/indian-express-bangla/media/media_files/2025/02/19/BCUUx21QS40EJR5M1W6V.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest Highlights: বলিউড থেকে আঞ্চলিক তারকাদের জড়িত একাধিক হাই-প্রোফাইল মামলা সামলেছেন প্রাইভেট ডিটেকটিভ তানিয়া পুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনই এক আঞ্চলিক অভিনেত্রীকে ঘিরে তদন্তের অভিজ্ঞতা শেয়ার করেন— যাকে বাগদানের আগে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল তার হবু শ্বশুরবাড়ি।
তবে অভিনেত্রীর বাগদানের ঠিক আগে, ছেলেটির পরিবার তানিয়াদের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, অভিনেত্রীর আর্থিক অবস্থা ও বাস্তব জীবনের তথ্য যাচাই করা।
- Nov 05, 2025 17:12 IST
৫ বার বিয়ে, সন্তান-সুখ থেকে বঞ্চিত, ফ্ল্যাট থেকে মেলে অভিনেতার পচা-গলা দেহ
অমিতাভ বচ্চনের শাহেনশাহ- হিন্দি সিনেমায় এক মাইলস্টোন, এই ছবির মতো চিরস্থায়ী আর দুটি নেই। তবে এ ছবিটি যে আরেক অভিনেতার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল, তার নাম মহেশ আনন্দ। বহু বছর ধরে লড়াই করার পর, এই ছবিই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তিন্নু আনন্দের অ্যাকশন ড্রামায় বচ্চনের পর্দার প্রতিপক্ষ হয়ে মহেশ দর্শকের নজর কেড়েছিলেন।
- Nov 05, 2025 16:21 IST
Shubhashis Mukherjee: কর্পোরেট বিয়ে! যেভাবে ঘর বাঁধলেন শুভাশিস-ঈশিতা?
আর ৫ জনের মত ভালবাসার শুরুটা তাদের ক্ষেত্রেও বেশ অন্যরকম। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনে যেভাবে প্রেম এসেছিল, তা তিনি নিজেই জানিয়েছিলেন। দীর্ঘ এতবছরের দাম্পত্য জীবন। কিন্তু শুরুটা কীভাবে হয়েছিল? অভিনেতা তখন চুটিয়ে সিনেমা ও থিয়েটার করছেন। আর তার প্রেমের মানুষটিও তখন অন্য একটি দল থিয়েটার করত।
- Nov 05, 2025 14:55 IST
গ্ল্যামারের আড়ালে চালাচ্ছিলেন এই গোপন পেশা! বলিউড নায়িকাকে নিয়ে বিস্ফোরক দাবি
Bollywood Actress: বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে অন্ধকার দিক। টিনসেল টাউনে ব্যভিচার থেকে অর্থপাচার, মাদক থেকে সহিংসতা...বছরের পর বছর ধরে এমন নানা অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি গোয়েন্দা তানিয়া পুরি, তাঁর ক্যারিয়ারের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যার মধ্যে বলিউড-সম্পর্কিত এক বিশেষ ঘটনাও রয়েছে।
- Nov 05, 2025 12:42 IST
Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী?
তাঁদের বলা হয় পাওয়ার কাপল। বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা - এই দুজনেই নিজেদের ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। যদিও বিরাট এখনও ব্যাট হাতে মাঠে নামেন, কিন্তু অনুস্কা লাইমলাইট থেকে অনেকটাই দূরে।
- Nov 05, 2025 11:50 IST
বিলাসিতা ছিল শুধু দেখনদারি! বিয়ের আগেই অভিনেত্রীর ‘নকল লাইফস্টাইল’ ধরে ফেলল গোয়েন্দা দল
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় তানিয়া জানান, "আমরা মাঝে মাঝে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কেস পাই। দুই-তিন বছর আগে আঞ্চলিক ইন্ডাস্ট্রির একটি কেস পাই। ওই অভিনেত্রী তখন বেশ জনপ্রিয় ছিলেন। প্রচুর আইটেম নম্বর, বিশেষ গান করতেন। তার আশীর্বাদ ঠিক হয়েছিল।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us