/indian-express-bangla/media/media_files/2024/11/09/h6Z21Q91d6haqwOKtz75.jpg)
Entertainment Latest News Highlights
Amitabh Bachchan: হাকিম কাইরানভি, কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট এবং সাতের দশকে অমিতাভ বচ্চনের আইকনিক হেয়ারস্টাইলের কারিগর। মাইসোরে ‘মর্দ’ ছবির শুটিং চলাকালীন অমিতাভের হেয়ারকাট করছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এবং পরদিনই মারা যান।
- Oct 26, 2025 17:52 IST
Ritwick Chakraborty: 'ছোটখাটো যুদ্ধ', পরিবারের অন্দরের কথা ফাঁস করলেন ঋত্বিক
Ritwick Chakraborty Family: যেকোনও মানুষের ক্ষেত্রেই কিন্তু রান্নাবান্না বিষয়টা খুব আবেগের। ছোট থেকে মানুষ মায়ের হাতের রান্না খেয়েই বড় হয়। সেই টেস্ট জ্বিভে লেগে থাকে সকলের। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর কাছেও মায়ের রান্নাটা ভীষণ কাছের। রান্নাবাটি আসছে। তাঁর আগেই নিজের ছোটবেলায় খাওয়া রান্না নিয়ে কী গল্প শোনালেন তিনি?
- Oct 26, 2025 17:44 IST
Satish Shah funeral: পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায় টিম 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর
রবিবার মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। তার আগে গানে গানে 'সারাভাই ভার্সেস সারাভাই' পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন সতীশকে। তাঁকে শেষবার দেখতে এসেছেন‘সারাভাই বনাম সারাভাই’-এর টিমের সদস্য প্রযোজক জেডি মজেঠিয়া ও আতীশ কাপাডিয়া, অভিনেতা রূপালি গঙ্গোপাধ্যায়, সুমিত রাঘবন, রাজেশ কুমার ও দেবেন ভোজানি। সতীশ শাহকে অন্তরের আবেগ দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা একসঙ্গে সিরিয়ালের টাইটেল ট্র্যাকটি গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। স্মৃতিতে ভেসে যেতেই অনেকেরই চোখের জল বাধ সাধেনি।
- Oct 26, 2025 17:07 IST
Anuparna Roy-KIFF: বঙ্গকন্যার ভেনিস জয়ের পরও KIFF থেকে ব্রাত্য পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা? মুখ খুললেন নবাগতা পরিচালক
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই অনুপর্ণার 'সংগস অফ ফরগটেন ট্রিজ'! এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন পরিচালক? অনুপর্ণা বলেন, 'কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমাদের ছবি বাদ দেওয়া হয়েছে এইরকম কোনও বিষয় নেই। আমাদের কাছে প্রস্তাব এসেছিল কিন্তু, ততদিনে হংকং ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছি। সেই জন্যই যে সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ছবি প্রদর্শনের কথা বলা হয়েছিল সেই সময় যদি আমি নিজের শহরে উপস্থিত না থাকি সেটা খুবই অসম্মানজনক। আমার টিকিটও কনফার্ম। তাই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারছি না। শুধু সিনেমা প্রদর্শন করলে তো হবে না, সেখানে আমার উপস্থিতিটাও বাধ্যতামূলক। শুধুমাত্র তারিখ নিয়ে সমস্যার কারণেই এই বছর কলকাতার সিনে উৎসবে থাকতে পারলাম না।'
- Oct 26, 2025 16:55 IST
শেষ দুই সপ্তাহে বলিউডে নেমে এল নীরবতা, একের পর এক প্রিয় মুখ হারাচ্ছে ইন্ডাস্ট্রি
দীর্ঘদিন যারা ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন, তাঁকে আরও বেশি করে সমৃদ্ধ করেছেন, সেই মানুষগুলো একের পর এক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। শেষ ২ সপ্তাহে যেন অনেককিছুই পাল্টে গেল। সেকথাই বারবার বলছিলেন অনুপম খের। ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন - ক্রমাগতই। কারা কারা চলে গেলেন?
