Entertainment Latest Live News Highlights: 'আমি খুব চিন্তিত...', শুটিং সেটে আহত শাহরুখ, কিং খানের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk in met gala sabyasachi

Entertainment Latest Live News Highlights: 

Advertisment

Mamata Banerjee On SRK Injury: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কলকাতার নিবিড় সম্পর্ক। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন কিং খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিলোত্তমায় পা রাখেন শাহরুখ। আগামী ছবি কিং-এর শুটিংয়ে শাহরুখের চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'আমার ভাই শাহরুখ নাকি শুটিং করার সময় আঘাত পেয়েছেন। এই খবরে আমি খুবই উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'

  • Jul 19, 2025 19:41 IST

    'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া

     Parambrata-Piya Baby Pic:বৃষ্টিভেজা দিনে সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন পরম পত্নী পিয়া।মুঠো করা ছোট্ট পাঁচ আঙুলে মায়ের বুড়ো আঙুল আগলে রেখেছেন ছোট্ট সোনা। মা-ছেলের এই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, 'মাম্মাস বেবি' যার বাংলা তর্জমা করলে হয়, মায়ের সোনা। কজের মাঝে পিয়া যে মাতৃত্ব একেবারে চেটেপুটে উপভোগ করছেন সে কথা বলাইবাহুল্য।



  • Jul 19, 2025 19:10 IST

    Rakesh Roshan Hospitalized: আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?

    Rakesh Roshan angioplasty Health Update: বলিউডের অন্দরে একের পর এক খারাপ খবর। 'কিং'-এর সেটে পিঠে চোট পেয়ে বিদেশে চিকিৎসাধীন শাহরুখ। অন্যদিকে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এই মুহূর্তে হাসপাতালে 'কৃষ'-এর পরিচালক। প্রসঙ্গত, ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক রাকেশ রোশনকে। মেয়ে সুনয়না রোশন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাকেশ রোশন এখন সম্পূর্ণ সুস্থ আছেন। চিন্তার কোনও কারণ নেই। তাঁর বিবৃতি অনুযায়ী, 'হ্যাঁ, বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ। ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।'



  • Advertisment
  • Jul 19, 2025 18:30 IST

    Shah Rukh Khan Injured: 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা

    SRK Health Condition: 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন থ্রিলারের শুটিং চলছে মুম্বইয়ে। কাজের মাঝেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। শুটিং চলাকালীন পিঠে আঘাত পেয়েছেন বলে খবর। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, আঘাত পাওয়ার পর শাহরুখ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। সূত্র অনুযায়ী, আঘাত গুরুতর নয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে, "কিং"-এর শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে সেপ্টেম্বরে আবার শুটিং শুরু হবে। চোটের কারণে শাহরুখ খানের পূর্বনির্ধারিত শ্রীলঙ্কা সফরও স্থগিত রাখা হয়েছে।



Entertainment News Entertainment News Today