Entertainment Latest Live News Highlights মা-বাবার মৃত্যুর পর ঘরবন্দি! হাসপাতালে ভর্তির পরই অকাল মৃত্যু জনপ্রিয় অভিনেতার

Entertainment Latest Live News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার

অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার

Entertainment Latest Live News Highlights বিনোদন জগতে ফের মৃত্যুসংবাদ। মাত্র ৫৪-তেই সব শেষ! টেলিভিশন থেকে সিনেমা, সর্বত্রই তাঁর অভিনয় প্রশংসিত হত। সন অফ সর্দার, আর. রাজকুমারের মতো ছবিতে বলিউড অভিনেতা অজয় দেবগন, শাহিদ কাপুরের সঙ্গেও কাজ করেছেন। এছাড়াও একাধিক হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। তিনি নান আদার দ্যান অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে আচমকাই তাঁর মৃত্যু সংবাদ পায় প্রিয়জন ও বন্ধুবান্ধবরা। মুকুলের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। 

  • May 24, 2025 20:39 IST

    Sreemoyee-Kanchan কাঞ্চন-কৃষভির কোয়ালিটি মোমেন্ট, মিষ্টি মুহূর্তের ভিডিও পোস্ট করে কী লিখলেন শ্রীময়ী?

    Sreemoyee-Kanchan সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শ্রীময়ী। কৃষভির সঙ্গে কাঞ্চলের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। যেখানে মেয়ে-বাবা দুজন দুজনকে হামি খাচ্ছে। মজা করে শ্রীময়ীও ক্যাপশনে লিখেছেন, 'হামি খাওয়া চলছে'।

     



  • May 24, 2025 20:13 IST

    Mukul Dev Furenal শেষকৃত্য সম্পন্ন হল মুকুলের, উপস্থিত পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির সতীর্থরা

    Mukul Dev Furenal ৫৪ তেই সব শেষ। না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব। তাঁর দাদা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে। মুকুলের শেষযাত্রায় হাজির ছিলেন পরিবারের সদস্য ও ইন্ডাসট্রির সতীর্থরা। এসেছিলেন কাছের বন্ধু বিন্দু দারা সিং। 



  • Advertisment
  • May 24, 2025 19:45 IST

    Mukul Dev last Post: মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য, মুকুলের শেষ পোস্টে কী বার্তা?

    Mukul Dev last Post:  মুকুলের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে রহস্য ঘনাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মুকুলের শেষ বার্তা, 'অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।' ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি তুলে ধরেছেন। এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। 



  • May 24, 2025 18:45 IST

    Sandy Saha মৃত্যু মুখ থেকে ফিরেছেন স্যান্ডি, হাড়হিম করা ভিডিও দেখলে শিউরে উঠবেন

    Sandy Saha চলতি বছরের গোড়ার দিকে MTV Roadies-এ অংশ নিয়েছিলেন। সেখানেই মজা করতে গিয়ে মারাত্মক বিপদে পড়েছিলেন স্যান্ডি।  MTV চ্যানেলের তরফে সেই হাড় হিম করা ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা দেখে তাজ্জব বনে গিয়েছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে বাঘের ছাল পড়ে প্র্যাঙ্ক করার জন্য প্রস্তুত স্যান্ডি। আর সেই সময় সেখানে উপস্থিত অনেকেই ভেবেছে সত্যিই পালে বাঘ পড়েছে। অনেকে তো এসে তাঁকে নারধরও করে। প্রাণ সংশয় হয়ে যায় স্যান্ডির। অবশেষে চ্যানেল কতৃপক্ষ এসে তাঁকে উদ্ধার করে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'এবছর আমি সোশ্যাল মিডিয়া হোস্ট হিসেবে MTV Roadies-এ গিয়েছিলাম। সেখানেই প্র্যাঙ্ক করতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। মুনার হিল স্টেশনের জঙ্গলে বাঘ এসেছিল বলে আমি নিজে বাঘ সেজে ভয় দেখাব বলে ক্যাম্পের ভিতর লুকিয়ে ছিলাম। দুজন প্রতিযোগী ভাবে সত্যিই বাঘ এসেছে। সেই জন্য ওঁরা লাঠি-আগুন নিয়ে ক্যাম্পের দিকে ছুটে আসে। ক্যাম্পের ভিতরে কে আছে সেটা না জেনেই ওরা আগুন ধরিয়ে দেয়। বুঝতে পেরে আমি কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসি। না হলে ওখানেই মরে যেতাম।'



  • Advertisment
  • May 24, 2025 17:36 IST

    Sweta Bhattacharya আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টেলি অভিনেত্রী শ্বেতার

    Sweta Bhattacharya অভিনেত্রীর বিয়ের ব্লাউজের ছবি ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছে কলকাতার একটি বুটিক। তাঁর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে প্রচার চালানো একেবারেই মেনে নিচ্ছেন না। সেই জন্য ভিডিওবার্তায় কড়া হুঁশিয়ারি অভিনেত্রীর। তিনি সাফ জানিয়েছেন, ব্লাউজটি ভিকির থেকে তৈরি করেছেন। আর তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র। সেটা তো প্রত্যেকেই জানেন। শ্বেতার ইচ্ছে অনুযায়ীই শিলিগুড়ির ডিজাইনার ভিকির থেকে বিয়ের ব্লাউজ বানিয়ে এনেছিলেন রুদ্র সাহা। তাই বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহার করে প্রচার চালানো অনুচিত সেটা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে এইরকম ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নিতে দুবার ভাববেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্বেতা।



  • May 24, 2025 17:10 IST

    Nondinii Chatterjee দুহাতে প্লাস্টার, ছবি পোস্ট করে কী জানালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়?

