/indian-express-bangla/media/media_files/2025/06/30/cats-2025-06-30-18-49-24.jpg)
Entertainment Latest Live News Highlights
পবিত্র রিস্তা ধারাবাহিকে পরাগের স্ত্রী অর্থাৎ স্বাতী আনন্দ শেফালির সঙ্গে তাঁর শেষ কথপকথোন নিয়ে মুখ খুললেন। পবিত্র রিস্তা ধারাবাহিকে পরাগ ত্যাগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন স্বাতী আনন্দ। জুমকে দেওয়া সাক্ষাৎকারে স্বাতী শেফালি-পরাগের বিয়ের স্মৃতিচারণা করেন। পরাগ কেমন মানুষ সেই কথা বলতে গিয়ে বলেন, 'আমি পরাগের থেকে ভাল মানুষ এই জীবনে সত্যিই দেখিনি। খুব ভাল মনের সৎ মানুষ। পরাগ আর শেফালির বিয়েতে খুব কম অতিথিই নিমন্ত্রিত ছিলেন। খুব বড় কোনও আয়োজন করেননি ওঁরা। মাতা রানির জাগরাতা রেখেছিলেন। আমি সেখানেও গিয়েছিলাম। আমি পরাগের সঙ্গে কত মজা করতাম যে শেফালির প্রেমে অন্ধ হয়ে আমাকে ভুলে গেলে!'
-
Jul 12, 2025 19:09 IST
Aamir Khan: আমিরে অতিষ্ঠ পরিচালক মহেশ ভাট, 'গুলাম' ছেড়ে কেন চলে গিয়েছিলেন? সত্যি ফাঁস করলেন সহ অভিনেতা
Aamir Khan Ghulam: পরিচালক মহেশ ভাটের সঙ্গেও দুটি ছবিতে কাজ করে সাফল্য অর্জন করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। কিন্তু, জানেন 'গুলাম' ছবিটা আমিরের জন্য মহেশ ভাট ছেড়ে চলে গিয়েছিলেন। অভিনেতা দীপক তিজোরিও গুলামের অংশ ছিলেন। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে বলেন, 'আমি হঠাৎ জানতে পারি মহেশ ভাট গুলাম ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন, আমার পক্ষে সম্ভব নয়। আমিরকে আমি সহ্য করতে পারছি না।' মহেশ ছবি থেকে সরে দাঁড়ালে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন বিক্রম ভাট। সেই জন্য ছবি তৈরি করতে দু'বছর সময় লেগেছিল। সাম্প্রতিক অতীতে SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট বলেছিলেন, 'আমি ওই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিরকে বলেছিলাম, সিনেমা আমার কাছে এতটাও গুরুত্বপূর্ণ নয় যে পুরো জীবন আমি উৎসর্গ করে দেব। যদি অন্য কথা বলি তাহলে সেটা মিথ্যা বলা হবে।'
-
Jul 12, 2025 18:33 IST
Arnab Chatterjee Exclusive: 'গিল্ড-ফেডারেশনের ঝামেলা এড়াতেই বাংলায় কাজ করি না', 'Murderbaad' মুক্তির আগে অকপট অর্ণব
Arnab Chatterjee-Murderbaad: বাঙালি কিন্তু আজও বহু জায়গায় উপহাসের পাত্র। মুম্বই গিয়ে একাধারে পরিচালক-প্রযোজক হিসেবে কাজ করতে কোনও সমস্যা হয়নি? অর্ণব বলেন, 'বাঙালিকে নিয়ে একটা স্টিরিওটাইপ সত্যিই আছে। সেটা অস্বীকার করার উপায় নেই। আট-ন'বছর বয়স থেকেই ইচ্ছে ছিল মুম্বই গিয়ে ছবি তৈরি করব। সেটা অবশেষে করতে পারলাম। কাজ করতে কোনও অসুবিধার সম্মুখীন হইনি। তাছাড়া বহু বাঙালি আগেও মুম্বই গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এখনও করছেন। সেই দলে নিজের নাম এন্ট্রি করতে পেরে ভাল লাগছে।'
-
Jul 12, 2025 17:10 IST
Kiara Advani At Hospital: পরিবারের সঙ্গে হাসপাতালে হবু মা, আচমকা কী হল মম টু বি কিয়ারার?
Pregnant Kiara Advani At Hospital: শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কয়েকটি ভিডিও। মুম্বইয়ের ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন তারকা দম্পতি। যা দেখে ভক্তদের অনুমান শীঘ্রই সুখবর শোনাবেন মম টু বি কিয়ারা। আর সেই উত্তেজনাকে আরও একটু নিশ্চিত করেছেন দুই পরিবারের সদস্যরা। কিয়ারার বাবা জগদীপ আডবানী ও সিদ্ধার্থের মা রইমার গাড়িতে ওঠার ভিডিও।
-
Jul 12, 2025 16:33 IST
Comedian Son Hospitalized: হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?
