Entertainment Latest News Highlights জুবিনের মৃতদেহ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি-পুলিশের লাঠিচার্জ!

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Zubeen Garg

Entertainment Latest News Highlights 

রবিবার কফিন বন্দি জুবিনের নিথর দেহ দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়। সেখানেই ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানান। জুবিনের বাড়িতে দেহ এসে পৌঁছতেই সেখানে অনুরাগীদের উপচে পড়া ভিড়। প্রিয় শিল্পীকে শেষবার এক ঝলক দেখার চেষ্টা।   পিটিআই সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার থেকেই শত শত মানুষ লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন। ভিড়ের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ হালকা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে।  

Advertisment
  • Sep 21, 2025 18:18 IST

    Shweta Bhattacharya Birthday: রুবেলের সারপ্রাইজ-শ্বশুরবাড়ির আদর, বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটাচ্ছেন শ্বেতা?

    Shweta Bhattacharya Birthday Celebration: জন্মদিনের সাতদিন আগেই শ্বশুরবাড়িতে প্রথম 'কেক কাটিং'। রুবেলের সারপ্রাইজ, মা-বাবার উপহার-ভুরিভোজে মহালয়ার দিন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর জন্মদিন জমজমাট। 



  • Sep 21, 2025 17:50 IST

    Devi Chowdhurani: গঙ্গা বক্ষে জাঁকজমকপূর্ণ 'জলযাত্রা' দেবী চৌধুরানীর, মহালয়ায় 'জয় ভৈরবী' ধ্বনিতে ছবির প্রচার প্রসেনজিতের

    গঙ্গা বক্ষে টিম দেবী চৌধুরানীর জাঁকজমকপূর্ণ 'জলযাত্রা'-র ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা। বহুল প্রতীক্ষিত 'জলযাত্রা'-য় দেবী চৌধুরানী টিমের আয়োজনে শহরজুড়ে যেন উৎসবের আমেজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় সহ প্রত্যেকের উপস্থিতি এই অনুষ্ঠানকে পৌঁছে দিয়েছিল অন্য মাত্রায়। মিলেনিয়াম পার্কের (গেট নং ১) ঘাট থেকে বর্ণাঢ্য যাত্রা শুরু হয়, যা বাংলার ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। ঢাকের তালে তাল মিলিয়ে আনন্দে মেতে ওঠেন কলাকুশলীরা। এই বর্ণাঢ্য যাত্রা শেষ হয় আহিরিটোলা ঘাটে। যেখানে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।



  • Advertisment
  • Sep 21, 2025 15:26 IST

    Katrina Kaif Pregnancy: তিন মাসের অন্তঃসত্ত্বা! কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?

    বিয়ের পর বহুবার ক্যাটরিনা কইফের অন্তঃসত্ত্বা গুঞ্জন হয়ে উঠেছে পেজ ৩-এর হট কেক। যদিও প্রতিবারই মন ভেঙেছে ক্যাট ভক্তদের। কিন্তু, লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভিকি ঘরনি ক্যাটরিনা কইফ নাকি তিনমাসের অন্তঃসত্ত্বা। কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান? এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই গুঞ্জনে সিলমোহর দেননি। তবে বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, তিনমাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। ১৫ অক্টোবরের আগেই দুই থেকে তিন হতে পারেন বলিউডের এই পাওয়ার কাপল। 



  • Sep 21, 2025 14:19 IST

    Salman Khan Injured: হাড় কাঁপানো ঠাণ্ডা-অক্সিজেনের অভাব! লাদাখ থেকে মুম্বই ফিরলেন আহত সলমন

    Salman Khan-Battle Of Galwan: রূপোলি দুনিয়ার তারকাদের চাকচিক্য জীবনে আমজনতার চোখে ঝিলমিল লেগে যায়। কিন্তু, দর্শককে বিনোদন দিতে ক্যামেরার পিছনে তাঁদের কঠোর পরিশ্রম অনেক সময়ই থেকে যায় অন্তরালে। কখনও অ্যাকশন দৃশ্যের শুটিং বা স্টান্ট করতে গিয়ে মারাত্মক বিপদের সম্মুখীন হয়, কখনও আবার কাঠফাটা রোদ বা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই করতে হয় শুটিং। সম্প্রতি লাদাখে কঠিন পরিস্থিতিতে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন সলমন খান। আগামী ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর শুটিং-র মাঝেই আহত হয়ে মুম্বই ফিরেছেন ভাইজান।



