/indian-express-bangla/media/media_files/2025/07/06/cats-2025-07-06-12-14-08.jpg)
রণবীরের জন্মদিন
Entertainment Latest Highlights:
Ranveer Singh Birthday: ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৪০টি বসন্ত পার করে ফেললেন। শুভেচ্ছায় ভাসছেন বার্থডে বয়। একইসঙ্গে রণবীরের আচরণে মন খারাপ ভক্তদের। কী এমন করলেন অভিনেতা? জন্মদিনের আগের দিন আচমকা গায়ের রণবীর। ইনস্টা হ্যান্ডেলে নেই একটিও পোস্ট। প্রোফাইল পিকচর সম্পূর্ণ কালো! স্টোরিতে শুধু রয়েছে দুটি তরবারির ক্রশ করে রাখার ছবি। আর সঙ্গে লেখা 12:12, এই ইঙ্গিতপূর্ণ পোস্টের নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনে মরিয়া রণবীরের অনুরাগীরা। ই
-
Jul 06, 2025 21:14 IST
Jaadu Actor-Koi Mil Gaya: হৃতিকের 'কয়ী মিল গয়া'র জাদু, কস্টিউমের আড়ালের অভিনেতাকে চেনেন? চলে গিয়েছেন না ফেরার দেশে..
Jaadu Actor-Koi Mil Gaya: বহুদিন ধরেই, হৃত্বিক রোশনের ক্রিশ ৪ আলোচনায়। দীর্ঘ অনেক বছর অপেক্ষার পর, এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা নিজেই। সে কারণে একটু চাপেও আছেন তিনি। জীবনের প্রথম কোন ছবির পরিচালক হচ্ছে। আর যেখানে ক্রিশের প্রাক্তন ছবিগুলি দারুন সুপারহিট, এখানে আসন্ন ছবি নিয়ে যে একটু চাপে থাকবেন অভিনেতা সে কথা খুব স্বাভাবিক। হৃতিক এই ছবির মধ্যে দিয়ে আরও বেশ কয়েকটি চরিত্রকে ফিরিয়ে আনছেন। জানা যাচ্ছে যে এই ছবির মধ্যে দিয়ে নাকি কোই মিল গায়া খ্যাত জাদু ফিরছে।
-
Jul 06, 2025 20:41 IST
Bangladeshi Actress Mithila: বিবাহ বিচ্ছেদের পর কঠিন সময়, আর্থিক অনটন! তাহসানকে ডিভোর্স দিতে হবে ভাবতেই পারেননি মিথিলা..
Bangladeshi Actress Mithila: মেয়েদের অর্থনৈতিকভাবে কতটা সফল হওয়ার প্রয়োজন আছে - সে কথা বলে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন মিথিলা। হঠাৎ করে জীবন পাল্টে গেছিল তার। যাদের সঙ্গে থাকতেন সেই মানুষগুলো অজানা হয়ে গিয়েছিল। যে শ্বশুরবাড়িতে একসময় তিনি হক জমিয়ে থাকতেন, সে জায়গাটা তারা থাকবে না এমনটা বিশ্বাসই করতে পারেননি। খুব অল্প বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহাসানের সঙ্গে। তারপর থেকে জীবনটা একদম অন্যরকম ছিল তার। অল্প বয়সে মা ও হয়েছিলেন তিনি।
-
Jul 06, 2025 20:21 IST
Ramayana: 'রাজা রাম' রণবীর সেটে আসতেই কী করতেন..? সাফ জানিয়ে দিলেন 'রামায়ণে'র 'কৌশল্যা' ইন্দিরা
ইন্দিরা এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার, ২০২৩ সালের ব্লকবাস্টার ফ্যামিলি ক্রাইম ড্রামা অ্যানিম্যাল-এ রণবীরের সাথে কাজ করেছেন। যেখানে তিনি তার প্রেমিকা রশ্মিকা মান্দান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি যখন প্রথম রামায়ণের সেটে গিয়েছিলাম, তখন ভেবেছিলাম টিভি অভিনেতা হওয়ার কারণে লোকে আমাকে নিচু চোখে দেখবে। কিন্তু আমি খুব চমকে উঠলাম! রণবীর কাপুর আমার কাছে এসে বললেন, হাই ইন্দিরা।"
-
Jul 06, 2025 19:36 IST
Bangladeshi Actress: '...প্রমাণ করতে পারেল ২৫ লাখ ভিক্ষা দেব', কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী?