Munawar Faruqui Son Hospitaqlized: স্ট্যান্ডআপ কমেডিয়ান ও ব়্যাপার হিসাবে দারুণ জনপ্রিয় মুনাওয়ার ফারুকি। সপ্তাহান্তে পরিবারে দুঃশ্চিন্তার ছায়া। হাসপাতালে ভর্তি কমেডিয়ান-ব়্যাপার মুনাওয়ারের ছেলে। স্ত্রী মেহজবিন ইনস্টা স্টোরিতে হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাকে জড়িয়ে রয়েছে ছোট্ট সোনা আর হাতের একটি ছবি। ক্যাপশনে লেখা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার বাচ্চা ছেলেটা। বর্তমান আবহাওয়ার জন্য ভাইরাল ইনফেকশন হয়েছে মুনাওয়ার-মেহজবিনের ছেলের। সেই জন্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকল মা-বাবার উদ্দেশে মেহজবিন লিখেছেন, 'প্রতিটি মা-বাবাকে বলছি এখন প্রচণ্ড ভাইরাল ইনফেকশন হচ্ছে। বাড়তি সতর্কতা গ্রহণ করুন। সন্তানের প্রতিটি মুহূর্তের উপর নজর রাখুন। সন্তানের পরিস্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার ছোট্ট সোনা।'
-
Jul 12, 2025 15:51 IST
Bengali Actress: ৪ বছর হওয়ার আগেই মায়ের জন্য রুটি তৈরি করে ফেলল ছেলে! সন্তানের জন্য গর্বিত বাঙালি অভিনেত্রী
Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নুসরত। ফটোশুট থেকে জীবনের সুন্দর মুহূর্ত, সিনেমার প্রচারের ছবি ভিডিও শেয়ার করেন। উইকএন্ডে এমনই একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে থালার উপর সাজানো দুটি রুটি। আর ছবির সঙ্গে লিখেছেন, সন্তান যখন তার মায়ের জন্য কিছু রান্না করে।
-
Jul 12, 2025 15:03 IST
Subhashree Ganguly: মায়ের কোলে ইউভান-ইয়ালিনির দুষ্টুমি, দাদার নাম উচ্চারণে নাজেহাল রাজকন্যে!
Subhashree Ganguly-yuvaan-Yaalin: মা-মেয়ের মজার মুহূর্ত যখন সোশ্যাল মিডিয়ায় সকলে এনজয় করছেন তখন সেখানে গ্র্যান্ড এন্ট্রি জুনিয়র চক্রবর্তী অর্থাৎ ইউভানের। দাদা-বোনের যে ভীষণ ভালো বন্ডিং সেই নজির আগেও মিলেছে। স্কুল থেকে ফেরার সময় মায়ের কোলে মন খুলে দুই ছোট্ট সোনার খুনসুটি একেবারে জমে উঠেছে। দাদা ইউভান যা করছে সেটাই নকল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়ালিনি। বোনকে জড়িয়ে আনন্দে একেবারে আত্মহারা রাজ পুত্র। আদরের ছোট বোনকে কাছে পেয়ে চুমুও খেয়েছে ইউভান। আসা-যাওয়ার মাঝে পারফেক্ট ফ্যামিলি টাইম শুভশ্রী ক্যামেরাবন্দি করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। আদরে-ভালবাসায় খুদেদের ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
-
Jul 12, 2025 14:03 IST
Shefali Jariwala News: 'শেফালি যে সাপ্লিমেন্ট ব্যবহার করত সেগুলো...', কাঁটা গার্লের মৃত্যুর পর মুখ খুললেন অভিনেত্রী
Shefali Jariwala Death News Update: মিনি মাথুর এক সাক্ষাৎকারে বলেন, 'চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়। আমরা তো কেউ তো প্রকৃত চিকিৎসক নই যে কী ধরনের প্রতক্রিয়া হবে তা বুঝতে পারব। সাপ্লিমেন্টের ব্যবহার কোনও অপরাধ বা ভুল নয়। এগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আমি এমন অনেককে চিনি যাঁরা এই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া করা উচিত নয় সেটা আরও একবার বলছি।' নিজের প্রসঙ্গে মডেল-অভিনেত্রীর সংযোজন, 'আমার শরীরে যখন সুঁচ ফোটানো হয় আমি ডবল চেক করে নিই যে সেটা নতুন কিনা। আমি অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করি, ড্রিপ নেই তবে সবটাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।'
-
Jul 12, 2025 13:15 IST
Shefali Jariwala Wish: 'ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করতে চাই', মৃত্যুর পর কী ভাবে ইচ্ছেপ্রকাশ শেফালির? দেখুন ভিডিও
শেফালি ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ। মৃত্যুর আগেও বাড়িতে উপোস করে সত্যনারায়ন পুজোর আয়োজন করেছিলেন। গণেশ চতুর্থীর আগে মনের ইচ্ছেপ্রকাশ করলেন প্রয়াত শেফালি। এক সোশ্যাল মিডিয়া ইউজার তাঁর ইনস্টা হ্যান্ডেলে এখটি ভিডিওবার্তায় দাবি করেছেন শেফালি তাঁর স্বপ্নে এসে বলেছেন, তিনি বাড়িতে গণেশ চতুর্থী পালন করতে চান।