/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-10-43-40.jpg)
Entertainment Latest Live News Update
Achyut Potdar Died শোকের ছায়া বলিউডে। প্রয়াত সুপারহিট মুভি থ্রি ইডিয়টস খ্যাত প্রবীণ অভিনেতা অচ্যুত পোটদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, অসুস্থ অবস্থায় তাঁকে থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবারই মৃত্যুর কোলে ঢলে পড়েন 'থ্রি ইডিয়টস'-এর কড়া অধ্যাপক।
- Aug 19, 2025 17:54 IST
Kangana Ranaut: হাসপাতালে সন্তান প্রসবে নিষেধাজ্ঞা! চারপাশ রক্তে ভেসে যাওয়ায় খুশি মা, যন্ত্রণাদায়ক শৈশব 'ক্যুইন' কঙ্গনার
বড় বোনের আগে কঙ্গনার মা-বাবার জীবনে এসেছিল এক পুত্রসন্তান। নাম ছিল হিরো। কিন্তু জন্মের মাত্র ১০ দিন পরেই মারা যায়! হাসপাতালের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পরিবারের। সেই ঘটনার পর থেকেই কঙ্গনার বাড়িতে মেয়েদের হাসপাতালের বদলে ঘরেই সন্তান প্রসবের নিয়ম চালু হয়। কঙ্গনা তাঁর কৈশোরের আরও এক বেদনাদায়ক স্মৃতি শেয়ার করেন। অনেক সহপাঠী যখন ষষ্ঠ থেকে নবম শ্রেণির মধ্যে ঋতুমতী হয়েছিল তখনও তাঁর ঋতুস্রাব শুরু হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে মা একদিন তাঁর খেলনা, পুতুল, পুতুলের ঘর সব ফেলে দেন। স্মৃতিচারণ করে বলেন, 'আমি তখন পুতুলবাড়ি নিয়ে খেলতাম। মা রাগ করে বললেন, এখনও ঋতুস্রাব হয়নি আর পুতুল নিয়েই পড়ে আছে। তারপর একদিন ঘুম থেকে উঠে দেখি চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে পড়ি আর মা খুশি হয়েছিলেন যে অবশেষে আমার ঋতুস্রাব শুরু হয়েছে।'
- Aug 19, 2025 16:40 IST
বিবেককে জোড়া সাঁড়াশি আক্রমণ ঋদ্ধি-ঋত্বিকের, 'দ্য বেঙ্গল ফাইলস'-এর সমর্থনে সরকারের 'বাধ্য' পরিচালক-প্রযোজককে চ্যালেঞ্জ অনিকেতের
The Bengal Files Controversy: বিবেক অগ্নিহোত্রীর আপকামিং মুভি দ্য বেঙ্গল ফাইলস ঘিরে বিতর্কের ঝড়। ইতিহাস বিকৃতিকরণের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে FIR-ও। এর মাঝেই বিবেককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ ঋদ্ধি-ঋত্বিকের। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় সিনেমার সমর্থনে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, যাঁরা মিথ্যে বলছেন তার পালটা জবাব দিন, লিখুন, সিনেমা বানান।'
- Aug 19, 2025 15:25 IST
Bengali Actress Baby Girl: বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে নয়, কোন ভাবনায় লক্ষ্মীছানার নামকরণ করলেন অহনা-দীপঙ্কর?
ছোট্ট সোনার নামকরণ
সোশ্যাল মিডিয়ায় একরত্তিকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন অহনা। পাশে দীপঙ্করকে নিয়ে ছোট্টসোনার নাম সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী। মেয়ের নাম রাখলেন 'মীরা', ওরফে মীরা রায়।
ঠাকুমার নামে কেন নামকরণ?
মেয়ের জন্মের আগেই প্রয়াত হয়েছেন অহনার শাশুড়ি মা। তাঁর সঙ্গে অহনার সম্পর্ক ছিল একদম মা-মেয়ের মতো। একাধিক সাক্ষাৎকারে অহনা বারবার শাশুড়ি মায়ের মৃত্যুতে আক্ষেপ করেছেন। তাই অহনা-দীপঙ্কর দুজনেই চেয়েছেন মেয়ের মধ্যেই ঠাকুমাকে বাঁচিয়ে রাখতে।
- Aug 19, 2025 14:23 IST
Bengali Actress Viral Video: শিয়ালদহ স্টেশনের বাইরে হুলস্থূল! গালিগালাজ-তোলা আদায়, ভাইরাল বাঙালি অভিনেত্রীর ভিডিও
অভিনেত্রীর নামবদল
সাতসকালে শিয়ালদহর বাইরে যখন পরিবেশ উত্তপ্ত, তখন নিজের নাম বদলে ফেললেন কাঞ্চনা। নিজেকে পরিচয় করালেন স্বপ্না মন্ডল নামে। চোখ-মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি একেবারে রাগে ফুঁসছেন। দম্পতি হাত জোড় করে কাকুতিমিনতি করলেও তাঁর হাত থেকে যে রেহাই মিলবে না সে কথা বলার অবকাশই রাখছে না। তাঁদের চোখের জলেও বরফ গলেনি।
রেগে কাঁই কাঞ্চনা
দম্পতিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন কাঞ্চনা। রাগের পারদ যখন চড়ছে তখন বেশ কয়েকজন কাঞ্চনার ভিডিও করতে এগিয়ে আসেন। তাঁরাও অভিনেত্রীর রোষের মুখে পড়েন। ছুটে এসে ওঁদের সরিয়ে দেন। খোলা রাস্তায় কেমন এমন অদ্ভুত আচরণ করছেন কাঞ্চনা মৈত্র?
