/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-10-43-43.jpg)
Entertainment Latest News Highlights:
Shah Rukh Khan Birthday: ইন্ডাস্ট্রির সতীর্থদের সঙ্গে ইতিমধ্যেই জন্মদিন সেলিব্রেশনে মেতেছেন কিং খান। আলিবাগের নিজের বাড়িতেই ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জীবনের বিশেষ দিনটি পালন করেছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন সেলিব্রিটি সেই বার্থডে পার্টির অন্দরের মুহূর্ত শেয়ার করেছেন।
- Nov 02, 2025 18:31 IST
Jojo-Pousali Banerjee: মঞ্চে বাদ্যযন্ত্র সরানো ঘিরে ক্যাট-ফাইট! পৌষালীকে কড়া ভাষায় বিঁধতেই জোজোকে পালটা লোকসংগীত শিল্পীর
Jojo-Pousali Banerjee Clash: একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে জোজো আর পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিস্ফোরক জোজো, পালটা প্রতিক্রিয়ায় নিজের সাফাই দিলেন পৌষালী।
- Nov 02, 2025 17:41 IST
Pankaj Tripathi: উৎসব মিটতেই পরিবারে শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা
Pankaj Tripathi Mother Hemwanti Devi Dies: ২০২৫ সালটা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্য একদিকে যেমন সুখের তেমনই আবার অত্যন্ত দুঃখেরও। চলতি বছরেই ২০২৩ সালে ‘মিমি’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কারপ্রাপ্তির জন্য বছরটা সুখের কিন্তু, সেই বছরেরই প্রায় শেষপ্রান্তে শেষে মাতৃহারা হলেন পঙ্কজ ত্রিপাঠী। সুখের মাঝেও ২০২৫ পঙ্কজের জন্য বয়ে আনল বিষাদের সুর। শ্রীমতী হেমবতী দেবীর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা। বিহারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পঙ্কজ ত্রিপাঠীর বৃদ্ধা মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। জানা যাচ্ছে কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
- Nov 02, 2025 16:31 IST
Sreemoyee-Kanchan Daughter Birthday: রাত ১২ কেক কেটে সেলিব্রেশন, কৃষভির প্রথম জন্মদিনে আবেগে ভাসলেন শ্রীময়ী-কাঞ্চন
Sreemoyee-Kanchan Daughter 1st Birthday: দেখতে দেখতে মেয়ের জন্মের বর্ষপূর্তি। প্রথম জন্মদিনে শ্রীময়ী-কাঞ্চন দুজনেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন। মেয়ের জন্মদিনে শ্রীময়ী লিখছেন, 'আজ শুধু আমার মেয়ের জন্মদিনই নয় আমি বলব এটা আমার মাতৃত্বের এক বছরের বার্ষিকীও বটে। এখনও বিশ্বাস করতে পারি না আজকের এই দিনে এক বছর আগে আমি ওকে জন্ম দিয়েছিলাম। ভয়, দুশ্চিন্তা আর আনন্দে ভরা সেই মুহূর্ত, সময় কত দ্রুত কেটে গেল!' কাঞ্চন লিখেছেন, 'শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে কিন্তু গতবছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি।'
- Nov 02, 2025 16:16 IST
Shah Rukh Khan and Tom Cruise: হলিউডে টম ক্রুজ, বলিউডে শাহরুখ! দুই তারকার অবিশ্বাস্য মিল, কোথায় জানেন?
SRK BIrthday: হলিউডের বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার কেসি ও’নিল। হলিউডের ছবির যারা ডাইহার্ট ফ্যান তারা একথা ভালো করেই জানেন। কেসি টম ক্রুজের সঙ্গে ‘জ্যাক রিচার’, ‘মিশন ইমপসিবল’ সিরিজ এবং ‘টপ গান, ম্যাভেরিক’-এর মতো ছবিতে কাজ করেছেন, তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ( Shah Rukh Khan) সঙ্গে মিল রয়েছে টম ক্রুজের। তাঁর মতে, শাহরুখ খান এবং টম ক্রুজ (Tom Cruise) দুজনেই তাঁদের কাজে অবিশ্বাস্যভাবে নিবেদিত।
- Nov 02, 2025 14:18 IST
SRK Fitness Tips: দিনে মাত্র দুবার খাওয়া-রাতে ঘুমানোর আগেও ওয়ার্কআউট, ৬০-এও কোন ফিটনেস মন্ত্রে রাফ অ্যান্ড টাফ শাহরুখ?