- Oct 26, 2025 15:49 IST
Satish Shah Death: 'এমন মানুষ আজকাল জন্মায় না', সতীশের মৃত্যুতে স্মৃতিতে ডুব অনুপমের
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও তাঁর শোক প্রকাশ করেছেন। অনুপম খের ইনস্টাগ্রামে সতীশ শাহের জন্য একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন এবং তাঁকে স্মরণ করে বলেন, "মর্মান্তিক, এটি সত্যিই মর্মান্তিক। আমি অনেক ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছি। তিনি আমাকে সবসময় হাসাতেন। তাঁর সাধারণ জ্ঞান অসাধারণ ছিল। আমি তাঁকে আশীর্বাদ করতাম।" তিনি সতীশের স্ত্রী মধু শাহ-এর প্রতি সমবেদনা জানিয়ে যোগ করেন, "মধু, আমার সত্যিই খারাপ লাগছে। আমি তোমাকে দূর থেকেই বড় আলিঙ্গন দিচ্ছি। কোনও শব্দ নেই। সতীশ শাহ ছিলেন সবচেয়ে আশ্চর্যজনক মানুষ এবং অভিনেতা। আমি তাঁকে খুব মিস করব।"
- Oct 26, 2025 15:29 IST
Aparajita Auddy: ছোট পর্দায় ফের ফিরছেন অপরাজিতা আঢ্য, কোন ভূমিকায় 'লক্ষ্মী কাকিমা'?
দেখতে দেখতে দোড়গোড়ায় সিজন ২-এর মাসিক ফিনালে! অক্টোবরই ফিনালে! এই দিন উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। স্বাভাবিকভাবেই ফিনালেতে এসে খুশি পর্দার লক্ষ্মী কাকিমা। তিনি বলেন, 'এই শোয়ে আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শো-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি সুদীপ্তার কাছ থেকেই শিখেছি। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা সুযোগ হল। সব মিলিয়ে দারুণ লাগছে।'
- Oct 26, 2025 14:49 IST
Satish Shah Last Chat: মৃত্যুর দু-ঘণ্টা আগেও ফোন-মেসেজ! শেষ মুহূর্তে কাদের সঙ্গে কথা হয়েছিল 'কমেডি কিং' সতীশের?
Satish Shah Demise: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সতীশ তাঁর কিছু বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলেছিলেন। ঘনিষ্ঠ বন্ধু সচিন পিলগাঁওকার জানান, দুপুর ১২:৫৬ মিনিটে তাঁকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। 'সারাভাই ভার্সেস সারাভাই' এর প্রযোজক জেডি মজেথিয়া বলেন, কিছুক্ষণ আগেও রত্না পাঠকের সঙ্গে কথা হয়েছিল।
- Oct 26, 2025 13:54 IST
Satish Shah Last Moment: 'দুপুরে ভাত খাওয়ার সময় আচমকা...', মৃত্যুর আগের মুহূর্তে কী ঘটেছিল? সত্যি প্রকাশ্যে আনলেন সতীশের ম্যানেজার
Satish Shah collapsed During Lunch: শনিবার মধ্যাহ্ণভোজের সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সতীশ। হাসপাতালে যাওয়ার পরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শেষযাত্রায় প্রয়াত অভিনেতা সতীশ শাহর ম্যানেজার সংবাদমাধ্যমে জানিয়েছেন।
- Oct 26, 2025 13:24 IST
Dev-Subhashree: দেবের খোঁচা না কি মজা? জিৎ গাঙ্গুলিকে জড়িয়েই কোন প্রসঙ্গ টানলেন অভিনেতা?
Dev-Subhashree: শেষ যে ক'টি বাংলা ছবি রিলিজ করেছে, তাঁর মধ্যে ধুমকেতু নিয়ে আলাদা করে আলোচনা হবেই। ১০ বছর পর দেব-শুভশ্রীর ছবি রিলিজ থেকে শুরু করে নানা সমালোচনা, ধুমকেতু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শুভশ্রীকে নিয়ে দেব কিছু কথা এমন বলেন যার পর আরও বেশি করে আলোচনা ওঠে।
- Oct 26, 2025 12:53 IST
Satish Shah Last Respect: ফুলে সজ্জিত অ্যাম্বুলেন্সে শেষ যাত্রায় সতীশ, শ্রদ্ধা জানাতে উপস্থিত সতীর্থরা, কারা এলেন?
ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেন্সে শায়িত সতীশ শাহের নিথর দেহ। শীঘ্রই শুরু হবে সতীশ শাহর শেষযাত্রা। প্রয়াত অভিনেতার ছবি দিয়ে তৈরি ব্যানারে ফুলের মালা, গাড়ি এগচ্ছে বাসভবনের দিকে। ইতিমধ্যেই সতীশকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছেন ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিত্বরা। শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ভিলে পারলের পবন হংস শ্মশানে। ইতিমধ্যে সতীশকে শ্রদ্ধা নিবেদন করতে পৌঁছেছেন জ্যাকি শ্রফ, সুমিত রাঘবন, রাজেশ কুমার, রূপালি গঙ্গোপাধ্যায় পারেশ গনাত্রা, নাসিরুদ্দিন শাহ, ডেভিড ধাওয়ান সহ আরও অনেক।
- Oct 26, 2025 12:21 IST
Satish Shah Kidney Transplant: অসুস্থ স্ত্রীর সেবার জন্য বাঁচার ইচ্ছে, করিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টও, সতীশের সিক্রেট ফাঁস সচিনের
Satish Shah wife Madhu: প্রয়াত অভিনেতা সতীশ শাহের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সচিন পিলগাঁওকর প্রয়াত অভিনেতার ব্যক্তিগতজীবনের একটি সিক্রেট ফাঁস করলেন। তিনি জানিয়েছেন, স্ত্রীর যত্ন আরও ভালোভাবে নেওয়ার জন্য চলতি বছরেই কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন। যিনি অ্যালঝাইমার রোগে ভুগছেন।
- Oct 26, 2025 11:30 IST
Satish Shah Career: 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ ব্যর্থতা-পারিশ্রমিকে সমঝোতা, ধাক্কা সামলে কী ভাবে টেলিভিশনের 'আইকন' হলেন সতীশ?