  • Sep 21, 2025 13:33 IST

    Zubeen Garg Heart Attack: স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ! মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝে চাঞ্চল্যকর তথ্য জুবিনের স্ত্রীর

     টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জুবিন গর্গের স্ত্রী গরিমা জানিয়েছেন, 'ইয়া আলি' খ্যাত গায়ক সাত-আটজন সঙ্গীর সঙ্গে সিঙ্গাপুরের এক দ্বীপে ইয়টে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ড্রামার শেখর ও সিদ্ধার্থ। গরিমা আরও জানান, দলের সবাই লাইফ জ্যাকেট পরেছিলেন। তবে তাঁর স্বামী আবার সাঁতার কাটতে নামার পর খিঁচুনি হয়। স্ত্রীর কথায়, 'ওঁরা একসঙ্গে সাঁতার কাটেন এবং ইয়টে করে তীরে ফিরে আসেন। সবাই লাইফ জ্যাকেট পরা ছিল। কিন্তু জুবিন আবার সাঁতার কাটতে গিয়ে খিঁচুনি হয়।' গরিমা জানান, জুবিনের এর আগেও বেশ কয়েকবার খিঁচুনিতে আক্রান্ত হয়েছেন। তবে তখন প্রাণে বেঁচে গিয়েছিলেন। আরও বলেন, দলের অন্য সদস্যরা অস্বাভাবিক কিছু টের পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে দুই ঘণ্টা আইসিইউতে রাখা হয়। গরিমার সংযোজন, 'এর আগেও বেশ কয়েকবার ওঁর খিঁচুনি হয়েছিল কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। অন্য সদস্যরা কিছু অস্বাভাবিক দেখে ওকে উদ্ধার করেন। তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দুই ঘণ্টা আইসিইউতে রাখা হয়।'



  • Sep 21, 2025 12:55 IST

    Zubeen Garg-Online Delivery App: জুবিনকে শ্রদ্ধাজ্ঞাপন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিত পরিষেবা

    Swiggy Zomato Blinkit-Zubeen Garg Tribute: 'ইয়া আলি' খ্যাত গায়ক জুবিন গর্গের প্রয়াণে শোকস্তব্ধ অসম। প্রিয় শিল্পীর মৃত্যুতে ভক্তরা শোকাহত। অসম সরকারও তিনদিনের রাজ্য শোকপালনের ঘোষণা করেছে। জুবিন গর্গের অকাল মৃত্যুতে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কইটসহ অনলাইন ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্মগুলোও তাঁর স্মরণে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। বিশিষ্ট গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইগি, জোম্যাটো এবং ব্লিঙ্কইট রাজ্যজুড়ে পরিষেবা স্থগিত রেখেছে।



  • Sep 21, 2025 12:13 IST

    Dev-Mafia card: ক্রেডিট ডেবিট নাকি 'মাফিয়া' কার্ড ব্যবহার করেন? সৃজিতের প্রশ্নে দেবের সপাট জবাব 'মানুষের ভালবাসা থাকলে...'

    গত দুবছর পুজো, ক্রিসমাসে ছবি বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। নাম না করে দেবকে বহু পরিচালক-প্রযোজক খোঁচা মারেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশি সংখ্যক সিনেমাহল ও শো-টাইম দখল করেন। দেবের বিরুদ্ধে 'মাফিয়া কার্ড' খেলার অভিযোগও ওঠে। রঘু ডাকাত-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৃজিতের এই প্রশ্নের যথাযথ উত্তর দেন। তার আগে অবশ্য দু-ঢোক জল খেয়ে নেন দেব। মঞ্চে দাঁড়িয়ে মেগাস্টার বলেন, ভালবাসা থাকলে মাফিয়া কার্ড খেলার কোনও প্রয়োজনই হয় না। ঝড়, জল উপেক্ষা করে যাঁরা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে টিকিট কেটে এসেছেন তাঁদের ভালবাসা-আশীর্বাদ আছে। তাহলে কেন মাফিয়া কার্ড খেলতে হবে পালটা সেই প্রশ্ন সকলের উদ্দেশে ছুড়ে দেন দেব। 



Entertainment News Entertainment News Today