Tanjin Tisha Child:বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাক নিয়ে রটে গিয়েছে মারাত্মক খবর। সোশ্যাল মিডিয়ায় ওপার বাংলার এক সাংবাদিক তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, তারা তানজিনের সন্তান। এখানেই সেষ নয়, অভিনেত্রীকে খোঁচা মেরে লিখেছেন, 'সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি তাঁর গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?' এছাড়াও তানজিনকে কটাক্ষ করে আরও অনেক কথা লিখেছেন। যা দেখে রেগে কাঁই অভিনেত্রী। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কড়া ভাষায় লিখেছেন, 'অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব।' আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কী করা উচিত সেটাও বলেছেন তানজিন। অভিনেত্রী সুর চড়িয়ে লিখেছেন, ' যদি বাচ্চাকাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।'
-
Jul 06, 2025 19:15 IST
Shruti Das ভানুপ্রিয়া ভূতের হোটেল কেরিয়ারে আরও একটা টার্নিং পয়েন্ট?
রাঙা বউয়ের পর অনেকটা বিরতি। তরপর কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন হল উইন্ডোজ প্রোডাকশনের 'আমার বস'-এ। দ্বিতীয় সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল কেরিয়ারে আরও একটা টার্নিং পয়েন্ট?
২০২৩ এ 'রাঙা বউ'-য়ের জার্নি শুরু। ২০২৪-এর ডিসেম্বরে শেষ হল। ২০২৫-এর শুরুতে 'আমার বস', মাঝখানে 'ডাইনি' শুট করলাম। আমার বস-র আগেল ডাইনি মুক্তি পেল। দর্শকের থেকে প্রশংসা পেলাম। বড় পর্দায় আমার প্রথম কাজেও বেশ সুখ্যাতি হয়েছে। এরপর 'ভানুপ্রিয়া ভূতের হোটেল', 'ছায়াসঙ্গী'-তে কাস্ট করা হল আমাকে। টার্নিং পয়েন্ট কিনা জানি না, তবে এটুকু বলতে পারি লম্বা বিরতির পর ব্যাক টু ব্যাক কাজ করছি। এটা খুব আনন্দের।
-
Jul 06, 2025 18:49 IST
Bollywood: ফের সুশান্তের মতো অবস্থা হতে চলেছে আরেক অভিনেতার? আগেভাগেই ইন্ডাস্ট্রির মুখোশ খুললেন জনপ্রিয় গায়ক..
গায়ক ও সুরকার আমাল মালিক সম্প্রতি একটি বক্তব্যে ঝড় তুলেছেন। তাঁর দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি কার্তিক আরিয়ানকে একঘরে করার চেষ্টা করছে। আমাল উল্লেখ করেছিলেন যে বড় প্রযোজক এবং তারকারা সকলে মিলে, একটি দল গঠন করেছেন যারা অভিনেতাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে চায়। এবং এই কাণ্ড এর আগেও হয়েছে এমনটাই দাবি করেছেন তিনি।
-
Jul 06, 2025 18:04 IST
Bollywood Controversy: নোংরা রাজনীতি করেছেন অমিতাভ! মেগাস্টারের বিরুদ্ধে বড় অভিযোগ, বোমা ফাটান সুপারস্টার
অভিনেতা অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না নাকি ১৯৭০ এর দশকে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন? রাজেশ ১৯৬০ এর দশকের শেষের দিকে এবং ১৯৭০ এর দশকের গোড়ার দিকে তার সুপারস্টারডম দিয়ে হিন্দি সিনেমা জগতে আধিপত্য বিস্তার করেছিলেন। তবে ১৯৭৩ সালে 'জঞ্জির' মুক্তি পাওয়ার পরপরই জোয়ার অমিতাভ বচ্চনের পক্ষে ঘুরতে শুরু করে। যদিও রাজেশ ১৯৭০-এর দশক জুড়ে হিট ছবিতে অভিনয় অব্যাহত রেখেছিলেন। তবে এটি স্পষ্ট হয়ে উঠছিল যে অমিতাভ তখন বিরাট বড় তারকা।
-
Jul 06, 2025 17:56 IST
Social Icon Hospitalized: গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, এখন কেমন আছেন?
Bangladeshi content creator Hospitalized: গুরুতর অসুস্থ অবস্থায় ৪ জুলাই হাসপাতালে ভর্তি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। Pancreatitis-এর চিকিৎসার জন্য খুলনায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন অনেকটাই সুস্থ আছেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিবের। খবরটি নিশ্চিত করেছেন রাকিব হাসানের সহকর্মী হাসান আলী। হাসপাতালের বিছানায় হলুদ টি-শার্ট পরে শয্যাশায়ী অসুস্থ রাকিব হাসান। সেই ছবি পোস্ট করে হাসান আলী লিখেছেন, 'কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। আমীন।'
-
Jul 06, 2025 17:33 IST
Abhishek-Aishwarya Divorce Rumor: 'আমার কিচ্ছু যায় আসে না..', ডিভোর্স চর্চা তুঙ্গে, মা জয়ার সঙ্গে ঐশ্বর্যর তুলনায় ব্যস্ত অভিষেক?