- Aug 19, 2025 13:34 IST
Aamir Khan: তুতো বোনকে বিয়ের জন্য ফয়জলকে চাপ- বিবাহবর্হিভূত সম্পর্ক থেকে অবৈধ সন্তান! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাইয়ের
১৮ আগস্ট আমিরের ভাই ফয়জল একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানেই তিনি পরিবারের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটান। তিনি বলেন, ২০০২ সালের আগস্টে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু, ডিসেম্বরেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর পরিবার তাকে নিজের তুতো বোনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ফয়সাল বলেন, 'আমার পরিবার মায়ের তুতো বোনকে বিয়ে করার জন্য জোর করছিল। আমি কখনওই সেটা চাইনি। আমি তখন কাজে মন দিতে চেয়েছিলাম। তাই বিয়েতে বিশেষ আগ্রহ ছিল না। সেই জন্য প্রায় প্রতিদিনই ঝগড়া-অশান্তি হত। এরপরই আমি পরিবারের সঙ্গে দূরত্ব বজার রাখার সিদ্ধান্ত নিই। আমার মা-ও বিয়ের বিষয়ে রেগে গিয়েছিলেন।'
তিনি আরও জানান, 'আমি যখন পরিবারের প্রতি বিরক্ত হয়ে যাই তখন একটি চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে লিখেছিলাম। যেমন আমার দিদি তিনবার বিয়ে করেছেন। আমির রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাঁদের একটি অবৈধ সন্তানও আছে। কিরণের সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিলেন। এসব লিখতেই রেগে কাঁই পরিবারের সদস্যরা। এরপর পুরো পরিবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে ‘পাগল’ সাব্যস্ত করার চেষ্টা করে।'
- Aug 19, 2025 12:13 IST
Ranveer Singh-Dhurandhar: হাসপাতালে শিশু সহ ১০০-র বেশি ক্রিউ মেম্বার, রণবীরের 'ধুরন্ধর'-র শুটিং-এ ঘটল কোন মারাত্মক ঘটনা?
ধুরন্ধর-এর সেটে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। ১০০-এর বেশি ক্রিউ সদস্য ভর্তি রয়েছেন লেহ-এর হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খাবারে বিষক্রিয়ার দরুণ এই ভয়াবহু কাণ্ডটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুটিং সেটে। সূত্রের খবর, অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশু-ও ছিল। তবে গুরুতর কোনও ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই অধিকাংশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আদিত্য ধরের আপকামিং ছবি ধুরন্ধর-এর সেটে এই ঘটনার জেরে খাদ্য নিরাপত্তা দফতর ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। কী কারণে বিষক্রিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে।
- Aug 19, 2025 11:37 IST
Pori Moni Baby ICU: আইসিইউ-তে একরত্তি মেয়ে, ধুম জ্বরে হাসপাতালে কাতরাচ্ছে মা-ছেলে! ভয়ংকর পরিস্থিতি পরি মণি-র পরিবারে
একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'বাসার সবার জ্বর!' অর্থাৎ বাড়ির প্রত্যেকে জ্বর। অপর একটি পোস্টে পরি মণি জানিয়েছেন, 'আমার মেয়ে আইসিইউ- তে। আমার ছেলের ১০২ জ্বর । আমার ১০৩.৫ জ্বর,কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ !' অভিনেত্রীর এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
- Aug 19, 2025 10:47 IST
3 Idiots Actor Death: প্রয়াত 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা, অচ্যুতের স্মৃতিতে কী লিখলেন হানসল মেহতা?
পরিচালক হানসাল মেহতা এক্স হ্যান্ডেলে প্রয়াত অভিনেতার আত্মার শান্তিকামনা করেছেন। শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, 'জাগ্গু দাদার বাবার ভূমিকায় অভিনয় দেখে আমি ওঁর ভক্ত হয়ে যাই। অঙ্গার ছবির ‘ঐ জাগ্গু’ সংলাপ আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। আমার প্রথম ছবি 'জয়তে'-এ ওঁর সঙ্গে কাজ ককরার সৌভাগ্য হয়েছিল। সেখানে তিনি একজন পেশাদার মেডিক্যাল সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ টাইমিং ও দারুণ ব্যঙ্গাত্মক রসবোধ ছিল। শান্তিতে থাকুন অচ্যুত।'