতে কোনও সমস্যা নেই। আসলে আমি গর্বিত এবং বহুবার বলেছি আমরাই একমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি যারা ভিন্ন স্বাদের তৈরি করছি। সেই তালিকায় যেমন রয়েছে নির্ভেজাল কমেডি আবার অন্যদিকে মুসলিম সোশ্যাল ড্রামা।' আরও যোগ করেন, 'আমেরিকায় ইসলামোফোবিয়া নিয়ে এত কথা হয় কিন্তু তাদের বলুন তো আমরা যেরকম ছবি বানিয়েছি সেই রকম ছবি তৈরি করতে। মণি রত্নম রোজা বানিয়েছিলেন যেখানে প্রতিফলিত হয়েছিল সন্ত্রাসবাদীদের দৃষ্টিকোণ। একইরকম ছবি হল মিশন কাশ্মীর, ফিজা এবং ফনা। আমরা এমন অনেক ছবি বানিয়েছি যা মূলত সন্ত্রাসীদের দৃষ্টিকোণ থেকে তৈরি। আর এতে আমার কোনও সমস্যা নেই।'



  • Sep 04, 2025 12:47 IST

    The Bengal Files: শেষ মুহূর্তে ফের সমস্যার বেড়াজালে 'দ্য বেঙ্গল ফাইলস', পিছিয়ে গেল বিবেকের 'বিতর্কিত' ছবি মুক্তির দিন

     পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'-ঘিরে বিতর্ক অব্যাহত। ৫ সেপ্টেম্বর নির্ধারিত মুক্তির দিন। পশ্চিমবাংলায় ছবি মুক্তি এখনও প্রশ্নচিহ্নের মুখে। তার আগে সেন্সরের বেড়াজালে আটকে পড়ল বিবেকের আপকামিং সিনেমা দ্য বেঙ্গল ফাইলস। বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পেতে বেগ পেতে হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। স্থানীয় সেন্সরশিপ অনুমোদন প্রক্রিয়া বিলম্ব হওয়ার দরুণ আপাতত কয়েকটি অঞ্চলে দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি বাধাপ্রাপ্ত। সিনেমার প্রযোজনা সংস্থার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, মরিসাসে এখনও ছবি মুক্তির ছাড়পত্র পাওয়া যায়নি। তাই সেখানের দর্শক দ্য বেঙ্গল ফাইলস মুক্তি থেকে এখন বঞ্চিত।  



The Bengal Files Vivek Agnihotri