শাহরুখের ফিটনেস টিপস
বয়স বাড়লেও চেহারায় তার কোনও ছাপ নেই। ৬০-এও একেবারে রাফ অ্যান্ড টাফ অবতারে জেন জি-র সঙ্গে পাল্লা দিচ্ছেন শাহরুখ। পাঠান. জওয়ানের মতো ছবিতে সিক্স প্যাক অ্যাবে ঝড় তুলেছিলেন বলিউডের বাদশা। ফিটনেস বজায় রাখতে অনুসরণ করেন এমন একটি রুটিন যা শুনলে তাজ্জব বনে যাবেন। আপনিও যদি নিজেকে শাহরুখের মতো এভারগ্রিন লুকে দেখতে চান তাহলে ঝটঝট দেখে নিন কোন নিয়মে নিজেকে বেঁধেছেন বাদশা।
- Nov 02, 2025 11:32 IST
Shah Rukh Khan Birthday: 'খাওয়ার কথা ছিল চিকেন কিন্তু খেয়ে ফেললেন...', শাহরুখের সিক্রেট ফাঁস করলেন 'রঈস' পরিচালক রাহুল
SRK Birthday: 'রঈস'-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া SCREEN-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সিক্রেট ফাঁস করেন। এই সিনেমার শুটিংয়ে টিম চেয়েছিল তিনি একটি দৃশ্যে 'ফ্যান্সি চিকেন' খাবেন কিন্তু তিনি খেয়েছিলেন হোমমেড মটন! একটা দৃশ্য ছিল ও আর জীশান আয়ুব একটা ধাবায় বসে খাওয়াদাওয়া করছে। ওখানে ওকে মটন খেতে হতো। কিন্তু, আমাদের বলা হয়েছিল ও মটন খাবে না। ওঁর জন্য ওবেরয় থেকে চিকেন আসবে। আমি দুটোই নিয়ে এলাম, ওবেরয়ের ফ্যান্সি চিকেন আর আমার বাড়ির মটন হাড়সমেত। কিন্তু দৃশ্যটা তখনই পারফেক্ট হল যতক্ষণ না ও মটনটা খেলো যেভাবে ওই চরিত্রের খাওয়ার কথা।'
- Nov 02, 2025 10:48 IST
Shree Durga Review: মাংস কাটার চপার দিয়েই অসুর নিধন, ত্রিশূল হাতে দুর্গতিনাশিনী অপরাজিতা! কেমন হল শ্রী দুর্গা?
কেমন হল শ্রী দুর্গা?
বনেদি বাড়িতে আচমকা জোর করে ঢুকে পড়া পাঁচ দুষ্কৃতির সঙ্গে দুর্গার লড়াইয়ের গল্প। নারীশক্তির কথা তো আমরা দিনরাত বলে থাকি। এই ছবিতে যেন আরও একবার সেই ভাবনাকেই ফুটিয়ে তুলেছেন সন্দীপ সাথী। অসুস্থ স্বামী, সংসারের সারাদিনের কাজ সামলে যে ভাবে মাংস কাটার চপার হাতে ঘরের লক্ষ্মী থেকে দেবী দুর্গা হয়ে উঠেছেন অপরাজিতা তা সত্যিই সিনেমার প্রতি দর্শকের আকর্ষণ ধরে রাখবে। নানা প্রতিকূলকতার মধ্যে শাশুড়ি আর মেয়ের সাহায্যে একের পর এক পাঁচ দুষ্কৃতিকে অপরাজিতা দেবী দুর্গা রূপে নিধন করলেন। যে হাত অসুস্থ স্বামীর সেবা করে, মেয়েকে আদর করে, রান্নাঘরে হরেক পদ বানায় সেই হাতেই বইবে রক্তগঙ্গা! দুষ্কৃতিদের চাপে পড়ে যে চপার দিয়ে চিকেন কেটে দুর্গা রান্না করেছে সেই চপারেই করেছে অসুর দমন। মাটির মূর্তির ভিতর থেকে ত্রিশূল হাতে মেয়ের সম্মান বাঁচাতে যখন দুর্গা এগিয়ে আসছে সেই মুহূর্তে মনে হতে বাধ্য পরিচালকের শ্রী দুর্গা নামকরণ স্বার্থক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us