টিভি কেরিয়ারের প্রথম ব্যর্থতা
এক পুরোনো সাক্ষাৎকারে সতীশ শাহ জানিয়েছিলেন, 'সারাভাই ভার্সেস সারাভাইকে সাপ্তাহিক ধারাবাহিক হিসেবে করেছিলাম। সেই সময় সিরিয়ালটি তেমন প্রচারের আলোয় আসেনি। যখন দর্শক বুঝল যে সিরিয়ালটি সত্যিই ভাল তখনই কম টিআরপি-র কারণে সেটি বন্ধ হয়ে যায়। এটা আমার টেলিভিশন কেরিয়ারের প্রথম ব্যর্থতা, খুব খারাপ লেগেছিল। পরে দর্শক এই সিরিয়ালের প্রেমে পড়ে যায়।' আরও যোগ করেছিলেন, 'প্রথমবার প্রচারের সময় সারাভাই একদম ব্যর্থ হয়েছিল। নইলে আজও হয়ত সেটি চলত। এই সিরিয়ালের জন্য আমি পারিশ্রমিকেও সমঝোতা করেছিলাম।'
- Oct 26, 2025 10:50 IST
Sarabhai Vs Sarabhai-Satish Shah: মনে হচ্ছে নিজের বাবাকে হারালাম-লাভ ইউ ড্যাড! সতীশের প্রয়াণে শোকজ্ঞাপন পর্দার দুই সন্তানের
রিল লাইফ বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন সুমীত। শনিবার সন্ধ্যায় সুমীত রাঘবন ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে প্রয়াত সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 'এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের সকল সমবেদনা গ্রহণ করছি। বিদায়, বাবা! শুভ যাত্রা! পরপারে দেখা হবে।' ক্যাপশনে তিনি লিখেছেন, 'লাভ ইউ সতীশ কাকা… লাভ ইউ ড্যাড… আমরা সবাই তোমাকে ভালোবাসি, মিস করছি
- Oct 26, 2025 10:34 IST
Satish Shah Demise: ৫০ টাকার বিনিময়ে অভিনয়, তবুও!
কী হয়েছিল তাঁর সঙ্গে?
কোমল নাহতার চ্যাট শো, 'অউর এক কাহানি'-তে সতীশ প্রকাশ করেছিলেন যে ছবিটি মাত্র ৮ লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং তাঁকে কিস্তিতে ৫০ থেকে ১০০ টাকার চেক দেওয়া হতো। তিনি বলেন, “আমার পারিশ্রমিকও ছবির বাজেটের মতোই ক্ষুদ্র ছিল। আমি টাকাগুলো কিস্তিতে পেতাম- কখনও ৫০, কখনও ১০০ টাকা।”
- Oct 26, 2025 09:45 IST
Amitabh Bachchan-Aalim Hakim: অমিতাভের হেয়ারকাট করার সময়ই হৃদরোগে আক্রান্ত, মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট
SCREEN-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে আলিম তাঁর বাবা ও অমিতাভ বচ্চনের এক অজানা গল্প শেয়ার করেন। বাবা হাকিম কাইরানভি ছিলেন সেই সময়ের এক কিংবদন্তি হেয়ারস্টাইলিস্ট এবং সাতের দশকে অমিতাভ বচ্চনের আইকনিক হেয়ারস্টাইলের কারিগর। কাজের মধ্যেই তাঁর বাবার জীবনের শেষ মুহূর্ত কেটে গিয়েছিল। আলিম এক আবেগঘন স্মৃতি শেয়ার করে বলেন, 'আমার বাবা নিজের জীবনের শেষ হেয়ারকাটটাই করেছিলেন অমিতজির জন্য। তিনি যখন তাঁর চুল কাটছিলেন ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হন। এটা ঘটেছিল মাইসোরে ‘মর্দ’ ছবির শুটিং চলাকালীন। তখন তিনি কন্টিনিউটি হেয়ারকাট করছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। পরদিনই তিনি মারা যান।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us