    Nondini Chatterjee বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। বেশিরভাগ ধারাবাহিকেই নেগেটিভ চরত্রেই দখা যায়। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দুহাতেই প্লাস্টার। দু-সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন বলেও উল্লেখ করেছেন। ধীরে ধীরে শুস্থ হচ্ছেন নন্দিনী।

     



  • May 24, 2025 16:36 IST

    Salman Khan 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তার পরও আরও কড়াকড়ি ভাইজানের বাড়িতে, কিন্তু কেন?

    Salman Khan: 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন সলমন খান। এত কড়া ঘেরাটোপ পেরিয়েও ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন বছর তেইশের এক অনুরাগী। ঘড়িতে তখন সকাল ৭ টা ১৫। জিতেন্দ্রকুমার সিংহ নামক এক যুবক সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। ওই একইদিনে ঢুকে পড়ে এক মহিলা ভক্তও। এই ঘটনার পর আরও জোরদার করা হল ভাইজানের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তারক্ষী।



  • May 24, 2025 15:49 IST

    Vindu Dara Singh-Mukul Dev গ্রাস করেছিল একাকীত্ব! মদ্যপানে আসক্ত মুকুল, অভিনেতার মৃত্যুর পর প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

    Vindu Dara Singh-Mukul Dev

     

    শুক্রবার সিনেদুনিয়ায় চরম দুঃসংবাদ! মাত্র ৫৪ বছরে নিভল জীবন প্রদীপ। হিন্দি সিরিয়াল, সিনেমা থেকে পঞ্জাবি মুভি, বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের জুড়ি মেলা ভার। তিনি বিশিষ্ট অভিনেতা মুকুল দেব। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া টিনসেল টাউনে। কিন্তু, কী কারণে মাত্র ৫৪-তেই চিরনিদ্রায় চলে গেলেন মুকুল, তা এখনও জানা যায়নি। তবে সহ অভিনেতা বিন্দু দারা সিং ET Times-কে জানিয়েছেন, মুকুল একাকীত্বে ভুগছিলেন। মদ্যপান-গুটখার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। মুকুলের শরীরে কোনও বিশেষ রোগ ছিল না বলেও জানান বিন্দু।



  • May 24, 2025 14:34 IST

    Mukul Dev-Rahul Dev: কী কারণে মৃত্যু মুকুল দেবের? সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দাদা রাহুল দেবের

    Mukul Dev-Rahul Dev:  ৫৪-তে নিভল জীবন প্রদীপ, অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার! শোকস্তব্ধ বিটাউন। কী কারণে মৃত্যু সেই নিয়ে উঠছে প্রশ্ন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করলেন মুকুলের দাদা রাহুল দেব। সেই সঙ্গে জানালেন বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে।



  • May 24, 2025 13:31 IST

    Raja Chanda On Mukul Dev 'বাংলা বলতে একটু অসুবিধা হত তবুও...', মুকুল দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ রাজা চন্দের

    Raja Chanda On Mukul Dev মুকুল দেবের সঙ্গে আমার প্রথম কাজ 'রংবাজ'। তারপর 'বচ্চন' আর 'সুলতান', এই তিনটি ছবিতে মুকুল দেবের সঙ্গে কাজ করেছিলাম। রাহুল দেব, মুকুল দেব দুই ভাইয়ের সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক ছিল। দুজনেই আমার সঙ্গে কাজ করেছেন। মুকুল দেব খুব ভাল অভিনেতা ছিলেন। বাংলা বলতে একটু অসুবিধা হত তবুও চেষ্টায় কোনও ত্রুটি রাখতেন না। ইংরাজিতে সংলাপ লিখে নিতেন। বেঙ্গালুরুতে একবার একটা বিষয়ে মুকুল দেবের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল। ঠিক কী কারণে হয়েছিল সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু, পরে আবার আমাদের সম্পর্ক ভাল হয়ে যায়। মুকুল দেব বলতেন, তিনি দাদা রাহুল দেবকে খুব সম্মান করেন, ভয়ও পান। উনি দাদাকে খুব সমীহ করে চলতেন। আমি যতদূর জানি ওঁর ফ্যামিলি খুবই শিক্ষিত। দিল্লিতে থাকতেন। কাজের সূত্রে মুম্বই আসা। মুকুলের সঙ্গে  কাজের বাইরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এত অল্প বয়সে এমন একজন প্রতিভাবান অভিনেতা চলে গেলেন! খবরটা শুনে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছে। খুবই বেদনাদায়ক একটি ঘটনা। 



  • May 24, 2025 13:13 IST

    Alia Bhatt:

    Alia Bhatt:: কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি সকলের নজর কেড়েছে। প্রথম দিন আলিয়া পরেছিলেন পোশাকশিল্পী ড্যানিয়েল রোজ়বেরির তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ নজর কেড়েছিল। দোসর মাথার খোঁপা ও কানে হিরের স্টাড। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন অভিনেত্রী। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি।



  • May 24, 2025 12:42 IST

    Mukul Dev ৫৪-তে না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব, অভিনয়ে আত্মপ্রকাশের আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

    Mukul Dev  মুকুল দেব শুধু একজন পেশাদার অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন ট্রেনিং প্রাপ্ত পাইলটও। কায়বরেলির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে ট্রেনিং নিয়েছিলেন। অভিনয়ে আসার আগে একটি ট্রেনিং ইন্সটিটিউটও চালাতেন। এক দশক তিনি কমারশিয়াল পাইলট হিসেবেও কাজ করেছিলেন। 



Bengali Serial Bengali Singer Bengali Cinema Bengali Actress Bengali Actor Bollywood Wedding Bollywood Vs South Film Industry Bollywood Song bollywood movie Bollywood News Bollywood Couple bollywood actress Bollywood Actor actor death news Mukul Dev