Abhishek-Aishwarya Divorce Rumor: শেষ কিছু মাসে ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন দুজনের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান আলোচনা তুঙ্গে। বারবার শোনা যাচ্ছিল, তারা নাকি একসঙ্গে থাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কোন অনুষ্ঠানেই তার একসঙ্গে যাচ্ছিলেন না। মেয়েকে নিয়ে দেখা যেতে ঐশ্বর্যকে, এবং অভিষেক তার পরিবারের অন্যান্য সদস্য তার বাবা অমিতাভ মা জয়া এদের সঙ্গে থাকতেন। যদিও, কিছুদিন আগেই এক অনুষ্ঠান তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে নানা কিছু জানা যাচ্ছে।
-
Jul 06, 2025 17:05 IST
New Bengali Serial: দাদা-বোনের গল্পে প্রেমের পরশ, শুরু হচ্ছে নতুন মেগা 'দাদামণি', কোথায় কখন দেখবেন?
Dadamoni Telecast Time: বাংলা মেগার দর্শকের কাছে সুখবর পৌঁছেছ অনেকদিন আগেই। এবার অপেক্ষার অবসান ঘটার কাউন্টডাউন শুরু। করাত পোহালেই ড্রইংরুমে পৌঁছে যাবেন প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তী। সৌজন্যে নতুন বাংলা মেগা 'দাদামণি'। আগামী ৭ জুলাই সোমবার থেকে শুরু হবে নতুন সিরিয়ালের সম্প্রচার। নীলাঞ্জনা শর্মার 'নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন'-এর ব্যানারে আসছে ভাই-বোনের সম্পর্কের আধারে তৈরি গল্প 'দাদামণি'। সোম থেকে শনিবার এই ধারাবাহিক রাত সাড়ে ৮ টায় সম্প্রচারিত হবে। উল্লখ্য, 'কোন গোপনে মন ভেসেছে'র স্লটে আসছে নতুন ধারাবাহিক 'দাদামণি'।
-
Jul 06, 2025 16:20 IST
Kareena kapoor Khan: পরিবারের সঙ্গে লন্ডনে ছুটির মেজাজে, অবসরযাপনের ফাঁকে কী প্রতিজ্ঞা করলেন করিনা?
Kareena kapoor Khan Food: এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটির মুডে নবাব বেগম। বিদেশ বিভুঁইয়ের মাঝে সোশ্যাল মিডিয়ায় কোন প্রতিজ্ঞার কথা জানালেন বেবো? লন্ডনে ছুটি কাটানোর সঙ্গে একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছেন বেবো। ইনস্টা স্টোরিতে খাবারের ছবি শেয়ার করে করিনা লিখেছেন, 'প্রতিজ্ঞা করেছি এখানে আমি হেলদি খাবার খাব'।
-
Jul 06, 2025 15:20 IST
Bollywood Actress: 'কোনও খাবার খাই না শুধু...', ফিট অ্যান্ড ফাইন থাকতে বলি ডিভা নার্গিস যা করেন শুনলে তাজ্জব বনে যাবেন
Nargis Fakhri Housefull 5: সম্প্রতি Hauterrfly-কে দোয়া এক সাক্ষাৎকারে সিক্রেট শেয়ার করলেন নার্গিস। বছরে দু'বার উপোস করেন। একটানা ৯ দিন শুধু জলপান করা ছাড়া আর কিছু করেন না। অভিনেত্রী জানাচ্ছেন, 'আমি বছরে দু'বার উপোস করি। কোনও খাবার খাই না। ন'দিন আমি শুধু জল পান করি। এটা ভীষণ কঠিন। তবে কেউ যদি একবার এই চ্যালেঞ্জটা সাহস করে গ্রহণ করে তাহলে ফারাকটা নিজেই বুঝতে পারবে। ত্বক থাকবে একেবারে টানটান। চিবুক দেখাই যাবে না। মুখ হবে উজ্জ্বল। তবে এটা আমি কাউকে জোর করে করতে কখনই পরামর্শ দেব না।'
-
Jul 06, 2025 14:31 IST
Actor Death News: ৫৬-এ থামল পথচলা, প্রয়াত কিংবদন্তি অভিনেতা
Actor Passed Away: মাইকেল ম্যাডিসনের মৃত্যুর পর হলিউড হারাল আরেক তারকাকে। 'এফবিআই: মোস্ট ওয়ান্টেড' ও 'ফ্যান্টাস্টিক ফোর'-এর জন্য পরিচিত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন ৫৬ বছর বয়সে মারা গেছেন। তার স্ত্রী একটি ফেসবুক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছেন এবং একটি সংক্ষিপ্ত নোট ভাগ করে নিয়েছেন, যে তিনি এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
-
Jul 06, 2025 13:51 IST
Tollywood Actor: ICU-তে সংকটজনক টলিউড অভিনেতা, মেয়ের অনুরোধে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ালেন কে?
Fish Venkat তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত একটি মুখ। কমেডি আর ভিলেনের চরিত্রে অভিনয় করে তেলুগু ছবির দর্শকের মনে দাগ কেটেছেন। ময়ে Shravanthi-র কথায়, 'আমার বাবার শরীর মোটেই ভাল নেই। শারীরিক অবস্থা বেশ খারাপ। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন। ওঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। যার জন্যই ৫০ লাখ টাকার দরকার। প্রভাসের সহকারীর তরফে ফোন পেয়েছি। আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। কিডনি প্রতিস্থাপনের দিনক্ষণ জানাতে বলেছেন, তখনই টাকা পাঠিয়ে দেবেন।' আর্থিক সমস্যা মিটলেও পরিবারের কেউ কিডনি দান করতে রাজি নন। কোনও ডোনারও এখনও খুঁজে পাওয়া যায়নি।
-
Jul 06, 2025 13:18 IST
Shefali Jariwala-Parag Tyagi: 'চিরদিন শুধু তোমাকেই ভালবাসব', শেফালির সঙ্গে রঙিন মুহূর্তের কোলাজে স্মৃতিমেদুর পোস্ট পরাগের
Shefali Jariwala: শেফালির মৃত্যুর সাতদিন পর সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর স্মৃতিতে একটি পোস্ট করেছিলেন। দু-একদিনের মধ্যে আরও একটি আবেগঘন পোস্ট। স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কোলাজে শেফালিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পরাগ। স্মৃতিমেদুর পোস্টে পরাগ লিখেছেন, 'পরি, তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গেই আছ। আমি তোমাকে দেখতে পাই। আজীবন শুধু তোমাকেই ভালবাসব। আমি তোমাকে অন্তর থেকে ভালবাসি, আমার গুণ্ডি, আমার ছোকড়ি। তোমাকে খুব মিস করি। যেখানেই থাক খুব ভাল থেকো।'
-
Jul 06, 2025 12:46 IST
Actress Father Shootout: রোগী সেজে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে গুলি, কেমন আছেন অভিনেত্রীর বাবা? প্রকাশ্যে CCTV ফুটেজ
Tania father Anil Jit Singh Kamboj: লেটেস্ট আপডেট অনুযায়ী, এখন তানিয়ার বাবা অনিল জিৎ সিং কম্বেোজের অবস্থা আপাতত স্থিতিশীল। এর মাঝেই সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি ইনস্টা হ্যান্ডেলে সেই দুই ব্যক্তির ছবি শেয়ার করেছেন। ছবি পোস্ট করে সেলেব প্যাপ জানিয়েছেন, তাঁর টিমের কাছে সিসিটিভি-র ছবি এসে পৌঁছেছে। অনিল জিৎ সিং কম্বেোজকে গুলি করেছে যে দুই ব্যক্তি তাদের ছবি একদম স্পষ্ট। ক্লিনিকে ঢুকে কী ভাবে রোগী সেজে চিকিৎসকের কাছে পৌঁছে গিয়েছিল তা একদম দিনর আলোর মতোই স্পষ্ট। Moga-এর সিনিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (SSP) সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন। ওঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের তুলনায় খানিকটা স্থিতিশীল। আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি।'
-
Jul 06, 2025 12:16 IST
Rahul Dev Bose: আমার পার্টনার বলে, আমি নাকি রোম্যান্টিক কম মাঝেমধ্যেই বেশি সিরিয়াস হয়ে যাই: রাহুল দেব বোস
Rahul Dev Bose-khanikta premer moto: সিরিজের নাম 'খানিকটা প্রেমের মতো'। প্রেমের পরিভাষা আর প্রেম- প্রেমের মতো-র মধ্যে রাহুল দেব বোসের নজরে সুক্ষ্ম পার্থক্যটা কী?
আমার পার্টনার দেবাদতৃা তো বলে, আমি মাঝেমধ্যেই বেশি সিরিয়াস হয়ে যাই। আমার মধ্যে রোম্যান্টিজিম কম। আমার জন্য ভালবাসা মানে একে অপরকে জাজ না করে কোনও রকম শর্ত প্রয়োগ না করে সঙ্গ দেওয়া। নিঃস্বার্থভাবে কারও ভাল চাওয়াটাই প্রেম। ভালবাসা মানে দয়ালু, (kindness), যত্নবান (Careing) আর একে অপরের সঙ্গে থাকার ইচ্ছেটাই আমার নজরে প্রকৃত প্রেমের সংজ্ঞা।